Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালি পর্ব,,০৬

0
368

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালি

পর্ব,,০৬

লেখক,,, Junior

আগে চল গেলেই দেখতে পারবি,,,, রাফিন

তারপর আমি আর রাফিন পিয়ালির কাছে গেলাম,,,,

হাই কেমন আছো পিয়ালী,,, রাফিন

আমি ভালো আছি,,,, কিন্তু আমি স্বপ্ন দেখছি নাতো,,, পিয়ালী

দিনের বেলায় কিসের স্বপ্ন দেখতেছো আবার,,, রাফিন

নাহ মানে রাশেদ ভাই আজ আমার কাছে,,,, আসছে তো,,,, পিয়ালী

কেন আসতে পারে না নাকি, রাশেদ তোমার কাছে,,,, রাফিন

আমি তো সারা জীবনের জন্য চাই,,, কিন্তু রাশেদ ভাই তো শোনে না,,, পিয়ালী

রাফিন,,, আমার কিন্তু রাগ হচ্ছে,,, আমি গেলাম,,,, আমি

আরে রাগিস না,,,, দরকারটা তো তোরই,,,, রাফিন

দরকার বলেই ঐর এসব কথা সহ্য করতে হবে নাকি,,,, আমি

আরে একটু সহ্য কর না,,, রাফিন

ঠিক আছে যা করবি তাড়াতাড়ি কর,,,,, আমি

তারপর রাফিন পিয়ালী কে আবার বলতে শুরু করলো

তোমাকে একটা কাজ করে দিতে হবে পিয়ালী,,,, রাফিন

ও তাই বলি,,, তোমরা তো এমনি আসোনি,,, যখন আমাকে দরকার পড়েছে,,, তখনই আসছো,,,, পিয়ালী

আরে এভাবে বলোনা,,, কাজটা করে দাও প্লিজ,,,, রাফিন

শালা রাফিন কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল,,, মনে হচ্ছে ওইসব ওই করছে,,,,

আচ্ছা বল আগে,,,, কি কাজ,,,, তারপরে ভেবে দেখব,,, করা যায় কিনা,,,, পিয়ালী

আরে সহজ কাজ,,,, একটু অভিনয় করতে হবে,,, তাছাড়া আমরা যতদূর জানি,,, তুমি অভিনয়টা ভালোই জানো,,,, রাফিন

তারপর রাফিন পিয়ালী কে সবকিছু খুলে বললো,,,,

আমি যদি এই কাজ করি,,, তাহলে আমার কি লাভ ভাইয়া,,,, আমাকে উদ্দেশ্য করে বলল পিয়ালী

কিসের লাভ খুজতেছো তুমি,,, একজন বিপদে পড়লে আরেকজন তো সাহায্য করবে,, তাই না,,,,, আমি

ওসব নীতিকথা আমার কাছে চলবে না,,,, আমারে কি লাভ দিবেন তাই কন,,, পিয়ালী

আচ্ছা কি্যলাভ চাও তুমি বলো,,,, আমি

আমার সাথে একজায়গায় ঘুরতে যেতে হবে,,,, সারাদিন আমার সাথে থাকতে হবে,,,, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে আমার,,,, পারবেন তো,,,, যদি পারেন তাহলে আমি আপনার শর্তে রাজি,,,, পিয়ালী

কিইইই😡😡😡😡 সারাদিন ঘুরতে হবে মানে,,,, অন্য কোন কথা বল,,, এটা আমার পক্ষে পসিবল না,,, আমি

😎😎😎😎 তাহলে আপনারা এখন আসতে পারেন,,, আমি আপনাদের কাজ করবো না,,, পিয়ালী

এরকম কিন্তু ঠিক না পিয়ালী,,,, আজ বিপদে পড়ছি বলে,,, যা ইচ্ছে তাই চাইবে,,, আমি

কি চাইলাম এমন,,,, সামান্য একটা দিন ই তো চাইছি,,,,, সারা জীবন তো আর থাকতে চাই নাই☹️☹️☹️ পিয়ালী

আচ্ছা ঠিক আছে,,, তোমার শর্তে আমি রাজি,,,, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে কিন্তু,,,, বিশেষ করে ম্যাডামের সামনে,,,, আমি

সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া,,, আপনি খালি দেখে যান,,,, আমি কি করি,,,, পিয়ালী

আচ্ছা ঠিক আছে,,,, আমরা তাহলে আসি,,,, কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে,,, কেমন,,, আমি

তারপর আমি আর রাফিল চলে আসলাম,,, নিজেদের টেবিলে,,,,

কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল,,,,, অনিতা নাকি আবার ডাকছে,,,, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে,,,, কিছুক্ষণ আগেই আসলাম,,,,

ম্যাডাম আসতে পারি কি,,,, আমি

হুম আসেন তাড়াতাড়ি,,,, সেই কখন না ডাকলাম,,,, এত লেট হল কেন,,,, অনিতা

এখনতো লাঞ্চের টাইম,,,, এখনকার হিসাব ও দিতে হবে,,,, আমি

আমি যখন বলেছি দিতে হবে,,,, কি করলে এতক্ষণ,,,,, অনিতা

গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম,,,, এনি প্রবলেম ম্যাডাম,,,, আমি

কিইইই,,, তোমার গার্লফ্রেন্ড ও আছে,,,,,😱😱😱😱 অনিতা

হুম,,,, কেন থাকবে না,,,, আপনার যদি থাকতে পারে,,,, তাহলে আমারও তো থাকতেই পারে, না,,,,, আমি

হুম তা ঠিক,,,, কিন্তু অফিসে এসে এসব গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবেন না,,, অনিতা

আমি কই দেখালাম,,, আপনি তো জানতে চাইলেন,,,,, আমি
ওহহহ,,,সরি,,,,, মন খারাপ করে বললো,,, অনিতা

আমি এখন যেতে পারি ম্যাডাম,,,,, আমি

হুম জান,,,,অনিতা

আসার সময় দেখলাম,,, অনিতার চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে,,,, কিছুই বুঝলাম না,,, তাহলে কি রাফিনের কথই সত্যি নাকি,,,, অনিতা এখনো আমাকে ভালোবাসে,,,, যদি ভালোবাসতো,,, তাহলে সেদিন,,, ওভাবে , ওই ধলারে জড়িয়ে ধরল কেন,,,,, এসব ভাবতে ভাবতে রাফিন আসলো,,,

আরে কি ভাবছিস এত,,,, এক্স এর প্রেমে পড়ে গেলি আবার নাকি,,,,, রাফিন

আরে না কি বলিস,,,, এমনি,,,, বসে আছি,,,, আমি

ওহহহ,,,, তাই বল,,, আমিতো ভাবছিলাম,,, রাফিন

তোর সব সময় খালি ফাজলামো,,,, এসব বাদ দিয়ে ভালো করে কাজ কর,,,, না হলে কিন্তু,,, বুঝতেই পারছিস,,,,, আমি

হুম বুঝতে পারছি,,, শালা তোর জন্যেই এত কিছু করলাম,,, আর এখন আমাকেই কথা শোনাচ্ছিস না,,,,, থাক তুই আমি গেলাম,,,,, রাফিন

আরে রাগিস না,,,, আমি তো ভালোর জন্যই বললাম,,,,, আমি

হুম,,, আচ্ছা কাজ কর আমি গেলাম ,,,,, রাফিন

তারপর রাফিন চলে গেল,,,, বিকালে আর অনিতা ডাকেনি আমায়,,, ভাবতে পারছি না,,, সকালে কয়েকবার ডাকলো,,,, আর বিকালে কি এমন হলো,,,,

অফিস শেষ করে,,, বাইরে গাড়িতে বসে ছিলাম,, কিছুক্ষণ পর অনিতা আসলো ,,, কোন কথা বললো না,,,,

আমি গাড়ি চালাতে লাগলাম,,, কিছুক্ষণ পর আমি বললাম,,,

কি হয়েছে,,, মন খারাপ নাকি,,, আমি

না,,, মন খারাপ হবে কেন,,, এমনি ভালো লাগছে না,,,অনিতা

তাই বলো,,, আমিতো ভাবছিলাম,,, ওই চিটার,,, নাকি পিটার,,, তোমাকে ধোঁকা দিলো নাকি,,,, সেই জন্য মন খারাপ,,, আমি

রাশেদ সব সময় মজা করবে না,,,, আর পিটার ধোঁকা দিবে কেন,,,, ও আমাকে খুব ভালোবাসে,,,,অনিতা

আমার পিয়ালির চেয়ে বেশি না,,,, আমাকে ছাড়া তো থাকতেই পারে না,,, খুব ভালোবাসে আমাকে,,,, আমি

তাই নাকি,,,, তোমরা ছেলেরাই সব একরকম,,,, শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো,,,, একটা গেলেই আরেকটা খুজো,,,,অনিতা

কে বলছে,,,, তোমরা তাতে ভালো,,, তুমিও তো নতুন খুঁজে নিছো,,,, এখন আমাকে দোষ দিচ্ছ না,,, আসলে তোমার কপালে আমি নাই,,,, আমি

ভালই হইছে,,, তোমার মত প্রতারকের হাত থেকে তো বেচেছি,,,,অনিতা

কথায় কথায় সেই পুরনো দিনগুলোর কথা তুলো কেন,,,, তোমাকে তো বললাম ই,, তখন কোন উপায় ছিলো না,,,, আমি

কি এমন হয়েছিল তোমার,,,, একবার তো ফোনে বলতে পারতে,,,, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না,,,, অনিতা

সে রকম সুযোগ ছিল না,,,, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতাম না,,,, আমি

আগে তো মনে করতাম,,, কিন্তু সেদিনের পর থেকে,,, তোমার প্রতি আর ভালবাসা নাই,,, শুধু আছে ঘৃণা,,,,অনিতা

সেটাই জমিয়ে রাখো,,,, মেয়ে হয়ে জন্মেছে তো ,,, তাই বুঝতে পারো না,,, বাস্তবতা কত কঠিন,,, সব সময় টাকার মধ্যে থাকো,,, আমার জায়গায় তুমি থাকলে,,,, এমনটাই করতে,,, আমি

সেটা আমি জানি,,,, এসব কথা আর বলো না আমার সামনে,,, শুনতে ভালো লাগেনা,,,,,অনিতা

আমি আর কিছু বললাম না,,,,, কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম,,,, বাড়ির কথা খুব মনে পড়ছিল,,,, দুইদিন হল মায়ের সাথে কথা হয় না,,, আমি ইচ্ছা করেই বলি না,,, কথা বললে আরো বেশি খারাপ লাগে,,,,

মাকে ফোন দিলাম,,,,

কেমন আছো মা,,, আমি

ভালো বাবা তুই,,,,মা

আমিও ভাল আছি,,,, জীবন কেমন আছে,,, আমি (জীবন ছোট ভাইয়ের নাম)

জীবন ও ভালো আছে,,,, বাবা একটা কথা বলতাম,,,,মা

বলো,,,,, এভাবে বলছো কেন,,, আমি

কিছু টাকা লাগতো,,,, কয়দিন হলো,,, জীবনের শরীরটা ভালো না,,, তাই একটু ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম,,,,মা

টাকা লাগবে ভালো কথা,,, আগে বলবে না,,,,, এসব কথা কেউ গোপন রাখে নাকি,,, আমি

বললাম না,,, তোর মাসের শেষের দিকে,,, টাকা আছে কিনা,,,,মা

অতকিছু তোমাকে ভাবতে হবে না,,, যখন টাকা লাগবে তখনই বলবে,,,,, আচ্ছা কত টাকা লাগবে,,,, আমি

2000 টাকা দিলেই হবে,,,,, মা,

ঠিক আছে কাল সকালে পাঠিয়ে দেব,,,, ভালো থেকো মা রাখি,,, আমি

তুইও ভালো থাকিস,,,,,মা

তারপর মানিব্যাগটা বের করলাম,,, দেখলাম,,, 700 টাকার মতো আছে,,,, বাকি টাকা কই পাবো,,, এসব ভাবতে ভাবতে রাফিন কে ফোন দিলাম

ওর কাছেও বলে টাকা নাই,,, মাস শেষের দিকে,,, কি যে করি,,, কিছুই মাথায় আসছে না,,,, তাছাড়া এখন বেতন চাইলেও তো মনে হয় দিবেনা,,,, স্যার থাকলে তা ভাবা যেত,,, তারপরে অনিতাকে বুঝিয়ে বলবো,,,, দেখি কি বলে,,,,,

তারপর ফ্রেশ হয়ে,,,, নিশিতাকে পড়াতে গেলাম তার রুমে,,, দেখলাম নিশিতা আর অনিতা হাসাহাসি করছে অনেক,,,, কি যেন নিয়ে,,,, আমাকে দেখে হাসি থামিয়ে দিল,,, তখন অনিতা বলল,,,,

এখানে কি,,,, অনিতা

আমি কিছু বললাম না,,,, তার আগে নিশিতা বলল,,,

আপু,,, রাশেদ ভাইয়া আমাকে পড়ায়,, তাই আসছে,,,,, নিশিতা

তাই নাকি,,,, আচ্ছা দেখি তাহলে,,, তোর স্যার কেমন পড়াশোনা পারে,,,,অনিতা

চলবে

ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here