মন_বাড়িয়ে_ছুঁই ❤ #দ্বিতীয়_পরিচ্ছেদ . #পর্বসংখ্যা_২৭ . ( পর্বাংশ ০১ ) #ফাবিয়াহ্_মমো .

0
938

#মন_বাড়িয়ে_ছুঁই ❤
#দ্বিতীয়_পরিচ্ছেদ .
#পর্বসংখ্যা_২৭ . ( পর্বাংশ ০১ )
#ফাবিয়াহ্_মমো .

হুল্লোড় উঠেছে দেlশে। চারিদিকে উlত্থাlল অবস্থা। যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলো মাহতিম, সেই মাহেন্দ্রক্ষণটি এসেছে। আসলেই ইতিহাস পুনরাবৃত্তি ভালোবাসে। সেদিনও এরকম হৈচৈ ছিlলো, সবার মধ্যে জ্বাlলামlয়ী অবস্থা সোlচ্চার ছিলো, সেদিন সকলে তৎপর ছিলো ওয়াসিফ পূর্বের জন্য। তবে আজ সেটা বদলে গেছে। এমনভাবেই বদলেছে, সেখানে পাlপীlদের খোlলাlশা হচ্ছে। তবে মাহতিম নেই। মিডিয়া তাকে নিয়ে খবর পেশ করেনি। রাত থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। আজ যেখানে প্রতিটি চ্যানেলে-চ্যানেলে লাlইভ টেlলিকাlস্ট চলছে, সেখানে বৃষ্টির প্রকোপ কিছুটা কম। জlনগlণের মধ্যে চলছে উত্তেlজlনার ঝড়। কেউ-কেউ সাংlবাদিlকের মাlইক টেনে ভlয়াlবহ কথা বলছে। কেউ-কেউ ক্ষোlভে ফেটে পরছে। সাlর্বিক পরিস্থিতি সাlমাল দিতে পুlলিlশ বাlহিনি নেমেছে, কোনো খাlরাlপ অবস্থা দেখতে পেলে কlঠোlর পদক্ষেপ নেবে। শীlর্ষস্থাlনীয় চার নেlতাlর সমস্ত কূlকীlর্তি প্রতিবেদন আকারে বেরিয়েছে। সেখানে চারজনই ক্ষlমতাlর অlপব্যlবহার করেছে বলে প্রমাণিত। দেlশেlর ভাবমূlর্তি নlষ্ট করেছে তাlরা। গোপনে-গোপনে বিভিন্ন র‍্যাlকেlট চালিয়েছে। তন্মধ্যে বহুল ও নিlকৃlষ্ট কাজ ছিলো অlস্ত্র ব্যlবসা। বিভিন্ন অlস্ত্রাlদি দেlশেlর মাlটিতে আlনার জন্য তাদের দলটা বেশ প্রসিদ্ধ। এছাড়া গ্রাম থেকে শিlশু-নাlরী-বৃlদ্ধকে প্রlলোlভন দেখিয়ে অlপহlরণ করা হতো। এরপর তাদের খlদ্দেlর খুঁজে জাlয়গামতো বেlচে দিতো। বৃlদ্ধদের চাlলাlন করতো রান্নাবান্না ও ঘরকন্না দেখার জন্য। আর নাlরীদের দিয়ে করানো হতো নিlষ্ঠুlর ব্যlবlসা। শিlশুlদের কlঠিlন-কঠিন কাlজে পাঠাতো হতো, এছাড়া বিভিন্ন কর্ম তো ছিলোই। এর চেয়েও জlঘlন্য কাজ ছিলো, অভ্যন্তরীণ সlন্ত্রাlসীlদের কাছে অlস্ত্রেlর লেlনlদেন। কুlখ্যাlত আlসাlমি কালাম সরদারকে নানাভাবে সাহায্য করেছে। এসব নিয়ে বিস্তারিত আকারে প্রকাশ পেয়েছে আজ।

সদ্য ঘুম থেকে উঠেছে রোকনুজ্জামান। হাত-মুখ ধুয়ে আরাম কেদারায় বসেছে। দোল খেতে-খেতে টিভি চালু দিতেই বরফের মতো শক্ত হয়ে গেলো। দু’চোখ বিস্ফোরিত করে টিভির পর্দায় চেয়ে রইলো। ইতিমধ্যে দোল খাওয়াটা থেমে গেছে। নিশ্বাসটা এই বুঝি আঁটকে আসছে! কি দেখাচ্ছে এসব? কি করে সম্ভব!

‘ শীlর্ষস্থানীয় নেlতা হাসান রোকনুজ্জামান, খয়ের শাহ্, আবুল বাশার এবং জনপ্রিয় সlমাজlসেlবক রামচন্দ্র চ্যাটার্জীর বিlরুlদ্ধে লোlমহlর্ষক প্রlতিবেlদন ফাঁlস হয়েছে। সেখানে জানা যায়, তারা বিভিন্ন রকম অlনৈlতিক কlর্মকাlণ্ডের পাশাপাশি গlর্হিlত কাজের সাথে লিlপ্ত ছিলো। তাদের বিlরুlদ্ধে কোনো প্রকার শক্ত প্রlমাlণ পাওয়া যায়নি। দিনের-পর-দিন সেই সুযোগে সকলের চোখে ধূlলো দিয়েছে। দেlশেlর এমন বিশ্বাসভাজন নেlতাlরা যদি নৈlরাlজ্যের পথে শাlমিল হয়, তবে দেlশেlর জlনগlণ কাকে বিশ্বাস করবে? খুব শীঘ্রই তাদের বিlরুlদ্ধে আlইlনী পরোlয়াlনা জাlরি করা হচ্ছে। আমরা এখন আছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। আপনারা — ‘

আর কিছু শুনতে পেলো না। থরথর করে সারা শরীর কাঁপছে। নাড়ি স্পন্দন বেড়ে গেছে। গলা দিয়ে একটা শব্দও আসছে না। মাথা গুলিয়ে যাচ্ছে। পlরোlয়াlনা জাlরি মানে? গ্রেlফlতার করবে? জেlলে পুlড়lবে? এটা সম্ভব না! কোনোভাবেই সম্ভব না। ওই কুlলাlঙ্গার বাচ্চা তো মlরে গেছে। তাহলে এই কাজ কে করলো? কিচ্ছু মাথায় ঢুকছে না। সব এলোমেলো লাগছে। কি সর্বনাশ হলো! এখন? এখন কি করবে? পাlলাবে? সবকিছু তার বিlরুlদ্ধে চলে গেছে। এখন দল থেকে বেlর তো করবেই, সেই সাথে কঠিন শাlস্তি দিবে। রোকনুজ্জামান গলা ছেড়ে চাকরদের ডাকলো,

– এ্যাই! কে আছিস? জলদি এদিকে আয়!

ডাক শুনে বিশ্বস্ত চাকরদুটো ছুটে এলো। মাথানত করে বললো,

– জ্বে, স্যার।

রোকনুজ্জামান তাড়াতাড়ি করে আলমারি খুললো। একটা ড্রয়ার থেকে টাকার দুটো বান্ডেল নিয়ে চাকরের দিlকে ছুঁlড়লো। তর্জনী তুlলে ধlমlকের সাথে বললো,

– যদি আমার ব্যাপার নিয়ে পুlলিlশের কাছে মুখ খুলোস, আমি কিন্তু তোদের দুইটাকে বাঁlচlতে দিবো না। টাকা নিয়ে আlন্ডাlরগ্রাlউlন্ডে চলে যা। আমার কথা জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে যাlবি না। যদি পুlলিlশেlর গlন্ধ পাস, সাlরেlন্ডার করার টাইমে পাlলাবি। পাlলাlনোর টেlকlনিক জানোস না? বিlষ খাওয়ার নাটক ধরে চিৎ মেlরে শুবি। ঠিকআছে?

কথাটা বুঝিয়ে দিলো সে। টিভির পর্দায় তাকিয়ে আবার ঢোক গিললো। এবার চ্যাটার্জী মশাইকে ধরা হচ্ছে। তার মানে এখন তাকে ধরার পালা। খুব দ্রুত এখান থেকে পাlলাlতে হবে। তাকে ধlরা পরা যাবে না। এই মাহতিমের বাlচ্চাlকে খুবই আরামের মৃlত্যু দিয়ে ফেlলেছে। এই শাlলাlকে আরো ধুকে-ধুকে খুlন কlরা উচিত ছিlলো। শাlলাlটা চরম ক্ষlতি করলো। রাlগে-ক্রোধে শlরীlরের রlক্ত টগবগ করছে। আজ যদি সময় থাকতো, ওই মেহনূরকে ধরে সমস্ত রাlগ পুlষিlয়ে নিতো। হিংlস্র কুlকুlরের মতো ছিঁlড়ে-ছিঁlড়ে ওই সুন্দlরীকে ধ্বংlস করতো। ওর বউয়ের নাম-নিশানা ভালোমতো ঘুlচিlয়ে দিতো সে। কিন্তু আফসোস! ব্যর্থ হচ্ছে।

.

মেহনূর নিজেকে বোঝালো, অনেক করে বোঝালো। সবকিছু ঠিক আছে, এমনটাই নিশ্চিত করলো। এখনো স্থির হয়নি, মনটা শান্ত হয়নি। রাতটা নির্ঘুম কেটেছে। বিlধ্বlস্ত লাগছে নিজেকে। একমূহুর্তের জন্য চোখদুটো লাগেনি। আয়নায় তাকালো সে। একটু আগে গোসল সেরেছে। এখন স্বাভাবিক দেখাচ্ছে কিছুটা। মেহনূর ফোনটা হাতে নিলো। আকাশটা বড্ড কালো। যদিও বৃষ্টি কম, কিন্তু আবহাওয়া ভালো না। তর্জনী দিয়ে স্ক্রল করতে-করতে কাঙ্ক্ষিত নাম্বারে ট্যাপ করলো। ফোনটা কানে চেপে আয়নায় তাকালো সে, চোখের দৃষ্টি শক্ত করে রেখেছে। ওপাশ থেকে রিসিভ হতেই দম ছাড়লো মেহনূর, যেন কঠিন কিছু বলতে সশlস্ত্র কায়দায় প্রস্তত। কন্ঠে শঠতা বজায় রেখে গাম্ভীর্য স্বরে বললো,

– গাড়ি নিয়ে আসুন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, জিজ্ঞেস করবেন না। আপনার বসের অজুহাত দিবেন না। কৈফিয়ত শুনতে আগ্রহী নই। পাঁচ মিনিটের ভেতর গাড়ি চাই।

নোমান ভ্রুঁ কুঁচকে ফেললো। একদম বসের মতো কথা বলছে, তাঁর স্টাইলে আদেশ দিচ্ছে। এটা কি ম্যাডামের কন্ঠ? তবে বিশ্বাস হচ্ছে না কেনো? বাইরের অবস্থা ভালো না। সlত্যটা ফাঁlস হবার পর তুlমুlল অবlস্থা চলছে। কখন-কোনদিক দিয়ে বিlপlদ আসে, বলা যায় না। রেসিডেন্সিয়াল এরিয়া বাদে সব এলাকা প্লাবিত। জলাবদ্ধতার জন্য রাস্তা আঁটকে আছে। প্রকৃতির রূঢ় অবস্থা দেখে নোমান অজান্তেই ঢোক গিললো। থাই গ্লাসের বাইরে দৃষ্টি রেখে মলিন স্বরে বললো, ‘ স্যার, সবসময় তো আপনার পাশে থাকলাম। এবারই থাকতে পারলাম না। ম্যামের কথা চিন্তা করে আপনি আমাকেই নিলেন না। আপনার কমান্ড শুনতে-শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন কারো কমান্ড মানি না। স্যার, একবার খালি সিগন্যাল দিন। একটাবার! আর কতো ধৈর্য্য ধরবো স্যার? ‘ নোমান আক্ষেপের সাথে চোখ নামালো। মাহতিমের ফোন সুইচড্ অফ। ধৈর্য্য ছাড়া উপায় নেই। যেমনটা বসের বেলায় করে থাকে, তেমনটাই করলো সে। পাক্কা পাঁচ মিনিটের ভেতর গাড়ি নিয়ে পৌঁছলো। এদিকে মেহনূর একা বেরোয়নি, সঙ্গে নীতি এসেছে। নীতি এখনো জানে না, মেহনূর কোথায় যাচ্ছে। কিছুক্ষণ আগে মেহনূর ঘরে এসে বলে,

– আপু কি ফ্রি আছো?

নীতি সবে বিছানা গোছাচ্ছিলো। সময় তখন নয়টা। মেহনূরকে দেখে মিষ্টি হাসিতে বললো,

– অবশ্যই ফ্রি। কোথাও যাচ্ছো নাকি?

মেহনূর ভাণ-ভণিতা করেনি। সোজাসাপ্টা বলে দেয়,

– তোমার সঙ্গ লাগবে। যেখানে যাচ্চি, সেখানে একা যাবো না। তোমার ভাইয়া শুনলে পছন্দ করবেন না। যেখানে যাচ্ছি, সেখানে তুমিও চলো। যদি সঙ্গে আসো, আমি খুশি হবো।

নীতি ‘ না ‘ করেনি, গলায় ওড়না প্যাঁচিয়ে রওনা দিয়েছে। কিন্তু মেহনূরের অবস্থা দেখে প্রশ্ন করার সাহস হচ্ছে না। আজ কেমন যেন লাগছে। ‘ পোlল্ট্রি মুlরlগি ‘ উপাধি পাওয়া মেয়েটা আচানক বদলে গেছে। তার দেহভঙ্গিমা প্রগতিশীল নারীর মতো ঠেকছে। মাহতিমের অনুপস্থিতিতে এই রূপটা আগে দেখেনি। আড়চোখে মেহনূরের অবস্থা লক্ষ করলো নীতি। ঠিক বাঁ-পাশে বসেছে মেয়েটা, যেদিকটায় মাহতিম বসতো। গাড়িটা চলতে-চলতেই মেহনূর দিক বাতলে বললো,

– সামনে গিয়ে বাঁয়ে নিবেন। গাড়িটা সেখানেই থামাবেন, যেখানে জাফল উদ্দিনের বাসা।

কথাটা কানে যেতেই চমকে উঠলো নীতি। দৃষ্টি জোড়া বড়-বড় করে মেহনূরের দিকে চাইলো। নোমানও হতবুদ্ধির মতো ব্রেক কষে ফেললো। সেও মাথা ঘুরিয়ে মেহনূরের দিকে তাকাবে, তখনই নীতি ইতস্তত সুরে বললো,

– তু-তু-মি, তুমি কার কাছে যেতে চাচ্ছো?

মেহনূর ভাবলেশহীন। জানালার বাইরে দৃষ্টি রেখে শান্ত গলায় বললো,

– মেজর জাফর উদ্দিন, বাংlলাlদেlশ সেlনাবাlহিlনীর প্রাlক্তন সদlস্য। আমি তাঁর কাছে যেতে চাচ্ছি।

একইসাথে ঢোক গিললো নোমান ও নীতি। দুজনই অবাকের শেষ সীমানায় বসে আছে। নোমান দৃষ্টি ঘুরিয়ে নীতির পানে চাইলো, নীতিও একইভাবে নোমানের দিকে তাকালো। চক্ষু ইশারায় গাড়িটা চালাতে বললো নীতি। নোমান সেই মতো সম্মতি জানিয়ে ইন্ঞ্জিন চালু দিলো। গাড়িটা ঠিকঠাক মতো গন্তব্যে এসে থামলো। ছয়তলা দালানের কাছে সোনালী নামফলকে ‘ Jafor Uddin লেখা। সেখান থেকে চোখ সরিয়ে ভেতর ঢুকলো ওরা। নোমান কাঙ্ক্ষিত ফ্লোরে গিয়ে দরজায় বেল ঠুকলো। ভেতর থেকে একজন চাকর গোছের ছেলে উজবুক গলায় বললো,

– কে আপনারা? কি চান?

নোমান কিছু বলতে নিচ্ছিলো, তার আগেই বাঁধা দিলো মেহনূর। নিজের পেশকৃত জবাবটা ছেড়ে দিলো সে,

– জাফর উদ্দিনকে ডাকুন। বলুন, মাহতিম আনসারীর সহধর্মিনী এসেছে।

মেহনূর এবার নোমানের দিকে ফিরলো। আদেশসূচক কন্ঠে শক্ত গলায় বললো,

– নিচে গিয়ে অপেক্ষা করুন। এ পযর্ন্ত আসার জন্য ধন্যবাদ নোমান ভাই। আপনি এবার যেতে পারেন।

মেহনূরের মুখে যাওয়ার কথা শুনে অবাক হয় নোমান। নীতিও হতবুদ্ধির মতো থম মেlরে আছে। মেহনূরের একেকটা কীর্তিকলাপ প্রশ্নবিদ্ধ করছে। নোমান চলে যাওয়ার কয়েক মিনিটের মাথায় জাফর উদ্দিন আসে। ভদ্রলোক বেশ অপ্রস্তুত মুখে তাকিয়ে আছে। আজ পযর্ন্ত মেহনূরকে দেখেনি সে, তাও এমন আকস্মিক আগমন দেখে কিছুটা ভড়কে গেছে। গায়ে সাদা লুঙ্গির উপর পাতলা ফতুয়া চাপিয়েছে। সামনে আগত মেয়েটির দিকে আপাদমস্তক তাকালো, দৃষ্টি বুলানো শেষে কৌতুহল গলায় বললো,

– তুমিই আনসারীর বউ?

মেহনূর এক পা এগুলো। সম্ভ্রান্ত অবস্থা বজায় রেখে মার্জিত সুরে বললো,

– জ্বী। আমি আপনার বন্ধু মেহেদি আনসারীর পুত্রবধূ। আমি কি একটু বসতে পারি? আপনার সাথে কিছু কথা ছিলো, সেগুলো জেনেই চলে যাবো।

ভদ্রলোক সৌজন্যসূচক হাসি দিলো। যেমনটা তিনি আনসারীর মুখে শুনেছিলো, মেয়েটার আচরণ তার চেয়েও চমৎকার। নিজের জন্য সঠিক মেয়েটি নির্বাচন করতে ভুলেনি আনসারী। আত্মগরিমাসুলভ ব্যক্তিত্ব, কথাবার্তায় বিচিত্র ধরনের শোভা টের পাচ্ছে। জাফর উদ্দিন প্রফুল্ল হয়ে সোফায় বসতে বললো। কন্ঠস্বর নরম করে প্রসন্ন হাসিতে বললো,

– তোমার আগমনে বেশ অবাক হয়েছি। আমার এই বাড়িটায় তোমার স্বামী একদিনও আসেনি। আগেরটায় এসেছিলো। কতো করে বললাম, ‘ একবার আসো ‘ ; কিন্তু ও ব্যস্ত মানুষ। বোসো মা। গিন্নিকে একটু চা-পানির জন্য —

তৎক্ষণাৎ বাঁধ সাধলো মেহনূর। মেহনূর কুশলী ব্যাপারটা নিতে চাচ্ছে না। মোদ্দাকথায় ফেরার জন্য আনচান করছে মনটা। নীতির সামনে শুরু করবে কিনা দ্বিধায় আছে সে। কোনো গড়পড়তা না-করে স্পষ্ট গলায় বলে,

– আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানবেন। জানানোর কাজটা কে করেছে আমি জানি; কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু জানি, আপনি আমার শ্বশুরমশাইয়ের বন্ধু। বয়সে আমি খুবই ছোট। তাই আপনাকে ‘ কাকা ‘ বলে ডাকবো। আজ আপনার কাছে এসেছি, কেননা সত্য জানাটা প্রয়োজন। ‘ কাকা ‘ বলে যেহেতু ডেকেছি, দয়াকরে সেই মানটুকু রাখবেন। যা জানেন সব খুলে বলবেন। আমার শ্বশুরমশাইকে কেন মাlরা হলো? দুই নাম্বার, এ সংক্রান্ত ব্যাপারে আপনি কি কি জানেন? দুটো প্রশ্নের উত্তর দ্রুততার সাথে দিবেন। আমি সময় নষ্ট করতে চাচ্ছি না।

প্রশ্নগুলো ছিলো এমন, যেন গালে কেউ সপাটে চlড় মাlরlলো। আকস্মিকভাবে চlড় খেlলে কানটা যেমন ভোঁ-ভোঁ করে, মস্তিষ্কে তেমনই ঠেকলো। যেই ঘটনা কোনোদিন ঘাঁটাতে চায় না, জানাতে চায় না, সেটা নিয়েই আগমন। তবে কি সব বলবে? খুলবে বলবে? কয়েক মূহুর্ত চুপ থেকে চিন্তাভাবনা রলো। পরক্ষণে অধর কামড়ে নিরুদ্যম সুরে বললো,

– সর্ষের ভেতর ভূত ছিলো, যেটা মেহেদি বুঝতে পারেনি। মেহেদি খুব ভালো ছিলো। তার চেয়েও বড় কথা, ওর মতো ইমানদার লোক আর দেখিনি। একসাথে ট্রেনিং, একসাথে প্রোমোশন, সবকিছু একসাথে করেছি। আমাদের প্ল্যান ছিলো, দুই বন্ধু একই দিনে বিয়ে করবো। কিন্তু মেহেদি গ্রামের একটা মেয়েকে বিয়ে করলো। বিয়ের পর সবই ঠিকঠাক ছিলো। যেমনটা সব পরিবারে ঘটে থাকে। মারজা ভাবীও অমায়িক মানুষ, ততদিনে আমিও সংসার ধর্মে ব্যস্ত। মেহেদি কোনোদিন ভাবতেও পারেনি, ওর কাছের মানুষগুলো মিlথ্যুক ছিলো। আমার প্রাণের বন্ধুটা যাদের বিশ্বাস করতো, তারা একেকটা ঘাlতlকের চাইতেও নিlষ্ঠুlর। প্রায় কয়েক যুগ আগের কথা। তখন কোনো একভাবে অlস্ত্রেlর চালাচালিটা জানতে পারে। অনেক জানার চেষ্টা করেছি, ওকে অনেকবার শুধিয়েছি, ও মুখ খুলেনি। জিজ্ঞেস করেছি, ‘ কিভাবে জানলি খুলে বল্ ‘; ও আমায় বলেনি। একবার শুধু বিরসমুখে বললো, সরষের থাকে ভূত থাকে বন্ধু। ততদিনে ওর কথা আমি —

কথার মাঝপথে থামিয়ে দিলো মেহনূর। অন্যদিকে নীতি উন্মুখ হয়ে আছে। চরম কিছু সত্য কথা জানতে পারছে। আরো কিছু কথা যুক্ত করলো মেহনূর, সাবলীল প্রশ্নে বললো,

– শ্বশুরমশাই কি জানতেন, লোকটা আমার দাদা ছিলো? হান্নান শেখ ভালোমানুষি সেlজে ধোঁlকাবাlজি করতো, জানতেন?

জাফর উদ্দিন দু’চোখ বুজলেন। হত্যদম নিশ্বাসটুকু ছাড়তে-ছাড়তে বললেন,

– হ্যাঁ, মা।

মেহনূর কিছুই বললো না। তার বুক ফেটে কান্না চলে আসছে। কেমন দুনিlয়ায় বাlস করছে? কার কাছে বড় হলো? সবকিছু তাহলে মিlথ্যে ছিলো? ওর পুরো জীবনটাই মিlথ্যে বানিয়ে দিলো? মেহনূর চোখদুটো নিচু করে ফেললো, কোলের দিকে দৃষ্টি রেখে চুপ হয়ে গেলো। জাফর উদ্দিন কিছুক্ষণ নিরব থেকে আবার বলে উঠলো,

– সব জানতো ঠিকই, প্রমাণ করতে পারেনি। শক্ত প্রমাণ ছিলো না। তখনকার আlইlন তো আজকের মতো নড়বড়ে না। তখন অনেককিছুই দেখাতে হতো। আর এখন টাকা ফেললেই কাজ শেlষ। মাহতিমকে প্রচুর বারন করেছি। ছেলেটা শোনেনি। মেহেদির রেখে যাওয়া সূত্র ধরে-ধরে সবকিছু ঘেঁlটেlছে। মাহতিম ওর বাবাকে খুব ভালোবাসতো। কোনোদিন কোনো সন্তানকে নিজের বাবার কেlসে তlদlন্ত করতে দেখিনি, ও করেছে। তারপরও মেহেদির কেlসে শক্ত এ্যাlলিবাlই পায়নি। কতটা দুঃখ নিয়ে কাজটা করেছে সেটা শুধু আমি জানি। ওর ভেতরটা ঝাঁlঝlরা করে দিয়েছে। ওকে তো তোমরা সুস্থ মানুষের মতোই দেখো, হাসিখুশি ব্যক্তির মতো চলতে দেখো, ওর আসল সময়টা শুধু আমি দেখেছি। আমার অপজিট সোফায় বসে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকতো। আমি ড্রিlঙ্কlসের গ্লাস নিয়ে বকবক করতাম, আর ও চুপ করে শুনতো। মাঝে-মাঝে অন্যমনষ্ক গলায় বলতো, ‘ মেlজlর? আমি যদি তখন কোয়ালিফাই হতাম, বাবাকে বাঁlচাlতে পারতাম। আজ এই চাকরি করে কি লাভ? ‘ মারজা ভাবী এখনো মেহেদির বিষয়ে কিছু জানে না। তাকে জানানো হয়নি। শুধু আমি, মাহতিম আর একজন ব্যাচম্যাট জানতো। সেও গতবছর হার্ট এ্যাlটাlকে মাlরা গেছে। এখন এই সত্য শুধু তুমি, নীতি আর মাহতিম জানো। দ্যাখো মা, আজ যে এখানে এসেছো, এই বিষয়ে বাইরে কখনো বোলো না। ছেলেটা তোমাকে নিয়ে খুব চিন্তা করে। কালও যাওয়ার আগে আমাকে বারবার সlতlর্ক করে গেছে, আমি যেন তোমার দিকে নজর রাখি। তুমি আজ বাড়ি থেকে বেরিয়েছো শুনলে খুব চlটে যাবে। আর বিlপদ ডেকো না মা। আজ শীঘ্রই চলে যাও। বাইরের অবস্থা এমনেতেই খারাপ। কাল থেকে আবহাওয়াটাও ভালো না। নোমানকে নিয়ে যত দ্রুত পারো, ফিরে যাও।

মেহনূর চোখ বন্ধ করে ফেললো। হাতের উপর একফোঁটা অশ্রু ঝরে পরলো। ক্ষুদ্র বিন্দুটা দেখতে পেলো ভদ্রলোক। মেয়েটার যে খুব কষ্ট হচ্ছে, সে অনুভব করতে পারছে। মাথায় কি একটু স্নেহের হাত বুলিয়ে দিবে? একটু সান্ত্বনার বাক্য বলবে? মেয়েটার মুখে করুণ ছাপ পরেছে। তারও বড়-বড় দুটো মেয়ে আছে। মেয়েদের চোখে পানি দেখলে ভেতরটাই মুষড়ে যায়। জাফর উদ্দিন নরম গলায় বললো,

– উপরে আল্লাহ্ আছেন মা, ভlয় পেও না। কোনো ভlয় নেই। দুটো হাত তুলে এমনভাবে তাঁর কাছে চাও, যেন মূল্যবান চাওয়াটা তিনি কবুল করে। তুমি আমার ছোট মেয়ে ছোঁয়ার বয়সী। তোমাকে দেখে আমার মেয়েটার কথা মনে পরলো। তুমি কেঁদো না। আজ তো দেlশেlর অবস্থা ভালো না। তোমাকে বাড়ি থেকে তাlড়িlয়ে দিচ্ছি এরকমটা ভেবো না। মাহতিম যদি অনুরোধ না-করতো, তাহলে তোমাদের দুজনকে জোlর করে রেখে দিতাম। গিন্নিকে এতোক্ষনে চুlলোlর ধারে রাখতাম। আমাকে খাlরাlপভাবে নিও না।

এবার নীতির মুখে এক টুকরো হাসি ফুটলো। জাফর উদ্দিনের দিকে ম্রিয়মাণ চাহনিতে বললো,

– আঙ্কেল, আপনি তো সবাইকে ভুলে গেছেন। আগে তো প্রায়ই আসতেন, আমাদের সাথে কতো আড্ডা দিতেন। মামা চলে যাওয়ার পর আর এলেন না। দিনগুলো খুব মিস করি। অতীতটা এতো সুন্দর ছিলো। আজ আপনার মুখে যা যা শুনলাম, নিজের কানকেও বিশ্বাস করাতে পারছি না। মামার মৃlত্যু নিয়ে —

কথাটুকু বলার পূর্বেই চোখ নামালো সে। চট করে ওড়নাটা চোখে চাপে। গলার কাছে কান্নার কুণ্ডলী জমে আছে, নীতি সেটা প্রাণপণে আঁটকাচ্ছে। সামান্য তথ্য জেনেছে বলে মেlরেlই ফেললো? মানুষের বুকে এতটুকু দয়া নেই? এতোটা নিlর্দlয় কিভাবে হয় মাlনুlষ? হঠাৎ পাশ থেকে মেহনূরের গলা ভেসে এলো, কিছুটা পরিশ্রান্ত সুরে জাফরের উদ্দেশ্যে বললো,

– কাকা, আপনাকে খুব কlষ্ট দিলাম। আমার আচরণে যদি আlঘাlত পেয়ে থাকেন, ছোট ভেবে মাফ করবেন। আমার মনটা ভালো নেই। কি বলতে যেয়ে কি বলে ফেলি, নিজেও জানি না। আল্লাহ্ রহম করলে আবার আসবো। আজ চলি। ভালো থাকবেন। আর উনার কথা —

কথা শেষ করতে পারলো না। তার আগেই ফোনটা পৈlশাlচিক সুরে কাঁপছে। যেন হিংlস্র পশুর মতো নীরব হুlঙ্কাlর দিচ্ছে। একইসাথে নীতির ফোনটাও বাজতে শুরু লাগলো। ক্রমাগত দুটো ফোনই বিকট শব্দ শুরু করলো। দুজনই একে-অন্যের দিকে আশ্চর্য চাহনিতে তাকিয়ে আছে। এটা কি কাকতলীয়? একই সাথে কল আসাটা নরমাল? মেহনূর চোখ ঘুরিয়ে কল রিসিভ করলো, ওপাশ থেকে নোমান অlপরাlধীlর মতো বললো,

– সরি, ম্যাম —

বুকটা ধ্বlক করে উঠলো। কি কারণে সরি বললো? কেন বললো? কি করেছে সে? মেহনূর ঝট করে দাঁড়িয়ে পরে। ওপাশ থেকে গাড়ির হর্ণ ভেসে আসছে। নোমান তাহলে কোথায়? তাকে তো নিচে অপেক্ষা করতে বলেছে। প্রচণ্ড উৎকন্ঠার সাথে মেহনূর জিজ্ঞেস করলো,

– কি হয়েছে নোমান ভাই? আপনি কোথায়? আপনি কোথায় আছেন? হ্যালো?

ফোনটা ‘ টুট টুট ‘ আওয়াজ শুরু করলো। মেহনূর কান থেকে ফোন নামিয়ে দেখলো, ‘ The call has ended ‘ লেখা।

চলমান .

#FABIYAH_MOMO .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here