Addicted_love Part: 40

0
916

#Addicted_love
Part: 40
Aarizona Ella
আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে,কাল রাতে ঘুম হয় নি আর পার্টির হৈ হুল্লোড় গুলো মাথার উপর দিয়ে গেছে।
মাথা খুব ভারি লাগছে ব্যাথাও করছে,,ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে এলাম।
বাসায় কাউকে দেখা যাচ্ছে না কাজের লোকদের ছাড়া, আন্টি কোথায়।।
এদিক ওদিক খুজছি।।ইশফাক বাড়ির ভিতরে ঢুকছে,ঢুকার সময় আমার দিকে রাগান্বিত চোখে একপলক তাকিয়ে সোজা উপরে উঠে গেলো।
সোফায় বসে আন্টির অপেক্ষা করছি।।বেশ কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে আমার সামনে দাঁড়ালো।
ma’am sir is asking you to go.(সার্ভেন্ট)
To where?
To his room(সার্ভেন্ট)
okay….
উনার রুমের সামনে এসে দরজা নক করছি,,,,যদিও দরজা আধখোলা।। কোন সাড়া না পাওয়ায় দরজা ঠেলে ভিতরে ঢুকলাম।
রুমে তো কেউ নেই,,আজিব😮
বের হয়ে যেতেই পেছন থেকে ডাক দিলেন ইশফাক।
কোথায় যাচ্ছো?(ইশফাক)
আসলে আপনাকে রুমে দেখতে না পেয়ে ভেবেছি হয়তো রুমে নেই আপনি।
উনার দিকে ফিরতেই দেখি 😱 ইশফাক তাওয়াল পেচিয়ে দাঁড়িয়ে আছে,,এইমাত্র গোসল করেছেন মে বি।🙈
চোখে হাত দিয়ে রেখেছি।।
আমাকে ডেকেছিলেন কেন?
ওহ হ্যাঁ ডেকেছিলাম।এতো তারাতাড়ি আসবে জানতাম না😏(ইশফাক)
আমি পরে আসছি।।বলেই বেরুতে নিলাম,,উনি আমার হাত টান দিয়ে উনার সামনে এনে দাঁড় করালেন।
কি করছেন ছিঃঃ
এক্সকিউজমি?তোমার মনরঞ্জন করার কোন ইচ্ছে নেই আমার।।চোখ থেকে হাত সরাও(ইশফাক)
কেন ডেকেছেন?চোখ থেকে হাত নামিয়ে।।
এমন করছো কেন?(ইশফাক)
আমার কোমর শক্ত করে জরিয়ে ধরেছে।কি করছে উনি ছি,,,,
ছাড়ুন আমাকে।।
আমিই ধরলে তোমার এতো জ্বলে কেন? কাল তো রুশফানের সাথে লাগিয়ে লাগিয়ে নাচতে বেশ মজা লাগছিলো তখন খারাপ লাগে নি তোমার? শুধু আমি ছুলেই সমস্যা? (ইশফাক)
ছাড়ুন বলছি,আপনার এইসব অশ্লীল কথাবার্তা শোনার মোটেও ইচ্ছে নেই আমার।
উনার থেকে নিজেকে ছাড়ানোর অধিক পর্যায়ে চেষ্টা করছি কিন্তু পারছি না😣😣
অশ্লীল কাজ করতে ইচ্ছে করে কিন্তু শুনতে ইচ্ছে করে না বেশ ভালোই!! (ইশফাক)
ছাড়তে বলেছি ছাড়ুন আমাকে,যেতে দিন।চেচিয়ে।
হুম ছাড়ার জন্য ই ডেকেছি(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি ইশফাকের দিকে।।
আমাকে এক ঝটকায় ছুড়ে ফেললেন,আমি দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকার প্রলাপ।
আমি শুধু অবাক হচ্ছি আমার চোখ ভরে আসছে।
ড্রয়ার থেকে একটা খাম বের করে আমার দিকে এগিয়ে আসলেন।
আমাকে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা দিয়ে আমার হাত চেপে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন আমার চোখের দিকে।
কাল বলেছিলে আমার কোন অধিকার নেই,,,ঠিক বলেছিলে।।সেই অধিকার এর কথা ভেবে কাল আমায় পাগলা কুকুরে কামড় দিয়ে ছিল,,অধিকার যেই টুকু ছিলো তার থেকে মুক্ত করতে যাচ্ছি তোমাকে,, আর কোন বাধা থাকবে না তোমার যা ইচ্ছে করতে পারবে (ইশফাক)
আমার মুখের একদম কাছে চলে এসেছে ইশফাক,,কথাগুলো শান্ত স্বরে বল্লেও ইশফাকের চোখ অন্য কিছু বলছে,,যেনো এই মুহুর্তে রক্ত ঝরবে চোখ থেকে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমি শুধু তাকিয়ে আছি ইশফাকের দিকে,নির্বাক হয়ে গেছি।।
আমাকে ছেড়ে দিয়ে আমার পাশ থেকে সরে দাঁড়ালেন ইশফাক।খামটা আমার সামনে এনে ধরলেন।।
আমি চুপচাপ খামটা হাতে নিলাম।বুক কাপছে আমার,পরিস্থিতি বেশ ভালো ঠেকছে না।
খুলো সারপ্রাইজ আছে তোমার জন্য (ইশফাক)
হাত কাপছে আমার আমি খামটা খুলতেই আমার চোখ কপালে,,,
ডিভোর্স পেপার আর পাসপোর্ট।
আমার চোখ থেকে অনা বরত পানি ঝরছে,আমি জলভরা চোখে তাকিয়ে আছি ইশফাকের দিকে।
তোমাকে আমার পিঞ্জ্রা থেকে মুক্ত করলাম আজকে,,আগামি কাল বিকেলে তোমার ফ্লাইট, আমেরিকা টু বাংলাদেশে,আমি সাইন করে দিয়েছি,শুধু তোমার সাইনের প্রয়োজন, এখন করার দরকার নেই ধিরে স্বস্থিতে সাইন করে রাতে আমার রুমে রেখে যেও।
আমার সাথে জড়িত প্রত্যেকটি সম্পর্ক থেকে আজ তুমি মুক্ত।তোমার পথ তুমি বেছে নাও।(ইশফাক)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(এলার অবস্থা এখন কেমন হওয়া উচিত তা তো আপ্নারা বুঝতেই পারছেন)😉
কান্না করার শক্তি টুকু হারিয়ে ফেলেছি, আমি মুক্তির মতো দাঁড়িয়ে আছি,পলকহীন ভাবে।আমার চোখ থেকে শুধু আনা বরত পানি পড়ছে।
শক্ত পাথরের মতো হয়ে গেছি,এ যেনো এক জলজ্যান্ত লাশ আমি।
আস্তে আস্তে বেরিয়ে পরলো এলা ইশফাকের রুম থেকে।ইশফাক রক্তাক্ত চোখে তাকিয়ে আছে এলার যাওয়ার পথে।
পেপার টা হাতে আছে।আন্টির রুমের দিকে এগুলাম।
আন্টির রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম।ওয়াস্রুম থেকে আন্টি বেরুচ্ছে,আমাকে দেখতেই আমার দিকে এগিয়ে এসেছেন।
এলা কোথায় ছিলে?আমি অপেক্ষা করছিলাম।(আন্টি)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মাটির দিকে অপলক তাকিয়ে আছি।
এলা কি হয়েছে কথা বলছো না কেন?হাতে এটা কি তোমার? (আন্টির)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,৷৷ পানি ঝরছে আমার চোখ থেকে।
এলা তুমি কাদছো কেন?কি হয়েছে?কিছুতো বলো?(আন্টু)অস্থির হয়ে।
পেপার টা এগিয়ে দিলাম আন্টির দিকে।
ডিভোর্স পেপার? (আন্টি)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,৷৷
😠😠😠অমানুষত্যেরও একটা সীমানা আছে,ইশফাক চৌধুরী ঠিক করে নি।আজকে ইশফাক চৌধুরী কে আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে!! (আন্টি)বলেই দরজার দিকে এগাচ্ছেন।
আন্টির হাত ধরে ফেললাম।
আন্টি আপনি কোথাও যাবেন না
আমাকে আজকে মানা করিস না,এইসব অমানবিক নির্যাতন সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এলা আমাকে না করিস না।(আন্টি)
আন্টি আমার পরোওয়া যদি বিন্দু মাত্রা ও থাকে তোমার তবে তুমি ইশফাক কে কিছুই বলবে না।
এলা,,,,,,,,,,,,,,,,,,,(আন্টি)
তোমার বুকে মাথা রেখে আমাকে কিছুক্ষণ কাঁদতে দিবে আন্টি?তুমি ছাড়া আমার না এখানে আর কেউ নেই বুকে মাথা রাখার😭😭
আন্টি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন।আমিও অঝোরে কেঁদে চলছি।
তুই চলে যা মা তোকে এখানে কেউ বুঝবে না😭(আন্টি)
চলবে।
ইশফাকের শাস্তি হবে অনেক নির্মম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here