#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ০৮

0
489

#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ০৮
#লেখিকা:#তানজিল_মীম🕊️

_________________

চোখ বড় বড় করে তাকিয়ে আছে আহি আদ্রিয়ানের দিকে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু এখন তো সকাল? কি দরকার ছিল এই অফিসেই ইন্টারভিউ দিতে আসতে। ধুর আমার রাশিটাই খারাপ, বার বার এই রাগী হনুমানের সামনেই আসতে হয়।’

আহি সরু চোখে তাকালো আদ্রিয়ানের দিকে পুরো রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে যেন চোখ দিয়েই খিলে ফেলবে তাকে। আহি এবার তাকালো নিলয়ের দিকে সেও তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কি জানি কি হয়?’ আহি তার ভয়ার্ত চেহারা নিয়েই যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই আবার যাওয়ার সিদ্ধান্ত নিলো। অন্যদিকে আদ্রিয়ান আহির দিকে তাকিয়ে রাগী কন্ঠ নিয়ে ধমক দিয়ে বললো,

‘ তোমার সাহস কি করে হলো এখানে আসার,আমি তোমাকে আমার সামনে আসতে বারন করেছিলাম না?’

আদ্রিয়ানের ধমক শুনে পুরো কেঁপে উঠল আহি!’ আশ্চর্য সে কি করে জানতো এটা ওনার কোম্পানি। আর এতো রেগে যাওয়ার বা কি আছে? বড্ড বারাবারি হঠাৎই আহির মনে পড়লো সেদিন রাতের কথা যখন সে গাড়ি থেকে বেরিয়ে বলেছি আদ্রিয়ানকে ‘লাল চোখওয়ালা হনুমান কোথাকার?’– কথাটা মাথায় আসতেই আরো ভয় হলো আহির। তার ওপর রেগে থাকার যথেষ্ট কারন আছে ভেবেই শুকনো ঢোক গিললো সে। আহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরো রেগে বললো আদ্রিয়ান,

‘ এনসার মি, ইডিয়েট?’

আদ্রিয়ানের এবারের ধমক শুনে আহি নীরব গলায় বললো,

‘ এত রেগে যাচ্ছেন কেন?’ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম কিন্তু ভাবি নি আপনিই বস হবেন?’

‘ কিসের ইন্টারভিউ,গেট আউট অফ মাই অফিস।’

আদ্রিয়ানকে এতো রাগ করতে দেখে নিলয় এগিয়ে গেল আদ্রিয়ান কাছে তারপর বললো,

‘ কুল ডাউন আদ্রিয়ান, এত রাগ করছিস কেন ও তো শুধু ইন্টারভিউই দিতে এসেছে?’

‘ কুল ডাউন কিসের কুল ডাউন ওকে এক্ষুনি আমার সামনে থেকে যেতে বল, নিলয়?’

‘ একটু শান্ত হ এমন করিস না।’

‘ তুই ভুলে গেছিস সেদিন রাতে ও আমায় কি বলেছিল ওকে তাড়াতাড়ি চলে যেতে বল, না হলে আমি যে কি করে বসবো ঠিক নেই।’

আদ্রিয়ানের কথার উওরে আর কিছু বলতে পারলো না নিলয়। সরু চোখে তাকালো সে আহির দিকে। নিলয়কে নিজের দিকে তাকাতে দেখে আহির আর বুঝতে বাকি রইলো না নিলয় কী বলতে চাইছে তাকে। এমনিতেও সে আগেই বুঝতে পেরেছিল এ জবটা তাঁর হবে না। তাই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো,

‘ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনার অফিসে জব আমি এমনিতেও করতাম না হুহ,এই রকম রাগী লাল হনুমানের সাথে কাজ কেই বা করতো?’…

বলেই ঠোঁটে কামড় দিল আহি। আয় হায় এটা কি বলে ফেললো সে। আহির কথা শুনে নিলয়ের তো অবস্থা খারাপ যাও একটু বাঁচাবে ভেবেছিলো তাও আহির এবারের কথা শুনে হয়ে গেল। নিলয় আহির সামনে এগিয়ে এসে নিচু স্বরে বলে উঠল,

‘ আর ইউ ক্রেজি আহি এটা তুমি কি বলে ফেললে তোমায় কে বাঁচাবে এখন?’

‘ সরি ভাইয়া মুখ ফসকে বলে ফেলেছি, এখন আমি কি..

আহি আর কিছু বলার আগেই বিকট এক শব্দ হলো। বিকট শব্দ কানে আসতেই আহি নিলয় দুজনেই প্রায় ঘাবড়ে গিয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ভয়ংকর ভাবে রেগে গিয়ে নিজের হাত মুঠো করে টেবিলের উপর বারি দিয়ে উঠে দাঁড়ালো তারপর আহির দিকে তেঁড়ে এসে বললো,

‘ তোমায় তো আমি?’

আদ্রিয়ানের কাজে চরম ভাবে ভয় পেয়ে আহি তার কাগজপত্র সব শক্ত করে চেপে ধরে একপলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে দৌড়ে যেতে যেতে বললো,

‘ সরি সরি আমি বলতে চাই নি মুখ ফসকে বেরিয়ে গেছে।’

বলেই সে দৌড় তাকে আর পায় কে? অন্যদিকে আদ্রিয়ান দরজা পর্যন্ত যেতে নিতেই নিলয় গিয়ে ধরলো তাঁকে। আদ্রিয়ান ভয়ংকর ভাবে রেগে গেছে। আদ্রিয়ান রাগী কন্ঠ নিয়ে বললো,

‘ আমায় ছাড় নিলয় এই মেয়েটাকে আজ আমি মেরেই ফেলবো। কত বড় সাহস আমার অফিসে এসে আমাকেই ছাড় তুই আমায়?’

আদ্রিয়ানের কথা শুনে নিলয় আর একটু শক্ত করে চেপে ধরে বললো,

‘ কুল ডাউন আদ্রিয়ান এটা অফিস সবাই কি ভাববে বলতো যা হয়েছে ভুলে যা।’

‘ ভুলে যাবো তুই শুনোস নি ওই মেয়েটা কি বললো আমায়। ওকে তো আমি?’

‘ বাচ্চা মেয়ে ভুল করে বসেছে মাফ করে দে?’

‘ লাইক সিরিয়াসলি তোর ওকে বাচ্চা মনে হচ্ছে,আর কিছুদিন গেলে বাচ্চার মা হয়ে যাবে।’

উওরে দাঁত কেলানি হাসি দিলো নিলয়। এই কথাটা আদ্রিয়ানকে থামানোর জন্যই বলেছে সে। নিলয় আদ্রিয়ানকে ধরে নিয়ে বসালো চেয়ারে তারপর টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে দিয়ে বললো,

‘ নে পানি খা আর একটু শান্ত হ।’

নিলয়ের কথা মতো আদ্রিয়ানও পানি গ্লাসটা নিয়ে অর্ধেক পানি খেয়ে বললো,

‘ শুধুমাত্র তুই ধরলি বলে মেয়েটাকে ছেড়ে দিলাম না হলে।’

‘ হুম বুঝছি এখন তো শান্ত হ মেয়েটা তো শুধু ইন্টারভিউই দিতে এসেছিল।’

‘ ইন্টারভিউ ইস মাই ফুট ওর কন্ঠ শুনলেও আমার রাগ উঠে সেখানে ওকে আমি আমার কোম্পানির মেম্বার বানাবো হুস। নেক্সট কে আছে ওকে ডাক?’

উওরে ছোট্ট শ্বাস ফেলে বললো নিলয়,

‘ ওকে।’

আদ্রিয়ান কিছুক্ষন চুপ থেকে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিলো। এমন সময় সেখানে উপস্থিত হলো মীরা দরজায় নক করে বললো সে,

‘ মে আই কাম ইন স্যার?’

উওরে আদ্রিয়ান নিজেই কিছুটা রাগান্বিত কন্ঠ নিয়ে বললো,

‘ ইয়েস কাম।’

উওরে মীরা মুচকি হেঁসে ভিতরে ঢুকে বসলো আদ্রিয়ানের সামনে থাকা চেয়ারে। তারপর নিজের কাগজপত্রগুলো আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল সে। আদ্রিয়ানও কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বললো,

‘ নাম?’

‘ জ্বী মীরা ইসলাম।’

_______

তুমুল বেগে দৌড়ে অফিস থেকে বের হতে গিয়ে দুটো মেয়েকে পাশ কাটতে নিলো আহি। কিন্তু তাদের মধ্যে একটা মেয়ের সাথে বারি খেয়ে তার হাত থেকে ফাইল পড়ে গেল নিচে। কিন্তু সেদিকে তেমন লক্ষ না করে শুধুমাত্র দু’বার ‘সরি সরি’ বলে দৌড়াচ্ছে আহি। এই মুহূর্তে তার একটাই কথা মাথায় ঘুরছে ”বাচঁতে হলে পালা আহি”। আর সেই প্রশ্ন মাথায় নিয়েই দৌড়াচ্ছে সে, এরই মধ্যে হঠাৎই এক চেনা কন্ঠ কানে ভেসে আসলো আহির। কেউ একজন বললো তাঁকে,

‘ আরে আহি আপু তুমি এখানে?’

সঙ্গে সঙ্গে দৌঁড়ানো থামিয়ে দাঁড়িয়ে পড়লো আহি। পিছন ঘুরে তাকাতেই শুভকে দেখে অবাক হয়ে বললো সে,

‘ তুমি এখানে?’

‘ হুম আমি এই অফিসেই একটা কাজে এসেছিলাম।’

‘ ওহ।’

‘ হুম আর এই অফিসের বস আদ্রিয়ান উনি আম..

শুভ আর কিছু বলার আগেই আহি ভয়ার্ত চেহারা নিয়ে বললো,

‘ বাকি কথা পড়ে শুনবো এখন অনেক তাঁরায় আছি ভাইয়া।’

বলেই আহি দৌড়ে। আর শুভ কিছু বলতে গিয়েও থেমে গিয়ে জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইলো আহির যাওয়ার পানে। সে বুঝলো না কি এমন হলো যে এইভাবে দৌড়ে পালালো আহি।’

_____

ভয়ে শ্বাস ফেলতে ফেলতে আহি এসে থামলো তাঁর ভার্সিটির সামনে। আহি চটজলদি রিকশা থেকে নেমে ভাড়াটা দিয়ে কতক্ষণ দাঁড়ালো ভার্সিটির গেটের সামনে। পুরো রাস্তাটাই ভয় নিয়ে এসেছে সে। এখন একটু শান্ত লাগছে নিজেকে। না জানি ধরতে পারলে কি করতো তাঁকে।

‘ ওই লোকটার সামনে আর ভুলেও যাওয়া যাবে না আহি। গেলেই কাম ছাঁড়ছে, না জানি তোকে মেরে ওই পোঁচা বুড়ি গঙ্গা নদীতেই না ফেলে দেয়?’

এসব ভেবে জোরে এক নিশ্বাস ফেলে চললো সে ভার্সিটির ভিতরে।’

‘ হুস, ফাস্ট টাইম একটা জবের খোঁজে গিয়েছিলাম তাও কি না সেখান থেকে দৌড়ে পালানো লাগলো।’

আহির ভাবনাগুলোর মাঝেই ওর সামনের দিক থেকে ওর দিকে হেঁটে আসছিল রিনি আর অথৈ। ওকে দেখেই হাসি মুখে বলে উঠল তাঁরা,

‘ কিরে কেমন ছিল তোর ইন্টারভিউ?’

‘ আর ইন্টারভিউ একটুর জন্য নিজের প্রাণটাকে নিয়ে বেঁচে ফিরে এসেছি।’

আহির কথা শুনে অথৈ রিনি দু’জনেই অবাক হয়ে বললো,

‘ মানে?’

‘ আর মানে জানিস অফিসটা কার ছিল?’

আহির কথা শুনে রিনি বেশ বিস্মিত হয়ে বললো,

‘ কার?’

‘ মিস্টার আদ্রিয়ান মাহামুদ।’

আহির কথা শুনে চোখ বড় বড় করে বললো রিনি,

‘ কি?’

আর অথৈ অবাক হয়ে বললো,

‘ আদ্রিয়ান মাহামুদ কে?’

অথৈর প্রশ্নের উত্তর দিতে বলে উঠল রিনি,

‘ আরে তোকে তখন বললাম না আহি বিয়ের দিন নীরব ভাইয়ার জায়গায় অন্য আরেকজনকে লাভ লেটার দিয়ে ছিল সেই ছেলেটা। তারই নাম আদ্রিয়ান মাহামুদ দেখতে সুন্দর, হ্যান্ডসাম সাথে একজন সাকসেসফুল বিজনেস ম্যান কিন্তু রাগী বুঝলি শুরু থেকেই আহির উপর প্রচন্ড রেগে।’

‘ ওহ।’

রিনির আর অথৈর কথা শেষ হতেই আহি কিছুটা বিস্ময় আর হতাশা নিয়ে বললো,

‘ জানিস আজ কি হয়েছিল?’

আহির কথা শুনে অথৈ রিনি দুজনেই বেশ অবাক হয়ে বললো,

‘ কি?’

এরপর আহি ওদের কিছুক্ষন আগে হয়ে যাওয়া ঘটনার কথা বললো। সব শুনে ওদের চোখ রসগোল্লার মতো হয়ে গেল। রিনি তো বলে উঠল,

‘ বাপ রে এ তো পুরো রাগী বেগুন দোস্ত।’

রিনির কথা শুনে আহি বিষন্নতা নিয়ে বললো,

‘ শুধু বেগুন না বোইন আলু, পটল, টমেটো, কুমড়ো, গাজর, করলা সব।

আহির কথা শুনে হেঁসে ফেললো অথৈ। অথৈর হাসি দেখে বললো আহি,

‘ তুই হাসছিস,জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম।’

‘ হুম বুঝছি সকাল সকাল জমের দুয়ার থেকে ঘুরে আসলি এখন চল।’ (অথৈ)

বলেই অথৈ রিনি দুজনেই আহির গলায় জড়িয়ে ধরে চললো ক্যান্টিনের উদ্দেশ্যে।’

_____

বয়েজ হোস্টেলে চার বন্ধু বসে আছে। নীরব,সোহান, সুজন আর শরীফ। নীরব আর সোহান বই নিয়ে বসে আছে টেবিলে। নীরবকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ সিরিয়াজভাবে কিছু একটা পড়ছে আর সোহান সে জাস্ট বই নাড়াচ্ছে।
আর দুজনের মধ্যে একজন শুয়ে আছে। আর একজন কানে হেডফোন দিয়ে গান শুনছে। এই বোরিং লাইফ নিয়ে হঠাৎই বইপত্র বন্ধ করে বলে উঠল সোহান,

‘ ধুর এই পড়াশোনা আর ভালো লাগছে আচ্ছা কোথা থেকে একটু ঘুরে আসলে কেমন হয় বলতো?’

উওরে নীরব বইয়ের পাতায় মুখ লুকিয়েই বলে উঠল,

‘ খুব বাজে।’

নীরবের কথা শুনে সোহান বেশ হতাশ হয়ে বললো,

‘ তুই না বড্ড একঘেয়ে বুঝলি?’ চল না সবাই মিলে কোথাও ঘুরে আসি। আমাদের সাথে আহি আর রিনিকেও নিয়ে ওহ ওদের সাথে তো আরও একটা মেয়ে আছে চাইলে ও যাবে আমাদের সাথে। তুই, আমি, মীরা, সুজন, সোহান, আহি, রিনি আর ওই মেয়েটা নামটা ঠিক জানা নেই বেশ হবে। চল না যাই?’

‘ তোর মাথা খারাপ হয়ে গেছে আর কিছুদিন পর ফাইনাল এক্সাম আর তুই কি না এখন ঘোরাঘুরি করার কথা ভাবছিস।’

‘ রাখ তো তোর এক্সাম ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি ফাইনাল।’

বলেই সোহান এগিয়ে গেল সুজন আর শরীফের দিকে তারপর দুটোর মাথায় দুটো চাটি দিয়ে বললো,

‘ কোথায় ঘুরতে যাওয়া যায় বলতো?’

হঠাৎই ওদের মধ্যে থেকে শরীফ কানের হেডফোন খুলে বললো,

‘ সিলেটের শ্রীমঙ্গল গেলে কেমন হয়?’

‘ হুম গুড আইডিয়া,তাহলে কনফার্ম কাল বাদে পরশু আমরা যাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আগে গিয়েই ওই সাত রঙের চা টা খাবো বুঝলি?’

‘ হুম।’

ওদের কথা শুনে নীরব মাথা নাড়িয়ে বইয়ের পাতায় চোখ রেখেই বলে উঠল,

‘ তোরা গেলে যা আমি যাবো না।’

উওরে নিরাশ চোখে তাকালো সোহান তারপর….
!
!
!
!
!
#চলবে…..

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ। আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে]

#TanjiL_Mim♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here