রৌদ্রর_শহরে_রুদ্রাণী পর্বঃ৪৩

0
718

রৌদ্রর_শহরে_রুদ্রাণী
পর্বঃ৪৩
#Saiyara_Hossain_Kayanat

আচমকাই শপিংমলে সবার মাঝ থেকে আরশির হাত টেনে ফাঁকা জায়গায় নিয়ে আসলো রৌদ্র। হঠাৎ করে এমন কিছু ঘটায় আরশি হতভম্ব হয়ে গেল। স্তম্ভিত হয়ে আছে আরশি। রৌদ্র সিড়ির দিকটায় এসে আরশির হাত ছেড়ে দিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো। আরশি হাত ঘষতে ঘষতে উৎকন্ঠিত হয়ে বলল-

“পাগল হয়ে গেছেন না-কি! এমন করছেন কেন? মানুষ দেখলে কি ভাববে?”

রৌদ্র বরাবরের মতো শান্ত গলায় উত্তর দিল-

“সবাই লিফটে ওঠানামা করে তাই এখানে কোনো মানুষ আসবে বলে মনে হচ্ছে না।”

আরশি দ্রুত আশেপাশে তাকিয়ে অস্থির কন্ঠে বলল-

“তবুও যদি কেউ এসে পরে তখন কি হবে!”

রৌদ্রর দৃষ্টি এখনো আরশিতেই নিবদ্ধ। আরশির কথায় রৌদ্র ভ্রুক্ষেপহীন ভাবে জবাব দিল-

“আসলে আসবে কি হয়েছে! নিজের বউকে হাত ধরে নিয়ে এসেছি অন্য কাওকে না।”

রৌদ্রর নির্লিপ্ত জবাবে আরশির মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে। বিরক্তি প্রকাশ করেই বলল-

“সবাই হয়তো আমাদেরকে খুঁজছে। চলুন এখন।”

আরশি কথা গুলো বলে চলে যেতে নিলেই রৌদ্র আরশির হাত ধরে ফেলে। আরশি খানিকটা ভড়কে গিয়ে বলল-

“উফফ ডক্টর রোদ এমন করছেন কেন? ছাড়ুন আমার হাত।”

রৌদ্র কোনো প্রতিত্তোর না দিয়ে আরশির হাতে হেঁচকা টান দিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দিয়। আরশি আবারও চলে যেতে নিলে রৌদ্র আরশির দু’পাশের দেয়ালে হাত দিয়ে আটকে দেয়। আরশির ছটফট করা বন্ধ হয়ে যায়। রৌদ্র আরশির মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল-

“শেষবার সুযোগ দিচ্ছি তোমাকে। আমাকে ভালোবাসো কি-না বল।”

আরশি কিছু বলছে না। রৌদ্রর কাছে আসায় অস্থিরতায় আরশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হৃদ স্পন্দনের গতি যেন বেড়েই চলছে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে থেকে দু’হাতে নামিয়ে পকেটে গুজে দেয়। গম্ভীর গলায় বলে-

“যাও ছেড়ে দিলাম।”

আরশি এক মূহুর্ত দেরি না করে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আরশির পেছন পেছন চলে যায়।

——————————

“উহু এই কালারে তোমাকে একদমই মানাচ্ছে না নীলা।”

নির্বানের কথায় নীলা ভ্রু বাঁকিয়ে তার দিকে তাকালো। ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। মেরুন রঙের আরেকটা লেহেঙ্গা হাতে নিতেই নির্বান নাক মুখ ছিটকে বলল-

“ছিঃ ছিঃ এই কালারে তো একদমই পেত্নীর মতো লাগবে।”

নীলার ধৈর্যের বাধ ভেঙেছে। প্রচন্ড বিরক্ত হয়ে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। চেয়ার থেকে উঠে নির্বানের দিকে এগিয়ে আসলো। একটা মেকি হাসি দিয়ে রাগান্বিত কন্ঠে বললো-

“মেয়েদের শপিং নিয়ে যেহেতু এতই জ্ঞান তাহলে আপনি নিজেই একটা পছন্দ করে দিন না দেখি।”

নির্বান হাতের মোবাইলটা পকেটে রেখে ভাব নিয়ে বলল-

“ওকে এটা তো আমার এক মিনিটের কাজ।”

নির্বান নীলাকে পাশ কাটিয়ে সামনে গেল। সব গুলো লেহেঙ্গার মধ্য থেকে একটা নীল রঙের লেহেঙ্গা নীলার হাতে দিয়ে বলল-

“এটা একদম পারফেক্ট। তোমার নামের সাথেও মিলবে আর তোমাকেও বেশ মানাবে।”

নীলা লেহেঙ্গাটার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। আসলেই আগের লেহেঙ্গা গুলো থেকে এটাই বেস্ট মনে হচ্ছে। নীলা আর কথা না বাড়িয়ে লেহেঙ্গাটা নিয়ে নেয়।

—————————

আরশি সবার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পরেই রৌদ্র এসে গম্ভীর গলায় বললো-

“রাত হয়ে গেছে এখন আমাদের যাওয়া উচিত।”

রৌদ্রর কথায় কাসফিয়া উত্তেজিত হয়ে বলল-

“এখন তো মাত্র বিয়ের শপিং হয়েছে। গায়ে হলুদ আর বৌভাতের জন্য তো কিছুই কেনা হয়নি।”

“গায়ে হলুদের জন্য কাল কেনাকাটা করা যাবে। একদিনে এতো ঝামেলা করার কোনো দরকার নেই। আমি নিচে অপেক্ষা করছি সবাই আসো।”

রৌদ্র কথা গুলো বলেই গম্ভীর পায়ে চলে গেল। নীল আরশিকে হাল্কা ধাক্কা দিয়ে জিগ্যেস করলো-

“কিরে ভাইয়ার আবার কি হলো?”

আরশি নীলের দিকে তাকিয়ে আমতা-আমতা করে বলল-

“কই কিছুই তো হয়নি। উনি তো এমনিতেই গম্ভীর। চল এখন দেরি না করে।”

সবাই আর কোনো কথা না বাড়িয়ে শপিংমল থেকে বেরিয়ে আসে। সবাই রৌদ্রর কাছে আসতেই রৌদ্র গম্ভীর গলায় বললেন-

“আমার আরুকে কিছুক্ষণের জন্য লাগবে। তোমারা বাসায় যাও। আমরা আধা ঘণ্টার মধ্যেই চলে আসবো।”

আরশি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। রৌদ্র আরশিকে উদ্দেশ্য করে বলল-

“গাড়িতে উঠুন মিস আরু।”

নীল আরশিকে হাল্কা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে বসতে ইশারা করলেই আরশি গাড়িতে উঠে যায়। সাথে সাথেই রৌদ্র গাড়ি ড্রাইভ করা শুরু করে দেয়। বেশ খানিকটা সময় ধরে রৌদ্র চুপচাপ গাড়ি চালিয়েই যাচ্ছে। আরশি এতক্ষণ চুপ করে থাকলেও এবার বুকে সাহস জুগিয়ে বলল-

“কোথায় যাচ্ছেন? সেই কখন থেকে গাড়ি চালিয়েই যাচ্ছেন কিছু বলছেন না। আমাকে দিয়ে আপনার কি দরকার? আমাকে আপনার লাগবে কেন?”

আচমকাই রৌদ্র গাড়ি ব্রেক করে। আরশি খানিকটা ঝুঁকে পরলেও নিজেকে সামলিয়ে নেয়। রৌদ্র সিট বেল্ট খুলে আরশির দিকে এগিয়ে যায়। রাগে রৌদ্রর চোখ দুটো লাল হয়ে যাচ্ছে। চোয়ালে শক্ত করে আরশির দিকে তাকিয়ে আছে। রৌদ্রর আরশির একদম কাছে এসে রাগে গর্জে উঠে বলে-

“তোমাকে আমার শুধু এখন না, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। আমার বিয়ে করা বউ তুমি। আমি ভালোবাসি তোমায়। তোমাকে তো আমার লাগবেই।”

আরশি ফ্যালফ্যাল করে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। মানুষ ভালোবাসার কথা এভাবে বলে! উনি কি ভালোবাসার কথা বলছে না-কি আমাকে ধমকাচ্ছেন? আরশির ভাবনার মাঝেই রৌদ্র জোরে গাড়ির জানালায় হাত দিয়ে আঘাত করে। বিকট শব্দে আরশির ভাবনা ভেঙে যায়। রৌদ্র আরশির দু বাহু ধরে মুখোমুখি করে আবারও হুংকার দিয়ে বলল-

“তুমি কি আমাকে ভালোবাসো না আরু? তোমার চোখে আমি স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তবুও কেন তুমি মুখে শিকার করছো না? দশদিন ধরে পাগলের মতো অনুরোধ করে যাচ্ছি কিন্তু তুমি তো মুখ ফুটে একবারও ভালোবাসি বললে না। আর কত অপেক্ষা করাবে?”

আরশি ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করেই ভয়াতুর কন্ঠে বলল-

“ভালোবাসি কি-না তা তো বুঝতেই পারছেন। তবুও আমাকে আরেকটু সময় দিন সত্যি বলছি আপনার চেষ্টা বিফলে যাবে না।”

আরশিকে ভয় পেতে দেখে রৌদ্র নিজের সিটে শান্ত হয়ে বসে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে লম্বা লম্বা করে কয়েকটা শ্বাস নেয়। খানিকটা সময় পর রৌদ্র চুপচাপ গাড়ি চালানো শুরু করে দেয়। আরশি এখনো ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে। পুরো রাস্তা কেউ আর কোনো কথা বলেনি। বাসায় পৌঁছাতেই আরশি গাড়িতে থেকে নেমে যেয়। রৌদ্র আর একবারও আরশির দিকে ফিরে তাকায়নি।

—————————

সকাল প্রায় দশটায় রৌদ্রর ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙ্গে অলস পায়ে বারান্দায় আসে। শীতল হাওয়ায় রৌদ্রর শরীর খানিকটা কেঁপে উঠে। চারদিকে ঝড়ো হাওয়া বইছে। আকাশ কালো মেঘে ঢেকে আছে। চারপাশ আঁধার হয়ে বৃষ্টির আগমন বার্তা জানান দিচ্ছে। রৌদ্র তার শীতল চাহনিতে পাশের বারান্দায় তাকালো। কেউ নেই পাশের বারান্দায়। কাল রাতের কথা মনে পরতেই রৌদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পাখির খাঁচা দুটোর দিকে এগিয়ে এসে লাভ বার্ড গুলোকে খাবার দিল। ময়না পাখির খাঁচায় খাবার দেওয়ার সাথে সাথেই পাখি দুটো ভাঙা ভাঙা গলায় অনবরত ‘ভালোবাসি’ আর ‘রোদ’ শব্দ দুটো উচ্চারণ করছে। রৌদ্র থমকে গেল। অপ্রত্যাশিত দুটি শব্দ শুনে অতিমাত্রায় চমকে উঠলো। খাঁচা থেকে হাত সরিয়ে দু-এক কদম পেছনে সরে দাঁড়ালো। বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আবারও পাখি দুটোর দিকে তাকালো৷ পাখিগুলো মাথা নাড়িয়ে নাড়িয়ে অনবরত ‘ভালোবাসি রোদ’ বলেই যাচ্ছে। রৌদ্র অতিমাত্রায় উত্তেজিত হয়ে উঠলো। খুশিতে চিকচিক করে উঠেছে তার শান্ত শীতল চোখ দুটো। চোখ দিয়ে যেন খুশির ঝলক উপচে পরতে চাইছে। আরশি এভাবে তাকে ভালোবাসার কথা বলবে এটা একদমই তার ভাবনার বাহিরে ছিল। রৌদ্র কোনো কিছু না ভেবেই হন্তদন্ত হয়ে বাহিরে ছুটে চলে যাচ্ছে। একপ্রকার দৌড়েই সিড়ি বেয়ে বাসার নিচে আসলো। ঝড়ো হাওয়ার মতোই ছুটে এসেছে আরশির ফ্ল্যাটে৷ কাঁপা কাঁপা হাতেই কলিং বেলে টিপ দিল।কয়েক সেকেন্ডের মাঝেই দরজা খুলে যায়। দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত মানুষের চেহারা। আরশি দরজা খুলে রৌদ্রকে এই অবস্থায় দেখে ভ্রু কুচকে ফেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে রৌদ্রকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পরলো আরশি। রৌদ্র হাঁপাচ্ছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। সাদা টিশার্ট গায়ে জড়ানো। ধূসর রঙের থ্রি-কোয়াটার প্যান্ট। অগোছালো চুল আর ঘুমন্ত মুখ। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সপ্নের মধ্যে কুকুরের দৌড়ানি খেয়েই এখানেই চলে এসেছে। আরশি অধিকমাত্রায় আগ্রহী হয়ে রৌদ্রর কাছে এগিয়ে আসলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কন্ঠে জিজ্ঞেস করল-

“কি হয়েছে আপনার! আপনি ঠিক আছেন….. ”

আরশির কথা পুরো পুরি শেষ হওয়ার আগেই রৌদ্র আরশির উপরে ঝাপিয়ে পরলো। আরশিকে নিজের সাথে আষ্টেপৃষ্টে ঝাপটে ধরলো। আরশি স্তব্ধ হয়ে আছে। নড়াচড়া করার বিন্দুমাত্র শক্তিটুকু তার মাঝে নেই। রৌদ্র এতটাই শক্ত করে আরশিকে জড়িয়ে ধরেছে যে আরশির হাড়গোড় ভেঙ্গে চুরমার হয়ে উপক্রম হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আরশির। কিন্তু রৌদ্রর মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই নিজের সর্বশক্তি দিয়ে আরশিকে জড়িয়ে ধরে আছে।

“আরশি কে এসেছে?”

হঠাৎই ভেতর থেকে আরশির মা’র কন্ঠ ভেসে আসতেই আরশির টনক নড়ে উঠলো। গায়ের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেই রৌদ্রকে ধাক্কা দিল। তেমন কোনো ফলাফল না পেলেও রৌদ্র আরশিকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। রৌদ্রর বাহু থেকে মুক্ত হতেই আরশি বড় করে দু তিনবার স্বস্তির শ্বাস নিল।
নিজেকে কোনো রকম সামলিয়ে নিয়ে উচ্চস্বরে বলল-

“আমি আসছি মা।”

রৌদ্র এখনো আরশির দিকে স্থির চোখে তাকিয়ে আছে। আরশি রৌদ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো। রৌদ্রর দিকে তেড়ে এসে রৌদ্রর বাহুতে দু-তিনটা চাপড় মারে। দাঁতে দাঁত চেপে রাগান্বিত কন্ঠে বলল-

“একজন ডাক্তার হয়ে আপনি নিজের বউকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইছেন! আপনি তো দেখছি একটা ডাকাত। দয়ামায়ার ছিটেফোঁটাও নেই আপনার মধ্যে। আরেকটু হলেই তো দম আটকে মরে যেতাম। আমাকে মেরে ফেলার জন্যেই কি সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পরেছেন না-কি! প্রতিশোধ নিচ্ছেন কালকের জন্যে?”

আরশি রাগে গজগজ করতে করতে অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে। রৌদ্রর আগের মতোই অপলকভাবে তাকিয়ে আছে আরশির দিকে। হুট করেই রৌদ্র দু হাতে আরশির গাল আগলে নিয়ে কপালে গভীর ভাবে নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। এক মিনিট বাদেই রৌদ্র আরশিকে আবারও জড়িয়ে ধরে শীতল কন্ঠে বলল-

“ভালোবাসি রুদ্রাণী।”

রৌদ্র সোজা হয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। আরশি মূর্তির মতো আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে। আকষ্মিকভাবে রৌদ্র করা কাজ গুলোতে আরশি দফায় দফায় চমকে উঠছে বার বার। বাকরুদ্ধ হয়ে গেছে। কথা গুলো যেন গলাতেই পাকিয়ে যাচ্ছে। ভেতর থেকে আবারও আরশির ডাক আসে। আরশি অপ্রস্তুত হয়ে পরে। নিজেকে সামলিয়ে নিয়ে মুখের কাছে এসে পড়া চুল গুলো কানের পেছনে গুজে নেয়। রৌদ্রর দিকে এক ঝলক তাকিয়ে আরশি নিজের পায়ের উপর ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে রৌদ্রর চুল গুলো ঠিক করে দেয়। বড় করে একটা শ্বাস নিয়ে রৌদ্রর হাত ধরে ফ্ল্যাটের ভিতর নিয়ে যায়।

চলবে…

[অনেক বড় করে একটা ধামাকা পর্ব দিলাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাইকে অগ্রীম দাওয়াত রইলো রৌদ্রর শহরে রৌদ্র আর রুদ্রাণীর বিয়েতে। ধন্যবাদ আর ভালোবাসা সবাইকে।❤️❤️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here