#মৃত_কাঠগোলাপ – ৪৩+৪৪

0
398

#মৃত_কাঠগোলাপ – ৪৩
#আভা_ইসলাম_রাত্রি
__________________________
আয়েশী বেশ কয়েকবার তার মায়ের সেলফোনে কল করল। অথচ বারবার ওপাশ থেকে এক মিষ্টি কণ্ঠী বলে,
‘ আপনার এই নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। ‘
আয়েশী অবাক হয়! বিমূঢ় দৃষ্টিত চেয়ে থাকে ফোনের দিকে। বাবা মায়ের কোনো অসুখ হলো না তো? আয়েশী চিন্তায় চিন্তায় সে রাত আর ঘুমাতে পারল না। সারারাত বিছানায় শুয়ে ছটফট করে গেল। ধ্রুব দেখল। সে নির্বিকার হয়ে আয়েশীকে বুকে জড়িয়ে ঘুমে তলিয়ে গেল। অথচ আয়েশী জেগে রইল সারাটা রাত। আজ ধ্রুবর বুক আয়েশীর সহ্য হচ্ছে না। মাথা যন্ত্রণা করছে। আয়েশী মনস্থির করল, সকাল হলে সে বাবার বাসায় যাবে। ধ্রুব যা বলুক, তবুও যাবে। বাবা নিশ্চয়ই আয়েশীকে মনে করছেন? মা পথপানে আয়েশীর অপেক্ষায় চেয়ে আছেন।

ধ্রুব অফিসে চলে গেলে, আয়েশী বোরকা পড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাবার বাসায় এসে কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় তুষার। কতদিন পর ভাইকে দেখে আয়েশীর চোখ ভরে আসে। আয়েশী ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। তুষার ঠায় দাঁড়িয়ে থাকে নিজ স্থানে। আয়েশী ভাইয়ের বুকে লেপ্টে কেঁদে-কুটে একাকার হয়। তুষার ঠোঁট টিপে নিজেকে শান্ত করে শান্ত স্বরে শুধায়, ‘ কেন এসেছিস তুই? ‘
আয়েশী হতভম্ব হয়ে সরে দাড়ায়। মাথা তুলে ভাইয়ের দিকে চায়। আশ্চর্য্য হয় আয়েশী। এ কোন তুষার ভাইকে দেখছে আয়েশী। এই তুষার ভাইকে তো আয়েশী চেনে না। এ তুষার তো কোনো অন্য। আপদমস্তক কাঠিন্যের চাদরে মোড়ানো। আয়েশী ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকে। বলে, ‘ ভাই, এটা আমার বাবার বাসা। আমি আসতে পারি না? ‘
‘ না। ‘
‘ তুমি কি আমার উপর রেগে আছো, ভাই? ‘
‘ পর লোকের সাথে রাগ করে কি ফায়দা? ‘
‘ আমি পর? ‘
আয়েশী আহত ভঙ্গিতে বলে। তুষার কাটছাট কণ্ঠে বলে,
‘ হ্যাঁ। পর। যে বোনকে ভাইয়ের দুর্দিনে পাওয়া যায় না, সে বোন পর’ই। যে মেয়েকে বাবা মায়ের ম’রন কালে খুঁজে পাওয়া যায় না, সে মেয়ে পর না তো কি? ‘
তুষারের বাক্যে আয়েশীর চারপাশ ঝরঝর করে ভে’ঙে পড়ে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়। মাথা ঘুরে উঠে। আয়েশী ভেজা পলক ঝাপটে, কম্পিত কণ্ঠে বলে,
‘ বাবা মা? ‘
‘ হ্যাঁ, তারা আর নেই। ‘
আয়েশী বিস্ময়, বিমূঢ়, হতভম্ব হয়ে বা দিকে হেলে পড়ে। সঙ্গেসঙ্গে হাত দিয়ে আটকে ধরে সিড়ির হাতল। বিশ্বাস হচ্ছে না। সব কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে। বাবা মা নেই, মারা গেছেন? অথচ আয়েশী জানে না! কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করে নি? আয়েশী কি তাদের মেয়ে না? আয়েশী কি তবে আর কাউকে বাবা বলে আহ্লাদ করতে পারবে না। মায়ের কাছে আদরের বায়না ধরতে পারবে না। ইন্নালিল্লাহ! আয়েশী কিছুক্ষণ থম মেরে বসে থাকে। মাটিতে ধপ করে বসে ঘোলা দৃষ্টিতে মাটিতে চেয়ে থাকে।
‘ কেন কষ্ট পাওয়ার নাটক করছিস? তুই নিজে আমার বাবা মাকে মেরেছিস। ”
তুষারের চোখেও জল। আয়েশী মাথা তুলে আহত কণ্ঠে প্রশ্ন করে, ‘ আমি মেরেছি ওদের? ‘
‘ হ্যাঁ, তুই ওদের মেরেছিস। খু’নি তুই, খু’নি! ‘
আয়েশী দুহাতে কান চেপে ধরে চিৎকার করে,
‘ চুপ করো তুমি। আমি ওদের মারি নি। আমি ওদের কিভাবে মারব। আমি আমার বাবা মাকে প্রচন্ড ভালোবাসি, ভাই। দোহাই লাগে, আমাকে এমন কথা বলো না। দোহাই তোমার।’
তুষার চুপ করে থাকে। তার বুকটাও যে ফেঁটে যাচ্ছে। নিজের প্রাণের চেয়ে প্রিয় বোনকে কঠিন মৃত্যুতুল্য কথা বলতে সে চায়না। অথচ মনে যে ক্ষোভ জমে আছে। তা নিবারণ করতে এটুকু যে বলতেই হত।

তুষার এবং আয়েশী মুখোমুখি বসে আছে। তুষার আয়েশীর দিকে পানির গ্লাস এগিয়ে দেয়।
‘ নে,পানি খা। ‘
আয়েশী পানি নেয় না। স্থির দৃষ্টিতে দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে চেয়ে বলে,
‘ বাবা মা চলে গেলেন, অথচ তুমি একবারও আমায় জানালে না। আমি কি ওদের মেয়ে ছিলাম না? ‘
তুষার বলে, ‘ তোর বিয়ের এক মাসের মাথায় ধ্রুব হঠাৎ তার অফিসে আমার বিপরীতে অন্য একজন ম্যানেজার রাখে। আমি ভেবেছি, হয়তো আমার কাজের প্রেসার যাচ্ছে বলে, ধ্রুব আরেকজন ম্যানেজার নিযুক্ত করেছে। আমি ভুল ছিলাম। ধ্রুব আমার সব কাজ ওই নতুন ম্যানাজেরকে দিয়ে করাত। আমি ভাবি, হয়তো ধ্রুবর আমার কাজ পছন্দ হয়নি। আমি চাকরী ছেড়ে দেই। ধ্রুব সেদিন আমার একবারও আটকায় নি।
তারপর, বাবা মা মরার আগের দিন আমি তোকে ফোন দিয়েছিলাম। বলেছিলাম, বাবা তোর কথা খুব মনে করছেন। অসুস্থ তিনি। একবার এসে দেখে যা। তুই কি বলেছিলি, তুই ব্যস্ত। আসতে পারবি না। বাবা এই মেসেজ দেখে খুব কষ্ট পেয়েছিল। তবুও হাসিমুখে সব সহ্য করে বলেছে, মেয়ে আমার স্বামীর ঘরে সুখে আছে। ওকে বিরক্ত করিস না। বাবা যেদিন মা’রা যায়, সেদিন তোকে একনজর দেখার জন্যে ছটফট করেছিল। তোকে নিজে কল করেছিল। তুই কি করলি? বাবাসহ আমাদের সবার নাম্বার ব্লক করে দিলি। বাবা মা’রা ফেলেন। মা এক বুক য’ন্ত্রণা দিয়ে বললেন, তোকে যেন তাদের কারো ম’রার খবর না দেয়া হয়। তুই তাদের ভুলে গেছিস। তারাও তোকে ভুলে যাবে। বাবা মরার শোক মা সহ্য করতে পারেনি। কিছুদিনের মধ্যে মা হার্ট অ্যাটাক করেন। মায়ের দেয়া সেই কসম মানতে তোকে জানানো হয়নি।
আয়েশী, তুই বোন নামের কলঙ্ক, মেয়ে নামের কলঙ্ক! শুধু স্ত্রীর সম্পর্কে তুই জিতে গেছিস। একজন আদর্শ স্ত্রী হিসেবে তোকে মোবারকবাদ। বাকি সম্পর্ক যেহেতু ভুলে গেছিস, সেহেতু তোর ভুলে থাকাই উত্তম। ‘

তুষার কি বলছে আয়েশী কিছুই বোধগম্য হচ্ছে না। সবকিছু ধোঁয়াশা লাগছে। কি হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আয়েশী কিছুই বুঝতে পারছে না। আয়েশী বলে, ‘ আমি তোমাদের ব্লক দিয়েছি? কখন? আর আমি কখনই বা বললাম, আমি ব্যাস্ত আছি, কথা বলতে পারব না? বিয়ে হওয়ার এক মাস পর তোমাদের সাথে আমার আর যোগযোগ হয়নি। আমি মৃদুলের বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে ছিলাম যে, আমি নিজের খেয়াল অব্দি রাখতে ভুলে গিয়েছিলাম। এর পরের দুমাস আমি তোমাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু তারপর কি হল? আমি এ বাড়ি আসতে পারছিলাম না। ফোন করেও তোমাদের খোঁজ পাচ্ছিলাম না। সেখানে, এসব……’
তুষার রেগে উঠে। ধপ করে সোফা ছেড়ে উঠে বলে,
‘ অনেক মিথ্যা বলেছিস। এখন বের হ। তোর মুখ দেখাও আমার পাপ। আমি মায়ের কসম ভাঙতে পারব না। যে আমাদের দুঃখের সময় ছিল না, তাকে আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। ‘

আয়েশীর হেলদুল হয়না। থম হয়ে সোফায় বসে থাকে। ভাবে, এসব কিছু আয়েশী করেনি। তবে কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই আয়েশীর আশেপাশে থাকে। আয়েশীর নিজস্ব সেলফোন ধরার সাহস বাড়িতে আর কার হতে পারে? কারো না। তাহলে কি……ধ্রুব?

তুষার এগিয়ে আসে। আয়েশীর হাত ধরে জোরপূর্বক বের করে দেয় ঘর থেকে। আয়েশী অনেক অনুরোধ করে। তুষার শুনে না। আয়েশী শেষবারের মত অনুরোধ করে,
‘ আমায় একবার মা-বাবার কবরের কাছে নিয়ে যাবে, ভাই। শুধু একবার। একবার চোখের দেখা দেখব। ‘
তুষার অনুরোধ রক্ষা করে না। আয়েশীর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ক্লান্ত আয়েশী সিড়িতে পা ভেঙে বসে হাউমাউ করে কেঁদে উঠে। তার জীবনটা এমন এলোমেলো কেন হয়ে গেল? সে কি পাপ করেছিল যে আল্লাহ তাকে এতবড় শাস্তি দিচ্ছেন?
ধ্রুব! এই সব কিছু হয়েছে ধ্রুবর জন্যে। আয়েশী আজ ধ্রুবকে প্রশ্ন করবে। আজ ধ্রুবর সকল প্রশ্নের উত্তর দিতেই হবে। ধ্রুব আজ কিছুতেই আয়েশীর থেকে ছাড়া পাবে না।
_________________________________
‘ তুমি আমার ফোন থেকে বাবা মা আর ভাইয়ের নাম্বার ব্লক করেছ? ‘
ধ্রুব থমকে যায়। কফির কাপ হাতে নিয়ে কিছুক্ষণ থেমে রয়। অতঃপর কাপে চুমুক দিয়ে বলে, ‘ হ্যাঁ। ‘
আয়েশী থমকে যায়। বিশ্বাস হয় না। তবে কি আরও একবার সে ধোঁকা খেতে যাচ্ছে? না, না। আয়েশী বিশ্বাস করে না। ধ্রুব এতটা খারাপ হবে না। কখনোই না। আয়েশী নিজের সন্দেহকে ধামাচাপা দিয়ে বলে, ‘ কেন করেছ এসব?’
‘ কারণ ওরা তোমায় বিরক্ত করছিল। ‘
আয়েশী অবাক হয়ে যায়। প্রশ্ন করে, ‘ বিরক্ত? ওরা আমাকে বাবা মা হয়, ধ্রুব। ‘
‘ হোক। আমি ছাড়া তোমায় বিরক্ত করার সাধ্য কারো নেই।’
‘ তুমি ছাড়া আমার মরে যাওয়ার সাধ্যও কি নেই, ধ্রুব? ‘
আয়েশীর কণ্ঠ টলমলে। ছলছল আঁখি। পলক ঝাপটালে যেকোনো মুহূর্তে টুপ করে সে আঁখিদ্বয় থেকে জল গড়াবে। ধ্রুব আয়েশীর চোখে চোখ রাখে। ভ্রু কুচকে স্বীকার করে,
‘ না, নেই। তোমার বেঁচে থাকার ক্ষণ যেমন আমি নির্ধারণ করি, তেমনি তোমার মরে যাওয়ার দিবসও হবে আমার পরিকল্পনা অনুসারে। আমার আদেশ ছাড়া তোমার মরে যাওয়ার অধিকারটুকুও নেই। ‘

আয়েশীর চোখে জল ভরে। ধ্রুব এতটা নিষ্ঠুর, তা আয়েশী পূর্বে জানে নি। কেন জানলো না? হয়তো আগে জেনে গেলে, আয়েশী কখনোই ধ্রুবকে ভালোবাসতো না। মৃদুলকে ঘৃনা করলেও না।
‘ ধ্রুব, আমাকে মুক্তি দাও! পায়ে পড়ি তোমার। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। তার বদলে মুক্তি দাও আমায়। দয়া করো। ‘

আয়েশীর কাতর কণ্ঠের আবদার ধ্রুবর হৃদয় ছুঁতে পারল না। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসল। আয়েশীর দিকে ঝুঁকে এসে ঠোঁট ছোঁয়ালো আয়েশীর নাকের ডগায়। আয়েশীর কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বললো,
‘ যা চাই তাই দেবে? মুক্তি দেবো তোমায়, তার বদলে তোলার প্রাণটা চাই আমার। দিয়ে দেবে নিজের প্রাণ আমায়? ‘

আয়েশী ভয়ে সিটিয়ে গেল দেয়ালের সাথে। বুকটা অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে। যার দরুন আয়েশীর বুকের ক্রমশ উঠানামা ধ্রুবের মাথায় নেশা ছড়িয়ে দিচ্ছে। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে উঠলো।
নেশা ছড়ানো কণ্ঠে বলে, ‘ আজ আরো একবার তোমার দেহ ছুঁয়ে মন ছুঁতে চাই। যে ছোঁয়ায় তুমি জগৎ ভুলে যাবে। শুধু আমাতেই নিজের সুখ খুঁজে নেবে। ‘
ধ্রুব আয়েশীকে কোলে তুলে নেয়। আয়েশীর হাজারবার বারন সত্বেও ধ্রুব আয়েশীর সাথে মিলিত হয়। আয়েশী শুধু চোখের জল ফেলে। ধ্রুবকে এখন একজন ধর্ষক ব্যতীত আয়েশীর আর কিছুই মনে হচ্ছে না। নিজেরে স্ত্রীর সম্মতি ব্যতীত শারিরীক সম্পর্ক স্থাপন করা, এ তো ধর্ষনের’ই এক নমুনা!

#চলবে
বড় বড় করে বলে দিচ্ছি, আমি এবার HSC ২০২২ এর পরীক্ষার্থী। পড়াশোনা নিয়ে ভীষন ব্যস্ত। আমি প্রতিদিন বড় বড় পর্ব দিতে পারবো না। আমি যখন ফ্রী হব, তখনি গল্প দিব। এটা জেনে এবং মেনে থাকলে আমার গল্প পড়বেন। নচেৎ নয়। ভালোবাসা!

গত পর্বের কমেন্ট বিজয়ী,
@এলোমেলো স্বপ্নকন্যা
@maksuda ratna
@triyasha roy sreya
@reha zaman
@farhana tabassum
@আমেনা সাই রিশ

লেখিকার গ্রুপ,
কল্পনা-কলমে ~ ‘আভা ইসলাম রাত্রি’

#মৃত_কাঠগোলাপ – ৪৪ ( বোনাস পর্ব)
#আভা_ইসলাম_রাত্রি
__________________________
আয়েশীর যখন নিজের এবং ধ্রুবর প্রতি তিক্ততা জন্মেছে, তখন এক ভয়ঙ্কর সুসংবাদ আসে। আয়েশী মা হতে যাচ্ছে। এই খবর নিঃসন্দেহে সুসংবাদ। তবে ভয়ংকর! কারণ আয়েশী যদি ধ্রুবর সন্তান নিজের মধ্যে ধারণ করে,তবে কখনোই ধ্রুব আয়েশীকে নিজের কাছ থেকে মুক্তি দেবে না। তীব্র বন্দীত্ব গ্রহন করতে হবে আয়েশীকে। আয়েশী চাইছে না সেটা। ধ্রুবর থেকে পালাতে ব্যস্ত আয়েশীর স্বাধীন মন। অথচ একটি রিপোর্ট সবকিছু তছনছ করে দিয়েছে। ধ্রুবর ভালোবাসা নামক দাসত্বে আয়েশীকে ক্রমাগত জড়িয়ে নিচ্ছে। কি করবে আয়েশী? ভেবে কুল পাচ্ছে না। বাচ্চাকে নষ্ট করে দেবে? না, আয়েশী অতটা নিষ্ঠুর হতে পারবে না। ধ্রুবর পাগলামির জন্যে, আয়েশী নিজের ঔরসজাত সন্তানকে কি করে খু’ন করে ফেলবে? আয়েশী চোখে জল ভরে। আগাম ভবিষ্যতের কথা চিন্তা করে যে শিউরে উঠে। আয়েশী জানে, ধ্রুবর সেদিন কেন আয়েশীর সাথে জোরপূর্বক মিলিত হয়েছিল। কারণ ধ্রুব জানে, আয়েশীর বাবা মায়ের সাথে ধ্রুব যা করেছে, এতে আয়েশী ধ্রুবকে আর পছন্দ করবে না। ঘৃনা নয়, তবে ভালোবাসতে পারবে না আর। তাই ধ্রুব এই মুক্ষোম চাল চেলেছে। একটা সন্তানই পারে আয়েশীকে সারা জীবনের জন্যে ধ্রুবর সাথে বেধে রাখতে। সন্তান, একটা সন্তান! ধ্রুব যা চেয়েছে, তাই হয়েছে। আয়েশী মা হতে যাচ্ছে। গর্ভে থাকা সন্তান, যার এখনো একটা অঙ্গ অব্দি গঠিত হয়নি। যে সামান্য এক বীর্যকনা, তার জন্যে আয়েশীর মাতৃত্ব তুমুল ভাবে প্রকাশিত হচ্ছে। আয়েশী চাইলেও ধ্রুবকে ছেড়ে যেতে পারছে না। বিধাতা তার পা মাতৃত্বের শেকল দিয়ে আটকে দিয়েছেন।

‘ মিসেস ধ্রুব, আপনার প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। সময়মত ঔষধ সেবন করবেন। আর দু মাস পরপর টেস্ট করাবেন। একটু সাবধানে হাঁটাচলা করবেন। মনে রাখবেন, এখন আপনি আর একা না। আপনার পেটে বেড়ে উঠছে, এক ফুটফুটে সন্তান। ‘
আয়েশী ভাবনার জগৎ থমকে যায়। সন্তান? ফুটফুটে সন্তান? আয়েশীর বুকে কেপে উঠে। মস্তিষ্কের নিউরন আলোড়িত হয়। আয়েশী মাথা হেলায়। বলে,
‘ আমি খেয়াল রাখব আমার সন্তানের। ‘
ডাক্তার মুচকি হাসে। আয়েশী রিপোর্ট হাতে চেম্বার ছেড়ে বের হয়। গা গুলাচ্ছে ভীষন। মনে হচ্ছে এখনি মাথা ঘুরে পড়ে যাবে। আয়েশী টালমাটাল পায়ে রিসিপশনে থাকা সোফায় এসে বসে।
‘ রোগীর নাম কি? ‘
‘ মুনিজ প্রিয়া। ‘
‘ স্বামীর নাম? ‘
‘ জিহাদুল হোসেন। ‘

‘ মুনিজ? ‘ আয়েশীর বুক ধক করে উঠে। আয়েশী দ্রুত মাথা ঘুরিয়ে সামনে তাকায়। দূর থেকে আয়েশী স্পষ্ট দেখতে পারছে, মৃদুলের স্ত্রী আয়েশীর সামনে রিসিপশনে একজন পুরুষের হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়েশীর মাথা ঘুরে যায়। তার চোখ ঠিক দেখছে তো? আয়েশী দ্রুত সোফা ছেড়ে উঠে।খানিক মাথা ঘুরে উঠে। তবে আয়েশী পাত্তা দেয় না। দ্রুত পায়ে মুনিজের কাছে আসে। খপ করে মুনিজের হাত ধরতেই মুনিজ বিরক্ত হয়ে আয়েশীর দিকে চায়। আয়েশীকে চিনতে পেরে তার বিরক্তি ভয়ে পরিণত হয়।
‘ আয়েশী, তুমি? ‘
‘ ছেলেটা কে, মুনিজ? ‘
মুনিজ ভয়ে ঘেমে উঠে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মহা বিরক্ত হয়ে বলে,
‘ এটা আবার কেমন প্রশ্ন? আমি ওর স্বামী। ‘
‘ স্বামী? ‘
আয়েশী হতভম্ব হয়ে তাকায় মুনিজের দিকে। মুনিজ কাচুমাচু করছে। আয়েশীর থেকে হাত ছাড়ানোর চেষ্টায় মত্ত। আয়েশী চিৎকার করে উঠে,
‘ বলো? তোমার স্বামী কোথা হতে এল? তবে মৃদুল কে ছিল? সে তোমার স্বামী ছিল না? ‘
মুনিজ আতঙ্ক নিয়ে নিজের স্বামী জিহাদের দিকে তাকায়। জিহাদ মুনিজের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। হয়তো সে ব্যতীত মুনিজের আরো এক স্বামী আছে, সেটা সে জানতো না। আয়েশী আবার চেঁচিয়ে প্রশ্ন করে,
‘ বল, তুই মৃদুলের স্ত্রী হলে, এই লোকটা কে? ‘
হসপিটালের সবাই আয়েশী, মুনিজ এবং জিহাদের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। জিহাদ এসব লক্ষ করে আয়েশীকে নিচু স্বরে বলে, ‘ দেখুন, এভাবে হাসপাতালে সিনক্রিয়েট করবেন না। আমরা অন্য কোথাও বসে কথা বলি। ‘
আয়েশী নিভে আসে। তবে রাগ কমে না। রাগের কারণে আয়েশীর মাথার ভেতর ধপধপ করছে।
আয়েশী মুনিজের হাত ছাড়ে না। যেন ছেড়ে দিলেই মুনিজ পালিয়ে যাবে। আয়েশী মুনিজের হাত টেনে নিয়ে হাসপাতাল থেকে বের হয়। পিছু পিছু বিস্মিত জিহাদ হেঁটে আসে।

‘ মৃদুল আমার স্বামী কখনোই ছিল না। বরং আমি মৃদুলকে বাস্তবে শুধু দুবার দেখেছি। অ্যাক্সিডেন্টলি। ‘
আয়েশী ভ্রু কুঁচকে নেয়। তবে? কম্পিত কণ্ঠে প্রশ্ন করে,
‘ তবে তুমি মৃদুলের স্ত্রী না? ”
মুনিজ নিজের স্বামীর দিকে চেয়ে ঢোক গিলে বলে,
‘ না। আমি মৃদুলের স্ত্রী না। ‘
‘ তাহলে এসব কেন করেছ? কেন মিথ্যা বলে আমার কাছে মৃদুলকে ঘৃণার পাত্র করেছ? ‘
আয়েশীর চোখে জল টলমল করছে। মুনিজ মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলে,
‘ এসবই তোমার স্বামী ধ্রুবর চাল। ‘
‘ ধ্রুব? ‘
‘ হ্যাঁ, ধ্রুব। ধ্রুবর কাছে আমার একটা নুড ভিডিও ছিল। যা আমি বিয়ের আগে জাহিদকে পাঠিয়েছিলাম। জাহিদকে আমি বিশ্বাস করতাম। কিন্তু একদিন জাহিদের ফোন চুরি হয়ে যায়। অবিশ্বাস্যভাবে তার দুদিন পর জাহিদ নিজের ব্যাগে ফোন পায়। তারপর থেকে সেই ভিডিও উধাও। আমি আর জাহিদ ততটা পাত্তা দেইনি এসবে। তারপর একদিন ধ্রুব আমাকে কল করে।বলে, তার কথামত কাজ না করলে সে এই ভিডিও ইন্টারনেটে বিক্রি করে দেবে। জাহিদ এসব জানলে আমাকে ছেড়ে চলে যাবে। আমি পাগল হয়ে গেছিলাম।জাহিদকে তখন আমি প্রচন্ড ভালবাসতাম। একদিকে জাহিদকে হারানোর তীব্র ভয়, অন্যদিকে নিজের ইজ্জত-আব্রু। সবকিছু বাঁচানোর জন্যে আমি ধ্রুবর কথায় রাজি হয়ে যাই। তারপর ধ্রুবর কাছে মৃদুলের অনেকগুলো ছবি ছিল। ধ্রুব আমেরিকান প্রফেশনাল ফটো এডিটর দিয়ে আমার ছবির সাথে মৃদুলের ছবি যুক্ত করে প্রমাণ তৈরি করেছে। ছবি গুলো এত সুক্ষভাবে এডিট করে হয়েছে যে, কেউ দেখলে কিছুতেই পার্থক্য বের করতে পারবে না। তারপরের গল্পগুলো স্বয়ং ধ্রুব তৈরি করেছে। আমি শুধু খানিক অভিনয় করেছি। ‘
‘ কিন্তু মৃদুলের মা তোমায় চেনেন কি করে? ‘
‘ আমি জানি না। হয়তো যখন মৃদুলের সাথে অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে। হয়তো টুকটাক কথা বলেছি। মৃদুলের মা দেখে ভেবেছেন, তাদের ছেলেকে আমি ফাঁসিয়েছি। এর বেশি আমি কিছুই জানি না। ‘

সমস্ত গল্প শুনে আয়েশীর বোধ হলো, ঘৃনা অপমানে তার বমি এসে পড়ছে। মৃদুলকে আয়েশী অবিশ্বাস করেছে, ঘৃনা করেছে? এতটা অধঃপতন কি করে হল আয়েশীর। যে মানুষটা আয়েশীকে প্রভিন্দ ভালোবাসত, তার ভালোবাসাকে সন্দেহ করেছে আয়েশী? ছিঃ, ছিঃ, ছিঃ! নিজের প্রতি ঘৃণায় ম’রে যেতে ইচ্ছে হচ্ছে আয়েশীর। আয়নায় নিজের মুখ কি করে দেখবে আয়েশী? কি করে নিজের চোখে চোখ মেলাবে?
আয়েশী টেবিলে মাথা ঝুঁকে থম মেরে বসে থাকে। বমি আসছে ভীষন। আয়েশী দৌঁড়ে চেয়ার ছেড়ে উঠে হোটেলের বাথরুমে চলে গেল। বেসিনে মুখ ঝুঁকে গড়গড় করে বমি করল। ওড়নার অগ্রভাগ দিয়ে কপালের ঘাম মুছে আয়নায় চোখ রাখল। তারপর হাউমাউ করে কেঁদে উঠল। মাথার চুল খামচে ছিঁড়ে ফেললো। এক বছরে যে কষ্টুটুকু আয়েশী ভুলে গিয়েছিল, সে কষ্ট আবার তীব্র ভাবে আঘাত হানল আয়েশীর মনের গহীনে। মৃদুলের মা’রা যাবার দিন আয়েশী যেমন পাগলের মত কেঁদেছিল, আজ এক বছর পর সেই একই কান্না আয়েশী কাদলো। তবে এই কান্না অপমানের, নিজের প্রতি ঘৃণায়, ফেরেশতাতুল্য প্রিয় মানুষকে সন্দেহ করার। আয়েশীর মন চাইছে,নিজের শরীরকে কুটকুট করে কেটে ফেলতে। নয়তো ধ্রুবকে নিজের হাতে খুন করে ফেলতে। ধ্রুব এসব করেছে, যেন আয়েশী মৃদুলকে ঘৃনা করে। আজ আয়েশী মৃদুলকে নয়! বরং ধ্রুবকে ঘৃনা করে। এতটা ঘৃনা যতটা ঘৃনা করলে, আয়েশী ধ্রুবকে নিজের হাতে খু’ন করতে চায়।
‘ ইয়া আল্লাহ! আমাকে এত কষ্ট কেন দিলে তুমি? কেন দিলে? ”
আয়েশী চিৎকার করে কেঁদে উঠে।
________________________________
‘ স্যার, ওই মেয়েটা সব বলে দিয়েছে আয়েশী ম্যামকে। ‘
ধ্রুবর শান্ত উত্তর,
‘ জাস্ট কি’ল দেম বোথ। ‘
‘ মেয়েটার স্বামীকেও মেরে ফেলব? ‘
‘ হ্যাঁ। ‘
‘ আর আয়েশী ম্যাম? ‘
‘ তাকে আমি দেখে নিব। এখন তোমাকে যা কাজ দেওয়া হয়েছে, তা করো বাস্টার্ড। ‘
‘ জ.জী স্যার। ‘
ধ্রুব ফোন কেটে দেয়। পায়ের উপর পা তুলে বাবু হয়ে বসে।
‘ এতকিছু যার জন্যে করলাম, সে নাকি বলে আমি খা’রাপ। ওই কু’ত্তার বাচ্চা মৃদুল ভালো। খা’রাপ আমি নাহয় আরো খা’রাপ হব। কি দোষ তাতে। হা হা হা! ‘
হিংস্র হেসে উঠে। শব্দ করে হাসছে ধ্রুব। ধ্রুবর হাসির শব্দে ওসমানের লোম অব্দি কেপে উঠছে। ধ্রুবকে আজ পর্যন্ত এমন ভয়ানক ভাবে হাসতে দেখেনি ওসমান। ধ্রুব কি তবে পাগল হয়ে গেল?

#চলবে
আর মাত্র ২/৩ টা পর্ব।
পড়শোনা ছেড়ে আজ গল্প লিখেছি। এই গল্প দ্রুত শেষ করে আমার মুক্তি।
আজকাল গল্পের পাঠকরা নীরব হয়ে গেছেন। তাই ভাবলাম, আপনাদের চমকে দিতে একটা বোনাস পার্ট দেই। এবার ভালো ভালো মন্তব্য করেন। আমার মন খারাপ। মন ভালো করার দায়িত্ব আপনাদের দিলাম। ভালোবাসা
কমেন্ট বিজয়ী আগামী পর্বে বলা হবে। দুই পর্বের একসাথে!

লেখিকার গ্রুপ,
কল্পনা-কলমে ~ ‘আভা ইসলাম রাত্রি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here