#সুখের_নেশায় পর্ব৩০

0
814

#সুখের_নেশায় পর্ব ৩০
#লেখিকাঃআসরিফা_সুলতানা_জেবা

চৈত্রিকার হাতের নখ বিঁধে গেল সাফারাতের ফর্সা হাতে। তবুও টু শব্দ টুকু বের হলো না তার কন্ঠনালি হতে। উল্টো চৈত্রিকা কে পাঁজাকোলা করে বিছানার দিকে অগ্রসর হতে শুরু করে। বুকটা ধুপধাপ শব্দে কেঁপে উঠল চৈত্রিকার। মৃদুস্বরে চেঁচিয়ে উঠে সে,
‘ কি করছেন?’
সাফারাত জবাব দিল না। চৈত্রিকাকে বিছানার একপাশে বসিয়ে ওর দিকে ঝুঁকে রইল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মাদকতাময় স্বরে বললো,
‘ ভয় পাচ্ছেন আপনি চৈত্র? আপনি এক কদম এগিয়ে এলেই আমি তিন কদম আগাবো। সো রিলেক্স। মাথাটা ব্যাথা করছে। ঘুমাবো আমি। ‘
‘ আপনি তাহলে ঘুমান। আমি নিচে যায়। ‘
‘ না। ‘
কঠোর গলায় নাকচ করে সাফারাত চৈত্রিকার কোলে মাথা রেখে চোখ বুঁজে নেয়। আকস্মিকতায় ভড়কে যায় চৈত্রিকা। কিছু সেকেন্ড বাদেই তার দুই ঠোঁটে স্মিত হাসির রেখা প্রতীয়মান হয়। নিজ থেকেই আঙ্গুল চালনা করতে থাকে সাফারাতের ঘন চুলের মাঝে। কপালেও হাত বুলিয়ে দিতে থাকে। চৈত্রিকা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফারাতের মুখের দিকে।

সাফারাত হয়ত ঘুমিয়ে পড়েছে। চোখ দুটো বুঁজে আছে ওর। একটা মানুষ বছর গড়িয়ে যেতে যেতে কত পরিবর্তন হয়। কিশোর জীবনে সাক্ষাৎ হওয়া সাফারাত এর পরিবর্তন আজ আগের চেয়েও চোখ ধাঁধানো। ক্ষণে ক্ষণে মনের উচাটন বেড়ে যাচ্ছে চৈত্রিকার। ইচ্ছে করছে সাফারাতের খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলিয়ে ফর্সা গালে চুমু এঁকে দিতে। কিন্তু লজ্জা,ভয়ও পাচ্ছে বেশ। যদি সাফারাত বুঝে যায়?ধরা পড়ে যায়?পরমুহূর্তেই চৈত্রিকা নিজেকে শাসায় ও একটা এডাল্ট মেয়ে। নিজের স্বামীকে একটুখানি ছুঁয়ে দিতে এতো কিসের ভয়?মনে মনে সাহস জুগিয়ে ঘুমন্ত সাফারাত এর গালে গভীর,গাঢ় চুমু আঁকে চৈত্রিকা নিজের নরম ওষ্ঠযুগল দ্বারা। নিমিষেই শিরদাঁড়া বরাবর শীতল স্রোত বয়ে যায়। সময় ব্যয় না করে ঘুমের সুযোগ নিয়ে সাফারাতের কপালেও চুমু খায় ও। নিজের স্বামীর কপালে চুমু খেলে এতো শান্তি অনুভব হয়?চৈত্রিকা মনে মনে সিধান্ত নিয়ে নেয় ও যেভাবেই হোক সাফারাত এর কপালে রেগুলার চুমু খাবে। নিরবে ঠোঁট দুটো প্রসারিত করে পুনরায় সাফারাত এর চুলে হাত বুলাতে থাকে।

ঘন্টা দুয়েক কেটে যায়। এবার চৈত্রিকার নিজেরই চোখ লেগে আসছে। বালিশে পিঠ ঠেকিয়ে ঘাড় বাঁকা করে মাথা এলিয়ে দেয় সে। আঁখি কোটরে ভর করে ঘুম। চোখ লেগে আসার মিনিট খানেক বাদেই হুট করে ঘুমটা উবে যায়। নিজেকে বিছানায় সোজা হয়ে শুয়ে থাকতে আবিষ্কার করে। সাফারাত নেই! ঘুম থেকে উঠে গিয়েছে? চৈত্রিকা গায়ের জামা ঠিক করে ওড়না ঠিক মতো টেনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চারদিকে অবিন্যস্ত দৃষ্টি ফেলতেই ওয়াশরুম থেকে পানির আওয়াজ ভেসে আসে শ্রবণগ্রন্থিতে। বিছানায় বসে চৈত্রিকা অপেক্ষা করে সাফারাত এর। রুমের দেয়ালে অনেকখানি স্থান জুড়ে থাকা বিশাল দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখে দুপুর ১ টা বাজে। চৈত্রিকার মাথায় হাত। সেই সকালে এখানে এসেছে তার মধ্যে এতো সময় পাড় হয়ে গেল?এজন্যই বুঝি বলে– ‘ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ‘ রুমের কালো পর্দা গুলো উড়ছে হালকা হালকা বাতাসের ঝাপটায়। চৈত্রিকা তখন নার্ভাসনেস এর ঠ্যালায় খেয়াল না করলেও এখন পুরো রুমে দৃষ্টি নিক্ষেপ করে। রুমের সকল আসবাবপত্র কালো রঙের। সবকিছু। তার মধ্যে এয়ার কন্ডিশনার টা ধবধবে সাদা রঙের। বাহির থেকে তপ্ত দুপুরেও নির্মল বাতাস ধেঁয়ে আসছে রুমে। ফলস্বরূপ চৈত্রিকার মনে হলো শুধু শুধু এসি চালিয়ে রেখে অযথা কোনো কিছু নষ্ট করার মানে হয় না। যে অভাবে থাকে কেবল সেই বুঝে, অভাবের জীবন টা ঠিক কতখানি কষ্টের, যন্ত্রণার। সোফার উপর এসির রিমোট টা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তা হাতে তুলে এসি অফ করে দেয়।

প্রচন্ড জ্বর নিয়ে পাক্কা এক ঘন্টা পর স্নান সেরে বেরিয়ে আসে সাফারাত। পড়নে একটা লং টাউজার। কোমর হতে গলা পর্যন্ত সবটুকু দৃশ্যমান। প্রচন্ড জোরে ধ্বক করে উঠল চৈত্রিকার বুক,বক্ষস্থল। এই প্রথম সাফারাত কে উদোম শরীরে দেখল ও। পেট টা কেমন সুড়সুড়ি দিচ্ছে। পা দুটো শক্তি হারিয়ে অসাড় হয়ে পড়ছে। গলা শুকিয়ে কাঠ।

সাফারাত চৈত্রিকার দিকে আঁড়চোখে একবার তাকিয়ে আলমিরা থেকে একটা ধূসর রঙা গেঞ্জি বের করে পরিধান করে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চৈত্রিকার উদ্দেশ্যে বলে,
‘ এদিকে আসুন চৈত্র। ‘
‘ জ্বি?’
‘ আমার কাছে আসুন। ‘
টলমলে, দুর্বল পায়ে চৈত্রিকা কাছে এসে দাঁড়াল। সাফারাত আয়না থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়াল চৈত্রিকার দিক। পা থেকে মাথা অব্দি চৈত্রিকার সারা দেহে দৃষ্টি রাখল। এহেন কান্ডে চৈত্রিকা হকচকালো। থমকে গেল। আমতা আমতা করে প্রশ্ন করলো,
‘ কি হয়েছে? ‘
‘ আপনি কাঁপছেন কেন?’
‘ কাঁপব কেন?কই কাঁপছি না তো। ‘

অথচ চৈত্রিকার কন্ঠে কম্পন স্পষ্ট। সাফারাত এক ভ্রুঁ উঁচিয়ে চায়। অতি সন্তর্পণে এগিয়ে যায় চৈত্রিকার একদম নিকটে। তার তাগড়া, বলিষ্ঠ দেহ হতে নাসারন্ধ্রে প্রবেশ করা মাত্রারিক্ত ঘ্রাণে বেসামাল, মাতোয়ারা হয়ে পড়ছে চৈত্রিকা। পিছনের দিকে পড়ে যেতে নিলেই সাফারাত টেনে বুকে আনে। নত চিবুকে হাত রেখে চৈত্রিকার লজ্জা মাখা মুখটা উপরে তুলে নিল। নিস্তব্ধ, স্থবির চৈত্রিকা। হুট করেই চক্ষে বিঁধে সাফারাতের নেশার্ত দৃষ্টি। ধূসর রঙা চোখের মণিতে মত্ত হয়ে পড়ছে ও। ফাঁকা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। সাফারাত চিবুকে হাত রেখে পুনরায় চৈত্রিকার মুখ টা তার মুখের বরাবর ধরে। রাগান্বিত স্বরে বলে উঠল,
‘ বার বার মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন?এখন কি আপনার চেহারা টা দেখাও আমার জন্য বারণ?’
চৈত্রিকা উদগ্রীব, ব্যগ্র সরে উত্তর দেয়,
‘ না না। বারণ হবে কেন?’
‘ তাহলে আমার থেকে মুখ লুকাচ্ছেন কেন?’
চৈত্রিকা নিশ্চুপ। সাফারাত বিরক্ত কন্ঠে বলে উঠল,
‘ দূর বিয়ে করেও শান্তি নেই। পারলাম না আর বউ থেকে দূর থাকতে। ‘
কথাটা কর্ণগোচর হওয়া মাত্র চৈত্রিকা বুঝে উঠার পূর্বেই ওর অধর যুগল শুষ্ক ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে ধরে সাফারাত। অকস্মাৎ হতভম্ব, বাকরুদ্ধ চৈত্রিকা। বক্ষস্পন্দন অস্বাভাবিক হয়ে পড়ে তাৎক্ষণিক। শিরা উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে জেগে উঠে শিহরণ। সাফারাতের স্পর্শ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গাঢ় রূপ নিচ্ছে। জীবনের প্রথম এই অনুভূতির সান্নিধ্য পেল চৈত্রিকা ও সাফারাত দু’জনেই। সাফারাত কোমরে চাপ প্রয়োগ করতেই চৈত্রিকা ওর গলা জড়িয়ে ধরল। সম্মতি পেয়ে আরো গভীরভাবে ঠোঁটের নেশায় মত্ত হলো সাফারাত। চৈত্রিকার চক্ষুদ্বয় মুদে আসে নিমেষে। পা উঁচিয়ে সাফারাত এর গলা আঁকড়ে ধরে আরো শক্ত করে,দু হাতে।

দরজায় করাঘাতের শব্দ কর্ণধারে পৌঁছাতেই সাফারাত ছেড়ে দিল চৈত্রিকাকে। বেজায় অতিরিক্ত বিরক্ত হলো সে। বিড়বিড় করে বললো,
‘ সবে মাত্র বউ এক ধাপ এগিয়ে এলো, আর অন্যদের ডিস্টার্ব করা শুরু হয়ে গেল। ‘
চৈত্রিকা সাফারাতের বিরক্তিসূচক, মৃদু রাগ মিশ্রিত এই বাক্য টা শুনতে পেল একদম ক্লিয়ার ভাবে। লাজুকলতা হয়ে নুয়ে রইল ও একপাশে। অন্তস্থলের ঢাকঢোল পিটানো থামছে না কিছুতেই। দরজা মেলতেই মিনা বললো,
‘ স্যার ভাবীর মা আর বোন আইছে। দিহান স্যার ও আইছে। ‘
‘ আচ্ছা আসছি আমরা। তুমি যাও। ‘
‘ মা ও মিমু এসেছে?চলুন নিচে যাই। ‘
সাফারাত তুখোড় দৃষ্টিতে তাকায় চৈত্রিকার মুখশ্রীতে। গম্ভীর স্বরে বলে,
‘ বাহ!আপনার তো দেখছি বাড়িতে যাওয়ার ভীষণ তাড়া। ‘

মুখটা পানসে, থমথমে হয়ে যায় চৈত্রিকার। আসলেই কি ভীষণ তাড়া?চৈত্রিকার মন অহর্নিশি সাফারাতের আলিঙ্গনে বেঁধে থাকতে চায়। কিন্তু মস্তিষ্কে হানা দেয় মায়ের চিন্তা, মিমের চিন্তা। ওদের ফেলে কিভাবে থাকবে,ওরা একা কি করে সামলাবে? এসব চিন্তা হয় বড্ড আজকাল চৈত্রিকার। সাফারাত সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে,
‘ চলুন। ‘
________________

ফাহমিদা ও মিম বসে আছে সোফায়। তাদের সম্মুখে বসে আছে সুফিয়া বেগম ও প্রিয়ন্তী। দিহান একপাশে বসে অপেক্ষা করছে সাফারাতের আগমনের। প্রিয়ন্তীর মা ধারে কাছেও আসে নি ওদের। কারণ তিনি সাফারাতের খুশিতে শামিল হতে রাজি নন। ফাহমিদা ভেবেছিলেন এতো বড় বাড়ির মানুষের সামনে এসে অস্বস্তিতে পড়তে হবে। কিন্তু এমন কিছুই হয় নি। সুফিয়া বেগম হেসে হেসে দিব্যি কথা বলে যাচ্ছেন। সামনের টেবিলে হরেক রকমের নাস্তা। দিহান একটা আপেলের টুকরো মুখে পুরে মিমের দিকে দৃষ্টি তাক করলো। মেয়েটা কলেজ থেকে এসে সাথে সাথেই আবার এখানে এসেছে। চোখে মুখে ক্লান্তির রেশ। দিহান প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বললো,
‘ তোমাদের বাসায় গ্লুকোজ আছে প্রিয়ন্তী?’
‘ আছে তো ভাইয়া? আপনি খাবেন?’
‘ আরে না। সাফারাত এর শালী সাহেবা কে ক্লান্ত দেখাচ্ছে। আই থিংক ওর জন্য এক গ্লাস গ্লুকোজের পানি হলে ভালো হয়। ‘
মিমের ভ্রুঁ যুগল কিঞ্চিৎ কুঞ্চিত হয়ে এলো। সামনে মানুষ আছে বলে দিহান কে কোনো কথা শুনানোর চেষ্টা করলো না। এই লোক আজকাল ওকে বড্ড জ্বালাচ্ছে। প্রত্যেক দিন কলেজে নিয়ে যাওয়া,নিয়ে আসা,লেগ পুল করা যেন তার নিত্যকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে মিম একটা জিনিস খেয়াল করেছে দিহান তাকে যতই ক্ষেপায় না কেন এসবের মাঝে ওর জন্য কেয়ার লুকিয়ে থাকে। ওর মন খারাপের কারণ, অসুস্থতা সবকিছু চট করে ধরে ফেলে দিহান। একজন সার্ভেন্ট এক গ্লাস গ্লুকোজ মিশানো পানি দিয়ে যেতে মিম খেয়ে নেয়। এখন ঢের সতেজ অনুভব করছে ও।

সাফারাত দ্রুত গতিতে নেমে এলো। তার পিছু পিছু চৈত্রিকা। মেয়েটা চরম অস্বস্তিতে ভুগছে। তার এই অস্বস্তির কারণ সাফারাত। কি দরকার ছিল ওকে এতো সময় রুমে বন্দি রাখার?ফাহমিদা মেয়েকে দেখে মিহি স্বরে কাছে ডাকলেন। সাফারাত গিয়ে বসে দিহানের পাশে। ফাহমিদা জিজ্ঞেস করলেন,
‘ কেমন আছো?’
‘ ভালো। আপনি কেমন আছেন?’
‘ এই তো ভালো। ‘
সাফারাত আর কিছুই বললো না। ফাহমিদাও আর কোনো কথা খুঁজে পেলেন না। এই ছেলে এতো গম্ভীর কারোই আগ বাড়িয়ে বলার মতো কিছু থাকে না। সুফিয়া বেগম বললেন,
‘ যাক এবার আসল কথায় আসি। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে আমি চাই চৈত্রিকা আজ বাদে কাল ওর স্বামীর সংসারে, ওর নীড়ে চলে আসুক। ‘

চৈত্রিকা চমকে উঠে। ওর চলে আসতে হবে মা ও মিম কে ছেড়ে?ফাহমিদার মনটা খারাপ হয়ে যায়। যতই আগে চাইত চৈত্রিকার একটা সুখের সংসার দেখে যেতে কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে উনার। তবুও বাধ্য হয়ে সুফিয়া বেগমের কথায় সম্মতি জানায়।
‘ তাহলে অনুষ্ঠানের ডেট ঠিক করা হোক। ‘
সুফিয়া বেগমের কথা কটাক্ষ করে সাফারাতের গম্ভীর,তেজি কন্ঠস্বর।
‘ কোনো অনুষ্ঠান হবে না দাদি। পরশু দিন আমি গিয়ে আমার বউ নিয়ে আসব। কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। ‘

চৈত্রিকাদের বর্তমান অবস্থা ভালো না। অনুষ্ঠান করার মতো এবিলিটি এখন ওদের নেয়। সাফারাত এর কাছ থেকে কোনো প্রকার হেল্পও নিবে না অতিরিক্ত আত্মসম্মান প্রিয় ওর অর্ধাঙ্গিনী চৈত্রিকা। তা ভালোভাবেই জানা ওর। তাই অনুষ্ঠানের বিষয়টা অগ্রাহ্য করে। সুফিয়া বেগম কিছু বলতে নিলে আবারও বলে উঠে,
‘ চাইলে আমার পরিবার যেতে পারে কিন্তু কোনো অনুষ্ঠান হবে না। বউ আমার। বিয়ে করেছি আমি। অন্যদের দিয়ে কি হবে?’

সাফারাতের কথা শুনে সবার মুখে আকাশচুম্বী অবাকতা,বিস্ময়। ফাহমিদার এখন মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়ের একদম বিপরীত চরিত্রের মানুষ মনে হচ্ছে সাফারাত কে। যেখানে চৈত্রিকা শান্তশিষ্ট সেখানে সাফারাত গম্ভীর, স্পষ্টভাষী,রগচটা। সোফা ছেড়ে উঠে দাঁড়াল সাফারাত। মিনাকে বললো সবার জন্য লাঞ্চ রেডি করতে। ফাহমিদা তড়িঘড়ি করে বললেন উনারা খাবেন না। তবুও সাফারাতের কাছে টিকে নি এই না সূচক কথাগুলো। বাধ্য হয়ে খেতে বসতে হয় উনাদের। সাফারাত বসে চৈত্রিকার পাশের চেয়ারে। প্রিয়ন্তীর বাবা ও মা আসেন। সুফিয়া বেগম ফাহমিদার পরিচয় করিয়ে দেন উনাদের সাথে। ইচ্ছা না থাকা সত্বেও ফাহমিদার সাথে কথা বলেন। চাচী প্রথমে কথা বলতে না চাইলেও উনার স্বামীর জন্য বাধ্য হয়ে বলেন। প্রিয়ন্তীর বাবা বুঝে গেছেন সাফারাতের সাথে যত দূরত্ব বাড়াবে ততই পৃথক কে জেল থেকে বের করা কঠিন হবে। হাতের বাহিরে চলে যাবে সবকিছু।

মিনা চৈত্রিকার প্লেটে বড় একটা চিংড়ি মাছ দিতেই সাফারাত সেটা উঠিয়ে একটা বাটিতে রেখে দেয়। আদেশের সুরে বলে,
‘ চৈত্রর এলার্জি আছে। উনাকে চিংড়ি দিও না। ‘
ফাহমিদা ও মিম মনে মনে খুব খুশি হলেন চৈত্রিকার প্রতি সাফারাতের যত্ন দেখে। ছেলে যেমনই হোক চৈত্রিকার ক্ষেত্রে অত্যাধিক পসেসিভ। চৈত্রিকা ছোট ছোট লোকমা মুখে পুরে নিচ্ছে। সাফারাত যেই না মুখে খাবার তুলতে যাবে সদর দরজা দিয়ে আগমন ঘটে জেরিন ও তার মায়ের অর্থাৎ বড় ফুপুর। সাফারাত হাতের চামচ টা প্লেটে ফেলে দেয়। টুং করে আওয়াজ তুলল চামচ টা সামান্য উপর থেকে পড়ার দরুন। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলে উঠল সাফারাত,
‘ এক পাগল বিদায় না করতেই আরেক পাগলের আমদানি। ‘

#চলবে,,,!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here