The_Boss,Part:22,23,24

0
621

#The_Boss,Part:22,23,24
Afreen Ella
Part:22

ইলমাজ ওভাবে তাকিয়ে থাকায় মায়ার হুশ ফিরলো,নাক থেকে ওড়না সরিয়ে বলতে লাগলো,,,

স্যার দেখুন!!আমি সত্যিই দু:খিত আপনি হঠাৎ এখানে এমনভাবে আসবেন জনতাম না।।আর তাছাড়া আমার মতো ক্যারেকটারলেস এন্ড ডাউন মার্কেট মানুষের ঘরে আপনার মত বিজনেস টাইকন এন্ড বিডির টপ ছয়জন বিলিয়নারদের মাঝে আপনি একজন এভাবে আমার মত চিপক্লাস মেয়ের ঘরের দুয়ারে আসবেন এই চিন্তাধারা কখনো মাথায় পর্যন্ত আসে নি।তো কিভাবে এলেন এখানে?

ইলমাজ নিরাশ চোখে তাকাচ্ছে মায়ার দিকে,আর অবাক হচ্ছে।

স্যার,,কোন জরুরি প্রয়োজন??? (মায়া)

চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ইলমাজ বলতে লাগলো,,

লিসেন মায়া,তুমি কি ভাবছো বা কি বলছো দ্যাট ডাজন্ট মেইক এ্যানি ডিফরেন্স টু মি,বা তুমি এটা ভাবছো যে আমি এখানে তোমার পিছু নিতে এসেছি তবে তা একদম ই বাখওয়াস একটা চিন্তাধারা,তোমার ফোন ফেলে এসেছিলে তা দিতে এসেছিলাম আদারব্যাইজ আম নট ইন্টারেসটেড।😒আর হ্যাঁ আমার সেদিনের অকথ্য বিহ্যাভিয়ার এর জন্য আমি দু:খিত ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিলো কিন্তু আজ সকালে যা হয়েছে তার জন্য আমি মোটেও দু:খ প্রকাশ করছি না।গুড লাক।।এক চোখ টিপ মেরে বাকা হেসে গাড়ির দিকে এগিয়ে গেলো ইলমাজ।।

ইলমাজকে যেতে দেখে মায়া তার দিকে। দৌড়ে গিয়ে বলতে লাগলো,,

দেখুন জনাব ইলমাজ সাহেব,আপনি যা ই বলেন না কেন আমি আপনার কোম্পানি তে জব করছি না।।😤{মায়া)

ট্রাই করে দেখতে পারো।ভদ্রতা বজিয়ে রাখছি আমাকে অভদ্র হতে বাধ্য করবে না,একমাস না হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না।।একটা ভ্রু উপরে তুলে বাকা হেসে বললো ইলমাজ।

ঢোক গিললো মায়া কি জবাব দিবে কিছু বুঝতে পারছে না সে,আসলেই এই লোক টার সাথে লাগতে গেলে নিজেরই বিপদে পড়তে হবে কারন এই লোক যা তা করতে পারবে।।😭মনে মনে বললো মায়া।।

আপনি ভাবনার হাট থেকে বের হলে এবার আমি যেতে পারি কি?(ইলমাজ)

মায়া নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো,রাগে গা ছমছম করছে মায়ার।।
ইলমাজ গাড়ি স্টার্ট দিতেই আবার ভিতর থেকে বলতে লাগলো,,

আসল কাজ টা ই তো করা হলো না(ইলমাজ)

মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে ইলমাজের দিকে তাকালো,,

তোমার ফোন!!! (ইলমাজ)

জ্বী কই আমার ফোন? দিন?মায়া ইলমাজের দিকে হাত বাড়িয়ে দিলো।।

আমাদের রাসুলুল্লাহ সাঃ বলেছেন ইয়াং, স্ট্যাবেল আর হ্যালথ্ফুল মানুষেদের ভিক্ষে না দিতে।।😜(ইলমাজ)

😯😯😯😦মায়া হা করে তাকিয়ে আছে ইলমাজের দিকে!!!

কি আমাকে দেখতে ভিক্ষুক লাগে?😡(মায়া)

যেভাবে হাত পেতে আছো তেমনটায় লাগছে।।😂(ইলমাজ)

হাত নামিয়ে। মায়া আবারও বলতে লাগলো,

আমার ফোন দিন প্লিজ।।

ওহ শীট!!! ফোন তো আমার বাড়ি ফেলে এসেছি।।আবার যেতে হবে।।(ইলমাজ)

মায়া যেন এক্ষুনি কান্না করে দিবে।।

তো এনে দিন,ভুল টা আপনার,আপনি আনেন নি।।(মায়া)

ভুল টা কার বললে?ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ইলমাজ।।

আপনার।।(মায়া)

ফোন টা অফিসে কে ফেলে এসেছিলো? আমি?😒(ইলমাজ)

মায়া থতমত খেয়ে চুপ হয়ে আবার বলতে লাগলো,

আচ্ছা স্যার এনে দিন না,(মায়া)

আমি কি আপনার চাকর?(ইলমাজ)

না মানে তা বলছিলাম না স্যার,ফোন টা তো জরুরি।।। (মায়া)

একটা বিকল্প পদ্ধতি আছে,চাইলে বলতে পারি।।(ইলমাজ)

কি স্যার?খুশি হয়ে জিজ্ঞেস করলো মায়া।

তুমি চাইলে আমার সাথে এসে ফোন নিয়ে যেতে পারো।(ইলমাজ)

কিন্তু আমি যাবো না স্যার।।(মায়া)

না গেলে ফোন টা ও আর পাবে না।।চাপা হাসলো ইলমাজ।।

মায়া আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো।। ইলমাজ গাড়ি স্টার্ট দিলো।।

ইলমাজের বাড়ি পৌছে মায়া ওইদিনের কথা ভাবতে লাগলো কিভাবে ইলমাজ তাকে অপমান করেছিলো।। ভিতরের দিকে প্রবেশ করতে মন সাক্ষী দিচ্ছে না মায়ার যদি আবারও হিউমিল্যাট হতে হয়।।

স্যার,ইলমাজকে উদ্দেশ্য করে বললো মায়া।।

হুম বলো,,(ইলমাজ)

আমি এখানে আছি,আপনি কারো দিয়ে ফোন টা পাঠিয়ে দিয়েন প্লিজ।।(মায়া)

চুপচাপ ভিতরে আসো।।বেশি বাড়াবাড়ি করো তুমি।।😡(ইলমাজ)

গাড়ি থেকে বেরিয়ে ইলমাজ হাটতে লাগলো মায়া ও তার পিছু পিছু যেতে লাগলো।।

ভিতরে ঢুকতেই চমকে উঠলো মায়া নাগাত তাকিয়ে আছে,মায়ার পায়ের নিচে একটি বিশাল সাদা কার্পেটে বিশাল ভাবে লাল রঙের sOrRy MayA লিখা।।মায়া হা করে তাকিয়ে আছে বার বার অবাক তো এমন হয়েছে যেনো সে এখন লাইফ সাপোর্টে আছে।।

ইলমাজ মায়াকে হল রুমের সোফায় বসতে বলে তার রুমে চলে গেলো।।
মায়া কার্পেটটার দিকে বার বার দেখছে আর মনে মনে ভাবছে।
আসলেই বেশ হৃদয় নিবারক শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে ।।😍
ইলমাজ এসে গলা ঝাড়তেই মায়া উঠে দাড়ালো।।

ইলমাজ মায়ার দিকে তার ফোন আর একটি বাক্স এগিয়ে দিলো।।
মায়া ফোন এর সাথে বাক্সটা দেখে অবাক হয়ে ইলমাজের দিকে তাকালো।।

কি দেখছো?টেক দেম।।(ইলমাজ)
মায়া ফোন নিলো কিন্তু বাক্সটা নেয় নি।।ইলমাজ নাক ফুলিয়ে ভ্রু কুচকাতেই মায়া তাড়াতারি বাক্সটি হাতে নিয়ে সেই ভৌ দৌড়।।

চলবে।।।

#The_Boss

Part :23

Afreen Ella

মায়া ইলমাজের বাড়ির বাহিরে এসে দাঁড়ালো,হাঁপিয়ে উঠেছে সে।।হাঁপাতে হাঁপাতে হাতে থাকা বাক্সটির দিকে চোখ গেলো মায়ার।।এর ভিতরে কি হতে পারে ভাবছে সে।।কারো গলা ঝাড়ার শব্দ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে তাকালো।।

কি ভাবছো মিস মায়া?ভেবেছি চলে গেছো!নাকি এখান থেকে যাওয়ার ইচ্ছা টা ও চলে গেছে?(ইলমাজ)

আম,,না মানে বক্সে কি এটা ভাবার চেষ্টা করছিলাম।।(মায়া)

এটা বাসায় গিয়ে খুলো।।চলো বাড়ি পৌছে দিয়ে আসি(ইলামাজ)

হুম,মাথা ঝাকালো মায়া।।

ইলমাজ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করলো।।

মায়া বাহিরের স্তব্দ পরিবেশ টি কে উপভোগ করছে আর বার বার মুখ থেকে চুল সরাচ্ছে।।।
ইলমাজ মায়ার মোহনজালে ডুব দিচ্ছে।।মায়ার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকার পর গাড়ির স্পিকারে গান প্লে করলো।। গান বাজছে আর গানের সাথে সাথে ইলমাজ ও মায়ার চেহারার মায়া অনুভব করছে।।

দেখা হাজারো দাফা আপকো!!
ফির বেকারারি কেসী হে,,
সামহালে সামহালতা নেহি য়েহ দিল,,
কুছ আপ মে বাত এসি হে,

ইলমাজ গানের তালের সাথে সাথে গুন গুন করছে আর মায়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে।।
মায়া প্রকৃতির রূপে মগ্ন হয়ে বাতাসে চুল বিলিয়ে দিচ্ছে আর ইলমাজ যেন তার ই মাঝে হারিয়ে যাচ্ছে।।

মায়ার বাড়ির সামনে গাড়ি থামালো ইলমাজ, নিজেকে সামলিয়ে গাড়ি থেকে নেমে ঘরের দিকে হাটা ধরলো মায়া।।
ইলমাজ অবাক চোখে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে,অবাক হচ্ছে এজন্যই কারন এভাবে না বিদায় না কিছু বলে চলে যাওয়া টা অদ্ভুত লেগেছে ইলমাজের।।
আর অন্য দিকে মায়ার বুক ধুকধুক করছে যার কারনে সে ইলমাজের সাথে কথা বলার সাহস জোগাড় করতে পারে নি।।।মায়ার ঘরের ভিতরে প্রবেশ করার পর ইলমাজ ও গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেলো।। গাড়ির আওয়াজ শুনে মায়া আবারও থতমতিয়ে ঘরের বাহিরে এসে ঠিক রাস্তার ধারে এসে এপার ওপার উকি দিতে শুরু করলো।।

মায়ার বাড়ির রাস্তা থেকে সামান্য দূরে একটি মোড়ে ইলমাজের গাড়ি দাঁড় করানো, এই মোড়ের একপাশে দূর থেকে আড়ালে দাঁড়িয়ে এতক্ষন ইলমাজ মায়াকে দেখছিলো।।
মায়া মন খারাপ করে আবারো ঘরের ভিতরে চলে গেলো।। মায়া যাওয়ার পর ইলমাজ মুচকি হেসে গাড়িতে বসে মনের সুখে গাড়ি ড্রাইভিং এর পাশাপাশি আবারও গান প্লে করে গুন গুন করতে লাগলো।।

য়েহ দিল তুম বিন কাহি লাগতা নেহি!!
হাম কিয়া কারে,,,,
তাসাভার মে কই বাস্তা নেহি,,,
হাম কিয়া কারে???
তুমহি কেহদো আব এ জানে বাফা,
হাম কিয়া কারে???

কিসি কি দিল মে বাস কে
দিল কো তারপানা নেহি আচ্ছা!!!
নিগাহোকো ঝালাক দে কে
ইউ ছুপ যানা নেহি আচ্ছা।।।
উম্মিদো কে খিলে গুলশান কো
ঝুলসানা নেহি আচ্ছা,

হামে তুম বিন কই জাচ তা নেহি
হাম কিয়া কারে!!!!!!

বেশ মনের সুখে গুন গুন করতে করতে নিজের বাড়ি পৌছলো ইলমাজ।।

চেঞ্জ করে বক্সটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো মায়া।।

বক্স খুলতেই চোখ দুটো ছানাবড়া করে অবাক হলো।।

একটা ক্রিস্টাল পাথরের শো-পিসের গায়ে ছোট ছোট কুন্দন দিয়ে ইংরেজিতে লিখা,,

Seni seviyorum Maya..

শো পিস টি বেশ দামী মনে হচ্ছে মায়ার আর পাথর গুলো ও বেশ আকর্ষনীয় বেশ অদ্ভুত রকমের সুন্দর।।

ওয়াও!!!!এটাতো সাংঘাতিক সুন্দর😱এই লোক কি পাগল নাকি?আর এর গায়ে এটা কি লিখা???এর মানে কি???উফফফফ এই লোক পুরাই হাদারাম!!!!লিখেছে তাও না জানি কোন গ্রহের ভাষা?বাংলায় লিখতে না পারলে ইংরেজিতে লিখতো অন্তত!!! এখন এটার মানে আমি কিভাবে বুঝবো?😤যায় হোক কাল ওই হনুমান থেকেই জিজ্ঞাস করবো সে দিয়েছে তো সেই জানবে,কিন্তু জিনিস টা মারাত্মক।।😍এতক্ষন নিজে নিজেই বক বক করছিলো মায়া।।

সকালে অফিস পৌছে এনির ক্যাবিনে ইলমাজের অপেক্ষা করতে শুরু করলো মায়া।।প্রায় এক ঘন্টা পর তার অপেক্ষার আবাসন ঘটলো।।
ইলামাজ বড়ই ভাবের সাথে তার ক্যাবিনের দিকে এগুচ্ছে।।।
মায়া দৌড়ে তার পিছু পিছু ইলমাজের রুমে প্রবেশ করলো।।

মায়াকে ওভাবে ভিতরে ঢুকতে দেখে হাল্কা চমকে দাঁড়ালো ইলমাজ।।

what’s up Miss Maya Azhaari??এভাবে দৌড়াচ্ছিলে কেনো?(ইলমাজ)

মায়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো।,

স,,স্যার কাল বাক্সে ওটা কি ছিলো? (মায়া)

কেন কি ছিলো তা কি এখনো দেখো নি?ভ্রু একটা উপরে তুলে জিজ্ঞেস করলো ইলমাজ।।

ন,না মানে দেখেছি কিন্তু ওই লিখা টার মানে কি ছিলো?(মায়া)

কোন লিখা টা?(ইলমাজ)

ওই যে ক্রিস্টাল স্টোন টার উপর যা ছিলো ওই লিখাটার অর্থ কি সেটা জানতে চাচ্ছি?(মায়া)

কি লিখা ছিলো ওখানে? অধীর আগ্রহে তাকিয়ে জিজ্ঞেস করলো ইলমাজ।।

ইলমাজের চাহনি দেখে হাল্কা গলা ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো মায়া।।তারপর হাতের তালু তে দেখে ইলমাজ কে বললো,,,

Seni Seviyorum এটার অর্থ কি?আর এটা কোন গ্রহের ভাষা?😕(মায়া)

আবার বলো শব্দ টা?নেশাভরা চোখে ইলমাজ মায়ার দিকে তাকাচ্ছে।।

S,,s,,Seni Seviyorum ঢোক গিলে আমতা আমতা করে বললো মায়া।।

মায়ার জবাবে ইলমাজ মায়ার দিকে একনাগাড় পলকহীন তাকিয়ে এক পা এক পা এগিয়ে যাচ্ছে আর মায়াও ঢোক গিলতে গিলতে এক পা এক পা পিছুচ্ছে।।

মায়া দরজার সাথে লেগে দাঁড়ালো আর ইলমাজ মায়ার সাথে প্রায় ঘেঁষে দাঁড়িয়েছে।।মায়ার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো,,

পাঁচ দিন সময় দিয়েছি এর মাঝে এই কথার অর্থ খুজে বের করবে,যেদিন বের করতে পারবে সেদিন বিস্তারিত জানতে পারবে।।আর যদি আমার দেয়া সময়ের মাঝে এর অর্থ খুজে বের করতে না পারো তবে এই বিষয় টা কে ওতটুকুতেই ড্রপ করবে।।।

মায়া হতড়ম্ব হয়ে তাকিয়ে আছে ইলমাজের দিকে কি বলবে কিছুই বুঝতে পারছে না।।।😯

চলবে।।।

#The_Boss

Part:24

Afreen ella

পরেরদিন মায়া অফিসে এনির কেবিনে বসে চিন্তায় মগ্ন
কারন ইলমাজ ঘারত্যাড়া কিসিমের একজন লোক তার দেয়া সময়ের মধ্যে শব্দটার অর্থ বের করতে না পারলে না জানি আর কিভাবে মায়াকে বেইজ্জত করবে৷ এনির ক্যাবিনের টেলিফোনে রিং হচ্ছে।কথা শেষে এনি মায়াকে বলতে লাগলো

হেই ইউ ইলমাজ স্যার তোমাকে উনার ক্যাবিনে ডেকেছেন।।(এনি)

মায়া অন্য ধ্যানে মগ্ন থাকায় খেয়াল করেনি এখনো মাটিতে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ঘেঁষে ঘেঁষে কিছু একটা ভাবনায় আকঁছে।।।

হেই মায়ানি!!ডাকলে শুনো না?মন কোথায় থাকে?ধমক দিয়ে বললো এনি।

মায়া চমকে এনির দিকে তাকালো।।

জ্বী এনি ম্যাম?😫(মায়া)

স্যার ডাকছে।(এনি)

ওহ,এক্ষুনি যেতে হবে?😟(মায়া)

জ্বী এক্ষুনি।।মুখ বেকে জবাব দিলো এনি।।

মায়া ঢোক গিলতে গিলতে ইলমাজের ক্যাবিনের দিকে এগুলো।। দরজা নক করে ভিতরে গিয়ে দেখলো ইলমাজ ফাইল চেক করছে।।মায়াকে দেখা মাত্রই বলতে শুরু করলো,,

তোমার ফোন কোথায়? ফাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ইলমাজ।

আ,,স্যার,আমার ফ,ফোন ব,,বাসায়।।আমতা আমতা করে বললো মায়া।।

বাসায় কার কাছে?(ইলমাজ)

ক,কেন স্যার?(মায়া)

ফোন টা বাসায় রেখে আসলে ইউজ করার আর কি দরকার?😒(ইলমাজ)

মায়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।।

কল করেছিলাম কাল রাতে কিন্তু ফোন একটা ছেলে পিক করেছিলো,মাইক আর হৈ চৈ এর আওয়াজ অনেক ছিলো তাই ভালো ভাবে কিছুই বুঝতে পারি নি।।নাক ফুলিয়ে আর নিচের ঠোঁট কামড়ে ধরে বলল ইলমাজ।।

মায়া আমতা আমতা করে বলতে শুরু করলো।

স্যার ভাই বন্ধুর বিয়েতে নিয়ে গেছে ফোন।। আর ভাইয়ের টা আমাকে দিয়ে গেছে।।(মায়া)

তো সিম টা কি চেঞ্জ করে নিতে পারো নি ওতটুকু আক্কেলও কি নেই তোমাদের ?আর তোমার ভাই তোমার ফোন কেন নিয়ে যাবে?(ইলমাজ)

স্যার ওর ফোন টা আদিম যুগের তাই আমার টা নিয়ে গেছে তাড়াহুড়োয় সিম চেঞ্জ করতে ভুলে গেছে।।(মায়া)

ইলমাজ বাকরুদ্ধ বলার মত ভাষা খুজে পাচ্ছে না,,।।

স্যার ব্যাপার টা জরুরী ছিলো নাকি?(মায়া)

কোন ব্যাপার?(ইলমাজ)

যে ব্যাপারে আমার নাম্বারে কল করেছিলেন?(মায়া)

ওহ,,সিলেটে মিটিং এর ফাইলগুলো তোমার কাছে আছে তাই না?(ইলমাজ)

জ্বী স্যার।।(মায়া)

ওগুলো নিয়ে আসার জন্য কল করেছিলাম।(ইলমাজ)

সরি স্যার।।(মায়া)

যায় হোক আজ রাতে এগুলো ফিলাপ করে সিলেটের ফাইলগুলো কাল সাথে করে নিয়ে আসবে।।মায়ার দিকে দুটো ফাইল ছুড়ে দিয়ে বললো ইলমাজ।।

আচ্ছা স্যার,,মায়া ফাইলগুলো হাতে নিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ইলমাজ আবার পিছু ডাকলো মায়াকে।।

ইলমাজ চেয়ার থেকে উঠে মায়ার দিকে এগিয়ে আসতেই মায়া ভয়ে ঢোক গিললো।।
ইলমাজ মায়ার সামনে দাঁড়ালো।।।আর বলতে লাগলো

গতকালের কমিটমেন্ট টা মনে আছে?(ইলমাজ)

জ,জ,জ্বী স্যার।।😥(মায়া)

ইলমাজ আস্তে আস্তে মায়ার কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো,,

গুড লাক ফর ইউর ডেয়ার।।(ইলমাজ)

ইলমাজের নিঃশ্বাস মায়ার কানের সাথে বারি খাওয়াতে মায়ার পশম দাঁড়িয়ে গেছে,,ধর ধর কাপছে সে।।
ইলমাজ এখনো মায়ার কানের কাছাকাছি ঠোঁট এনে রেখেছে ইলমাজ।।।মায়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইলমাজ মায়ার চোখের দিকে আড়চোখে তাকাচ্ছে বেশ মজা লাগছে ইলমাজের মায়াকে এমন ভয়ার্ত চেহারায় দেখে।।।মায়া আস্তে আস্তে ইলমাজের পাশ থেকে সরে দরজা খুলে দৌড় লাগালো।।

আজ দুইদিন হলো মায়া নিজের রুমের জানালার পাশে বসে চা খাচ্ছে আর চিন্তা করছে যে কিভাবে বের করা যায় ওই শব্দের অর্থ।।।আলরেডি দুদিন ক্রস করেছে,অনেকের কাছে জিজ্ঞেস ও করেছে কিন্তু ওই শব্দ শুনে সবাই হাসছে।।রাগে আর দু:খে গদগদ করছে মায়া,ফোন ও নেই তার কাছে যেটা আছে সেটা উনিশশো খাট্টা আমলের।।।

হঠাৎ কেউ একজন মায়ার কানে স্বজোরে চিৎকার দিয়ে উঠলো।।মায়া ও চিৎকার দিয়ে দেখছে তার ভাই এসেছে।।।মায়া ভাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠলো।।
মায়াকে মহাখুশিতে দেখে তার ভাই বলতে লাগলো,,,

বোন আমার আমাকে দেখে তুই এতো খুশি হবি জানতাম না।মায়ার দিকে তার ফোন এগিয়ে দিতে দিতে বললো ।🙄

মায়া ফোন হাতে নিয়ে বললো,

তোমাকে দেখে খুশি হয়েছি এইজন্যই কারন তুমি আসাতে আমার ফোনও ফেরত এসেছে।।।খুশি আমার ফোন ফেরত পাওয়াতে হয়েছি তোমাকে দেখে নই।।এবার যাও গিয়ে একগ্লাস জলে ডুবে মরো আমার কোন আপত্তি নেই।।

তোর ফোনে এম্বি দিয়ে ভুল করেছি,তোর মত বোন একজন থাকলে শত্রুর আর দরকার হয় না😒(মায়ার ভাই)

এমবি এজন্য দিয়েছিস কারন আমার আগের গুলো তুই ই খেয়েছিস।হুহ😒(মায়া)

মায়ার ভাই মুখ ভেঙিয়ে মায়ার রুম থেমে কেটে পড়লো।।।

মায়া দরজা বন্ধ করে জলদি ডাটা অন করে গুগলে সার্চ দিলো সেনি সেভিয়োরামের মানে কি।।

এর মানে দেখে মায়া বেশ কিছুক্ষন ট্রমায় ছিলো।। জাস্ট হা করে তাকিয়ে আছে ফোনের দিকে।।

এর মানে কি??স্যার আমাকে আই লাভ ইউ মায়া বলেছে?কিন্তু আমাকেই বা কেন?😱😱😱
মাথা ঘুরছে মায়ার দুনিয়া দারি ঘুরছে যেনো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে।নিজের রুমের দরজা খুলে মায়ের দিকে যেতে যেতে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলো মায়া।।

প্রায় দশ মিনিট পর চোখ খুলে দেখছে মা চিন্তিত অবস্থায় পাশে বসে আছে।।মায়াকে চোখ মেলে তাকাতে দেখে মা বলতে লাগলো,,

কিরে কি হয়েছিলো তোর? ঠিক আছিস?(মা)

মায়া উঠে খাটের কোনে হেলান দিয়ে বসে বলতে লাগলো

আমি ঠিক আছি মা।।রোদে বেশিক্ষন হাটার কারনে হয়তো উইক হয়ে গেছিলাম।।এখন ঠিক আছি।।(মায়া)

রাতের বেলায় রোদ কোথায় পেলি তুই?🤨(মা)

ন,না মানে ওই যে সকালে অফিস যাওয়ার সময় রিকশা পাচ্ছিলাম না তাই বেশ কিছুক্ষন হাটতে হয়েছিলো রোদের মাঝে এইজন্যই এমন হয়েছে মে বি।।বলেই জিহবায় কামড় বসালো মায়া।।

আচ্ছা ফ্রেস হয়ে আয় আমি খাবার আনছি।।(মা)

হুম(মায়া)

মা রুম থেকে যেতেই মায়ার ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে উঠেছে ভাবতে শুরু করলো ইলমাজ কিভাবে সবসময় তার কাছে আসার চেষ্টা করেছে।।

তাই তো আপনি আড়াল থেকে আমাকে দেখতেন, আমার এতো কেয়ার করতেন।।।আপনার গায়ে গরম চা মেরে দেয়ার পর ও আপনি আমায় চাকরি তে রেখেছেন,এতো মিসবিহেভ করেছি এরপর কখনো কিছু বলেননি।।☺আর ওইদিনের চুমু টা।।মায়া নিজেকে নিজে বলছে আর ব্লাশ করছে।😌

মায়া আবারও ফোন হাতে নিয়ে উত্তর খুজতে গুগলে ঢুকে পড়েছে।।।একটি কাগজে নোট করে নিয়েছে তার উত্তর।।

পরের দিন সকালে অফিস পৌছে মায়া এনির ক্যাবিনে গিয়ে বসলো।।। ভাবছে এতো তাড়াতারি এর অর্থ টা যে সে জেনে গেছে তা ইলমাজের সামনে প্রকাশ করবে না।।আরও দুদিন বাকি।।এতদিন তো মায়া জানতো না যে ইলমাজ তাকে ভালবাসে কিন্তু এখন জানার পর বাকি দুদিন গুলো কাজে লাগিয়ে তারপর বলবে।।

ইলমাজকে আসতে দেখে মায়ার হার্টবিট অটোমেটিক বেড়ে যাওয়াতে এক গ্লাস পানি খেয়ে নিলো মায়া।।ইলমাজ এনির ক্যাবিনে উকি দিয়ে নিজের ক্যাবিনে চলে গেলো।।।

ইলমান তার ক্যাবিনে যাওয়ার কিছুক্ষনের মধ্যে মায়াও সেখানে গিয়ে হাজির হলো।। ইলমাজ চেয়ারে মাত্রই বসলো।। মায়াকে দেখে ভ্রু কুচকে বললো,,

মিস মায়া আজহারি?আজকে না ডাকার আগেই আমার ক্যাবিনে এসে হাজির হয়েছেন।।কাহিনি কি?(ইলমাজ)

ন,ন,না মানে স্যার কিছু লাগবে?এটা জিজ্ঞেস করতে এসেছিলাম।।😖(মায়া)

ওহ রিয়েলি?ওকে দেন এদিকে এসে মাথাটা একটু ম্যাসাজ করে দাও এমনিতেই অনেক পেইন করছে আজ।।মায়ার দিকে আড়চোখে তাকিয়ে বললো ইলমাজ।।।
ইলমাজের এমন ডিমান্ডে চোখ বড় করে তাকিয়ে আছে মায়া ইলমাজের দিকে।।মায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইলমাজ তাকে বললো,,

না দেয়ার আগেই হাঁপিয়ে উঠেছো?তোমার কাছে এর বেশি কিছু আশা করা যায় ও না।।😏(ইলমাজ)

রাগে মাথা ফেটে যাচ্ছে মায়ার এইসব ইগোস্টিক কথাবার্তার জন্য মাঝে মাঝে ইচ্ছা করে আপনার গায়ে গরুর গোবর মেরে দিতে।।মনে মনে বলছে মায়া।।😤

চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here