#তোর দিওয়ানা শুধুই আমি😎
#My madness love😍
#লেখিকা_তামান্না
#পার্ট_12
তামান্না সুন্দর করে মুখে মিষ্টি হাসি রেখেই নকশা করছে। তার পাশের রুমেই তাসনিম মিসেস নাইমের সাথে লান্স রেডি করছে। বিকালে হয়ে গেলো কারো কোনো খবরই নেই। সবাই কাজে এতো বিজি। তাসনিম তো উরাধুরা পাগলামি ফাজলামি করতেছে।
তামান্না নকশার মধ্যে লতা আঁকার জন্যে সবুজ কালার লাগবে তাই সে পাশের থেকে সবুজ কালার নেবে তখনই তাসনিম চুরিচুপে এসে সেই জায়গায় লাল কালার রেখে দূরে সরে আসে।
তামান্না পাশে না তাকিয়েই কালারটা নিয়ে লতার মধ্যে হাত দিতেই দেখে লাল। এতে তার বুঝতে বাকি রইলো না যে কোন আবাল করছে। সে কড়া গলায় বলে…..
তামান্না::: নিরু ওয়াটস দিস?? (বসা থেকে দাঁড়িয়ে সামনে রাগ তবে ভেতরে দুষ্টুমির ভাব এনে)
নিরু ভাবে নি তামান্না এভাবে রেগে যাবে নিরুও তামান্না উটে যাওয়ার সাথে সাথে সেও উঠে পরে। মুখে গম্ভীরতা বিরাজ করে। এ দেখে তামান্না মজা নিচ্ছে।
তামান্না দুই হাত বুকের উপর গুজে বলে ::: এখন শাস্তি পেতে হবে রাজি??
নিরু কিছু বলে শুধু নিজের মাথা নাড়িয়ে ::: হুমমম। (চোখে অশ্রু এসে )
তামান্না :: ওকে। এ বলে নিরুর হাত ধরে বাগানের কাছে এসে দাড় করায়। আর বলে ::: এখানে দাড়া কোথাও যাবি না। একদম স্টাচু কিন্তু।
নিরু ব্যবলাকান্তের মতো হয়ে তামান্নার দিকে তাকিয়ে বলে::: এই জ্বলন্ত রোদে আকাশের নিচে আমাকে আমাকে আমাকে (উদাস হওয়ার ভান করে) তোমার এই কলিজার বোন কে( তামান্নার গাল টেনে) এতো বড় শাস্তি দেবা।
তামান্না নিজের চোখ ঘুরিয়ে বলে :: শুকরিয়া আদায় কর। রোদে দাড় করিয়েছি তেলাপোকার মাঝে দাড় করায় নি।
নিরু তেলাপোকার কথা শুনে আইয়াআআআআআআআআআআ আম্মুওওওওও। বলে লাফিয়ে তামান্নাকে জড়িয়ে ধরে।
তামান্নার নিরু এমন কান্ড দেখে হো হা করে হাসতে থাকে আর বলে :: এখনো দাড় করায় নি যে লাফাছিস নিরুপমা বহি পীরের বউ।
নিরু তামান্নার ঘাড় ছেড়ে মুখ বাকিয়ে বলে :: তুমি বোন না জল্লাদ বোন।
তামান্না শুনে চোখজোড়া ছোট করে কোমরে হাত রেখে নিরুর মুখের কাছে এসে বলে:::: আবার বল দেখি??
নিরু এক ঢোক গিলে কিছু না বলে নিজের তর্জনী আঙুল ঠোটের উপর চেপে এপাশওপাশ মাথা নাড়ায়।তামান্না::: হুমম এভাবে থাক। নড়াচড়া করলে কিন্তু কড়া মাইর খাবি।
নিরু::: হুম (আঙুল সরিয়ে)
তামান্না নিরুকে দাড়িয়ে ভেতরে চলে আসে।
🌺🌺
In London💗….
।
।
।
।
।
সালমান প্যাকিং করছে সাথে আড়চোখে রোয়েনের দিকে তাকাছে। তার এখনই বের হতে হবে। রোয়েন মুখ গম্ভীর করে বসে আছে সালমানের সামনের সোফায়। সে যতোই খুশি হচ্ছে ততোই দুঃখ পাচ্ছে। কারণ সালমানের সাথেই ত সে সব দুঃখ-কষ্ট-খুশি ভাগ করে।
রোয়েন সালমানের দিকে তাকায় দেখে সালমান শিস বাজিয়ে বাজিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্যাকিং করছে। রোয়েনের ত রাগ উঠে যাচ্ছে সালমানের কান্ড দেখে। সে মনে মনে….
রোয়েন:::: শালা !! দোস্ত রে ছাড়া ভালো থাকবি?? এজন্যই এমন ভাব মারতেছিস।
সালমান প্যাকিং করাতে মনে পরে কাবার্ডের মধ্যে তার গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছে। সে কাবাব খুলে কাপরের পাশে একটা বক্স ছিলো। সে বক্সটার উপর চুমু দিয়ে পকেটে ঢুকায় রাখে। সে পিছে ফিরতেই দেখে রোয়েন তার মুখোমুখি দাড়িয়ে মুখ বাকিঁয়ে আছে।
সালমান নিজের চোখ ঘুরিয়ে নিজের পকেটে হাত গুজে পাশ কেটে বেডের কাছে ব্যাগের মধ্যে সব কাপর গুজে জিপার মেরে বেডের উপর বসে। রোয়েন এতোক্ষণ তার পিছু পিছু হচ্ছিলো। সালমান বসে পরলে সে একরাশ রাগ নিয়ে তার ব্যাগ নিয়ে সোফার মধ্যে ছুঁ মারে। তবুও এতে তার কোনো হেলদুল নেই। সে চার্জার থেকে ফোনের মধ্যে এফবি ওপেন করে নিউজ ফিড দেখতে থাকে।
রোয়েন আর না পেরে মুখ ফুলিয়ে সালমানের পাশে ধপ করে বসে পরে। সালমান আড়চোখে ওর দিকে তাকিয়ে আবার ফোনের দিকে নজর দে। রোয়েন দেখে বুঝতে পারছে তার থেকেই কথা বলতে হবে।
রোয়েন নিশ্চুপতা ফেলে সালমানকে জড়িয়ে ধরে। এতে সে ও মুচকি হেসে জড়িয়ে ধরে। রোয়েন মুখ গম্ভীর করে বলে……
রোয়েন::: দেখ ইয়ার প্লিজ যাইস না। তোরে ছাড়া ভালো লাগবে না আমার। (উদাস হয়ে ) তোরে ছাড়া যেখানে লান্স করতে মন চায় না,, গেইমস কাজ কিছুই করতে মন চাই না।
সালমান:: হুম জানি ত। তোর থেকে পার্টি সার্টি বেড টেড টেডি বেয়ার এসব করতে মন চাই। (ফোনের দিকে নজর রেখে )
রোয়েন::: ওই দুশমন এমন কেন করস?? তোরে খুব মিস করবো ইয়ার লাভ ইউ দোস্ত। ঠিক ভাবে পৌছে যাবি দেখিস। আমি দোয়া করলাম। আর আমার জন্য চিন্তা মুটেও করিস না কারণ আমি একদম সিদাসাদা হয়ে যাবো। একদম নো পাটি নো সাটি নো বেয়ার নো ডেয়ার। (পাম মেরে)
সালমান::: ওও গুড চিন্তা করিস না আমিও তোরে মিস করবো না তোর এসবে বিশ্বাস করবো না।
রোয়েন মিসের কথা বাদ দিলেও বিশ্বার করবে না বলছে শুনে চোখজোড়া গোল গোল করে সালমানের দিকে তাকায় বলে….
রোয়েন :::কে……কেন করবি না হুমম??( এক ঢোক গিলে আমতা আমতা করে)
সালমান গালের উপর ডান হাত দিয়ে ভাবার ভান করে বলে :::: এক ত তোর পাম দুই ত তোর মুন্ড। (টেডি স্মাইল দিয়ে)
রোয়েন সালমানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে ::: সোজা কথা বল নইতো ঠেড়া বাঁকা করতে আমিও জানি।
সালমান গালের থেকে হাত নামিয়ে বলে ::: ওকে (ডোন্ট কেয়ার ভাব নিয়ে)
এ ফলে সালমানের ড্রেসিং টেবিলের উপর রাখা ল্যান্ডফোন টা হাতে নিয়ে দরজার পাশ ঠেসে দাঁড়িয়ে নাম্বার ডায়ল করে এতে নাম্বার লাগতেই ওপর পাশ থেকে…..
সালমান::: Hi mano bro whatsup everything is ready ? (শান্ত কণ্ঠে)
Mano:::: Yaah bro…please come quickly….only 40mins left..
সালমান রোয়েনের দিকে বাঁকা হেসে বলে Yeah we are coming…thanks bye. টুট টুট টুট…
রোয়েন সালমানের কোনো কথাই বুঝতে পারলো না। সে দুই হাত বুকের উপর গুজে ঠোটঁ উল্টিয়ে বলে……
রোয়েন::::: কি কি শুরু করছিস টা কি?? সোজা কথা বলা কি পাপ নাকি?? (রেগে)
সালমান এক দীর্ঘশ্বাস ফেলে রোয়েনের কাধে দুই হাত রেখে বলে::: দোস্ত দুশমন তোরে আমি বিডি গিয়ে একটুও মিস করবো না কোজ আমি একা নয় তুই ও যে আমার সাথে যাবি সেটার কথায় এখন বললাম। (ব্রাশর্মাকা স্মাইল দিয়ে)
রোয়েন শুনে এক নাগাড়ে চিৎকার দিয়ে উঠে। সালান তার ঘাড় ছেড়ে ডাইরেক্ট কান চেপে ধরে।
রোয়েন চুপ হয়ে শ্বাস ফেলে বলে::: তুই এতো বড় ধোকাবাজ আজ জানছি!! (রেগে)
সালমান রোয়েন ঠোট নাড়াতে দেখে বুঝে যায় সে চুপ হয়ে কিছু বলছে আর যা বলছে তা সে এক সেকেন্ড বুঝে গেলো।
সালমান কান থেকে হাত সরিয়ে বলে ::: আরে বাহ ধোকাবাজি নিজে চালায় আর দোষ দে আমাকে। তুই যদি কলা খাস আমি খাই আপেল। তুই যদি ধোকাবাজি করতে পারিস আমি তোর দ্বিগুণ ধোস লাগাতে পারি।(ভাব মেরে)
সালমান রোয়েনকে ধরে টেনে টেনে গাড়ির কাছে নিয়ে আসে গাড়ি তে বসায় মিসেস এলিনা কে সব কাজ বুঝিয়ে রওনা দে। আর রোয়েন সেই মুখ বাকিঁয়ে সামনের দিকে তাকিয়ে আছে।
যাওয়ার পথে দুইজনই চুপচাপ বসে কাটায়। সালমান ফোন হাতে নিয়ে রোয়েনকে মেসেজ এ লিখে…..
সালমান::: আরে দুশমন চিন্তা করিস না বিডিতেও এসব পাবি। তবে!!! নো বেড পার্টনার। অনলি ফ্রেন্ডস পার্টি। নো গালর্স।
লেখে সেন্ড করে দে। রোয়েন মেসেজের সাউন্ড পেয়ে ওপেন করে সালমানের মেসেজ দেখে তার দিকে তাকায় বলে ::::: বাল সোজা কথা বললে হয় না।
সালমান শুনে ব্যবলাকান্তের মতোন হয়ে বলে::: সোজা কথা শুনতে চাইছিস যে শুনাবো?? আরেক বাল।
দুইজনেই একসাথে হেসে উঠে।
🌺🌺
In Bangladesh 💗…….
।
।
।
।
।
নিলা বেলকনিতে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসি দিসছে আর বলে::: তুমি শুধু এমনই করো শুধু আমাকে লজ্জা দাও। এতো লজ্জা দিয়ে কি পাও?? বলো না নীল বাবু (লজ্জামাখা ফেস করে মুচকি হাসি দিয়ে হাতে নীলের ছবির দিকে তাকিয়ে)
নিলা::: ওও বলবা কি করে এখানে ত তুমি নেই,, আসো নিজের বাসায়। আমাকে পাঠায় দিয়ে একটা কল ও দাও নি। পচা তুমি।
আচমকা কে যেনো দরজার এখান থেকে বলে উঠে::: না না পচা হলে তোর জামাই হবে না সাথে আমাদের জিজু হবে না।
হঠাৎ এমন হওয়ায় নিলা হকচকিয়ে উঠে সে বেলকনি থেকে ভেতরে এসে দেখে তামান্না তাসনিম মুচকি মুচকি হাসি দিসছে। নিলা ওদের হাসার কারণ বুঝতে না পেরে তামান্নার কাছে এসে বলে…..
নিলা::: কি বলিস কি পচা কিসের কি ?? আর জিজু কি আমার??(বেকুবের মতোন)
তামান্না চোখ রাঙিয়ে বলে:: নাহ আমার।
নিলা দুষ্টুমির ফেস করে মন উদাস করার ভান করে বলে ::: ওওও আমি ভাবছি একটা জিজু পেয়েই গেছি। কিন্তু তোর কথা শুনে আবার হার্ট ব্রেক হয়ে গেলো। এটা কিন্তু ঠিক করলি না তুই??
তামান্না ঠোট উল্টিয়ে বলে ::: ত ত আমি কি করবো হার্ট ব্রেকের ডান্স দিবো??
নিলা :::: হার্টের ব্রেকের ডান্সও আছে বুঝি?? (অস্থির হয়ে )
তামান্না ::: হ দেখাবো?? (ডেভিল স্মাইল দিয়ে)
নিলা এক ঢোক গিলে না না না থাক আমার আর নীলের বিয়ের সময় দিস কেমন!!
তামান্না ::: হুম ওইটা আমরা ধামাকা বাজায় দেবো।
নিলা মুচকি হেসে পাশ তাকাতে অবাক নিরুর অবস্থা যে টাইড। নিলা নিরুর কাছে এসে ওর মুখ থেকে লাল সবুজ কালার গুলো ঝেড়ে দে। তামান্না এ সিন দেখে হু হা করে হাসতে থাকে। নিরু বলে ::: হাসো তুমি আর কিই বা করবা এই ছোট বেবির মতোন মেয়ের সাথে। (কান্নার ভান করে)
নিলা তামান্নার দিকে তাকিয়ে জিগ্গেস করবে তার আগেই তামান্না বলে ::: শুন বলি কি হয়ছে!!
🌺🌺
ফ্ল্যাশব্যাক💐.
।
।
।
।
তামান্না যখন নিরুকে দাড়িয়ে থাকতে বলে ভেতরে যায়। তখন সে কি শাস্তি দেবে এ কথা ভাবতে থাকে। হঠাৎ কে যেনো তার পাশ কেটে বেরিয়ে যেতে চাইলে সে তাকে স্টোপ বলে দাড়াতে বলে। লোকটা দাঁড়িয়ে ভয় পেতে থাকে আর মনে মনে বলে…..
লোকটা:::: যদি দেখে বাশ খেতে হবে সাথে বসের কাজটাও ফেল হয়ে যাবে। না না কোনো ভাবেও ম্যামের হাতে লাগতে পারবে না।(ঘাবড়ে গিয়ে)
তামান্না লোকটার কাছে গিয়ে তার কাধে হাত দেবে তখনই মিসেস নাইম এর চিৎকার শুনে তড়িঘড়ি কিচেনের দিকে চলে যায়। এরই সুযোগ নিয়ে বেরিয়ে পরে সেই আড়াল করা লোকটা।
তামান্না কিচেনে গিয়ে দেখে মিসেস নাইম গালে দুইহাত
রেখে সামনে জানালার কাছে বসে থাকা বিড়ালের দিকে তাকিয়ে আছে। তামান্না তার মমের কাছে এসে বলে:: কি হলো মম চিৎকার দিয়েছো কেনো??(অস্থির হয়ে )
মিসেস নাইম::: দেখ না তাসনিম বিড়ালের সাথে খেলতেছে। (অবাক হয়ে )
তামান্না শুনে বলে ::: তুমি এর জন্যে চিৎকার দিলা। মাই আল্লাহ। আমি ত ভাবছি কোনো ব্যথা পেলা এমন কিছু?? ( চরম অবাক হয়ে )
মিসেস নাইম ::: উহহ তোর মম বুড়ি হয় নি এখনো। যে ব্যথা পাবে। বাট নিরু কে দূরে থাকতে বল ওই কিটকিটে বিড়াল থেকে।
তামান্না ::: কিটকিটে তোমাকে কে বলছে??(সন্দেহের ভঙ্গিতে ) পাশের বাসার আন্টি??
মিসেস নাইম::: আরে তুই ত জানিস। যা যা।
তামান্না নিজের মাথা নেড়ে কিচেন থেকে বের হয়ে উপরে যেতেই মনে পরে লোকটার কথা সে গেইটের কাছে এসে আশেপাশে অনেকক্ষণ খুজতে থাকে। তবে না পেয়ে তার রুমের বেলকনিতে লাল-সবুজ কালার মিক্সড করা এক বালতি পাউডার নিয়ে দাড়ায়। তার বেলকনির নিচেই নিরু দাড়ানো। সে নিচে উকি মেরে দেখে নিরু বিড়ালের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে খেলছে।
তামান্না এরই সুযোগে বালতি টা উপর থেকে নিচের দিকে ঢেলে দে। এতে সাথে সাথে পাউডার নিরুর উপর পরে যায়। তামান্না নিচে এসে বলে::: এখন লাগতেছে লাল সবুজের বাংলাদেশী মেয়ে। (হাসতে হাসতে)
নিরু ব্যবলাকান্তের মতো হয়ে বলে::: যাক কেউ ফটোসুট করেনি।
এতে হাসতে হাসতে তামান্না নিরুর হাত ধরে নিলার বাসায় নিয়ে যায় রিকশার মধ্যে উঠে। কেননা কেউ দেখলে বলতো লাল-সবুজের সুন্দরী।
বাকিটুকু ত জানেনই…..
এরপর হঠাৎই নিলার কল আসলো……..
…………..চলবে…………😈
[বিঃদ্র:::: সরি গাইস এভাবে লেইট করে দেওয়ার জন্যে স্টাডি চলছে তো তাই । কালকে আসছে এক বিরাট ধামাকা সবাই অপেক্ষা করেন। তবে কালকে গল্প পাবেন”#তোকে_খুব_ভালোবাসতে_চাই ” এটা। এর পরের দিন পাবেন এই গল্প কেমন😁। হেপ্পি রিডিং 😊]