আরাধনায় বিহঙ্গ জীবন . ১৫ পর্ব

0
132

আরাধনায় বিহঙ্গ জীবন
.
১৫ পর্ব
.
অন্ধকার কবরস্থানে বাম পা টেনে টেনে এগুচ্ছে জিসান। খুব সম্ভব সামনের দেয়াল দিয়ে উঁকি দিলেই অন্তরাকে দেখা যাবে। হাঁটতে হাঁটতে আচমকা মাটির নিচে চলে গেল কোমর অবধি। হাঁটুতে প্রচন্ড আঘাত পেল। পুরাতন কোনো কবরের বাঁশ ভেঙে বোধহয় নিচে পড়ে গেছে। দুই হাতে ভর দিয়ে উঠতে গিয়ে শুকনো বাঁশ ভেঙে আবারও পড়লো মুখ থুবড়ে। থুতনিতে ভীষণ ব্যথা পেল। অস্ফুটে ‘ওমা’ বলে হাত দেয়, না রক্ত বের হয়নি। এবার খানিক সচেতনভাবে ভর দিয়ে উঠে পড়ে কবর থেকে। দুই হাত সামনে দিয়ে অন্ধকারে হাঁটতে গিয়ে যতটুকু বুঝতে পারছে সামনে ছনের ঝোপঝাড়। একটু এগুতেই পায়ের ক্ষতস্থানে ভাঙা ছনের খোঁচা লেগে চোখে পানি এসে গেল তার। বসে রইল খানিক্ষণ। হঠাৎ মনে হল অন্তরার রান্না শেষ হলে ভেতরে চলে যাবে। আবার উঠে গেল। দাঁত কামড়ে বাম পা টেনে দেয়াল পর্যন্ত এলো। ধারণা থেকে খানিকটা উঁচু দেয়াল। হাত বাড়িয়ে শেষপ্রান্ত পেল না। লাফালাফি করেও ওপাশের কিছুই দেখা যাচ্ছে না। মাথা ব্যথা করছে ভীষণ। কপাল চেপে ধরে খানিক্ষণ বসে রইল৷ হঠাৎ মনে হল কবরের কোনো পাশের দেয়াল নীচু কিংবা মাটি উঁচু থাকতে পারে। দেয়াল ঘেঁসে হাঁটতে থাকে। খানিক এগুতেই টিলার মতো কিছু একটা পায়ে লেগে একটুর জন্য পড়ে যাচ্ছিল। ছোট বাচ্চাদের মতোন হামাগুড়ি দিয়ে টিলায় উঠে দাঁড়াল। অসংখ্য সুপারি এবং নারিকেল গাছের ফাঁক গলে দৃষ্টি গেল চুলোর সামনে বসা অন্তরার দিকে। তবে এখান থেকে ওর মুখ দেখা যাচ্ছে না। কেবল পেছন দেখা যায়। আশেপাশে আর কেউ নেই। অন্তরা মাথা নুইয়ে চুঙ্গা দিয়ে চুলোয় ফুঁ দিচ্ছে। জিসান বুঝতে পারে। এখনই মোক্ষম সময়। সে টিলা থেকে দেয়ালে দুই হাতে ভর দিয়ে উঠে বসে। ক্লান্ত লাগছে ভীষণ। খানিক্ষণ জিরিয়ে নিল। তারপর ধীরে ধীরে ডান পা আগে দিয়ে নেমে যায়। সতর্কভাবে চারদিকে তাকায়। তারপর আহত পা টেনে টেনে চুলোর কাছে গিয়ে ডাকল, ‘অন্তরা।’

চমকে উঠে পেছনে তাকায় সে। বিস্মিত হয়ে যায় মানুষটিকে দেখে। নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না। ভেজা কাপড় থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। দাড়ি গোঁফ লম্বা হয়ে গেছে। ক্লান্ত বিধ্বস্ত চেহারা।
— ‘আরে আপনি? আপনি এখানে কীভাবে এলেন? আপনার এই অবস্থা কেন?’

জিসান এগিয়ে গেল, অন্তরার দুই বাহু ধরে বলল,

— ‘তোমার ঠোঁট ফোলা কেন? কি হয়েছে?’

অন্তরা নিজেকে ছাড়িয়ে বলল,

— ‘আরে আপনি পাগল হয়ে গেছেন না-কি? এখানে কেন এসেছেন? তাড়াতাড়ি যান বলছি। কেউ দেখলে কি হবে বুঝতে পারছেন না আপনি।’

— ‘অন্তরা আমি চলে যাব। শুধু কথাগুলো একটু মনযোগ দিয়ে শোন, তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। চেয়ারম্যান রাজি হননি। এখন কি করবে? তোমার মতামত জা..।

কথা শেষ করতে পারলো না জিসান। চেয়ারম্যানের গলায় ভেসে এলো, ‘অন্তরা বৈঠকখানায় চা দে তো।’
জিসান ঘাড় ঘুরিয়ে তাকাল। চেয়ারম্যানের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। তিনি বিস্মিত নয়নে তাকিয়ে আছেন।

চেয়ারম্যান বিস্ময় কাটিয়ে ডাকলেন,

— ‘আখলাছুর, মতিন তাড়াতাড়ি সবাই এদিকে আয়।’

তাদের হাতে ধরা পড়ে গেল জিসান। অন্তরার মতামত জানতেই পারলো না। সবাই যখন জিসানকে ধরে নিয়ে যাচ্ছে তখন চতুর আখলাছুরের মাথায় অন্যকিছু খেলে গেল। সে তাড়াতাড়ি পাওয়ার ওয়ালা লাইট নিয়ে বিলের পাড়ে গিয়ে চারদিকে আলো ফেলে। তখন দূরের টিলার ওপরে তন্দ্রায় ঝিমাচ্ছিল পিয়াস। চোখে আলো লাগায় ধড়ফড়িয়ে উঠে সে। চিনে ফেলে আখলাছুর। ফোন দিয়ে অন্যদিকে লোক পাঠিয়ে ধরিয়ে আনে তাকেও।
এরপরের সবকিছু হল খুব দ্রুত। চেয়ারম্যানকে আখলাছুর পরামর্শ দিল জিসানকে এলাকা ছাড়া এবং ময়নুল মাস্টারকে শায়েস্তা করার। চেয়ারম্যান ভাতিজির ইজ্জত নিয়ে ভাবতে গেলেন না। জিসানকে বারান্দার গ্রিলের সঙ্গে বেঁধে এলাকার সকল মাতুব্বর এবং মসজিদের নতুন ইমামকে খবর দিলেন। রাত দশটার ভেতরেই উঠোনে গ্রাম পঞ্চায়েত বসে গেল। সেখানে ডাকা হয়েছে মাদ্রাসার প্রিন্সিপাল এবং সভাপতিকেও। মতিন মিয়া জিসান এবং পিয়াসকে সবার মাঝখানে মাটিতে নিয়ে বসায়।
চেয়ারম্যান দাঁড়িয়ে সবার সামনে বলতে শুরু করেন,
‘এখানে যে দু’জনকে দেখতে পাচ্ছেন। এর একজন হচ্ছেন আমাদের মাদ্রাসার ইংলিশ টিচার। আরেকজন ময়নুল সাহেবের ছেলে। সন্ধ্যায় আখলাছুররা এসেছিল। তারা মাঝেমধ্যে আসে গল্পগুজব করি এই আরকি৷ তো আমি গেলাম ভাতিজিকে চায়ের কথা বলতে। গিয়ে দেখি মাস্টার আমার ভাতিজিকে টানাটানি করছে৷ টানাটানি কেন করছে আপনারা বিজ্ঞ মানুষেরা বুঝবেন। আমার মনে হইল তিনি আমার ভাতিজিকে জোরপূর্বক টেনে নিয়ে যেতে চাইছিলেন। না হলে কেন বিল পাড়ি দিয়ে বাড়িতে ঢুকবেন। আর যদি টেনে নেওয়ার চেষ্টা না করেও থাকেন৷ এই এলাকায় কি কোনো বেগানা মেয়েকে আইসা রাত বিরাতে হাতে ধরে টানাটানি করা যায়? আমরা ধর্মপ্রাণ মানুষ৷ এলাকায় মাদ্রাসা আছে। পীর ফকিরের গ্রাম। এগুলো সহ্য করি কীভাবে? আরেকটা কথা বলে ফেলি। ময়নুল মাস্টারকে দিয়ে তিনি আমার ভাতিজির জন্য বিয়ের আলাপ দিয়েছিলেন৷ আমি না করে দিয়েছি৷ এলাকার মানুষ ভাববে লজিং থাইকা প্রেম পিরিত কইরা বিয়া হচ্ছে৷ এসব হইলে লোকে মাদ্রাসা শিক্ষক লজিং দিবে না। তাই আমি রাজি হইনি। তাতে কি এমন অপরাধ করলাম যার লাইগা ময়নুল সাহেব উনার ছেলেকে দিয়ে মাস্টারকে আমার বাড়িতে পাঠিয়ে মান-সম্মান নষ্ট করতে চাইলেন। এখানে মসজিদের ইমাম আছেন। মাদ্রাসার প্রিন্সিপাল সভাপতি আছেন। বর্তমান মেম্বার সহ গ্রাম পঞ্চায়েতের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। আমি থানা-পুলিশে যাইনি৷ আপনারা ইমাম সাহেবকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের বিচারে যা করার করেন।’

বর্তমান মেম্বার ইজাজ মিয়া দাঁড়িয়ে বললেন,
— ‘মাইয়া আসতে বলছে কি-না জানা দরকার। তারা দুইজনের সম্মতিতে দেখা করতে পারে।’

আখলাছুর তখন দাঁড়িয়ে বলল,
— ‘সম্মতিতে দেখা সাক্ষাৎ মানে? এইটা কি শহর নি? বেগানা পুরুষ বাড়ির ভিতরে আইসা আরেক মেয়েরে টানাটানি করবে কের লাইগা?’

ইজাজ মিয়া বললেন,
— ‘ টানাটানি করছে বইলা কি বুঝাতে চান?কেউ কিন্তু একা বাড়ির ভিতরে চলে আসবে না ধর্ষণ করতে।’

— ‘একটা বেগানা মেয়েকে টানাটানি করবো কেন বাড়ির ভেতরে ঢুইকা? আর একা কীভাবে আরেকজন সঙ্গে ছিল।’

মাদ্রাসার সভাপতি তাদেরকে থামিয়ে বললেন, ‘আমরা মাস্টারের কাছ থেকে উনার বক্তব্য শুনি। আপনারা অনুমতি দিলে মাস্টারকে কিছু প্রশ্ন করতে পারি।’

সবাই সমস্বরে ‘হ্যাঁ’ বলে সম্মতি দিল।

সভাপতি জিসানকে লক্ষ্য করে বললেন,
— ‘মাস্টার সাব, আপনি তো এবাড়িতে লজিং ছিলেন। তারপর মেয়েটির জন্য বিয়ের প্রস্তাব দিলেন। আপনাদের মধ্যে কি প্রেম জাতীয় কোনো সম্পর্ক ছিল।’

জিসান খানিক্ষণ ভাবলো, আসলেই তো তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নাই। অন্তরা কখনও বলেনি তাকে ভালোবাসে। কোনো আশ্বাসও দেয়নি। জিসান সভাপতির উত্তরে মাথা নেড়ে ‘না’ করলো। মুখ দিয়ে কথা বেরুচ্ছে না তার। নিজের শিক্ষা-দীক্ষা সবকিছু যেন আজ তুচ্ছ লাগছে। এদের সামনে নিজেকে অবুঝ শিশু মনে হচ্ছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তার কাছে যেটা ছোট্ট বিষয় মনে হয়েছিল সেটা যেন এরা কীভাবে অনেক জটিল করে ফেলেছে।

সভাপতি আবার বললেন,
— ‘মেয়েটি কোনো মাধ্যমে কি আপনাকে দেখা করতে খবর পাঠিয়েছিল?’

— ‘জ্বী না।’

— ‘আপনি যখন মেয়েটির হাত ধরলেন তখন সে কি করল?’

— ‘সে ছাড়িয়ে নিয়েছে হাত।’ জিসান সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সে ফেঁসে যাচ্ছে। তারপর আমতা-আমতা করে বলল, ‘আসলে আমি এসেছিলাম ভালোবাসার কথা বলতে। আর কিছু না। আমি তাকে পছন্দ করি সেটা জানাতেই এসেছি।’

আখলাছুর দাঁড়িয়ে গেল, ‘শুনছেন কথা। ভালোবাসার কথা বলতে আইয়া হাত ধরছে৷ এইটা কি ইউরোপ আমেরিকানি? বেগানা মেয়ের লগে কিসের প্রেম পিরিত? তাও রাত-বিরেতে হাত ধরে টানাটানি। ইমাম সাহেব আপনিই বলুন এগুলো কি জায়েজ? ইসলাম কি সমর্থন করে?’

ইমাম সাহেব বিড়বিড় করে বললেন
— ‘ আস্তাগফিরুল্লাহ! এগুলো ইসলাম সমর্থন করে না৷ একটা বেগানা যুবতী মেয়ের সঙ্গে গোপনে দেখা করাইতো পাপ। তাছাড়া সে হাত ধরেছে প্রেম পিরিতির কথা বলতে চাইছে। মেয়ে নিজেকে রক্ষা করনের লাইগা হাত ছাড়িয়ে নিয়েছে৷ মাস্টার তো জঘন্য অপরাধ করেছেন উনি।’

এবার চেয়ারম্যান দাঁড়ালেন, ‘সভাপতি সাবের জিজ্ঞাসায় স্পষ্ট যে আমার ভাতিজির সঙ্গে উনার কোনো সম্পর্ক নাই। এবং মাস্টার হাত ধরেছেন। আমার ভাতিজি হাত ছাড়িয়ে নিয়েছে৷ উনি নিজের মুখেই স্বীকার করেছেন। এটা ভ্যাবিচারের সামিল৷ ইমাম সাহেব এবার বলুন ভ্যাবিচারের শাস্তি কি? আর তাকে যারা সহযোগিতা করেছে তাদের বিচার এলাকাবাসী দেখবেন। ময়নুল সাহেব বাড়িতে নাই৷ লোক পাঠিয়ে পাইনি। উনার ছেলের বিচার পরে দেখা যাবে। এখন ইমাম সাহেব বলুন ভ্যাবিচারের শাস্তি কি।’

— ‘একশো বেত্রাঘাত দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া।’

গ্রামের একজন প্রবীণ দাঁড়িয়ে বললেন,
— ‘অতিরঞ্জিত কিচ্ছু ভালা না চেয়ারম্যান সাহেব। ইমাম দিয়ে এমন পরিস্থিতিতে ফতোয়া দেওয়াতে আপনারে কে বলছে? এইটা আর যাই হউক ভ্যাবিচারের শাস্তিতে পড়ে না। আমার কথা হইল মাস্টারকে এখনই গ্রামের বাইরে ফেলে আসো গ্রামে যেন আর না আসতে পারে। মাদ্রাসায়ও চাকুরী নাই। আর ময়নুল সাহেব আসলে উনার ছেলের নামে বিচার দেওয়া হবে।’

উপস্থিত সবাই প্রবীণ ব্যক্তির কথায় সমর্থন দিল। কিন্তু বর্তমান মেম্বার সহ আরও কিছু মানুষ মনে মনে পুরো ব্যাপারটা নিয়ে বিরুদ্ধাচারণ করলো। কিন্তু সেটা প্রকাশ পেল না। রাতের আঁধারে একদল লাঠিয়াল জিসানকে ফেলে এলো করিমগঞ্জ বাজারের পেছনের মাঠে। জিসান অন্ধকার রাতে একটি গাছের নীচে গুটিশুটি খেয়ে পড়ে রইল।
–চলবে..
লেখা: জবরুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here