অভ্র নীল পর্ব-০৩

0
718

#অভ্র_নীল
#শারমিন_আক্তার_বর্ষা
#পর্ব_০৩

মুখের কোণে মিষ্টি হেসে তুমি শুধু আমার নীল
কিছুক্ষণ পরে অভ্র ঘুমিয়ে যায়,

সকালে,

তোয়া– ভাইয়া উঠো আম্মু তোমাকে ডাকছে নাস্তা করার জন্য আর আব্বু তোমাকে কিছু বলবে
তাই আমাকে ডাকতে পাঠাইছে উঠো.!

অভ্র — উঠছি আমি তুমি যাও আম্মু কে বলো.
পুচ্কি বুড়ি… ( কপালে চুমু দিয়ে)

অভ্র ফ্রেশ হয়ে নিচে গেলো নাস্তা শেষ করে ওর আব্বুর পাশে বসলো

রাজ চৌধুরী– অভ্র তোমার পড়াশোনা শেষ তাই আমি চাই তুমি এখন থেকে আমার Business এ হাত দাও আমার বয়স হচ্ছে এখন থেকেই সবটা বুঝে নাও বাবা… কাল সবে ফিরেছো কয়েকদিন ঘুরো বন্ধুদের সাথে গল্প করে তারপরে Business a ডুকবে…

অভ্র — ওকে বাবা তুমি যা বলবে…

ওই দিকে…..

নীল উঠ আম্মু কলেজে আজকেও লেট হবে তোর

নীল — আর একটু ঘুমাই না মা বলতে বলতেই নীলের মনে পরলো স্যার এর লাস্ট Warning এর কথা লাফ দিয়ে উঠে পরলো নীল,,, তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলো।

মিসেস রায়হান— কি হলো ব্যাপার টা আজ এক ডাক দিতেই উঠে গেলো সূর্য কোন দিক দিয়ে উঠছে আজ যাক ভালোই হইছে

নীল রেডি হয়ে নিচে নাস্তা করে কলেজে চলে গেলো,,,

তানজুম — কিরে আজ টাইমলি কিভাবে আসছি তুই
তানিয়া — কাল স্যার ওকে যা warning দিছিলো না এসে যাবে কোই,,,
নীল– আর বলিস না,,, স্যার এর কথা

কাজল– কিরে তোদের কালকের ওই ছেলের কথা মনে আছে Handsome ছেলেটার কথা

নীল তানজুম তানিয়া,,, কোন ছেলে??

কাজল– ওইযে নীল যে ধাক্কা খেলো

তানজুম,, তানিয়া — ওই ছেলের কথা তুই কেনো বলছি বুঝেছি তোর বিএফ কাছে বলতে হচ্ছে ব্যাপার টা

নীল– আমি তো ওই ব্যাপারে ভুলেই গেছিলাম

কাজল– তুই কি দিয়া তৈরি হুহহহ
আনরোমান্টিক একটা মাইয়া

ক্লাসে স্যার– Very good,,, নীলাঞ্জনা আজ কারেক্ট টাইমে আসছো দেখি ক্লাসে,,,

নীল– জি স্যার।
যা ভয় দেখাই ছিলেন কাল না এসে কি আর থাকতে পারি.. ( আসতে আসতে বলে)

কলেজ ছুটি হওয়ার পর,,, সবাই বাহিরে চলে আসে…

আর কাজল খেয়াল করে কফি শপের ছেলেটা বাইকে হেলান দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে,,,
কাজল এর অভ্র কে চিনতে অসুবিধা হয়নি কারণ সে অনেক বার দেখছে ওকে …

কাজল– দেখ তোরা ওই কাল কফি শপের ছেলেটা দাঁড়িয়ে এদিকেই দেখছে সবাই তাকালো শুধু নীল ছাড়া।

সবাই বললো– সত্যিই তো ছেলেটা অনেক কিউট আর হ্যান্ডসাম ও তবুও নীল তাকালো না…
( অভ্র ব্লাক ট্রি-শার্ট পরেছে আর ব্লাক কালার প্যান্ট হাতে ঘড়ি শার্টের কলারে ঝুলানো সানগ্লাস আর বড় বড় সুন্দর চুল হেবি লাগছে অভ্র কে দেখতে)

অভ্র নিজেই বিরবির করে বলছে যার জন্য আসলাম সে একবার ও তাকাচ্ছে না

(সকালে ফিরে যাই অভ্র কলেজের সামনে কিভাবে আসলো জেনে আসি,,, রাজ চৌধুরীর কথা শেষ হতে সে চলে যায় আর অভ্রর ফোনে একটা কল আসে কল রিসিভ করতেই ভাই নীলের সম্পর্কে সব জানতে পেরেছি তুই কফি শপে আয়)

নীল সঙ্গে সঙ্গে মিসেস রাজ কে বিদায় দিয়ে চলে আসে…
কফি শপে…
অভ্র — হুম বলল কি জানতে পেরেছিস
আকাশ — নীলের পুরো নাম হচ্ছে ” নীলাঞ্জনা নীল ” Business Man রায়হান সরকার এর একমাত্র মেয়ে আর নীল যে কলেজে পরে সেই কলেজের নাম বললো… তাছাড়া আরও বললো নীল খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, মনের দিক দিয়ে খুব ভালো, দুষ্টামি ফাজলামি করতে ভালোবাসে আর সব চাইতে Important কথা ছেলেদের একদমই Tolerate করতে পারে না… ছেলেরা যেমন ওর কাছে চোখের বিষ

সব শোনার পর অভ্র… হুম চল
আকাশ,, শুভ– কোথায়?
অভ্র– নীলের কলেজের সামনে
আকাশ শুভ এক সাথে– কিহহহহহ

তারপর কফি শপ থেকে বেরিয়ে এক পর্যায়ে জোর করেই ওদের দুজন কে নিয়ে আসে নীলের কলেজের গেইটের সামনে,,

নীল সব কিছু শুনেও না শোনার মতো করে গাড়িতে উঠে চলে গেলো

অভ্র — ইসসসস একবারও কি তাকানো দরকার ছিলো না ওর বলেই ওদের তিন জনের কাছে গেলো আর ওদের হেল্প চাইলো ওরাও হেল্প করে রাজি হয়ে গেলো।

পরের দিন সেইম ভাবে অভ্র নীলের কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে নীল ফিরেও তাকায় না..!

অভ্রের খুব কষ্ট হতো নীলের এই ভাবে Ignore করাতে…

আকাশ,, শুভ,, তানজুম, তানিয়া,, কাজল

মিলে প্ল্যান করলো ওদের দুজনের পার্কে একা সামনা সামনি দেখা করাবে….

এইভাবে আজকের দিনটাও চলে যায়,,,,,

রাতে,,,,,

নীলের দিন গুলো স্বাভাবিক দিনের মতোই যায় আগে যেভাবে যেতো নীল একবারও ভাবে না অভ্রর কথা..

ওই দিকে…

অভ্র সারারাত ঘুমাতে পারে না সারাদিন বাবার ব্যবসা সামলানো সময় বের করে নীলের সাথে দেখা করতে যাওয়া নিরাশ হয়ে ফিরে আসা

অভ্র শুয়ে শুয়ে শুধু নীলের কথাই ভাবছে,,
আর বলছে অনেক ভালোবেসে
ফেলেছি আমি তোমাকে নীল,,,
নিজের থেকেও বেশি কিন্তু কেনো নীল কেনো তুমি বুঝো না কেনো বুঝো না আমার ভালোবাসা… ( অভ্রর চোখের কার্নিশ বেয়ে এক ফোটা জল গড়িয়ে পড়ে)
.
.
.
.
চলবে….???😉।

“কার্টিসি ছাড়া কপি করা নিষেধ ” ❌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here