বসন্তের_এক_সন্ধ্যায় #সূচনা_পর্ব

0
630

‘এই যে মিস, আমার সাথে একটু অভিনয় করবেন’?

“হঠাৎ এমন এক অদ্ভুত কথা শুনে পেছন ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির পড়নে কালো রঙের একটি পাঞ্জাবি, উচ্চতা মনে হয় ছয় ফিট, গালে চাপ দাঁড়ি, চোখে চশমা, হাতে কালো রঙের ঘড়ি”। ছেলেটা’কে চিনা চিনা লাগছে কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না..

আমি রোদেলা আহমেদ। ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। বাবা-মায়ের একমাত্র সন্তান। সময় কাটানোর জন্য একটু পার্কে এসেছিলাম তখনই হঠাৎ উপরোক্ত কথাটি শুনলাম…

বর্তমান…

‘আমি একটু অবাক হয়ে বললাম, মানে’?

‘মানে আমি একটা নাটক করছি, আমার সাথে যে নায়িকা হিসেবে পাঠ করার কথা ছিলো সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাই আপনাকে বললাম, আমার সাথে একটু অভিনয় করবেন প্লিজ’?

“আমি আবারও অবাক হলাম এটা ভেবে যে, অপরিচিত কোনো মেয়েকে কেউ এভাবে কোনো কিছুর জন্য অফার করতে পারে”!

‘আপনি কি আমাকে চিনেন’?

‘না’

‘তাহলে অপরিচিত একটা মেয়েকে এমন কাজের জন্য অফার করে দিলেন’?

‘আপনাকে দেখে মনে হয়েছিলো যে আপনি নায়িকার পাঠ খুব সুন্দরভাবে করতে পারবেন তাই আপনাকে অফার করলাম। আর পরিচয় হয়ে গেলেই তো আর অপরিচিত থাকবো না’।

“আমি উনার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। আমি কিছু বলছি না দেখে উনিই আবার বলে উঠলেন…

‘হাই আমি ইশান চৌধুরী। আপনি’?

‘আমি রোদেলা আহমেদ। আচ্ছা আপনাকে যেন আমি কোথায় দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না’..

‘হ্যা ঠিক আমারও আপনাকে চিনা চিনা লাগছে’।

‘😒😒’

‘এভাবে তাকান কেনো সত্যি বলছি। আচ্ছা আপনি কি নারায়নগঞ্জ কলেজে পড়েন’?

‘হ্যা, আপনি জানলেন কিভাবে’?

‘আরে আমিও তো ওই কলেজে পড়ি, অনার্স ২য় বর্ষে। তাহলে আপনাকে কলেজেই দেখেছিলাম কিন্তু কোনোদিন কথা হয় নি’।

‘ওহ্ আচ্ছা’।

‘হুম। তা বললেন না মিস, অভিনয় করবেন কি-না’।

‘আমি তো অভিনয় পারি না’।

‘আমি সব শিখিয়ে দিবো। বেশি কঠিন কিছু না। প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করেন’।

‘ছেলে’টা এতো রিকুয়েষ্ট করছে দেখে বললাম, আচ্ছা আমি একটু ভেবে দেখি’।

‘ঠিক আছে’।

“আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম ইশানের কথাগুলো ভাবতে লাগলাম…
বাসায় এসে যেই কলিংবেল বাজাবো ঠিক সেই সময়ে দেখি দরজার সামনে একটি পার্সেল রাখা আর পার্সেলের উপর আমার নাম লেখা। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আমার নামে কে পাঠালো পার্সেল,,এসব আকাশ-পাতাল ভাবতে ভাবতে পার্সেল’টা নিয়ে বাসায় ঢুকলাম….

চলবে…

#বসন্তের_এক_সন্ধ্যায়
#সূচনা_পর্ব
#Sumaiya_Sumu(লেখিকা)

(এটাই আমার প্রথম লেখা ধারাবাহিক গল্প। আমি একদম কাঁচা লেখিকা। একটু-আধটু লেখার চেষ্টা করি আর কি। আপনাদের মন মতো লিখতে পেরেছি কি’না জানি না। গল্পটা কি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য? রেসপন্স পেলে পরবর্তী পর্ব দিবো। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here