#অভ্র_নীল
#শারমিন_আক্তার_বর্ষা
#পর্ব_০২
____________
ওইদিকে কফি শপে অভ্র বসে বসে শুধু নীলের কথাই ভাবছে।
আর নিজের অজান্তেই মুখ ফসকে বলে উঠলো নীল।
আকাশ আর শুভ ওহো দোস্ত নামও জেনে ফেলেছিস
দেশে ফিরতে না ফিরতেই প্রেমে পরে গেলি
( হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক ভাবছো এই হচ্ছে আমাদের গল্পের নায়ক অভ্র চৌধুরী যার Entry গল্পের কিছুক্ষণ আগেই হলো তাও একদম নায়িকার সাথে ধাক্কা খেয়ে অভ্র আজ-ই দেশে ফিরেছে আমেরিকা থেকে পড়াশুনা শেষ করে আর এসেই বন্ধুদের সাথে দেখা করতে এসে মন হারিয়ে ফেলে অভ্র হচ্ছে Business Man রাজ চৌধুরীর ছেলে আর একটি মেয়ে আছে ক্লাস 9 এ পড়ে নাম তোয়া চৌধুরী এখন চলেন বাস্তবে ফিরে আসি মানে গল্পে)
অভ্র — তোরা চুপ করবি,,, আর খোঁজ নে তো কে এই নীল ওর সম্পর্কে আমি সব জানতে চাই..
আকাশ— ওকে দোস্ত এই প্রথম তোর কোনো মেয়েকে পছন্দ হয়েছে আর আমরা ওর সব খবর এনে দেবো তোকে,,, তুই টেনশন করিস না বাড়ি যা আন্টি আঙ্কেল ওয়েট করছে হয়তো…
শুভ– হুম হুম আকাশ ঠিক বলেছে…
সবাই চলে গেলো
অভ্র বাড়িতে যাওয়ার পর বাড়িতে আনন্দ আর খুশির ডল নেমেছে সবাই অনেক খুশি
নীল– রাতে পড়া কমপ্লিট করে ওর আম্মুর সাথে ডিনার টেবিলে ওয়েট করছে ওর আব্বুর জন্য আজও নীলের আব্বু টাইম মতো বাড়ি ফিরলো না,,,
( নীলের আম্মু কতবার বললো নীল কে খেয়ে নিতে কিন্তু নীল খেলো না রাগ করে রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পরে আর আব্বুর প্রতি এক বুঝা অভিমান নিয়ে ঘুমিয়ে পড়ে নীল)
রায়হান সরকার– নীল কোথায়,, খেয়েছে ও???
ও তোমার মেয়ে তোমার মতোই হয়েছে এতবার বললাম খেয়ে নে কিন্তু কিছুতেই খেলো না দরজা আটকে শুয়ে পরেছে,,,
রায়হান সরকার — কি বললে তুমি আমার একমাত্র মেয়ে না খেয়ে ঘুমিয়েছে
রায়হান সরকার নীলের রুমে গেলেন লাইট অন করলেন সাথে সাথেই আব্বু তুমি এসেছো( একদম বাচ্চা মেয়ের মতোন )
নীল মামনি আমি খাবার নিয়ে আসছি নাও খেয়ে নাও মা ( মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো )
নীল– আমি এখন খাবে না আব্বু
রায়হান সরকার — তুমি হা করো আমি খাইয়ে দিচ্ছি নীল হা করে আর রায়হান সরকার তাকে খাইয়ে যাচ্ছে
দরজার সামনে দাঁড়িয়ে মিসেস রায়হান সরকার দেখছেন আর মুচকি হাসছেন ( মনে মনে বলছেন) বড্ড বেশি ভালোবাসে লোকটা মেয়েটাকে একদম বাবার চোখের মনি
মিসেস রায়হান — এই তোমার নীলকে খাওয়ানো হলে নিচে এসো আমি তোমার জন্য খাবার রেডি করছি
রায়হান সরকার — ওকে যাও আসছি..!
রায়হান সরকার নীলকে খাইয়ে দেওয়া শেষ হলেই নীল ধপাস করে শুয়ে পরে আর ঘুমিয়ে যায়
রায়হান সরকার মেয়ের কান্ড দেখে হেঁসে মেয়ের কপালে একটা চুমু দিলো আর মাথায় হাত বুলিয়ে দিলো তারপর লাইট অফ করে নিচে চলে গেলো,,
মিস্টার এন্ড মিসের রায়হান Dinner শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন…!
ওই দিকে…
অভ্র Dinner শেষ করে সবাইকে Good Night বলে নিজের রুমে চলে আসে আর শুয়ে শুয়ে নীলের কথা চিন্তা করে,,, চিন্তা করতে করতে অভ্র যেনো অজানায় হারিয়ে গেছে এই প্রথম অভ্র কোনো মেয়ের জন্য এতটা ফিল করছে
নীল এর সাথে তার ধাক্কা লাগা কফি গুলো পড়ে যাওয়া নীল মাথা নিচু করে থাকা আর বকবক করা ওর দিকে একবারও না তাকানো
নীলের বাচ্চা বাচ্চা চেহারা মায়াবী চোখ
আর ভাবতে পারছে না সে হয়তো এখন পাগলই হয়ে যাবে… মুখের কোণে মিষ্টি হেসে তুমি শুধু আমার নীল
কিছুক্ষণ পরে অভ্র ঘুমিয়ে যায়,,,,
সকালে,,,!!
.
.
.
.
চলবে….???
“কার্টেসী ছাড়া কপি করা নিষেধ” ❌