#৫ম_তলার_মেয়েটাপর্ব_৩৭

0
323

#৫ম_তলার_মেয়েটাপর্ব_৩৭

ব্যপারটা নওমির কাছে খুব অদ্ভুত আর আশ্চর্য লাগছে। হাজেরা নওমিকে দত্তক নিতে চান! শুধু মুখের কথায় না আইনিভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি নওমিকে দত্তক নিতে চান।

এই কথা শোনার পর তোফাজ্জল একেবারে চুপ হয়ে বসে আছেন। হাজেরা আগেই বলেছিল নওমিকে নিয়ে তার একটা ইচ্ছা আছে কিন্তু এমন একটা ইচ্ছার কথা হাজেরা বলবেন এটা ছিল কল্পনার ও অতীত।কখনো কখনো মানুষ যেটা জীবনে কোন দিন একবারের জন্যও চিন্তা করে না সেই রকম কথা শুনলে মানুষ যেমন বাকরুদ্ধ হয়ে যায় তেমনি অবস্থা তোফাজ্জলের।তিনি বুঝতে পারছেন না হাজেরা কি সত্যি বলছে ?

জালেরা বেগম আবেগে আপ্লুত হয়ে গেছেন। এমনটা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বললেন-
—সত্যই কি এইটা করতে চাও?
—আম্মা আমি আসলেই নওমিকে মেয়ে হিসেবে পেতে চাই। অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।
—ছেলেদের সাথে কথা বলছ?তারা কি কয়?
—ওরা আমার উপর খুব রাগ করেছে।ওরা ওখানেই স্থায়ীভাবে বসবাস করবে এখানে আসলেও আর কয়দিনের জন্য আসবে।ওরা রাগ করেছে কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। আর ওদের নিয়ে খুব একটা ভাবছি না।এই যে আমার অপারেশন হলো আমার লাইফ রিস্ক ছিল কই একজন ও তো এলো না দেখতে।এমনও তো হতে পারতো আর উঠলাম না, নিঃশ্বাস বের হয়ে গেলো।এত আদরের সন্তান একবার চোখের দেখাও দেখতে এলো না।

হাজেরার প্রতিটা কথায় কষ্ট ঝরে ঝরে পড়ছিলো।
সন্তানদের বিচ্ছেদ তাঁকে এতটা কষ্ট দেয় কখনও তো বুঝতে পারেননি তোফাজ্জল। বরং সব সময় দেখেছেন ছেলেরা দেশের বাইরে আছে গর্ব করে সবাইকে বলেন।
আসলেই মানুষের মনস্তত্ত্ব বোঝা অসাধ্য ব্যপার।

—এখন নওমির মতামতের ভিত্তিতে সব কিছু হবে। নওমি বল তুমি কি আমার মেয়ে হতে রাজি
আছ?

হাজেরার এক জোড়া ছল ছল চোখ তাকিয়ে আছে নওমির দিকে।তিনি চাইছেন কিছুতেই যেন ও মানা না করে।এতে করে ওর জন্ম পরিচয় নিয়ে আর কোন কথা উঠবে না,ও একটা পরিবার পাবে আর তিনি সত্যিকারের একটা মেয়ে পাবেন। খুব ভালো একটা মেয়ে ও।ওর হৃদয়টা দয়া, মায়ায় ভরা।ও সব সময় তাঁর নিজের মেয়ে হয়ে থাকবে।
অলস দুপুরে ফোন করে জানতে চাইবে, মা খেয়েছ?আবার যদি শোনে শরীর খারাপ দৌড়ে চলে আসবে শ্বশুরবাড়ি থেকে,মমতামাখা হাতটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করবে ,এখন কেমন আছ মা? কখনো বা মা-মেয়ে শপিং এ চলে যাবেন। কষ্টে এবং আনন্দে সব সময় পাশে চান মেয়েটাকে, যাকে বলতে পারবেন, নিজের জমানো কষ্ট আর আনন্দের কথন।

হাজেরা নিজেকে বহুবার এই প্রশ্ন করেছেন তিনি কি স্বার্থপর, যেই জন্য নওমিকে দত্তক নিতে চাইছেন?
যদি কেউ এই কথা বলে ,বলুক না।তাতে কিছু যায় আসে না।মেয়েটা তার জন্মদাতাকে কাছে পাবে আর তিনি পেটে না ধরলেও নিজের সন্তানের মতোই ভালোবাসা দিবেন এবং তিনি ও একটু ভালোবাসা পেতে চাইবেন।

নওমি বুঝতে পারছিলো না কি বলবে।জালেরা বেগমের দিকে তাকালে তিনি বললেন-
—দাদু তুই না করিস না।
তোফাজ্জলের দিকে তাকালে তোফাজ্জল যেন চোখের ভাষাতেই বুঝিয়ে দিলেন, নওমি মা আমার, তোর যা মন বলে তাই বল।

নওমি বলল-
—আমার অমত নেই এতে ।আপনারা আমার মা-বাবা হবেন, আমার পরিবার হবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া..
সে কথা শেষ করতে পারলো না তার গলা ধরে এলো।
হাজেরা কাছে গিয়ে একহাত দিয়ে নওমিকে জড়িয়ে ধরলেন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জালেরা বেগম বললেন-
—আমি একটু বাড়িত যাইতে চাই।মনটা কেমন করতাছে।
—দাদু আপনাকে আর গ্রামে যেতে দিবো না।
জালেরা বেগমও নওমিকে জড়িয়ে ধরলেন।
—দাদুরে গেরামের মানুষ জনও তো আমারে দেখতে চায়।তোর দাদার কবর দেখি না কতদিন!
কিছু দিন থাইকা আবার আসমু। চিন্তা করিস না তোর বিয়া পর্যন্ত আছি।বিয়ার পরেই যামু।

হাজেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তোফাজ্জলকে বললেন-
—তাহলে তোমার পরিচিত উকিলের সাথে কথা বল। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে বল এবং সেটা অবশ্যই নওমির বিয়ের আগে।আর এখনই আত্নীয় স্বজনকে জানানোর দরকার নাই।আগে জানলে ঝামেলা করতে পারে।
—আচ্ছা ঠিক আছে,আমি ব্যবস্থা করছি।
—আর শোন আমাদের মেয়ের বিয়ে আমাদের অনেক দায়িত্ব এখন।আর এত ধুমধাম করে মেয়ের বিয়ে দিবো যে,সবাই অনেক দিন মনে রাখবে।

নওমি চল আজ তোমাকে নিয়ে শপিং এ যাই।

—আমার কিছুই লাগবে না।
—সব মেয়েই শপিং করার জন্য পাগল। তুমিই এর ব্যতিক্রম।তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি আমি।
শপিং এ তো যেতেই হবে।বিয়ে জীবনের খুব স্পেশাল একটা বিষয়। তোমার জন্য কেনাকাটা আর আমাদের জন্যও। আমারা কি পুরনো কাপড় পড়েই তোমার বিয়ে খাবো?আম্মার জন্য খুব সুন্দর দেখে শাড়ি কিনতে হবে ।
জালেরা বেগম বললেন-
—আমার এত এত শাড়ি আছে,কতডি তো ভাঁজই খোলা হয় নাই। আমার জন্য কিচ্ছু কিনবা না।
—আচ্ছা আম্মা সেটা দেখা যাবে।
নওমি আমার খুব ইচ্ছে তোমার জন্য কেনাকাটা করি তুমি মানা করো না মা।
—ঠিক আছে তবে খুব বেশি কিছু আমার জন্য কিনতে পারবেন না। অতিরিক্ত জিনিসের কোন দরকার নেই।
—আচ্ছা ঠিক আছে।

অনেক দিন আগে যখন নওমি, তোফাজ্জল হোসেনের পরিচয় জানতো না তখন একদিন ভাড়া দিতে এসে অনেকক্ষন কথা হয়েছিল নওমির সঙ্গে তোফাজ্জলের । সেদিনই কথা প্রসঙ্গে নওমি বলেছিলো-

‘আমি বুঝি না মানুষ এত জিনিষ দিয়ে কি করে? ।যারা খেতে পায় না তাদের কাছে খাবার জোগাড় করাটাই সবচেয়ে বেশি প্রয়োজন, যাদের থাকার জায়গা নেই তাদের একটা মাথাগোঁজার জায়গা জোগাড় করাই সবচেয়ে বেশি প্রয়োজন, মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতেই অনেকে কত কষ্ট করে, হিমসিম খায় আর যাদের সবকিছু আছে কোন অভাব নেই তাদের পৃথিবীর সবকিছুই যেন প্রয়োজন।
প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই জীবনের জন্য বিষ।তাই নিজেদের জন্য এই বিষ গ্রহণ না করে,তাই সামর্থ্যবানদের উচিত- যাদের আসলেই প্রয়োজন তাদের জন্য কিছু করা ।’

তোফাজ্জল সেই দিনই বুঝেছিলেন, এত অল্প বয়সেই মেয়েটা জীবনের সাথে যুদ্ধ করতে করতে কত কিছু শিখে গেছে।
নওমির কথা শোনার পর থেকে তিনটা এতিমখানায় তিনি নিয়মিত সাহায্য করেন।আর যারা টাকার জন্য পড়তে পারে না,পড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তাদের জন্য একটা ফান্ড করেছিলেন। তিনি সাহায্য করেন কিন্তু তাঁর নাম কেউ জানে না।

নওমির চোখে ঘুম ছিল না।আজকের আবহাওয়াটাও কেমন মন খারাপের যদিও আজ নওমির জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটেছে -হাজেরা তাকে দত্তক নিতে চান!এখন পর্যন্ত এই ব্যপারে কারো সাথে কথা হয়নি।সে তার মামা হোসেনকে কল দিলো-
নওমি কথা বলার আগেই হোসেন গর গর করে বলতে লাগলেন-
‘তোর জীবনে এত সুখ আসবো আমি জানতাম রে মা।এই মাত্র তোফাজ্জল ভাইয়ের সাথে কথা হইলো,সব কিছু শুনলাম। তুই মা-বাবা পাইবি এইটা কত আনন্দের কথা।আমাদের আসতে বলতাছে ঢাকায়।দেখি এই দিকটা একটু গুছাইয়া পরে আসমু।’

এই সময় নওমির মামি ফোন প্রায় কেড়ে নিলো হোসেনের কাছ থেকে।
‘নওমি কেমুন আছ? তোমার মামার কোন কাম নাই,তুমি কউ তো আমরা কালকেই চইলা আসি।
কতদিন দেখি না তোমারে।’

মামির কথা শুনে নওমি কাঁদবে নাকি হাসবে বুঝতে পারছে না।যেই মামির জন্য সে বাড়ি যেতে পারে না।ছোটবেলা থেকেই যে এতটা কষ্ট দিয়েছে ,যার কথা শুনে তার মা ঝরঝর করে কাঁদতো সেই মামির মুখে এই কথা!!!
‘হ্যালো নওমি শুনতে পাইতেছ?’
‘হু,বলেন মামি।’
‘তোমারে তো তাইলে তারার সম্পত্তির ভাগও দিবো। তোমার রাজ কপাল। কিন্তু ভুইলা যাইয়ো না তোমার মামা তোমার জন্য কি করছে।’

‘ভুলে যাবো কেন মামি?সব কিছুই মনে আছে।কে কি করেছে সব কিছু মনে আছে।’
এই কথা শুনে মামি একটা ঢোক গিললেন।
‘পুরানো কতা মনে রাইখো না,এক সংসারে থাকলে কত কিছুই তো হয়।’
‘আপনিই না বললেন, না ভুলতে।’
‘আচ্ছা এই বার তোমার মামার লগে কথা কউ।’

‘মামা তাহলে কবে আসবা?’
‘তোরে জানামু নে।’

মোবাইল রেখে নওমি ভাবতে লাগলো-
অন্য সময় হলে এই কথার জন্য নওমিকে খুঁচিয়ে খুঁচিয়ে দশগুণ বেশি কথা শুনাতো মামি কিন্তু এখন চুপ থাকাই ভালো মনে করলো,নওমি রাগ হলে যদি তার স্বার্থ উদ্ধার না হয়।এখন তাকে তোয়াজ করে চলবে মামি।
মামির এই কথা মনে করিয়ে দেওয়ার কোন দরকার নেই।নওমি তার টিউশনির কিছু টাকা তার মামাকে পাঠায় যদিও মামা সব সময় মানা করেন।আর পড়া শেষ করে চাকরিতে ঢুকলে তো কথাই নেই নওমিকে শিখিয়ে দিতে হবে তার মামার জন্য কি করবে?মামার জন্য নিজের জীবন দিয়ে দিলেও কি মামার ঋণ শোধ হবে? বড়লোকের সাথে বিয়ে হয়ে সে পটের বিবির মতো বসে থাকবে নাকি,তার নিজের স্বাবলম্বী হতেই হবে।

সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের স্বার্থে যে কোন কিছু করতে পারে নওমির মামি এমনি একজন মানুষ।ঢাকায় চলে আসার পর নওমি আর গ্রামে যায়নি শুধু মাত্র মামির ধারালো কথা থেকে বাঁচার জন্য।নওমি চোখের সামনে থাকলেই কি যেন হয়ে যেতো তার। সারাক্ষণ ঝাঁঝালো কণ্ঠে চলতেই থাকতো কথা।তার মামির নম্রস্বরে কথা শুনে আজ তাই খুব অবাক লাগছে। ঈদের সময় পর্যন্ত তাকে একা ঈদ করতে হয়েছে ঢাকায়।মামা প্রতি ঈদের পরের দিন তার সাথে দেখা করতে ঢাকায় চলে আসতো,এতে করে সব দুঃখ ভুলে যেতো নওমি।তবে মামাতো ভাই-বোন দের জন্য খারাপ লাগতো।

হোসেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোন ভাবেই তাঁর বৌকে ঢাকায় নিয়ে যাবেন না। ছেলে-মেয়েদের নিয়ে যাবেন শুধু।এই কথা এখন বললে পুরা গ্রাম মাথায় তুলে ফেলবে।সে যদি যায় কোন না কোন ঝামেলা বাঁধাবেই।হোসেন চান নওমির বিয়ে ভালোয় ভালোয় নির্বিঘ্নে হয়ে যাক।

তাশফি কল দিলো-
‘নওমি এখনো ঘুমাওনি?’
‘কতক্ষণ আগে মামার সাথে কথা বললাম।এখন বসে বসে তাদের কথাই চিন্তা করছি।তুমি ঘুমাওনি কেন?’
‘ঘুম আসছে না।কবে যে শেষ হবে এই অপেক্ষার প্রহর?’
‘তোমার সাথে জরুরি কথা আছে।’
তাশফি ভীত গলায় বলল-
‘আবার কোন সমস্যা হয়নি তো?বিয়ের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলনি তো?’
নওমি হেসে ফেলল তাশফির কথার ধরনে।
‘আরে না কোন সমস্যা হয়নি।আবার বুঝতেও পারছিনা সমস্যা কিনা।’
‘কি হয়েছে খুলে বল।’
‘হাজেরা আন্টি আমাকে দত্তক নিতে চাইছে।’
‘মানে?’
‘মানে হলো উনি আমাকে উনার মেয়ে বানাতে চান।

চলবে…

#ফাহমিদা_লাইজু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here