#তোকে চাই পর্ব ৪৪

0
806

#তোকে চাই❤পর্ব ৪৪
#নৌশিন আহমেদ রোদেলা❤



ওটির সামনে বসে আছি,,পাশে মামু আর মামানি।।অভ্র ভাইয়া আর শুভ্র ক্রমাগত পায়চারী করছেন,,,সবার মুখেই চিন্তার ছাপ ,,,আম্মু তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে।।আর আমি তো নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে আল্লাহকে ডাকছি,,,মনে ভয়গুলো যেনো ঝেঁকে বসে আছে,,কে জানে কি হবে??অভ্র ভাইয়াকে আমি কখনো বিশেষভাবে তার ভালোবাসা প্রকাশ করতে দেখি নি,,,যেমনটা শুভ্র করে প্রতিটি কাজকর্মে ভাইয়া তার ঠিক উল্টো কখনো এক্সপ্রেস করে না ভালোবাসাগুলো,,দাবিয়ে রাখে নিজের মধ্যে,,কিন্তু আজ যেনো তা না চাইতেই প্রকাশ পেয়ে যাচ্ছে,,,সত্যিই ভালোবাসাগুলো খুব অদ্ভুত হয়,,,এর রং ভিন্ন,,প্রকাশ করার ধরন ভিন্ন।।একেক জনের কাছে এর সঙ্গাও ভিন্ন।।ভাইয়াকে দেখেই বুঝা যাচ্ছে,,উনার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে,,,কিন্তু প্রকাশ করতে পারছেন না,,,বড়ছেলেদের এতো ইমোশনাল হওয়া যে মানায় না,,,তাদের তো স্ট্রং থাকতে হয়,,সবাইকে সামলাতে হয় নিজে যতই অসহায় ফিল করুক না কেন,,এটাই তো নিয়ম।।আর অভ্র ভাইয়া সেই নিয়মটা বেশ নিয়ম করেই মেনে চলে,,,কিন্তু আজ হয়তো নিয়মটা তার কাছে পাত্তায় পাচ্ছে না,,,চোখদুটো চরম রকম লাল হয়ে আছে উনার,,,মুখটা ফ্যাকাশে,,,,উনার অসহায় দৃষ্টি আপুর প্রতি উনার ভালোবাসাটা প্রকাশ করে চলেছে প্রকটভাবে।।

ভাই??তুই একটু বস এখানে,,,এতো টেনশন করিস না,,বউমনি ঠিক হয়ে যাবে দেখিস,,,(কাঁধে হাত রেখে)

তিন তিনটা ঘন্টা হয়ে গেছে শুভ্র,,,উফফ,,ও কিভাবে সহ্য করছে,??,ওর খুব কষ্ট হচ্ছে রে,,,খুবব,,

ভাই এই সময় সবারই কষ্ট হয়,,,জাস্ট কাম ডাউন,,তুই যেভাবে টেনশন করছিস,, নিজেই না অসুস্থ হয়ে যাস,,প্লিজ ভাই শান্ত হো,,

কি করে শান্ত হবো বল,,,আমি ওকে একটুও হেল্প করতে পারছি না,,,আমার সামনে ও কষ্টে চেঁচাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি,,নিজেকে কতোটা,অসহায় লাগছে,,, বোঝতে পারছিস??নিজেকে একজন ব্যর্থ স্বামী বলে মনে হচ্ছে,,,,

ওদের কথার মাঝেই ওটির লাইট নিভে গেলো,,,সাথে সাথেই বেরিয়ে এলেন ডক্টর।।ডক্টরের মুখের ভাব দেখে কিছুই আঁচ করা যাচ্ছে না।।ডাক্তারকে দেখেই সবাই দৌড়ে গেলাম,,,হৃৎপিণ্ডটা যেনো বেরিয়ে আসতে চাইছে,,কে জানে কি শুনতে হবে,,,

ডক্টর??

কনগ্রাচুলেশন মিষ্টার আহমেদ,,,আপনার ওয়াইফের ছেলে হয়েছে,,,

ডক্টর মাই ওয়াইফ???

বেবিকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে,,,

শাট আপ ডক্টর,,,বাচ্চার কথা পরে শুনবো আগে আমার বউয়ের কথা বলুন,,,,রুহি কেমন আছে???

এক্চুয়েলি,,,

হোয়াট দ্যা হেল,,,বনিতা না করে বলবেন প্লিজ,,,হাউ ইজ মাই ওয়াইফ??(চিৎকার দিয়ে)

ভাই শান্ত হো,,ডক্টর তো বলছে,,রিল্যাক্স,,,,ডক্টর বউমনি কেমন আছে??

বেবির পজিশন সরে গিয়েছিলো,,,বেবিকে বের করে আনতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে,,,,উই আর থেংকফুল টু গড যে বেবি ঠিক আছে,,,

ডক্টর আপনি বলবেন প্লিজ রুহি কেমন আছে,,,আর কিছু শুনতে চাচ্ছি না আমি,,,গট ইট???

অতিরিক্ত ব্লিডিং হওয়ায়,এখনো আমরা সিউর হতে পারছি না,,,ব্লিডিং কমে আসলে উনি বিপদমুক্ত বাট এখনো আমরা গ্যারেন্টি দিতে পারছি না,,সো সরি।।

হোয়াটট???আপনি বুঝতে পারছেন কি বলছেন??শী ইজ মাই ওয়াইফ ওকে??যদি ওর কিছু হয়,,আপনাদের কাউকে ছাড়বো না আমি,,,,আপনাদের এই সো কল্ড হসপিটাল ধুলোয় মিশিয়ে দিবো,,,মাইন্ড ইট(কলার চেপে)

অভ্র?? ছাড়ো উনাকে,,,

ভাই লিভ হিম,,বউমনির কিচ্ছু হবে না,,,,শী উইল বি ফাইন,,,তুই শান্ত হো প্লিজ,,

আম্মু এই পর্যন্ত চারবার সেন্সলেস হয়েছে,,,আব্বু আম্মুকে সামলাতেই ব্যস্ত,,,মামানির প্রেসার আবারো ফল করছে,,,মামু নিশ্চুপ হয়ে বসে আছেন।।।অভ্র ভাইয়ার পাগলামী সহ্য না করতে পেরে ওনাকে রুহি আপুর কেভিনে বসিয়ে রাখা হয়েছে,,আপুর কেভিনে ডুকেই উনি একদম শান্ত হয়ে গেছেন,,,শুধু চোখদুটো শান্ত হচ্ছে না,,অবিরাম জল গড়িয়ে পড়ছে,,,,শুভ্র হসপিটালের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে,,,আমাদের কারোর মনে নতুন কেউ আসার আনন্দ নেই,,,বরং পুরাতন কে হারানোর ভয়ে আমরা আড়ষ্ট,,,, আনন্দটা চিন্তার রেখায় চাঁপা পড়ে গেছে নিখুঁত ভাবে,,,আমি ধীর পায়ে শুভ্রর পাশে গিয়ে দাঁড়ালাম,,,উনার কাঁধে হাত রাখতেই উনি কেঁপে উঠলেন,,

রোদ??দেখো বউমনিরই কি অবস্থা,,তোমার কথা ভাবতেই আত্মা শুকিয়ে আসছে আমার,,,,ভাইয়া তবু সহ্য করে নিচ্ছে আমি সহ্য করতে পারবো না,,,একদম মরে যাবো,,একদম মরে যাবো,,,

উনার কথার প্রতিউত্তরে কি বলা উচিত জানি না,,,তবে অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছি আমিও,,,,নতুনকে বরন করে নিতে কতো কষ্টের প্রহর পেরোতে হয় আমাদের,,,কতোটা ত্যাগ স্বীকার করতে হয় নতুনকে বুকে জড়িয়ে নেওয়ার সূক্ষ্ম আশা পূরনে।।।

#চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here