তুমি শুধু আমার – পর্ব ১৬

0
356

#তুমি শুধু আমার
#লেখিকাঃমোনালিসা
#পর্বঃ১৬

রাতে সবাই একসাথে বসে ডিনার করছে,,,বৃষ্টি আর নীলা সবাইকে খাবার সার্ভ করছে,,,,যেই না নীলা আকাশের প্লেটে খাবার সার্ভ করবে,,,,

আকাশ;;কচু শোন,,,রান্না টা কি তুমি করেছো??

নীলা;;কি বললেন আপনি আমাকে,,,

আকাশ;;ও সরি,,সরি,,নীলা,,,তুমি নিজের হাতে রান্না করেছো

নীলা;;না,আমি রান্না করিনি ভুতনী এসে রান্না করে দিয়ে গেছে,,,

আকাশ;;তাই বুঝি,,,তা ভুতনী টা কে তুমি,,,

মেঘ;;আরে তোরা দুইজন এইবার থামবি,,,সবাই দুইজনে কান্ড দেখে হেসে দেয়।

আকাশ,আরে চিপকুুুউউউউ,ও সরি টিনা, তুই তো আগের থেকে অনেক কিউট হয়ে গেছিস,,,,

টিনা;;তাই বুঝি,,,,

আকাশ;;হুমমমমমম,,,,,

বৃষ্টি;;(হুমমমম কিউট না ছাই শাঁকচুন্নি একটা)

আকাশ;;আচ্ছা টিনা এইবার তাহলে তুই বিয়ে টা করে নে বুঝলি কারন মেঘের তো বিয়ে হয়ে গেছে এবার তোর বিয়ে করার পালা,,,,

টিনা;;হে আকাশ আমি তো বিয়ে করবোই তার আগে আমার পথ থেকে বড় একটা কাটাঁ সরাতে হবে,,,,,(বৃষ্টিকে উদ্দেশ্য করে)

মেঘ;;মানে,,,,,

টিনা;;আ,,,আব,,না মানে কিছু না,,,

বৃষ্টি;;(জানি তো শাঁকচুন্নির বাচ্চা তুই আমাকে কাটাঁ বলছিস তুই কেনো এই বাড়িতে এসেছিস এইবার বুঝতে পেরেছি সমস্যা নেই আমি যখন তোর কাটাঁ ঠিক তেমনি তুই ও আমার পথের কাটাঁ আর এই বৃষ্টি জানে কিভাবে তোর মতো পথের কাটাঁ কে সড়াতে হয় আজ থেকে পথের কাটাঁ সড়ানো শুরু করলাম,,,,,খা না খা আর ও বেশি করে খা খুব শখ না আমার বর কে বিয়ে করার তোর নাম তো আমি এমনি এমনি শাঁকচুন্নি দিই নি একটু পরেই সত্যি সত্যি তুই টের পাবি)

টিনা;;আচ্ছা আমার হয়ে গেছে আমি এইবার আসি,,,,

বৃষ্টি;;(হুমমম যা না তারাতারি ঘরে পা রাখতেই ঔষুধের কাজ শুরু হয়ে যাবে,,বৃষ্টি নীলার দিকে তাকাতেই দুইজনেই একসাথে উঠে যায়,,,,,তারাতারি চল এই সিনটা মিস করা যাবে না)

টিনা তার ঘরে ঢুকেই বিছানাতে বসতেই পেট মুচোর দিয়ে উঠে,,,,টিনা তারাতারি করে তার পেটে হাত রাখে,,,,,,
টিনা,আহহহহহহ্ কি হলো আমার??আমার পেট এতো ব্যাথা করছে কেনো,,,,এই বলেই তারাতারি করে টিনা ওয়াশরুমে চলে যায়,,,,,কিছুক্ষন পরেই টিনা ওয়াশরুম থেকে বের হয়ে আসে,,,,

টিনা;;আহহ একটু শান্তি পেলাম,,,,,

—–টিনা যেই না আবার বিছানা তে বসতে যাবে সাথে সাথে আবার পেট মুচোর দিয়ে উঠে,,,,টিনার আর সহ্য করতে না পেরে আবার দৌড় দিলো ওয়াশরুমে,,,,বৃষ্টি আর নীলা জানালার ফাকাঁ দিয়ে এইসব কান্ড দেখছে আর মুখ চিপে দুইজন হাসছে,,,,

বৃষ্টি;;(পেট খারাপের ঔষুধ তাহলে ভালই কাজ করেছে,,,, ভাগ্যিস তোকে ফোন করে বলেছি,,,,শাঁকচুন্নির খাবারে যদি না মিশিয়ে দিতাম তাহলে তো এতো সু্ন্দর একটা বিনোদন আমরা দুইজন সত্যিই মিস করতাম,,,,চল এখন গিয়ে ঘুমিয়ে পরি সারাদিন অনেক পরিশ্রম করেছি,,,,

নীলা;;হুমমমম চলো,,,সত্যিই বিনোদন টা অসাধারন ছিলো,,,,,বলেই দুইজনে চলে আসে,,,

মেঘ সোফায় বসে অফিসের কাজ করছে,,,,বৃষ্টি রুমে এসে বিছানায় বসে মুচকি মুচকি হাসছে,,,,মেঘ বৃষ্টির দিকে তাকিয়ে দেখে বৃষ্টি মুচকি মুচকি হাসছে,,,,তা দেখে মেঘের একটু সন্দেহ হয়,,,,,,

মেঘ;;বৃষ্টি কি হয়েছে তোমার??

বৃষ্টি;;কি হবে আমার,,,,কিছু হয়নি তো,,,,(এইরে বুঝে গেলো না কি)

মেঘ;;কিছুই হয়নি যখন তাহলে এইভাবে হাসছো কেনো??

বৃষ্টি;;আমার ইচ্ছে তাই আমি হাসছি কোন সমস্যা তোমার,,,

মেঘ আর বৃষ্টি কে কিছুই বলে না,,,,,বৃষ্টি বিছানায় গিয়ে চুপ করে শুয়ে পরে,,,,(ব্যাপারটা কি এইভাবে মহারানী হাসলো কেনো??জিঙ্গেস করবো না বাবা থাক যদি আবার পাগলি ক্ষেপে যায়,,,মেঘ আহমেদ চৌধুরী যার নাম শুনলে সবাই ভয় পায় আর আমি এখন আমার বউ কে ভয় পাই হায়রে কি কপাল আমার🥴)

অন্য দিকে টিনা বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে,,,,টিনা জোরে জোরে শ্বাস নিচ্ছে এসি থাকা শর্তেও টিনা ঘামছে,,,,,বিছানা থেকে উঠে বসে টিনার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে,,,,রাগের মাথায় হাতের কাছে থাকা বালিশ টা ছুড়ে মারে,,,,

টিনা;;কাজ টা তুমি ঠিক করলে না বৃষ্টি একদম না,,,,,তুমি ইচ্ছে করেই এই অবস্থা করেছো তাই না,,,,এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি,,,,আমার সাথে লাগতে এসেছো তাই না এইবার দেখো তোমার জন্য কি কি অপেক্ষা করছে,,,,

অনেক সকালেই টিনা ঘুম থেকে উঠে যায়,,,,টিনা তারাতারি করে নিচে নেমে কিচেনে চলে যায়,,,,কিচেন থেকে তেল নিয়ে এসে সিড়ির উপরে তেল ফেলে দেয়,,,,

টিনা,,,এইবার দেখি তুমি কিভাবে বাঁচো এই বলেই টিনা তারাতারি করে আবার কিচেনে চলে যায়,,,,কিচেন থেকে আড়াল হয়ে সিঁড়ি দিকে তাকিয়ে আছে কখন বৃষ্টি নিচে নামবে,,,,,,প্রায় অনেকক্ষন পরেই বৃষ্টি সিঁড়ি দিয়ে নামতে থাকে,,,প্রথম কয়েক সিড়িঁ ভালো করেই আসে কিন্তুু নিচের সিঁড়িতে পা রাখতেই বৃষ্টি সিঁড়ি থেকে পরে যায়,,,,,,বৃষ্টির চিৎকার শুনে তারাতারি করে মেঘ নিচে আসে,,,,,বৃষ্টিকে নিচে পরে থাকতে দেখে মেঘ দৌড়ে বৃষ্টির কাছে যায়,,,,

মেঘ;;বৃষ্টি বৃষ্টি কথা বলো বৃষ্টি,,,,বৃষ্টি প্লিজ চোখ খুলো,,,,,মেঘ আকাশ বলেই চিৎকার করাতে,,,আকাশ, নীলা, এলিনা,তিনজনেই রুম থেকে বের হয়ে আসে,,,

—-আকাশ মেঘের কাছে এসে,,,কি হয়ছে বউমনি,,,,আর বউমনি পরে গেলো কিভাবে,,,,,

নীলা;;কি হয়েছে বৃষ্টির জিজু,,,বৃষ্টি কথা বলছে না কেনো??

এলিনা;;কি হয়েছে দাদু ভাই,,,,বৃষ্টির কি হয়েছে??

মেঘ;;বৃষ্টি সিঁড়ি থেকে পরে গেছে,,,,

আকাশ;;কি??কিন্তুু কি ভাবে,,,আকাশ আর কিছু না বলেই সিঁড়ির কাছে গিয়ে থেকে তেল পরে আছে,,,,সিঁড়িতে তেল পরে থাকাতে আকাশ সবাই কে ডাকে,,,,,মেঘ কিছু না বলে বৃষ্টি কে কোলে তুলে নিয়ে সোফাতে শুয়ে দেয় আর সাথে সাথেই ডক্টর কে ফোন করে,,,,

—-নীলা,বৃষ্টির কাছে গিয়ে ডাকতে থাকে,,,এই বৃষ্টি,,, বৃষ্টি কথা বল??

আকাশ;;এইখানে তেল ফেলে রেখেছে কে?বাড়িতে এতোগুলা কাজের লোক থাকতে সিঁড়িতে তেল পরে থাকে কি করে??কি হলো জবাব দেও,,,,(আকাশ চিৎকার করে বলে)আকাশের চিৎকার শুনে সার্ভেন্টরা সব ভয় পেয়ে মাথা নিচু করে রাখে।

এমন সময় টিনা হাতে করে একটা কাপড় নিয়ে এসে বলে,,,,,

টিনা;;মেঘ কি হয়েছে আর আকাশ এইভাবে চিৎকার করছে কেনো,,,,

মেঘ;;আসলে বৃষ্টি সিড়িঁ থেকে পরে গেছে,,,,

টিনা;;কি;;বৃষ্টি কি তেলের উপর পা রেখে সিঁড়ি থেকে পরে গেছে,,,আমি কাপড় আনতে আনতে বৃষ্টি সিঁড়ি থেকে পরে গেলো,,,,

আকাশ;;মানে,,,,তুমি ইচ্ছে করে এই তেল ফেলেছো,,,

টিনা;;এইসব কি বলছো আকাশ আমি কেনো ইচ্ছে করে সিঁড়িতে তেল ফেলবো,,,,

নীলা;;হুমম তেল ফেলতে ও পারো তোমাকে বিশ্বাস করা যায় না(শাঁকচুন্নি কোথাকার,,,বৃষ্টি কে একটু ঠিক হতে দে তারপর দেখ তোর কি অবস্থা করি,,,,তুই এই বাড়িতে এসেছিস আমার বেষ্টুর সংসার ভাঙতে)

—-কিছুক্ষন পরেই ডাক্তার আছে,,,বৃষ্টি কে চেকআপ করে,,,,

মেঘ;;ডক্টর বৃষ্টি ঠিক আছে,,,কিছুই হয়নি তো??

ডক্টর;;হে মিষ্টার:মেঘ চৌধুরী ওনি ঠিক আছে কিন্তুু ওনার হয় তো বাম পা টা ফুলে যেতে পারে আর হাত পা ভাঙ্গে নি তাই আপনারা নিশ্চিতায় থাকুন,,,,,আমি ওনাকে ব্যাথার ঔষুধ দিয়ে যাচ্ছি এইগুলো ব্যাথা কমাতে হেল্প করবে,,,,ডক্টর চলে যাওয়ার পর,,,,মেঘ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে ঘরে শুইয়ে দেয়,,,,,

প্রায় আধ ঘন্টা পর তিশা চোখ খুলে তাকিয়ে দেখে যে সে বিছানাতে,,,,,বৃষ্টি বিছানা থেকে উঠতে চায় কিন্তুু ব্যাথার কারনে উঠতে পারে না,,,,মেঘ তারাতারি বৃষ্টির কাছে যায়,,,,

মেঘ;;তুমি ঠিক আছো বৃষ্টি,,,,তুমি জানো এই অবস্থায় দেখে আমি কতোটা ভয় পেয়েছি,,,,

বৃষ্টি;;হুম আমি ঠিক আছে,,,,

মেঘ;;একটু দেখে শুনে তুমি হাটা চলাফেরা করতে পারো না,,,যদি আজকে একটু দেখে হাটতে তাহলে হয়তো তেলের উপর পা রাখতে না আর সিঁড়ি থেকে পরতে না,,,,তোমার যদি কিছু হয়ে যেতো তাহলে আমার,,,,,

বৃষ্টি;;ও হো জামাইজান,আমার কিছুই হয়নি,,,আর সিঁড়িতেই বা তেল আসলো কোথা থেকে,,,

মেঘ;;আসলে টিনা মাথায় তেল দিতে চেয়েছিলো আর সিঁড়িতে উঠতে গিয়ে হাত থেকে তেলটা পরে যায়,,,,

বৃষ্টি;;ওওওওওও(শাঁকচুন্নি ইচ্ছে করেই এই কাজটা করেছে)

মেঘ;;আচ্ছা ঠিক আছে তুমি আরাম করো আমি নীলা কে পাঠিয়ে দিসি এই বলেই মেঘ রুম থেকে বের হয়ে যায়,,,

মেঘ কে বের হতে দেখেই টিনা,,,,আসবো বৃষ্টি??

বৃষ্টি,হুম আসো না (শাঁকচুন্নি কোথাকার)

টিনা;;এখন কেমন আছো বৃষ্টি,,,

নীলা,,,পিছন থেকে বলে উঠে,, কেনো দেখতে পারচ্ছো না,,, না কি তুমি চোখে দেখো না কোন টা??

টিনা;;আসলে আমি চোখে দেখতে পারি নীলা কিন্তুু তোমার বেষ্টু হয়তো চোখে দেখতে পারে না,,সেই জন্যই তো তেলে পা রেখে সিঁড়ি থেকে পরে গেলো,,,,,বলেই টিনা রুম থেকে বের হয়ে যায।

মেঘ আকাশের সাথে কথা বলছি সেই সময় রনি ফোন করে,,,,

মেঘ;;হুম রনি বলো,,,

রনি;;স্যার রাতুল কে কি করবো,,,ওর যেই অবস্থা বাচিয়ে রাখাটা কি ঠিক হবে,,,গার্ডরা প্রচুর মেরেছে আর ওই দিক দিয়ে শফিক রাতুল কে খুজার জন্য লোক লাগিয়েছে,,,,

মেঘ;;আমি আসছি,,বলেই ফোন টা কেটে দেয়,,,

আকাশ;;কিরে কে ফোন করেছে??

মেঘ;;রনি ফোন করেছি,,,চল আমার সাথে?

আকাশ;;কোথায় যাবো এইসময়,,,আর বউমনি অবস্থা এখন ভালো না,,,,

মেঘ;;কিছু হবে না বৃষ্টির সাথে নীলা আছে,,,,এখন চল আমার সাথে,এই বলেই আকাশ আর মেঘ দুইজন বের হয়ে যায়,,,,উপর থেকে টিনা মেঘ আর আকাশ দুইজন কে বের হতে দেখে সাথে সাথে শফিক কে ফোন করে,,,,

শফিক;;হুম বলো টিনা,,,

টিনা;;এই মাএ আমি আকাশ আর মেঘ দুইজন কেই বের হতে দেখলাম,,,

শফিক;;তুমি সত্যি বলছো তো,,, তাহলে ওরা হয়তো এইখানেই যাবে যেখানে রাতুল কে আটকে রেখছে,,,,তুমি এক কাজ করো ওদের কে ফলো করো আমি আসছি,,,,,,

#চলবে,,,,,,

(আজকের পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here