শ্রেয়সী লেখাঃখাইরুন নেছা রিপা পর্বঃ৩৩

0
306

শ্রেয়সী
লেখাঃখাইরুন নেছা রিপা
পর্বঃ৩৩

বেবীর বয়স ছয় মাস পার হয়ে সাত মাসের দুই সপ্তাহ চলছে। কিন্তু বিন্দুর হিসাব মতে বেবীর বয়স দশ মাস। কবে বেবী হবে বলে বলে শিশিরের মাথা খারাপ করে দিচ্ছে। শিশিরও প্রতিনিয়ত এটাসেটা বুঝ দিয়ে চলেছে৷ বিন্দু এমন একটা কাজ করেছে বলেই বিষয়টা কারো সাথে সেয়ার করতে পারছে না। তাই চুপচাপ বসে আছে। তবে বিন্দু মাঝে মাঝে এটাও ভাবে মাসের তুলনায় পেটটা তেমন ফোলেনি। বিষয়টা বেশ ভাবায় মাঝে মাঝে বিন্দুকে। পরক্ষণেই ভাবে ওর মা-চাচিদের কথা। ওনারা প্রায়ই একসঙ্গে বসলে নানার কথার মাঝে বাচ্চা জন্মানোর বিষয়টাও মাঝে মাঝে টানতেন। সেখানে এমনটাও শুনেছে বিন্দু সবার নাকি পেট বেশি বড় হয় না। তাই বিন্দুও ভেবে নিয়েছে ওরও সেই রকম হবে হয়তো। অন্যদিকে শিশিরও এই অবস্থায় কিছুতে বিন্দুকে বেশি টেনশন দিতে চায় না। তাই যথা সম্ভব বিন্দুকে হাসি-খুশি রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিন্দু এখন বেবীর নড়াচড়া স্পষ্ট বুঝতে পারে। কখনো মাথা দিয়ে পেটের মধ্যে ঢুস মারে, কখনো পা দিয়ে লাথি মারে। বিন্দু বেশ বুঝতে পারে বেবীটা সুস্থ আছে। অবশ্য থাকবেই না কেন? শিশির যেভাবে যত্ন নেয়, না ভালো থেকে উপায় আছে। প্রতিমাসে চেকাপ করাতে ভুল হয় না। নিয়ম করে ঔষধ খাওয়া,খাবার খাওয়া সব কিছুতেই শিশিরের যত্নের কোনো ত্রুটি নেই৷ বিন্দুর কাছে বেবীর উপস্থিতি অন্যরকম এক অনুভূতি । যখনই বাচ্চার উপস্থিতি টের পায় পুরো শরীর জুড়ে এক আলাদা ভালোলাগায় হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে৷ নিজের অজান্তেই মুগ্ধতায় হেসে ফেলে বিন্দু। আলতো করে পেটে হাত বুলায়। যেন সে তার বাচ্চাকেই স্পর্শ করছে। আবার যখনই মনে পরে সবাই বাচ্চাটা নষ্ট করে দিতে চেয়েছিলো তখন চোখ জোড়া ঝাপসা হয়ে ওঠে৷ তাহলে যে আজ বিন্দু এই অনুভূতি থেকে বঞ্চিত হতো!

বিন্দুর নিজেকে অনেকটা ভারি ভারি লাগে। হাঁটা-চলা করতেও কষ্ট হয়। এখন আর স্যালোয়ার – কামিজ পরতে পারে না। তাই শিশির পাতলা কাপড়ের কয়েকটা মেস্কি বানিয়ে দিয়েছে৷ আর এখন সেগুলোই পরে। প্রেগন্যান্সির সময় অবশ্য এই পোশাক পরিধান করাটা বেশ আরামদায়ক। রাতে একদম এপাশ-ওপাশ করে ঘুমাতে পারে না। কখনো সোজা হয়ে শুবে তো আবার উঠে খাটে হেলান দিয়ে বসে থাকবে৷ কেমন যেন অস্থির অস্থির লাগে একদম ঘুম আসে না৷ ওর জন্য শিশিরকেও না ঘুমিয়ে কাটাতে হয়। শিশির নিজের বুকের মধ্যে নিয়ে বিন্দুর মাথায় আলতো করে হাত বুলায়। এটা যেন বিন্দুর ঘুমের ঔষধ। আর ওমনি চোখের পাতা বুঝে আসে৷ এভাবে শিশিরকে জ্বালাতে একদম মন চায় না বিন্দুর কিন্তু অন্যদিকে শিশির না থাকলে যেন ঘুমই হারাম হয়ে যেত।

শিশিরের বুকের মাঝে বেশ আরাম করে ঘুমাচ্ছে বিন্দু। শিশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো। একসময় শিশিরও ঘুমিয়ে পড়লো। শিশিরও তো সারাক্ষণ বিজি থাকে। দুই টাইম স্কুলে ক্লাস করে কত রাতে বাসায় ফেরে তারও তো একটু রেস্ট দরকার। এই দুইমাসে যেন শিশির অনেকটা চিকন হয়ে গেছে। চোখের নিচে কালির দাগ পড়ে গেছে। বিন্দুর ঘুম ভেঙে গেল। দেখলো ও শিশিরের বুকের মাঝে ঘুমিয়ে আছে আর শিশির দুই হাতে জড়িয়ে রেখেছে। শিশিরের ক্লান্ত মুখের দিকে তাকাতেই এক গভীর মায়ায় পরে গেল বিন্দু। অদ্ভুত রকমের ভালো লাগছে শিশিরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতে৷ এই মানুষটা সত্যিই ওর জীবনে আশির্বাদস্বরুপ। বিন্দু নিজের আনমনেই আবারও শিশিরের বুকে মাথা রাখলো আলতো করে এই প্রথম ঠোঁট ছোঁয়ালো শিশিরের উন্মুক্ত বক্ষদেশে। আজকাল কেমন যেন অদ্ভুত অদ্ভুত ভালো লাগা কাজ করে বিন্দুর মনে। সারাক্ষণই যেন শিশিরের গা ঘেঁষে থাকতে ইচ্ছে করে। যতটা সময় শিশিরকে চোখের সামনে দেখে মুগ্ধ হয়ে শিশিরকে দেখে। এত কেন ভালো লাগে জানে না বিন্দু। শিশিরের কিছু খারাপ লাগা দেখলেই কেন যেন কষ্ট হয়। শিশিরের খুশিতে হাসতে ইচ্ছে করে! এ কেমন অনুভূতি একদম অজানা বিন্দুর!

আজকাল শিহাবকে তেমন একটা মনে পড়ে না। মনে পড়লেও আগের মতো কেঁদে বুক ভাসায় না। শুধু বুক চিঁড়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।

খুব তৃষ্ণা পেয়েছে বিন্দুর। কিন্তু জগে একটু পানিও নেই। বোধহয় শিশির খেয়াল করেনি নাহলে এসবে তেমন ভুল হয় না শিশিরের। সত্যিই খুব মায়া লাগছে মানুষটার জন্য। সারাদিন কত পরিশ্রম করে রাতেও বিন্দুর সেবা যত্ন করে। এই মুহূর্তে আর ইচ্ছে হলো না শিশিরকে জাগাতে। নিজেই আস্তে করে বিছানা ছেড়ে নেমে পড়লো। হাঁটা চলা করতেও এখন কষ্ট হয়। ধীরে ধীরে পা ফেলে বিন্দু এগিয়ে গেল ডাইনিং রুমে। এক গ্লাস পানি খেয়ে আবারও রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হঠাৎই বিন্দু হাত টান অনুভব করলো। নিজেকে সামলাতে না পেরে পরলো গিয়ে কারো বুকের মাঝে। ডাইনিং রুমের ডিম লাইটের আলোতে মানুষটাকে চিনতে খুব অসুবিধা হলো না বিন্দুর। হাত ঝটকা দিয়ে নিজেকে মুক্ত করতে গিয়ে সোহেলের বাহুডোরে আবদ্ধ হয়ে গেল বিন্দু। মনে-প্রাণে আল্লাহকে ডাকছে বিন্দু। যেন এই জানোয়ারের থেকে মুক্তি পায়। বিন্দু গলার স্বর রুক্ষ্ম করে বললো,
–ভাইয়া ছাড়ুন আমাকে। এসব অসভ্যতামি করতে আপনার লজ্জা করছে না? ভুলে যাবেন না আমি এ বাড়ির বউ। আর রিদি আপনার বউ। সেই সূত্রে আমি আপনার বোনের মতো। ছাড়ুন আমাকে।”
কথাগুলো বেশ রুক্ষ্মস্বরে বললেও শরীরে একদম জোর পাচ্ছে না বিন্দু। বিন্দুর কথা শুনে সোহেল শয়তানি হাসি হেসে বললো,
–সবাইকে বোন ভাবলে চলে না বিন্দু রাণী। অনেক আগে থেকেই তোমার ওপর আমার লোভ জন্মেছে। যেদিন তোমাকে দেখেছি সেদিনই মাথাটা ঘুরে গেছে। কবে তোমাকে ভাগে পাবো সেই আশায় ছিলাম। কিন্তু তুমি তো পাত্তাই দাওনি। আজ এত কষ্টের পর পেলাম কী করে ছেড়ে দেব বলো? আমি রিদির পাশে শুয়ে থাকি ঠিকই কিন্তু মনটা পরে থাকে তোমার মাঝে।”
কথাটা শেষ করেই ভয়ংকর ভাবে হেসে ঠোঁটটা এগিয়ে নিয়ে যাচ্ছিলো বিন্দুর দিকে। বিন্দু নিজেকে মুক্ত করতে দিশেহারা হয়ে সোহেলের কাঁধে কামড় বসিয়ে দিলো। সোহেল ব্যথায় কুঁকড়ে গিয়ে বিন্দুকে ছেড়ে দিতেই বিন্দু সব শক্তি দিয়ে বেডরুমের দিকে দৌড় দিলো। ঘুমের মধ্যে শিহাবের হাত পাশে পরতেই দেখলো বিন্দু নেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে দরজার কাছে আসতেই বিন্দু এসে ঝাঁপিয়ে পড়লো শিশিরের বুকের মাঝে। উদ্ভ্রান্তের মতো কাঁদছে বিন্দু। শিশির ঘটনার আকস্মিকতায় পুরো স্তব্ধ হয়ে খানিকটা সময় বিন্দুকে বুকের মাঝে জড়িয়ে রাখলো। বিন্দুর বুকের ধুপধাপ শব্দ স্পষ্ট শিশির শুনতে পারছে। শিশির কোমলতার সঙ্গে বিন্দুকে জিজ্ঞেস করলো,
–কী হয়েছে বিন্দু?”
বিন্দু হাঁপাতে হাঁপাতে কোনরকম শুধু সোহেলের নামটা উচ্চারণ করলো। আর কিছুই বলতে পারলো না আবারও হাউমাউ করে কেঁদে ফেললো। সোহেলের নামটা শুনেই শরীরে রক্ত চলাচল কয়েকগুণ বেড়ে গেল শিশিরের। মাথার রক্ত টগবগ করতে শুরু করে দিয়েছে। কপালের রগ রাগে ধপধপ করে কাঁপছে। শিশির বিন্দুকে কোলে তুলে নিলো বিছানায় এনে শুয়ে দিলো। পানি দিতে গিয়ে বুঝতে পারলো রুমে কোনো পানি নেই। শিশির শুধু জিজ্ঞেস করলো,
–পানি খেতে গিয়েছিলে?”
বিন্দু মাথা নেড়ে সায় দিলো৷ শিশির পানি আনার জন্য উঠতে নিলেই বিন্দু আবারও জড়িয়ে ধরলো।
–প্লিজ যাবেন না আমাকে ছেড়ে। আমার ভয় লাগছে।”
শিশির অভয় দিয়ে বললো,
–আমি যাব আর আসবো।”
আবারও এক গ্লাস পানি এনে দিলো শিশির। খানিকটা সময় বিন্দুকে বুকের মাঝে জড়িয়ে ধরতেই বিন্দু ঘুমিয়ে পরলো। শিশির আস্তে করে বিন্দুকে শুয়ে দিলো। চোখের কোণে তখনও জল চিকচিক করছে। শিশির চোখের পানি মুছে দিয়ে বিন্দুর কপালে চুমু দিলো। তারপর দরজাটা বন্ধ করে এগিয়ে গেল রিদির দরজার দিকে। দরজায় কয়েকবার টোকা মারতেই রিদির ঘুম ভেঙে গেল। রিদি উঠে দরজা খুলতে নিলেই সোহেল পেছন থেকে জড়িয়ে ধরে রিদির পিঠে-ঘারে এলোপাথাড়ি চুমু দিতে লাগলো। রিদির ভালো লাগলেও বিষয়টা এড়িয়ে গিয়ে বললো,
–কী করছো ছাড়ো? ভাইয়া ডাকছে তো।”
–তোমার ভাইর কাণ্ডজ্ঞান নেই। এত রাতে এসেছে বোনের দরজায় টোকা দিতে?
রিদি বিরক্তিকর কণ্ঠে বললো,
–এটা কেমন কথা? হয়তো কোনো দরকারে ডাকছে। ”
কথা শেষ করেই রিদি বিছানা ছেড়ে উঠে এলো সোহেলের বারণ উপেক্ষা করে। বিন্দু দরজা খুলতেই শিশির হনহন করে রুমে ঢুকে সোহেলের টিশার্টের কলার ধরে বিছানা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আনলো। কিছু না বলেই উড়াধুড়া মারতে লাগলো সোহেলকে। রিদি এমন ঘটনায় অস্থির হয়ে দৌড়ে গিয়ে ডাকলো শিরিনা বেগমকে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো শিরিনা বেগম। রিদির এমন উত্তেজিত কণ্ঠের ডাক শুনে হতবম্ভ হয়ে বিছানায় উঠে বসলেন তিনি। রিদির দিকে তাকাতেই দেখলেন ও কাঁদছে। চোখে-মুখে বিস্ময়ের ছাপ। শিরিনা বেগমও উত্তেজিত কণ্ঠে বললেন,
–কী হয়েছে?”
–মা,ভাইয়া ওনাকে খুব মারছে।”
শিরিনা বেগম আর কিছু না বলেই দৌড়ে আসলেন রিদির রুমে পিছু পিছু রিদিও আসলো। রুমে ঢুকেই দেখলেন সোহেল ফ্লোরে শুয়ে আছে। আর শিশির এলোপাথাড়ি লাথি মারছে। শিরিনা বেগম এসে টেনে সরিয়ে নিয়ে গেলেন শিশিরকে। ধমক দিয়ে বললেন,
–রাত-দুপুরে এসব কী শুরু করেছিস? আর কেনই বা এভাবে মারছিস?”
শিশিরের ক্রোধ তখনও কাটেনি। শিরিনা বেগমের হাত ছাড়িয়ে বার বার তেড়ে যাচ্ছে সোহেলকে মারতে।
–সেটা তোমার গুণধর জামাইকেই জিজ্ঞেস করো।”
শিরিনা বেগম এক পলক তাকালেন সোহেলের দিকে, দেখলেন চুপচাপ সোহেল মাথা নিচু করে বসে আছে। শিরিনা বেগম কিছুই বুঝতে না পেরে বললেন,
–কী করেছে সোহেল?”
–কী করেনি সেটা বলো? ওর সাহস হয় কী করে বিন্দুর দিকে চোখ তুলে তাকাতে। রুমে পানি ছিলো না। আমিও ঘুমিয়ে পরেছি খেয়াল করিনি। বিন্দুর পিঁপাসা লেগেছিলো আর ও আমাকে জাগায়নি। নিজেই চলে গেছে পানি খেতে আর তখন….”
শিশির আর কিছু বলতে পারলো না। কথাটা শুনেই পাশ থেকে রিদি হু হু করে কেঁদে উঠলো। শিরিনা বেগম মুখে কাপড় চেপে হায় হায় করতে লাগলেন। শিশির আবারও বলতে লাগলো,
–আর একটু হলে বিন্দু পরেই যেত। তখন কী অবস্থা হতো ওর? এই অবস্থায় যে কিভাবে দৌড়ে রুম অব্দি এসেছে আল্লাহ মাবুদ জানে। ভয়ে ও কথাই বলতে পারছিলো না। ও কোন সাহসে এই বাড়ির বউয়ের দিকে চোখ তুলে তাকায়? ওর বউ কী কম সুন্দর যে অন্য মেয়েদের দিকে ওর তাকাতে হবে। মা তুমি ওকে এক্ষুণি বলো আমার বাড়ি ছেড়ে বেড়িয়ে যেতে বলো। আমি আমার বাড়িতে এমন অজাতশত্রুকে রাখবো না। ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি কতটা জানোয়ার ও। বিন্দুর কী অবস্থা! এর মধ্যে ওর এসব চিন্তা কী করে মাথায় আসে!”
শিরিনা বেগম এ পর্যায়ে মুখ খুললেন। সোহেলের উদ্দেশ্যে বললেন,
–বাবা বালোই রুপ দেখিয়েছো এবার বিদেয় হও। তোমার স্পর্ধা দেখে আমি অবাক না হয়ে পারছি না৷ আমার ঘরের বউয়ের দিকে তুমি নজর দাও। আমার এমন শত্রু আমি তো পালতে পারবো না।”
সোহেল বিড়বিড় কিন্তু স্পষ্ট স্বরে বললো,
–বিশ্বাস করেন মা আমি কিছু করিনি। ভাইয়া অযথা আমাকে ভুল বুঝছে।”
শিশির সঙ্গে সঙ্গেই ঠাটিয়ে একটা থাপ্পড় মারলো সোহেলকে।
–তাহলে তুই কী বলতে চাইছিস? ও ইচ্ছে করে তোর নামে মিথ্যে বলেছে? ওর কী লাভ তোর নামে মিথ্যা বলে?”
শিরিনা বেগম ছেলেকে বাঁধা দিয়ে বললেন,
–বাদ দে এসব। এসব নোংরা মানুষের গায়ে হাত দিয়ে নষ্ট করার মানে হয় না।”
এরপর সোহেলের উদ্দেশ্যে বললো,
–এবার তুমি বাড়ি থেকে বের হও বাপু। যা বলার আমরা তোমার গার্ডিয়ানের সাথে বলবো। আর ঝামেলা বাড়িও না।”
বিন্দু তখনই রিদির রুমে আসলো। আর শিরিনা বেগমের কথাটা শুনেই ফললো।
–আপনাকে আমার কিছু বলার আছে।”
শিশির বিন্দুকে দেখেই বললো,
–তুমি এখানে কেন এসেছো?”
বিন্দু সে কথার জবাব না দিয়ে বললো,
–ওনাকে এবারের মতো ক্ষমা করে দেন। এখন এত রাতে বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই।”
কথাটা শুনেই শিশিরে চোয়াল শক্ত হয়ে এলো। জোরে ধমক দিয়ে বললো,
–এক্ষুণি ঘরে যাও। পাকামী করতে কে বলেছে তোমাকে?”
বিন্দু এর আগে কখনো শিশিরের এতটা রাগ দেখেনি। চোখ জোড়া ভয়ংকর লাল দেখাচ্ছে শিশিরের। বিন্দু চোখ নামিয়ে নিলো শিশিরের চোখ থেকে। জোরে ধমক খেয়ে কেঁপে উঠলো। চোখে একদম পানি চলে এলো৷ হঠাৎ এত জোরে ধমক খাওয়ায় কিছুটা ভয়ও পেয়েছে। চুপচাপ নিজের রুমে চলে গেল।
বিন্দু চলে যেতেই শিরিনা বেগম বললেন,
–এবার বের হও তাড়াতাড়ি। ”
সোহেল চুপচাপ লুঙ্গি আর টিশার্ট পরেই বাড়ি থেকে বেরিয়ে গেল। শিশির রিদির রুম ছেড়ে বেরিয়ে আসার আগে শিরিনা বেগমের উদ্দেশ্যে বললো,
–রিদিকে বোঝাও মা। ও যদি ওই ছেলের সাথে সংসার করতে চায় তাহলে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আজ বিন্দুর দিকে হাত বাড়িয়েছে। কাল অন্য মেয়ের দিকে যে হাত বাড়াবেনা তার কোনো গ্যারান্টি নেই। ওর মধ্যে মিনিমাম রেসপেক্টটুকুও নেই থাকলে এই জঘন্য কাজটা কিছুতেই করতে পারতো না। ওকে বোঝায় ভালো করে। তারপর আমাকে জানিও। আমি উকিলের সাথে কথা বলে ডিভোর্স ফাইল করবো।”

শিশির কথাগুলো বলেই নিজের রুমে চলে এলো। বিন্দু ব্যালকনিতে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। শিশিরের উপস্থিতি টের পেতেই চোখ-মুখ মুছে নিলো। শিশির নরম গলায় বললো,
–কাঁদছো কেন?”
–নিঃশ্চুপ!
–কী হলো? চলো ঘুমাবে।”
–আমি যাব না। আপনি যান। আর এই কাজটা কারার আগে একবার রিদির কথাও ভাবা উচিত ছিলো আপনার!”
–বিন্দু রিদি আমার বোন ওর নিশ্চই খারাপ চাইবো না আমি। আর ওর জন্য যেটা ভালো আমাকে সেটাই তো করতে হবে। ভেবেছিলাম ছেলেটা ভালোই। আর অন্য যাদেরকে জিজ্ঞেস করেছি তারাও ভালোই বলেছিলো। তাই বিয়েটা দিয়েছি। কিন্তু কে জানতো এর মনে মনে এতটা শয়তানী। যাই হোক এখন চলো ঘুমাবে।”
–ঘুমাবো না আমি।”
–মাথায় হাত বুলিয়ে দেব। আদর করবো। চুমু দেব হবে?”
বিন্দু ভেংচি কেটে বললো,
–যাব না বলছি তো যাবই না।”
–বিন্দু ফালতু টপিক নিয়ে জেদ করো না।”
–জেদ করলে কী করবেন? আবারও ধমক দেবেন তাই তো?”
–স্যরি।”
বিন্দু অভিমানী গলায় বললো,
–আমি খুব ভয় পেয়েছি তখন।”
শিশির হাত বাড়িয়ে বিন্দুকে কাছে টেনে নিলো। বিন্দুও চুপচাপ সেটিয়ে রইলো শিশিরের বুকের মাঝে। এত কেন শান্তি লাগে এই জায়গায় মাথা রাখলে! নিজেকে এইটুকু জায়গার রাণী মনে হয়। মনে হয় শিশির এই জায়গাটা শুধুমাত্র বিন্দুর নামে লিখে দিয়েছে।আজকাল নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় বিন্দুর। আর সবচেয়ে যেটা বেশি মনে হয় সেটা হলো শিশিরের এই বক্ষদেশ পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বিন্দুর জন্য যেখান থেকে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না!

চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here