চাচাত বোন যখন আদূরে বউ – (৭ম পর্ব)

0
1094

চাচাত বোন যখন আদূরে বউ”

(৭ম পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

আমি পাগলীটাকে পেছন থেকে জরিয়ে ধরলাম। নিলীমা হালকা কেপে উঠল আর বলল
নিলীমাঃএই তুমি এখানে কি করছ হুম
আমিঃ আমার বউটাকে সাহায্য করছি
নিলীমাঃ সাহায্য করছ না
আমিঃ হুম
নিলীমাঃ কিভাবে?
আমিঃ এইযে আমি তোমাকে ধরে রাখছি তুমি যাতে পরে না যাও
নিলীমাঃ তাই না
আমিঃ হুম। আজকে কলেজ যাবা না।
নিলীমাঃ জী না মসাই আমরা আজকে ঘুরতে যাব বুঝেছ
আমিঃ হুম
নিলীমা যতক্ষন পর্যন্ত রান্না করেছে ততখন আমি ওকে পেছন থেকে জরিয়ে ধরে ছিলাম
এভাবে আমাদের দুষ্ট মিষ্টি ভালবাসার মাধ্যমে আমাদের দিন যাচ্ছিল একদিন আমি আর নিলীমা একসাথে কলেজ গেট দিয়ে ঢুকছিলাম তখন আমাদের কলেজের এক মেম আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। ঐ মেডামটা আমাকে অনেক ভাল জানে
তো ছুটির পর মেডাম আমাকে ও নিলীমাকে ডেকে পাঠাল
মেডামঃ জয় আমি বেশ কিছুদিন ধরে লক্ষ করছি যে তুমি নিলীমার সাথে একটু বেশি মেলামেসা করছ
আমিঃ আসলে মেডাম
মেডামঃ থাক বুঝতে পেরেছি, আসলে এই বয়সে প্রেম ভালবাসা হতেই পারে কিন্তু এতে বেশি মনযোগী হলে লেখাপরা খারাপ হবে বুঝেছ।
আমিঃ আসলে মেডাম আমরা bf,gf না। নিলীমা হলো আমার চাচাত বোন/ স্ত্রী বুঝছেন মেম
মেডামঃ কি বল এইসব
আমিঃ আমি ঠিকই বলছি মেডাম বিশ্বাস না হলে ওকে জিঞ্জাসা করেন
নিলীমাঃ জী ম্যাম আমরা দুজন স্বামী স্ত্রী।
মেডামঃ ওহ সরি আমি বুঝতে পারিনী
কিন্তু তোমরা এত ছোটকালে কেন বিয়ে করেছ
তারপর মেডামকে সব ঘটনা খুলে বললাম। মেডামতো হাসতে হাসতে শেষ। তারপর মেডাম আমাদের বেস্ট আফ লাক বলে বিদায় হলো। আমি না ঘুমিয়ে এসব ভাবছিলাম তখনই নিলীমা আমাকে বলল
নিলীমাঃ এই তুমি এখনও ঘুমাও নি তখন থেকে দেখছি একা একা হাসছ
আমি নিলীমার কথায় অতীত থেকে বাস্তবে ফিরলাম।
আমিঃ না ঘুম আসছিল না।
নিলীমাঃ তুমি কী ভাবছিলে হুম
আমিঃ কই কিছু না তো
নিলীমাঃ একদম মিথ্যা বলবা না আমি জানি তুমি কিছু ভাবছিলে
কি বলব পাগলীটাকে আমাকে এত ভালবাসে যে আমার মনের কতা পর্যন্ত
বুঝে যায়
আমি বললাম আমাদের আগের কাহীনি ভাবছিলাম।
নিলীমা আমার কথা শুনে মুচকি হাসছে তারপর নিলীমা আমাকে বলল
নিলীমাঃ এই আমার না ঘুম আসছে না।
আমিঃ তো আমি কি করতে পারি মেডাম।
নিলীমাঃ চলনা ছাদে থেকে ঘুরে আসি
আমিঃ কি এত রাতে
নিলীমাঃ হুম চল না
কি আর করব পাগলীটার কথা ফেলতে পারি না
আমিঃ চল
নিলীমাঃ আমাকে কোলে করে নিয়ে যেতে হবে
আমি নিলীমাকে আর কথা বলতে না দিয়ে একেবারে কোলে করে ছাদের দিকে
.
(চলব….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here