💖💖নরম গার্লফ্রেন্ড থেকে রাগি বউ💖💖
💘💘💘💘💘💘💘💘💘
পর্ব :- ৩
———————+++++++——————
নাহ্হ্হ্,,আজ একটু বেশি করে ফেলেছি। রাগাতে গিয়ে পাগলিটাকে কাঁদিয়ে দিলাম। ধুররর,,কি যে করি আমি!!,,,
:-কি হলো মিদুলা এমনভাবে চলে গেল কেন? (লায়লা)
:-ঔই যে,,,হারিমটার জন্য? (আমাকে উদ্দেশ্য করে বললো রাকিব)
:-বন্ধু!!! এটি কিন্তু ঠিক না!! মিদুলা তোকে এতো ভালো বাসে আর তুই ওকে বার বার রাগানোর জন্য কষ্ট দিস!! (ইয়াছিন)
:-হুমমম,,তুই কেন বার বার ওকে কাঁদাস বলতো!! মেয়েটা তোকে কত ভালোবাসে তুই জানিস? (সুমন)
:-হুমমম…😔😔😔 আমার ভুল হয়ে গিছে!!! (আমি)
:-সব সময় কি তোর ভুল হয়!!
আচ্ছা তুই বলতো!! তুই ওর সাথে বেশি ভাগ সময় কেমন ব্যবহার করিস? ( রাকিব)
:-………..(মাথা নিচু করে চুপ করে আছি,,,,কি বলবো আমি,,,আমি তো বেশির ভাগ সময় ওর সাথে খারাপ ব্যবহার করি ওকে রাগানোর জন্য। ভালো ভাবে কথাই বলি না)
:-জানি কিছু বলতে পারবি না!! কারণ তুই ওকে সব সময় কষ্ট দিস। আর দেখো? মেয়েটা তোর দেওয়া সব কষ্ট ভুলে তোকে ভালোবাসে।
তোকে এতোটাই ভালোবাসে যে,,,,তোর সব কথা চোখ বুঝে বিশ্বাস করে!!!
আর তুই কিনা ওর সাথে এমস করিস!! (রাকিব)
:-বন্ধু!! আমার ভুল হয়ে গেছে!! এখন আমি কি করবো? 😔😔 (আমি)
:-কি করবি আবার!! যা ওর রাগ ভাঙা!! (সুমন)
:-হুমম,,,,তারাতারি যাও? ও মনে হয় এখনো কলেজ থেকে বের হতে পারে নি!! (রিমা)
:-যাও মামা!! দৌড়াও (ইয়াছিন)
::::::
আমিও আর দেরি করলাম না!! দৌড়ে কলেজ থেকে বের হয়ে দেখি মিদুলা কেবল রিকশায় উঠতেছে,,,তাই আমিও
:-মিদুলালালা!!! (আমি জোরে ডাক দিলাম)
:-………(মিদুলা শুনতে পেয়েছে কিন্তু আমার দিকে তাঁকালো না)
:-মিদুলা দাঁড়াও plzzzzzz… (আমি)
:-……….. (কিন্তু ও না দাঁড়িয়ে রিকশায় উঠে চলে যাচ্ছে)
(তাই আমি দৌড় লাগালাম। দৌড়ে ওর রিকশায় গিয়ে উঠলাম)
::::::::
:-এটা কি হলো!! আমি তোমাকে ডাক ছিলাম না? তুমি দাঁড়ালে না কেন? (আমি)
:-……চুপ…..(অন্য দিকে তাঁকিয়ে আছে। বড্ড অভিমান করেছে)
:-আমান সোনা পাখি কি!! আমার উপর অভিমান করেছে!! 😌 (আমি)
:-আমি কারো সোনা পাখি না 😔😔 (মিদুলা)
:-হুমমম,,,তুমি অন্য কারো সোনা পাখি হতে যাবে কেন? তুমি আমার সোনা পাখি (আমি)
:-আমি আপনারও সোনা পাখি না!! আপনার কোথাও ভুল হচ্ছে 😏😏 (মিদুলা)
:-দেখো ভালো হবে না কিন্তু আমাকে আপনি করে বলতেছে কেন? (আমি)
:-…………(চুপ করে আছে)
:-এই যে দেখো কান ধরছি আর এমন হবে না!! প্রমিজ 😟 (আমি)
:-………(চুপ করে ওদিকে তাকিয়ে আছে)
:-আমার থেকে কি ওদিকে তাঁকানো বেশি গুরুত্বপূর্ণ (আমি)
:-……………(এখনো ওদিকে তাঁকিয়ে আছো)
:-নাহ্হ্,,,দেখি এদিকে তাঁকাও তো সোনা!! (আমি মিদুলাকে আমার দিকে ঘুরালাম)
:-একি!!! তুমি কান্না করছো কেন? (আমি)
:-তাতে তোমার কি!! আমাকে তো কাঁদাতে তোমার ভালো লাগে 😥😥😥 (মিদুলা)
:-সরি!!! সোনা। আর কখনো তোমাকে কাঁদাবো না। এবারের মতো ক্ষমা করে দেও 😔😔 (আমি)
:-প্রত্যেক বারই তো বলো!! 😒😒 (মিদুলা)
:-এবারেই শেষ!! আর করবো না এমনটি!! (এই বলে ওকে বুকে নিয়ে আসলাম)
:-হুমমম,,, জানো? তুমি এমন করলে আমার খুব কষ্ট হয় 😟 (মিদুলা,,,বুকের মধ্যে মুখ লুকিয়ে বললো)
:-আর কষ্ট দেবো না তোমাকে!! 🥰🥰 (ওর মাথায় হাঁত বুলিয়ে দিলাম)
:-তোমাকে খুব ভালোবাসি!! (মিদুলা)
:-আমিও পাগলি!!
:-আমিও কি?
:-ভালোবাসি!!
:-কাকে?
:-তোমাকে না! মিদুলাকে!! 😉😉
:-তাই বুঝি ☺☺
:-হুমম গো!!
:-কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না 😌😌 (মিদুলা)
:-কি বললে!!😧
:-যা শুনছো তাই বলছি 😌😌
:-আমি কিন্তু এখন কেঁদে দেবো 😟😟
:-দেও! তুমি কাঁদলে আমার কি? 😋😋
:-😩😩😫😩😫 উরে মারে তোর ছেলের কি হইলো রেরে। 😩😫😫 আমারে ছেঁকা দিলো রেরে। আমার কি হবেরে 😫😩 (আমি)
:-😂😂😂😅😅😂 হিহিহিহিহিহিহিহি (মিদুলা তো হাঁসতে হাঁসতে শেষ)
(রিকশা মামাও দেখি হাঁসতেছে। মানুষ কাঁদলে সবাই সান্তনা দেয়। আর এরা হাঁসতেছে। একি পাঠকরাও দেখি হাঁসে। নাহ্হহ্হ্,,,কাঁদার প্যাকটিস নিতে হবে। যাতে সকলে না হাঁসে)
:-আমি কাঁদতেছি আর তুমি হাঁসতেছো 😔😔 তুমি সত্যি করে বলো তুমি কাকে ভালোবাসো? (আমি)
:-আমি তোমাকে না! আমি আলাউদ্দিনকে ভালোবাসি!! 😂😂😂 (মিদুলা)
:-খুব ফাজিল হইছো তো তুমি 😊😊 (আমি)
:-হুমমম,,তোমার ফাজিল (মিদুলা)
:-দেখছো আকাশে মেঘ লাগছে!! মামা দ্রুত চালান (আমি)
:-হুমমমম,,,এখন বৃষ্টি আসলে খুব ভালো হতো (মিদুলা)
:-মানে কি!! (আমি)
:-মানে,,আমি আর তুমি এক সাথথে বৃষ্টিতে ভিজতে পারতাম!!
:-পাগলামি না করে,,ঔই যে বাসায় চলে আসছি!! বাসায় যাও?
:-হুমমম,,,আচ্ছা দেখে শুনে যেও!! আর বাসায় আমাকে phn দিবা?
:-যথা আঙ্গা মহারানী!!
:-হুমমমমম…bye
:-by
::::::::::::
আমি বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয় গেছে,,,,
কিছুটা ভিজে বাসায় গেলাম।
:-আসছে নবাবের পুত্র 😕 (আম্মু)
(এইরে আম্মু মনে হয় খুব রেগে আছে। রাগাও কারণ আছে। সকালে আমাকে বাজারে যেতে বলছিলো,, কিন্তু আমি সকাল সকাল ভাগছিলাম। আপনারাই বলেন,,আমার মতো ইয়াং ছেলে বাজারে গেলে মানায় 😋😋)
::
:-নবাবের না! আমি নবাবের বউ আলেয়ার পুত্র!! তাই সাবধানে কথা বলবে সবাই 😜😜😜 (আমি)
(আমার মা জননীর নাম #আলেয়া)
:-ঔই,,কে আছিস ঝাড়ুটা আনতো 😕😕 (আম্মু)
:-চাচা,,আপন প্রাণ বাঁচা 😂 (এক দৌড়ে নিজের রুমে গিয় পোলাইছি)
::::::
রুমে এসে ফ্রেস হলাম। তারপর মিদুলার কথা মনে পড়তেই দিলাম phn,,,
:-হ্যালো,, পাগলি কি করা হচ্ছিলো? (আমি)
:-এখন তোমার ফোন দেওয়ার সময় হলো? (মিদুলা)
:-সোনা,,,কি করবো বলো!! তোমার শাশ্বড়ী মার সাথে একটু ঝগড়া করতে হলো যে!! 😍😍 (আমি)
:-কেন? আজ আবার কি করছো আমার মার সাথে? (আমার আম্মুকে ও মা বলেই ডাকে)
:-আমাকে বাজারে যেতে বলে! তুমি ভাবতে পারতেছো? 😜
:-এ্যাএ্যা,,,,ঢং দেখলে আর বাঁচি না 😏
:-কি আমি ঢং করি!! ঔই আমার মতো কিউট ছেলে বাজারে গেলে মানায় নাকি হুমম?
:-সব দেখবো!! আমাকে আগে আসতে দেও?
:-থ্রেট দিচ্ছো?
:-মনে করো তাই!!
:-তাহলে তোমাকে আনবো না!!
:-তুই না নিলে তোর বাবা (ও সরি) শ্বশুড় আনবে?
:-তাহলে বাবাই আনুক!!😂
:-ভালো হচ্ছে না কিন্তু!!
:-আচ্ছা,, বাবা সরি!!
:-এই শোন না?
:-হুমম,,বলো না? 😉
:-দেখো না কতো সুন্দর বৃষ্টি হচ্ছে,,!!
:-তাই নাকি!! জানতাম নাতো!
:-মজা করছো কেন?
:-ওকে,, সুন্দর বৃষ্টি হচ্ছে তো আমি করবো?
:-কিছু না,,কিন্তু আমার না বৃষ্টিতে খুব গোসল করতে ইচ্ছা করছে?
:-হুমম,,ভালো!! ইচ্ছা হওয়া ভালো!!
:-তাহলে গোসল করবো?
:-নাতো! কোন দরকার নেই?
:-plzzzz সোনা একটু!!
:-নাহ্হ্,,কোন দরকার নেই।
:-পাক্কা দশ মিনিট এর বেশি না।
:-দশ মিনিট কেন? এক সেকেন্ডও না!!
:-plzzz plzz 😟
:-না বলছি তো না। আর কোন কথা হবে না?
:-হুমম😔
:-এখন গিয়ে ঘুমাও?
:-…..চুপ…
:-কি হলো কথা বলছো না কেন?
:-আচ্ছা,,, bye.
:-এই শোন?
:-কি?
:-যাও?
:-কোথায়?
:-যেখানে যাওয়ার জন্য পারমিশন নিতে চাইলো?
:-সত্যি😮
:-হুমম,,,সত্যি😍
:-আমার লক্ষি সোনা,,, উম্মা😘😘 আচ্ছা by
:-ঔই শোন!!
:-হুমম!!
:- দশ না পাঁচ মিনিট?
:-আচ্ছা!! 🥰
:-এখন তাহলে যাও?
:-ওকে by
:-হুমমমম,,,পাগলি একটা
::::::
:::::
বন্ধুরা আগের পর্বে বেশি সারা পাইনি। এই পর্বে বেশি সারা না পেলে আর লিখবো না। আর হ্যা!! আগামী পর্বে শেষ করে দিবো ইনশাআল্লাহ্)
:::::
ত্রিং,,ত্রিং,,ত্রিং (আবার কে? call দিলো)
:-হ্যালো (আমি)
:-হ্যালো!! বন্ধু তুমি কৈই? (রাকিব)
:-বাসায় কেন?
:-মামার! দোকানে আসো কাজ আছে? (রাকিব)
:-ওকে!!
:::
মামার দোকানে গিয়ে দেখি ইয়াছিন আর রাকিব বসে আছে!!
:-কিরে ডাকলি যে? (আমি)
:-দোস্ত!! ইয়াছিন তো পাগল হয়ে গিছে রেশমির জন্য (রাকিব)
:-হাহাহাহা,,তাই নাকি (আমি)
:-হুম!! কিছু একটা কর বন্ধু (রাকিব)
:-করতে পারি তবে ট্টিট দিতে হবে মামা? (আমি)
:-ok done!! (ইয়াছিন)
:-ওকে কালকে কলেজে গিয়ে দেখছি!! (আমি)
:-হুমম,,(রাকিব আর ইয়াছিন)
:-আচ্ছা! সুমন কৈরে? (আমি)
:-রিমার সাথে সিনেমা দেখতে গিছে? (রাকিব)
:-তাই নাকি!! ওকে বন্ধু তোমরা থাকো!! বাসায় যেতে হবে নাহলে আমি পেদাবে? (আমি)
:-ok..যা তাহলে (ইয়াছিন)
::::
::::
বাসায় আর এক কান্ড!!
:-কিরে তুই কখন আসলি? (আমি)
:-এই তো এইমাত্র!! (মিলি)
:-কেন আসলি? (মজা করে)
:-কারণ ছাড়া কি আসা বারণ?
:-হুমমম,,,,পেত্নিরা তো কারণ ছাড়া আসতে পারবে না 😜
:-কি বললি আমি পেত্নি ☹
:-হুমম পেত্নিই তো 😂
:-দাঁড়া তোর ব্যবস্থা করতেছি,,, কাকিককক (মুখ আটকিয়ে ধরছি তোর)
:-ঔই করছিস! আম্মুকে ডাঁকছিস কেন? 🤫 (আম্মুকে বললে আমার দফারফা করবে)
:-তাহলে আমাকে পেত্নি বললি কেন? 😡
:-সরি!! ভুল হয়ে গিছে
:-শুধু সরিতে কাজ হবে না!! আমাকে কালকে ঘুরতে নিয়ে যেতে হবে?
:- কিহ্হ,,,,,কখনোই নেবো না
:-ওকে,,, কাকিকককক (আবারো মুখ ধরলাম)
:-আচ্ছা নিয়ে যাবো!! নিয়ে যাবো!!
:::-
কি হলো বুঝছেন না মিলি কে? ওই পেত্নি হলো আমার কাকাতো বোন। আমাকে সব সময় প্যারা দেয়!!
:::::::
রাত্রে মিদুলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইক 🏍 নিয়ে মিদুলাকে নিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম,,,
:::
মিদুলার বাসার সামনে মিদুলা দাঁড়িয়ে আছে,,,,
:-ঔই তুমি বাইক আনছো কেন? (মিদুলা)
:-আমি আর তুমি যাবো বলে!! (আমি)
:-না বাবা! আমি তোমার বাইকে উঠছি না?
:-দেখো,,, এখন এমন করো না!! এমনিতে দেরি হয়ে গিছে!!
:-বাইকে যেতে পারি তবে একটি শর্ত আছে?
:-কিহ্হ্হ্?
:-ঘন ঘন বেরেক ধরা যাবে না?
:-ওও এই ব্যাপার 🤪 ok done 😂
:-মনে থাকে যেন?
:-হুমম!! থাকবে
:::::::
মিদুলা বাইকে উঠার পর শুরু করলাম টান আর বেরেক।। আহ্হ্ কি মজা। কিন্তু মিদুলা আমার পিঠে অনবরক কিল-ঘুসি মারতেছে🤪🤪🤪)
অবশেষে কলেজে ঢুকলাম।
::::::::
(একটি কথা!! একটু সমস্যার কারণে #চাঁদনী নামের পরিবর্তে #রিমা ব্যবহৃত হবে)
::::::
কলেজে ঢুকে দেখি সব হারামিগুলো এক সাথে বসে আছে।
:-hi,,,guys,,, কেমন আছো সবাই? (আমি)
:-ভালো,, তোমারা দুজন কেমন আছো? (সবাই)
:-আমার খুব ভালো আছি (মিদুলা)
:-তোমার ভালো থাকবে না!! বাইকে করে বেরেক মারতে মারতে কলেজে আচ্ছো (লায়লা)
:-রাকিব তোর লায়লাকে সামলা!! (আমি)
:-লায়লা তো ঠিকই বলছে? (রিমা)
:-তাই নাকি!! তোমরা সিনেমা হলে যেতে পারো!! আর আমরা বাইকে ঘুরলে দোষ (মিদুলা)
:-এই তোরা কি শুরু করলি? (রাকিবব)
:-সব সময় ঝগড়া করে!! (সুমন)
:-আচ্ছা বাদ দে!! মোটুকে দেখছি না যে? (আমি)
:-তোর পিছনে তাকালেই দেখতে পাবি!!? (রাকিব)
:-উরেরর সাবাস্!! মোটু দেখি ভালোই চালাচ্ছে!! (আমি)
:-হুমম!! আরো এক ঘন্টা আগে থেকে (সুমন)
:-বলিস কি? (আমি)
:-হুমম,,,তবে রেশমির সাথে কিন্তু ওকে দারুণ মানিয়েছে? (রিমা)
:-হুমমম,,,ঠিক বলছো (লায়লা)
:-রেশমির সাথে কি রিলেশন হয়ে গিছে ওর? (আমি)
:-নাহ্হ্হ্,,তোকে কিছু করতে হবে? (সুমন)
:-ওকে!! ইয়াছিনরে ডাঁক দে? রেশমি এখনি ওকে প্রপোজ করবে? (আমি)
:-কিহহহ! কিভাবে? (সবাই)
:-কোন প্রশ্ন হবে না? শুধু দেখবে তোমার! রেশমি এখন ওকে প্রপোজ করে কিনা! (আমি)
:-ওকে!!!ইয়াছিন এদিকে আয়? (রাকিব ওকে ডাঁকলো)
:-কি? (ইয়াছিন)
:-আলাউদ্দিন বলছে!! রেশমি মনে তোকে এখনি প্রপোজ করবে? (রাকিব)
:-কিহ্হ্! সত্যি (ইয়াছিন)
:-ওকে!! তোরা থাক আমি রেশমির সাথে কথা বলে আসতেছি!! (আমি)
:-ok…all the best..(সবাই এক সাথে বললো)
::::::::
::::::::
:- এই রেশমি,,, (আমি)
:-হ্যা,,আলাউদ্দিন বলো! (রেশমি)
:-তোমাকে একটি কথা বলার ছিল?
:-কি বলো!
:-এভাবে না কানে কানে বলতে হবে!
:-ওকে
(রেশমির সাথে গোপনে কথাগুলো বলে দিলাম। কি বললাম! এটিই ভাবছেন তো। থাক না শুনাই ভালো! এখন শুধু আ্যাকশন দেখো)
::::
আমি আর রেশমি ওদের সবার সামনে গেলাম। সকলে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করে রেশমি ইয়াছিনের কলার ধরেই,,,
:-ঠাসসস,,,ঠাসস,,ঠাসস,,,, (রেশমি ইয়াছিনকে থাপ্পড় মারলো)
::::::
::::::
::::::
চলবে,,