বাঁক ( ২৫ পর্ব )

0
96

বাঁক ( ২৫ পর্ব )
____________

মহিলার কথা শুনে গেইটের বাইর থেকে রূঢ় গলায় ইরফান বললো,

– ‘আমরা বাড়ি খুঁজে দেখতে চাই।’

মহিলা প্রতিবাদ করে কর্কশ গলায় বললো,

– ‘কেন? বাড়ি খুঁজে দেখবেন কেন? নাই বলছি বিশ্বাস হয় না?’

– ‘না বিশ্বাস হয় না, আমরা ভেতর দেখে তারপর যাব।’

– ‘আমি আপনাদের ভেতর দেখতে দেবো কেন?’

– ‘কারণ যে কাজে দিয়েছে সে নিজেই বলছে ওরা এখানে আছে।’

– ‘ছিল, কিন্তু এখন নাই।’

– ‘দেখুন আমরা থানায় গিয়ে মিসিং ডায়েরি করবো। সবকিছু বললে পুলিশ এসে ঠিকই আপনার বাড়ি তল্লাশি করবে।’

মহিলা হঠাৎ নিভে গেল, আমতা-আমতা করে বললো,

– ‘আচ্ছা আপনারা একজন আসুন।’

তিনজন মুখ চাওয়া-চাওয়ি করার পর ইরফান পাশ থেকে বললো,

– ‘মৃদুল ভাই তুমিই যাও।’

মৃদুল ভেতরে যায়। পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও পায়নি ওদের। ম্লান মুখে গেইটের সামনে ফিরে আসতে দেখে মানহা বললো,

– ‘কী হলো নাই ওরা?’

– ‘না, খুঁজে তো পেলাম না।’

‘এদেরকে বিদায় করে গেইট বন্ধ কর’ দারোয়ানকে রূঢ় গলায় কথাটি বলে মহিলা চলে যাচ্ছিল।

মানহা ডেকে বললো,

– ‘ওরা কোথায় গেছে জানলে একটু বলেন না প্লিজ।’

মহিলা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বললো,

– ‘জানি না।’

ইরফান পাশ থেকে বললো,

– ‘মানহা আমজাদকে একটা কল দিয়ে দেখো।’

– ‘হ্যাঁ তাই করি।’

মানহা মোবাইল বের করে কল দেয়, দুইবার রিং হয়ে কেটে আসে।

– ‘ও তো রিসিভ করেনি।’

– ‘আমাকে দাও তো নাম্বার।’

ইরফান নাম্বার নিয়ে কয়েকবার কল দেয়। কিন্তু তারও কল রিসিভ হলো না।
মৃদুল পাশ থেকে বললো,

– ‘আমজাদ অপরিচিত নাম্বার থেকে রিসিভ করবে না। মানহার নাম্বার থেকেই বারবার চেষ্টা করো।’

– ‘আচ্ছা পরে দিচ্ছি, এখানে আর থেকে কী হবে? চলে যাই, ক্ষুধা লাগছে অনেক।’

ইরফানও সম্মতি জানায় মানহার কথায়। মৃদুল আমতা-আমতা করে বললো,

– ‘হ্যাঁ তাহলে যাই।’

তারা পুনরায় চলে এলো বন্দর। বসলো গিয়ে একটা খাবার হোটেলে। ইরফান ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়। মৃদুল এই সুযোগে মানহাকে পুনরায় আমজাদকে কল দিতে বললো। এবার কল দিতেই আমজাদ রিসিভ করে।
মানহা সালাম দিয়ে বললো,

– ‘আমজাদ সাহেব আপনি কল রিসিভ করেন না কেন?’

আমজাদ আমতা-আমতা করে বললো,

– ‘আগে বলেন আপনারা এখন কোথায়।’

– ‘একটা রেস্টুরেন্টে, কেন?’

– ‘ভাবলাম আলেয়া কল দেওয়াচ্ছে আপনাদের দিয়ে তাই আগে রিসিভ করিনি। এখন অনেক সময় পর দেওয়ায় বুঝলাম আলেয়ার বাড়ি থেকে নিশ্চয় চলে গেছেন।’

– ‘মানে কী?’

– ‘কিছু না এখন বলেন পাইছেন ওদের?’

– ‘না, আপনি তো বললেন এখানে আছে। টাকাও নিলেন আমাদের কাছ থেকে।’

– ‘আমি ওই জায়গায় কাজে দিয়েছি। ওখান থেকে ওরা চলে গেছে আলেয়া বলেছিল। তাই আপনাদের আলেয়ার কাছে পাঠাইলাম। সে জানতে পারে কোথায় গেছে।’

– ‘আলেয়া বলছে সে জানে না কিছু।’

– ‘তাহলে আর কী করার?’

– ‘কী করার মানে? আপনি টাকা নিছেন ওর তথ্য দেয়ার জন্য।’

‘হ্যাঁ তথ্য তো দিলাম’ বলে লাইন কেটে দিল আমজাদ। ইরফান পাশ থেকে বললো
– ‘আমজাদকে বাদ দাও। ওকে দিয়ে আর কাজ হবে না।’

মানহা খানিক ভেবে ইরফানকে বললো,

– ইশির নিশ্চয় ওর মামাতো বোন লায়লার নাম্বার মুখস্থ আছে। যেহেতু আলেয়ার এখান থেকে চলে গেছে। সে তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য কারও মোবাইল নিয়ে লায়লাকে কল দিতে পারে।’

মৃদুল সম্মতি জানায় মানহার কথায়। ইরফান বললো,

– ‘হ্যাঁ তা ঠিক, কিন্তু ওর মোবাইল বন্ধ।’

মানহা ওদের প্লেটে ভাত দিতে দিতে বললো,

– ‘ইরফান ভাই তাহলে তুমি একদিন সুন্দর পুর যাও। ওর মোবাইল কেন বন্ধ দেখো। এখন যেহেতু সবার সিম রেজিস্ট্রেশন করা তাহলে মোবাইল চুরি বা নষ্ট হলেও সিম তুলে অন করে দিয়ে আসতে পারবে।’

মৃদুল সম্মতি জানিয়ে বললো,

– ‘হ্যাঁ ভালো একটা কথা বলছো, ওর মোবাইল চুরি বা নষ্ট হতে পারে। সিম তুলবে তুলবে করেও হয়তো তুলছে না।’

ইরফান তরকারি প্লেটে নিতে নিতে বললো,

– ‘হ্যাঁ তা করাই যায়, কিন্তু এই অবস্থায় আমি যাব?’

– ‘তুমি গেলেই ভালো, দেরি করাও ঠিক হবে না।’

মৃদুল কাঁচা মরিচে কামড় দিয়ে বললো,

– ‘আজই চলো আমাদের সঙ্গে। আমরা জলেস্বরী নামবো আর তুমি সেখানে চলে যাবে।’

মানহা বললো,

– ‘অবশ্য অন্য কাউকে কল দিয়ে তুমি ওর খবর নিতে পারো কী হয়েছে, সিম তুলে অন করতে বলতে পারো।’

ইরফান খানিক ভেবে বললো,

– ‘এভাবে হবে না। আমি যাওয়াই ভালো। বুঝিয়ে বলতে হবে সবকিছু। তাছাড়া ইশি কল দিলেই ও কোথায় আছে সবকিছু জিজ্ঞেস করে নিতে বলতে হবে।’

– ‘হ্যাঁ, সঙ্গে আমাদের নাম্বার দিতে বলবে।’

– ‘হ্যাঁ তাই করতে হবে।’

খাবার শেষে বিল চুকিয়ে তারা বাইরে এলো। ইরফান বাসায় কল দিয়ে বললো একটা জায়গায় যাচ্ছে ফিরতে দেরি হবে। শরীরের এই অবস্থা নিয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও সে পাশ কাটিয়ে ফোন রেখে দেয়। সিএনজি একটা নিয়ে তিনজন বাস স্টেশন আসে। ইরফান ঘড়িতে দেখে দশটা হয়ে গেছে। বাসে উঠে তিনজন। মৃদুলের পাশেই মানহা বসে। তাদের সামনের সিটে ইরফান। ধীরে ধীরে যাত্রী আসছে। বাসে উঠে মানহার কেমন যেন করছে। শরীর ঘেমে নেয়ে অবস্থা নাজেহাল। সে নিশ্চিত হলো কিছু সময়ের ভেতরেই বমি করবে। মৃদুলকে অস্ফুটে বললো,

– ‘একটু তাড়াতাড়ি গিয়ে পলিথিনের ব্যাগ নিয়ে আসো তো।’

সে অবাক হয়ে বললো,

– ‘কেন? আর তুমি এভাবে ঘামছো কেন?’

– ‘কেমন যেন করছে, তাড়াতাড়ি নিয়ে আসো।’

মৃদুল তাড়াতাড়ি গেল পলিথিনের ব্যাগ আনতে। ব্যাগ আনতে যেয়ে মনে হলো যদি বমি করে ফেলে পানি লাগবে। এক লিটার পানিও নিল। দূর থেকে তাকিয়ে দেখে বাস ছেড়ে দিচ্ছে৷ হাঁক ছেড়ে দৌড়ে আসছে মৃদুল। জানালা দিয়ে মানহা তাকিয়ে দেখে হেঁসে ফেললো। মানহা ড্রাইভারকে ডেকে কিছুই বললো না। মৃদুল দৌড়ে এসে বাসে উঠে হাঁপাতে লাগলো। পাশের সিটে বসে কপালে ঘাম মুছতে মুছতে মানহাকে বললো,

– ‘অদ্ভুত, তুমি ড্রাইভারকে বলতে পারলে একজন যাত্রী রয়ে গেছে?’

মানহা কিছু না বলে মুচকি হাসলো শুধু।

– ‘হাসছো কেন? আগে না বললে কেমন যেন করছে?’

– ‘হ্যাঁ, হুট করে আবার ঠিক হয়ে গেছে। তবুও পলিথিনের ব্যাগ রাখো। হঠাৎ বমি করে ফেলতে পারি। শরীর কেমন যেন করছে।’

– ‘এই নাও ব্যাগ আর পানি। বাসে উঠে বমি-টমি করার পচা অভ্যাস আছে দেখছি। এগুলো বাচ্চাদের কাজ।’

– ‘আমি সব সময় করি না। এখন হঠাৎ কেমন যেন লাগছে।’

– ‘বুঝেছি আর বলতে হবে না। ওইদিনও সুপারি খেয়ে বমি করছো। বমি করা মনে হয় তোমার অভ্যাস।’

মানহা খানিক্ষণ তাকিয়ে থেকে বললো,

– ‘তুমি আমার উপর এতো বিরক্ত হচ্ছ কেন?’

– ‘কে বললো?’

– ‘সবকিছু বলতে হয় না।’

– ‘আমি কারও উপর বিরক্ত না।’

– ‘আচ্ছা ঠিক আছে, এখন শান্তিমতো বসো এতো ঘামছো কেন?’

– ‘দৌড়ে যে আসলাম।’

– ‘এইটুকু দৌড়ে এই অবস্থা।’

– ‘সেটাই তো বুঝতে পারছি না আমারও শরীর কেমন যেন করছে।’

– ‘আমি এখন ঠিক আছি তো, বাসে উঠে হুট করে গরমে মাথা কেমন জানি করছিল।’

মৃদুল আর কথা না বলে সামনের সিটে মাথা ঠেকিয়ে বসে রইল। তার শরীর ঘামছে। পেট কেমন গুলিয়ে উঠছে। বাস চলতে শুরু করেছে। মানহা জানালার বাইরে চোখ রেখে অন্যমনস্ক হয়ে পড়েছে। খানিক পর মৃদুল তার হাঁটুতে ধাক্কা দিয়ে বললো,

– ‘পলিথিনের ব্যাগটা দাও তো।’

মানহা পানির বোতলের নিচে ব্যাগ চাপা দিয়ে রেখেছিল। তাড়াতাড়ি ব্যাগটা তুলে মৃদুলের দিকে বাড়িয়ে দেয়। মৃদুল ব্যাগ হাতে নিয়ে গড়গড় করে বমি করা শুরু করে। তীব্র শব্দ করে বমি করছে। গাড়ির সবাই ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। মানহা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বমি করতে করতে মৃদুল একদম নেতিয়ে পড়েছে। বাস একপাশে থামায়। ইরফান পলিথিনের ব্যাগ রাস্তার পাশের খালে ফেলে আসে। মানহা সিট থেকে বের হয়ে মৃদুলকে জানালার পাশে দিয়ে বোতলের ছিপি খুলে দিল। মৃদুল কুলি করে অল্প পানি খেয়ে বোতল মানহার কাছে দেয়। মানহা বোতল রেখে ভ্যানিটিব্যাগ থেকে টিস্যু বের করে তার হাতে দিল। মুখ মুছে মৃদুল সিটে হেলান দিয়ে চোখবুজে। বাস ছেড়ে দিয়েছে। খানিক পর মানহা খেয়াল করে দেখে ঘুমন্ত মৃদুলের মুখে উপর সূর্য সরাসরি এসে পড়ছে। গ্লাস কী লাগিয়ে দিবে? কিন্তু তাতে গরম আরও বেশি লাগবে। মানহা ক্ষীণ সময় ভেবেচিন্তে মৃদুলকে নিজের কাঁধে জায়গা করে দেয়। খোঁপা ছেড়ে চুলগুলো দেয় ছড়িয়ে। মৃদুলের মাথা থেকে কাঁধ বেয়ে হাতে পড়ে ছায়া দিচ্ছে চুল। মানহা এক হাত ওর পিঠের দিকে নিয়ে প্যাঁচিয়ে ধরে। বাসের ঝাঁকুনিতে মাথা না নড়ার জন্য আরেক হাত দিয়ে ঠেলে ধরা গাল। বাস জলেস্বরী আসার পর মৃদুলকে ডেকে তুলে সে। ওর চোখ লাল হয়ে আছে। কয়েকটা হাঁচি দেয়। সর্দি হয়ে গেছে ইতোমধ্যে। মানহা ওর কপালে হাত দিয়ে দেখলো জ্বরও এসেছে। সিট থেকে উঠে এক হাতে ভ্যানিটিব্যাগ আরেক হাতে মৃদুলকে ধরে বললো,

– ‘আসো।’

মৃদুল দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল। মানহা কোনোভাবে ধরে রাখে তাকে।

– ‘ইরফান ভাই তুমিও নেমে যাও বাস থেকে। আমার চেম্বারে বসে তারপর যাবে সেখানে।’

– ‘কেন?’

– ‘এমনিই, এখন মৃদুলকে একটু ধরে নামাও।’

ইরফান দাঁড়িয়ে মৃদুলকে নিয়ে বাস থেকে নামে। মানহা এলো পিছু পিছু।

– ‘ইরফান ভাই আমার চেম্বার চলো, একেবারে ফ্রেশ হয়ে খেয়েদেয়ে যাও।

– ‘আরে না, আমাকে এখানকার সবাই চিনে। তোমার মামা দেখলেও চিনে ফেলবেন।’

– ‘ও হ্যাঁ তাও ঠিক, আচ্ছা চলে যাও তুমি।’

মানহা মৃদুলের এক হাত ধরে বললো,

– ‘পারবে না যেতে?’

মৃদুল মাথা নেড়ে সম্মতি জানায়। মানহা তাকে নিয়ে হাত ধরে গাড়ি খেয়াল করে রাস্তা পার হয়। দুপুরের তপ্ত রোদ মাথার উপর পড়ায় সবকিছু কেমন বিরক্ত লাগছে। আশপাশের মানুষ তাকিয়ে দেখছে তাদের। এতো দেখার কী আছে মানহা বুঝতে পারছে না। ওড়না দিয়ে নিজের মুখের ঘামটা মুছে নিল সে। ফার্মেসির সামনে এসে দেখে মামা বসে আছেন। তাকিয়ে আছেন চোখ বড়ো বড়ো করে। অনিদ্রা, বাইরের খাবার, ক্লান্ত দেহ আর বিব্রতকর পরিস্থিতিতে মানহা নিজের অজান্তে মামাকে সালাম দিল। দিয়ে সে বুঝতে পারলো না এটা কী করেছে? সে কখনও মামার সঙ্গে ফার্মেসিতে দেখা হলে সালাম দেয় না। সিঁড়ি বেয়ে মৃদুলকে নিয়ে উপরে এলো। লোকজন কী তাদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল? মানহা আর ভাবতে গেল না। বড়ো ক্লান্ত লাগছে।

– ‘দেয়ালে হেলান দিয়ে দাঁড়াও আমি দরজা খুলবো।’

মৃদুল দেয়ালে হেলান দেয়। মানহা ভ্যানিটিব্যাগ থেকে চাবি নিয়ে দরজা খুলে বললো,

– ‘আসো।’

মৃদুল ভেতরে আসে। দরজা পুনরায় তালা মারে মানহা। মৃদুলের হাতটা ধরে নিয়ে যায় বেডরুমে৷

– ‘বসো বিছানায়।’

মৃদুল বিছানায় বসে লম্বা হয়ে শুয়ে পড়ে। মানহা ওর মাথার নিচে বালিশ দিয়ে সবকিছু নিয়ে গোসল করতে সোজা বাথরুমে যায়। শাওয়ারের নিচে চোখবুজে বসে। শীতল জলের ধারা যেন ক্লান্তি ধুয়ে-মুছে নিচ্ছে। গোসল মানহার বড়ো প্রিয়। স্নান দেহের সঙ্গে মনেরও সজীবতা ফিরিয়ে আনে তার। সময় নিয়ে গোসল করে টাওয়াল প্যাঁচিয়ে বের হয় মানহা। ভেজা শাড়ি দড়িতে শুকোতে দিয়ে চুল ঝেড়ে নিয়ে বাথরুমে গিয়ে পাতলা একটা সুতির কামিজ পরে বের হয়। হঠাৎ মনে হলো মৃদুলের শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলে ভালো হবে। একটু আরামবোধ আসবে মানুষটার শরীরে। বালতিতে করে পানি নিয়ে এলো। বিছানায় উঠে ওর পরনের শার্টের বোতাম খুলে নিল একটা একটা করে। মৃদুলই সুযোগ দিল শার্ট গা থেকে আলাদা করার। মানহা ওড়না ভিজিয়ে চিপে এনে ওর প্রথমে মুখ মুছে দেয়। তারপর গলা হাত আর বুক থেকে পেট অবধি। মানহার মনটা ভালো হয়ে গেল। ভালোবাসার মানুষের যত্ন নিতে পারলেও যেন কেমন প্রশান্তি আসে মনে। পাতলা কম্বলটা ওর গায়ে দিয়ে বলতি বাথরুমে রেখে ওড়না বেলকনির দড়িতে রেখে এসে চা’র পানি বসালো চুলোয়। জ্বর আর সর্দিতে চা খেলে ওর ভালো লাগবে। মানহা ঝুড়িতে দেখে নিল আদা আর লেবুও আছে। লিকার চায়ে এগুলো দিয়ে খেলে শরীরের অবসাদ দূর হয়। চা জ্বাল দিয়ে কাপে করে টি-টেবিলে রেখে মৃদুলকে গিয়ে ডাকে।

– ‘মৃদুল উঠো, তোমার সর্দি জ্বর এসেছে, চা খেলে দেখো ভালো লাগবে।’

বেশি ডাকতে হলো না। মৃদুল কম্বল সরিয়ে লাল লাল চোখে তাকিয়ে ঘোর লাগা গলায় বললো,

– ‘হু।’

মানহা মিষ্টি হেঁসে ওর মাথার নিচে হাত নিয়ে ঠেলে তুলে বসিয়ে বললো,

– ‘শার্ট পরে নাও।’

মৃদুল শার্ট গায়ে দিল। মানহা বোতাম লাগিয়ে দিয়ে বললো,

– ‘সোফায় গিয়ে বসি আসো।’

– ‘শরীরটাও কেমন ব্যথা করছে।’

– ‘জার্নির কারণে হয়তো। তাছাড়া জ্বরও এসেছে, রাতে ওষুধ খেতে হবে তোমার।’

– ‘ঝামেলায় ফেলছি তোমাকে।’

– ‘তা তো একটু ফেলেছো, তবুও অসুস্থ হওয়ায় জনাবের সেবা করারও সুযোগ হলো।’

মৃদুল ফ্যাকাসে মুখে মুচকি হাসলো। গিয়ে বসলো সোফায়। চায়ে চুমুক দিয়ে অন্যরকম এক ভালো লাগায় তার শরীর মন যেন ছেয়ে গেল।

– ‘চা খেয়ে তুমি শুয়ে থাকবে, আমি বাইরে থেকে কেনাকাটা করে আসতে হবে।’

মৃদুল মাথা নেড়ে সম্মতি জানায়। চায়ে চুমুক দিয়ে আচমকা তার মাথায় আসে মানহা যে তাকে নিয়ে এখানে আছে। রাতেও যদি আজ থাকে, তাহলে তো মেয়েটার সর্বনাশ হয়ে যাবে।

___চলবে___

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here