☺️নরম গার্লফ্রেন্ড থেকে রাগি বউ🤨 পর্বঃ৫

0
577

💖💖নরম গার্লফ্রেন্ড থেকে রাগী বউ💖💖
💘💘💘💘💘💘💘💘💘💘
পর্ব :৫
:::::::::::::::+++++++++:::::::::::::::::::
আমি কখনো স্বপ্নেও ভাবিনি মিদুলা আমার সাথে এমন ব্যবহার করবে কখনো.
প্রিয় মানুষের অবহেলাগুলো পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের হয়। তাই হয়তো সকলে বলে,,,,,,কাওকে মনের সম্পর্ণ জায়গা দিয়ে ভালোবাসতে নেই।
জানেন,,,,ছেলে মানুষগুলো খুব অসহায় হয়। উরা না পারে #কাঁদতে না পারে কাওকে কিছু বলতে। উরা শুধু নিরবে সহ্য করতে পারে।
খুব একা লাগছে এই পৃথিবীতে। যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। কিন্তু ছেলেরা তাও করতে পারে না,, তার পরিবারের দিকে তাকিয়ে।
:::::::::;::
::::::;;;;;;
মিদুলা তুমি আমাকে বুঝলে না,,,,,আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি।
আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। কিন্তু মিথ্যা একটি ভুলের জন্য তুমি এভাবে ভুল বুঝলে।
আমাকে দূরে সরিয়ে দিলে। আমাকে তুমি খুঁজবে একদিন।
যখন তুমি সত্যিটা জানবে,,,,তখনন তুমি পাগল হয়ে যাবে। আমার জন্য তুমি তখন অস্থির হয়ে যাবে।
তাই আল্লাহ কাছে দোয়া করি তুমি যেন সত্যিটা কখনো না জানো।
::::::;;:;:;:
এসব ভাবতে ভাবতে কখন যে আমি রাস্তার মাঝখানে এসে পরছি বুঝতেই পারিনি।
শুধু শেষবারের মতো গাঁড়ির হর্ণ শুনতে পাইছিলাম।
::::::::::
(যখন আমার ঙ্গান ফিরলো তখন দেখি আমি ICU এর বেডে শুয়ে আছি। মা,,,দেখি আমার পাশে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। একেই বলে #মা)
::::;::::::::
আমার পরবর্তী গল্প #মাকে নিয়ে লেখা সম্পূর্ণ গল্পটি একসাথে পাবেন। আশা করি সবাই পরবেন।
::::;;:;
:-আমি কোথায়? (আমি)
:-বাবা,,,,তোর ঙ্গান ফিরছে!! ডাক্তার? (আম্মু উত্তেজনায় ডাক্তারকে ডাকলো)
:-বাবা,,,,তোর এখন কেমন লাগছে? (মা)
:-ভালো,,,,মা আমার কি হইছে?
:-বাবা,,,,তুই এ্যাকসিডেন্ট করছি!!
:-ওহো,,,,মা আমাকে আমার কোন বন্ধু দেখতে আসেনি? (আমি। মিদুলা আর বাকিদের কথা মনে পড়াই বললাম)
:-কৈই নাতো!! কেও আসেনি। বাবা তুই এখন রেস্ট নে বেশি কথা বলিস না?
:-ওহো😢😢 (আসবে কেন? আমি তো খারাপ ছেলে)
::::;;;;;;;;;;;
:::::::::::::
ডাক্তার রুমে এসে,,,,,
:-oh God…..At last তোমার ঙ্গান ফিরলো? (ডাক্তার)
:-মানে? (আমি)
:-মানে তোমার ৩মাস পর ঙ্গান ফিরলো!!
:-কিহ্হ্!!
:-হুমমমমম।।। তুমি এখন রেস্ট নেও বেশি কথা বলো না।
:-হুমমম 😢😢 (৩ মাসে কেও আমার একবারও খবর নিলো না। আমি কি এতোটাই খারাপ? খুব কান্না করতে ইচ্ছা করছে। হে,,,,আল্লাহ তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অন্যায় করেছি)
:-আল্লাউদ্দিন!!! তোমার জন্য একটি কিছু দেখানোর আছে,,, আশা করি তুমি সেটি সামলিয়ে উঠবে? (ডাক্তার)
:-মানে!!! 😟
:::::::::::;
(পাঠকরা হয়তো ভাবছেন!! মিদুলার সাথে কিছু একটা হবে। আসলে তা হবে না,,,,,এতো তারাতারি। এতো ভালো ভাগ্য আমার না। চলেন দেখি।)
::::::::::::::::::::;
:-হুমমম,,,,হতে পারে এটি তোমার জীবনের সব থেকে ভয়ংকর ধাক্কা (ডাক্তার)
:-কিহ্,,,,plzzz….বলুন!!! (আমি)
:-নার্স নিয়ে এসো প্লিজ? (ডাক্তার)
:-আলাউদ্দিন তুমি রেডি তো? (ডাক্তার)
:-হুমমমম
:-নার্স ধরো ওর সামনে?
:-নাহহহ,,,,,,আম্মুম্মুুম্মু (আমি)
:-বাবা,,,,শান্ত হো😢😢 (মা)
:-মা,,,আমার চেহারা!! 😭 (আমি)
:-সরি আলাউদ্দিন,,, ঔই এ্যাকসিডেন্টে তোমার মুখের বাম পাশে গাঁড়ির এসিড পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিছে!! 😟 (ডাক্তার)
:-নাহহ,,,মা আমি শেষ হয়ে গেলাম 😭😭 (আমি)
:-বাবা চুপ কর না,,,,তোর কিছু হবে না!! আমি আছি না 😭😭 (মা)
:-আলাউদ্দিন তুমি ভেঙে পড়ো না!! আমি একটু আসতেছি (ডাক্তার)
:-মা!! আমার এখন কি হবে? আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? 😭😭 (আমি)
:-সব ঠিক হয়ে যাবে বাবা!! 😢 (মা)
:-মা!! আমি এখানে থাকবো না। আমাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করো plzzz? 😭😭 (আমি)
:-কি বলিস!! (মা)
:-হুমমম,,,মা আমি ঠিক বলছি? plzzz মা 😭😭😭 আমাকে বাঁচাও (আমি)
:-আচ্ছা!! তুই ঠিক হো আগে তারপর সব দেখা যাবে (মা)
:::::::::::::::::::
জানি না!! কোন অপরাদের জন্য আমার সাথে এমন হচ্ছে,,,,,,,,আমার তো সব শেষ হয়ে গেলো।
জানি না,,,,কি হবে!!!
এই তিন মাসে মিদুলা তি একবারও আমার খবর নেই নি। যে মিদুলা আমাকে ছাড়া কখনো থাকতে পারে নি। কথা বলার জন্য সব সময় পাগল হয়ে থাকতো।
আরর সেই মিদুলা আমাকে ছাড়া তিন মাস থাকলো কিভাবে? সবই সময়ের পরিবর্তন।
আর তাছাড়া মিদুলা কেন? আমার মতো কুকুর,,,প্রতারকের কথা ভাববে)
::::::::
আমার পুরোপুরি সুস্থা হতে আরো একমাস সময় লাগলো।
আমাকে অন্য দেশে পাঠানোর জন্য কলেজের ছাড়পত্র লাগবে। মানে ওখানে গিয়ে আমি কলেজে ভর্তি হবো। তাই চলে যাওয়ার আগে মিলিকে বলে দিছি ও যেন কলেজ থেকে ছাড়পত্রটা নিয়ে আসে।)
::::
ওহো এর মাঝে মিলির সাথে কিছু কথা বলছিলাম)
:-ভাই কেমন আছিস এখন? (মিলি)
:-এই তো ভালো (আমি)
:-তোর সাথে সব খারাপ হলো আমার জন্য!! আমিই সব নষ্টের মূল আমাকে মাফ করে দিস? 😢 (মিলি)
:-আরে নারে বোন!! তোর কোন দোষ নেই!! শোন মিদুলা বা আমার কোন বন্ধু এসব কিছু যেন না জানে!!
কলেজে যেদিন ছাড়পত্র আনতে যাবি সেদিন উরা যদি তোকে কিছু বলে তুই কিছু বলবি না plzzz…(আমি)
:-কেন? বলবো না!! আমি সব বলবো!! (মিলি)
:-আমার কসম তুই কিছু বলবি না,,বল? (আমি)
:-ভাইয়া (মিলি)
:- plzzz…..বল!! কিছু বলবি না (আমি)
:-আচ্ছা বলবো না (মিলি)
:::::
আমি চাই না কেও!! আমার কথা জানুক। সবার কাছে খারাপ আছি খারাপই থাকতে চাই।
মিদুলা,,,খুব ভালবাসি পাগলি তোকে। আমাকে ভুল বুঝলি তুই। আমার মতো ভালো তোকে কেও বাসবে নারে পাগলি।
চলে যাচ্ছি অনেক দূরে,,, #ভালো_থেকো_তুমি
:::::::::::::
অন্য দেশে চলে যাওয়ার একদিন আগে,,, মিদুলা কলেজ গেল ছাড়পত্র আনতে,,,,,,,,
:-মিদুলা,,,ঔই মেয়েটি না? যাকে আলাউদ্দিনের সাথে দেখ ছিলাম (রিমা বললো মিদুলাকে)
:-কোথায়া? (মিদুলা)
:-ঔই যে,,,অফিস রুমের দিকে যাচ্ছে? (রিমা)
:-তাই তো!! (মিদলা)
:-ডাক দে? (রাকিব)
:- এই মেয়ে? (মিলিকে ডাক দিলো মিদুলা)
:-……..(মিলি ওদের দেখেও না দেখার ভান করে প্রিন্সিপলের রুমের দিকে চলে গেল)
:-এই মেয়ে শোন বলছি? (মিদুলা)
:-…….(মিলি মিদুলান কথা না শুনে প্রিন্সিপলের রুমে চলে গেল)
:-কি হলো!! মেয়েটি শুনলো না কেন? (লায়লা)
:-জানি না!! চলো সবাই? স্যারের রুম থেকে বের হলেই ধরবো! (মিদুলা)
:::::::
(মিলি ছাড়পত্র নিয়ে রুম থেকে বের হতেই,,,,,
:-এই তুমি সেই মেয়ে না? (মিদুলা)
:-হুমম,,,কিছু বলবেন? (মিলি)
:-আচ্ছা,,,ঔই কুকুরটা তো আমার জীবন নষ্ট করছে!! তুমি নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিয়েছো তো? (মিদুলা)
:-…….(মিলি চুপ করে আছে। আমি ওকে কিছু বলতে বারণ করছি বলে ও কিছু বলছে না)
:-কি হলো চুপ কেন? ওহো,, বুঝছি!! তোমাকে নিয়েও খেলা করছে!! আসলে ও একটি জানোয়ার!! 😡 (মিদুলা)
:-একটি কথা কি জানেন!! বেশি বুঝা ভালো না!! (মিলি)
:-মানে? (মিদুলা)
:-কিছু না (মিলি)
:-আচ্ছা বাদ দেও!! তোমার হাতে কি? (মিদুলা)
:-ছাড়পত্র! (মিলি)
:-কার!! তুমি এই কলেজে পড়তে নাকি? (মিদুলা)
:-নাহ্হ্,,আমার না!! (মিলি)
:-তাহলে কার? (মিদুলা)
:-ঔই কুকুরটার!! 😢 (মিলি)
:-মানে!! (মিদুলা)
:-মানে!! ঔই কুকুরটা আপনাদের মতো ভালো মানুষগুলোর মধ্যে থাকবে না বলে!! সে এই কলেজ থেকে চলে যাচ্ছে (মিলি)
:-ওহো,,,তাহলে তো খুব ভালো!! (মিদুলা)
:-একটি কথা বলবো আপনাকে? (মিলি কিছু বলিস না)
:-কিহ (মিদুলা)
:-আপনি মানুষ চিনতে ভুল করেছেন!! (মিলি)
:-মানে? (মিদুলা)
:-কিছু না!! আসি,, ভালো থাকবেন!! (মিলি)
::::::::::::::
এই বলে মিলি ওখান থেকে চলে আসলো!!!
::::::::::::
আমিও তার পরের দিন চলে গেলাম এই দেশের মানুষের প্রতি সকল মায়া কাঁটয়ে।
যাবার আগে মিদুলাকে দেখতে খুব ইচ্ছা করছিলো!! কিন্তু এই মুখখ নিয়ে কিভাবে ওর সামনে যাবো!!
খুব একা লাগছে!! মনে হচ্ছে নিজের আত্তাকে রেখে দেহটাকে নিয়ে যাচ্ছি!!
::::::::
::::::
এদিকে আবার,,,
:-মিদুলা!! তুই মেয়েটির কথাগুলোর মানে বুঝেছিস? (রাকিব)
:-কিহহ্,, বুঝবো? (মিদুলা)
:-জানি না!! তবে আমার কেমন জানি লাগছে!! (রাকিব)
:-কেমন? (মিদুলা)
:-আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে!! মেয়েটি ওর কথার মাঝে আমাদের কিছৃ বুঝাতে চেয়েছে!! (রাকিব)
:-মিদুলা!! রাকিব ঠিক বলচে!! (সুমন)
:-তাহলে এখন আমি কি করবো!! (মিদুলা)
:-আমাদের একবার আলাউদ্দিনের কাছে যাওয়া উচিত? (লায়লা)
:-হুমম,,,ঠিক বলছো!! (রিমা)
:-তাহলে চলো কালকে আমারা সকলে ওর বাসায় যাই!!! (ইয়াছিন)
:-হুমম,,,কালকে সবাই আলাউদ্দিনের বাসায় যাবো!! (রেশমি)
:-ok (মিদুলা)
::::::::;:
#চলবে
::::::::::::::
::::::::::::::

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here