Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী পর্ব,,,১১

0
343

Ex গার্লফ্রেন্ড যখন বাড়িওয়ালী

পর্ব,,,১১

লেখক,,, junior

তোমার চোখটা ওভাবে ফুলে গেছে কেন,,,, অনিতা

কই ফুলে গেছে,,,, আমার কাছে তো ঠিকই লাগছে,,, আমি

আমাকে মিথ্যা বলার চেষ্টা করোনা রাতুল,,,,,,আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি,,,,তাই আমার কাছে প্লিজ কিছু লুকিয়েও না,,,,অনিতা

আরে বাদ দাও তো,, সত্যি কিছু হয়নি আমার একটু বাড়ির কথা মনে পড়ছিল তাই অনেকদিন হলো বাড়িতে যাই না,,,,,,তুমি মিছাই ভাবতেছো,,, আমি

ওহহ,,, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি,,,,অনিতা

কিইইই😱😱😱😱 তুমি কেন যাবে,, আমি

তাই কি,,, আমি কি যেতে পারি না নাকি,,, প্লিজ নিয়ে চলো,,,, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছা আমার,,,, অনিতা

এটা সম্ভব না অনিতা,,,, তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ,,, এখন যদি আমার সাথে ঘুরতে যাও,,, আঙ্কেল আন্টি খারাপ ভাববে,,, আমি

আরে বাবা মা কিছুই ভাববে না,,, আমি ম্যানেজ করব,,, আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তাই কি,,,,, আমরা তো এখন বন্ধু তাই না,,,অনিতা

আচ্ছা পরে ভেবে দেখব,,, অফিস চলে এসেছে,,,, এসব বাদ দাও,,, আমি

তারপর অফিসে গেলাম,,,, অনিতা কে রুমে দিয়ে নিজের কাজ করতে লাগলাম,,,, অনেক কাজ জমে আছে,,,,

অনেকক্ষণ কাজ করার পর,,, রাফিনের কাছে গেলাম,,,

কিরে মামা,,, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি মে,,, রাফিন

কই ভুললাম রে,,, কাল তো কথা বললাম,,,, তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি,,, আমি

সেটা তো দেখতেই পাচ্ছি,,, আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি,, আর এখনতো,, রাতে একটা মিসকল ও দিস না,,,, রাফিন

আরে বলিস না,, কাল রাতে অনিতার সাথে বেড়াতে গেছিলাম,,তো,,, আমি

কিইই😱😱 বলিস রে মামা,,,, কখন গেলি,,, আর একবার তো বললি ও না ,,, তোর জন্য আমরা এত চিন্তা করি,,, আর তুই অন্যদিকে,,, অনিতাকে নিয়ে মজা করতেছু,,, রাফিন

আরে তেমন কিছু না,,, আমি যেতে চাইছিলাম না,,, জোর করেই নিয়ে গেছিল,,, আমি

তাই নাকি,,, তুমি তো কচি খোকা,,, তুমি কেন যাবে,,, রাফিন

শালা কি বলছিস এসব,,, ইয়ার্কি বাদ দে,,, অনিতা আজকে কি বলছে সেটা শোন আগে,,, আমি

কেন কি বলছে,,, বিয়ে করতে চাইছে নাকি তোকে,,, রাফিন

আরে না,,, আমার গ্রামের বাড়ি যেতে চাইছে,,, কি করব বল তো,,, তাছাড়া কালকে ওর বাড়িতে,, পিটারের এর কথা বলছে,,, বাড়ি থেকে মেনে নিয়েছে,,,, আমি

তোর বাড়ি কেন যাবে,,, বিয়ে করতেছে অন্যজনকে,,, এবার একটু বেশি বেশি করছে অনিতা,,,, সব কিছু ঠিকই ছিল ,,,, ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারতো,,,, ওর চিন্তা বাদ দে,,, তুই পিয়ালী কে বিয়ে কর মামা,,, ও তোকে খুব ভালোবাসে,,, রাফিন

আরে কি বলিস,,, পিয়ালী কেন আমাকে ভালবাসতে যাবে,, তাছাড়া ওকে আমি,,, ওইভাবে দেখিনা,,, আমি

হুম রে সত্যি ,, পিয়ালী থেকে অনেক ভালোবাসে,,,, অনেকবার বলতে চেয়েছে,,, কিন্তু সাহস করে বলতে পারেনি,,, রাফিন

হুম, বুঝলাম,,,, কিন্তু তুই এসব জানলি কি করে,,,, নাকি তুই ও আছিস ওর সাথে,,,, আমি

আরে পিয়ালী আমাকে বলছে,,, তাই বললাম তোকে,,, রাফিন

ওহহ,,, পিয়ালী কে তো দেখছি না,,,, আজ আসেনি নাকি,,,, আমি

কি জানি ,,, আমিও দেখিনি সকাল থেকে,,, একবারও আমার এখানে আসেনি,,, প্রতিদিনই অনেকবার আসতো,,, রাফিন

আচ্ছা থাক,,, আমি দেখে আসি,,, আমি

হুম, যা,,, অনেক কাজ পড়ে আছে আমার,,, কাজগুলো সেরে নিই,,, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবিনি,,, রাফিন

খুব ভয় করিস নাকি রে,,, অনিতাকে দেখে,,,,,,, আমি

ভয় করব না,,, প্রথম দিনে যেসব বলেছিলাম,,, তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না,,, চাকরিটা কেড়ে নেয় নি তাই ভালো,,, রাফিন

আচ্ছা থাক,,,, আমি যাই,,, আমি

তারপর পিয়ালির রুমের দিকে গেলাম,,, কিন্তু সেখানে গিয়ে পিয়ালী কে দেখলাম না,,, কিছুই বুঝতেছি,,না,,, পিয়ালী তো অফিস মিস করে না,,, কোন সমস্যা হলো নাকি,,,, অনেকবার ফোন দিলাম,,, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে,,,, মনে হয় বিজি আছে,,,

কিছুক্ষণ পর অনিতার ডাক পড়লো,,,,,

কি ব্যাপার ডাকছো আমায়,,,, আমি

হুম,, কেন ডেকে ডিস্টার্ব করলাম নাকি,,,,অনিতা

না ডিস্টার্ব করার কি আছে,,, আপনার অফিস,,, আপনি যা বলবেন সেটাই হবে,, আমি

হুম,,, আচ্ছা চলো এক জায়গায় যাব,,,,অনিতা

আজ আবার কোথায় যাবে,,,, আমি যেতে পারব না,,, অনেক কাজ জমে আছে আমার,,, আমি

কিসের কাজ,,, আমি বলছি যখন যাবে,,,, আর ভুলে যেও না তুমি আমার পার্সোনাল সেক্রেটারী,,,, আমি সেখানে যাব সেখানে তোমাকে যেতে হবে,,,, আর কাজের বিষয় আমি দেখে নেব ,,,অনিতা

আচ্ছা তাহলে যাবো,,, কিন্তু কোথায় যাবে আবার আজ,,,, আমি

পিটারের সাথে দেখা করতে যাবো,,, তারপর ওকে বাড়িতে নিয়ে যাবো,,, কাল না রাতে বাবা ওকে আনতে বলল,,,,অনিতা

ওহহ, তাহলে তুমি যাও,,, আমি গিয়ে কি করবো,,,, আমি

তুমি চলো,,,, তুমি থাকলে আমার বাবাকে বোঝাতে কষ্ট কম হবিনি,,,,অনিতা

আরে নাহহ,,, আমি এটা পারবোনা,,,, তুমি যাও,,,, আমার এক জায়গায় যেতে হবে,,, আমি

কোথায় যাবে তুমি,,,, চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে,,,অনিতা

আমার কাজটা করতে অনেক সময় লাগবে,,,, তার চেয়ে ভালো,,, তুমি যাও,,,, আমি আংকেল কে সব বলে দিবোনি,,, তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি,,,, আমি

ঠিক আছে,,, আমি তাহলে গেলাম,,, তুমি তাহলে অফিসে থাকো,,, সবকিছু দেখাশোনা করো,,,,অনিতা

যাক বাঁচলাম,,,, ওদের প্রেমলীলা আমার দেখতে হবে ঠ্যাকা পড়ছে,,, তাছাড়া ওই পিটারের বাচ্চা কে দেখলেই,,, মাথা গরম হয়ে যায়,,,,,

সারাদিন অফিসেই থাকলাম ,,, কোন কাজই ছিল না,,, এমনি মিথ্যা বললাম,,, যাব না জন্যে,,,, এরপরেও পিয়ালী কে অনেকবার ফোন দিলাম ,,, কিন্তু ফোনটা এখন বন্ধ,,, এখন সত্যি টেনশন হচ্ছে,,, ওর বাড়ির পরিচয়টা জানি না,,, রাফিন ও নাকি জানেনা,,,,

সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরলাম,,, এরমধ্যে অনিতার সাথে আর কোন কথা হয় নাই,,, বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম,,,, সকলের মনে খুশির আভাস,,,, মনে হয় বিয়ে টা ঠিক হয়ে গেছে,,,

আমাকে দেখে আংকেল বলে উঠলো,,,

কি ব্যাপার রাশেদ ,,, কোথায় ছিলে সারাদিন,,,, আঙ্কেল

আমিতো অফিসে ছিলাম,,, তাছাড়া একটু জরুরী কাজ ছিল তো আমার,,, তাই অনিতা ম্যাডামের সাথে যেতে পারিনি,,,, আমি

তুমি কাজটা ঠিক করোনি বাবা,,, এমন একটা শুভ কাজ তোমাকে ছাড়া ঠিক করলাম,,,, তুমি তো আমাদের বাড়ির একজন ,,,, আঙ্কেল

সরি আঙ্কেল,,,, আর এমন হবেনা,,,, বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি ,, আমি

হুম বাবা,,, এই মাসের 21 তারিখে বিয়ে,,,, ছেলেটার সাথে কথা বললাম,,, ছেলেটা ভালো,,, অনিতা কে খুব ভালোবাসে,,,, আর ইসলাম ধর্ম গ্রহণ করবে,,, আঙ্কেল

ওহহ ,,তাহলে তো ভালোই,,, আমি

হুম,,,, বিয়ের সবকিছু কিন্তু তোমাকেই করতে হবে রাশেদ,,, প্রথম মেয়ের বিয়ে বলে কথা,,,, আঙ্কেল

ঠিক আছে,,, সব দায়িত্ব আমার,,, আপনার কোন চিন্তাই করতে হবে না,,, আমি

বাচালে বাবা আমায়,,,, অনেক টেনশনে ছিলাম,,, আচ্ছা তুমি যাও ফ্রেশ হয়ে নাও,,, সারাদিন অফিস করে এসেছো,,,, আঙ্কেল

ঠিক আছে,,,, আমি

তারপর ফ্রেশ হয়ে,,, ছাদে গেলাম,,,, কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছিনা,,, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ,,, কয়েকদিন পর অনিতার বিয়ে,,, সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে,,,,,

একটু পর,,, নিশিতাআসলো ছাদে,,,,,,

কি ব্যাপার ভাইয়া,,, এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে,,, নিশিতা

এমনি দাঁড়িয়ে আছি,,,, ভালো লাগছে না,,, আমি

কেন ভালো লাগছে না,,, আমি কিন্তু সেটা জানি,,, কেন এত নিজেকে কষ্ট দিচ্ছেন,,, নিশিতা

নিশিতার কথা শুনে আমার ভেতরটা চমকে উঠলো,,, কি বলছে এসব নিশিতা,,, কিছুই তো বুঝতেছি না,,, তাহলে কি ওসব জেনে গেল নাকি,

চলবে

ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here