ত্যাগের সংসার – পর্ব ৬২(শেষ)

0
484

#ত্যাগের_সংসার
লেখিকা সুরিয়া মিম
last part 6২
!
ওকে জড়িয়ে ওর কপালে গালে দু-হাতে চুমু খেলাম
!
তবুও ও কাঁদল
ছেলেমেয়ে গুলো পা টিপে টিপে চলে গেলো
!
যাক ভালো হলো
এখন আমি ওকে বোঝাতে পারবো
!
এই শোনো?
!
কি শুনবো?
শোনার কিছু বাকি আছে আর?
!
আপনি আমাকে আগে
সবটা জানানোর
!
প্রয়োজন মনে করেননি কেন?
নিজের বউয়ের থেকে পরের বউ আপন হয়ে গেলো?
!
আমাকে ক্ষমা করে দাও
!
কচু দিবো
আমি আজি
বাপের বাড়ি চলে যাবো
!
যেতে দিলে তো যাবে?
অনেক বেড়িয়েছ আর কোথাও যেতে দিবো না তোমায়
!
মগেরমুল্লুক
পেয়ে বসেছেন আমায়?
!
এই শোনো
চুলে পাক ধরেছে
তো কি হয়েছে?
আমার যন্ত্রপাতি তো ঠিকি আছে
!
মানে
!
চলো না
পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণকরি
আবারো ঘর টাকে আলোকিত করি?
!
দ্বিতীয় বিয়ে করে
সেই বউয়ের সাথে পরিকল্পনা করেন
আর আমাকে ক্ষ্যামা করেন
!
ক্ষমা আর তোমাকে?
!
গতবছরে
একবারো আমাকে মনে করেছ?
!
একটু ও আমার কথা ভেবেছ?
শুধু রাগ দেখিয়ে আমাকে ছেড়ে চলে গেছো
!
একটু ও ভেবেছ
তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো?
!
আশায় ছিলাম
যে অন্তত বিবাহবার্ষিকী তে
তুমি বংশের নিয়ম রক্ষার্থে আমার কাছে আসবে আসনি তো
!
বাবা তাই
বুঝি খুব রাগ হয়েছে?
!
আমার বুঝি রাগ অভিমান করতে নেই সবকিছু আপনি করবেন?
!
আর হ্যা
আমি তোমার ভাতার নই স্বামী
তাই এই মেজাজ আমাকে দেখাবেনা কেমন?
!
কি?
আপনি আবারো
আমাকে এই এতো খারাপ কথাটা বললেন?
!
তো কাকে বলবো?
আমি তো ভাতার নই
!
যে তুমি
আমাকে আপনি করে বলবে
!
আমি তোমার স্বামী
তুমি আমাকে তুমি করে বলবে
!
তানা আপনি আপনি
!
একটা না দুটো না
আমার চারচারটে সন্তানেরর মা হওয়ার পরেও
!
তুমি আমার সাথে
ফর্মালিটি মেইনটেইন করে কথা বলো
!
আমার কি?
এসব শুনতে ভালো লাগে বলো?
!
কি হলো বলো?
!
বলবো না
আমি বোবা
!
তখন
উনি আমাকে ওনার বুকে জড়িয়ে নেয়
!
আর কি জানি?
কি ভাবতে শুরু করে দেয়?
!
বিয়ের ছাব্বিশ বছর পরে
যা বুঝলাম
!
তাতে একটি সংসারে জন্যে
সবসময় স্ত্রীর কেন?
!
স্বামীর ও ত্যাগ করা উচিত
তার বন্ধু হয়ে পাশে থাকা উচিত
!
সব ব্যাপারে জবাবদিহি করতে
স্ত্রী কেন বাধ্য থাকবে?
!
স্বামীর ও স্ত্রীর কাছে
বাধ্য থাকা উচিত
!
আমি হয়তো
তোমার কাছে বাধ্য হয়নি বা হতে চাইনি
!
কিন্তু
আমার জন্যে যতকষ্ট
!
তুমি পেয়েছ
তার দ্বায় একান্তই আমার
!
তবে তোমাকে ছেড়ে
থাকা আমার পক্ষে সম্ভব নয়
!
আড়াই বছর পর
আমাদের মিহি এখন আধোআধো কথা বলতে শিখেছে
!
আর আমি ও বুঝেছি
যে আমার বেগম লোভী নয়
!
আসলে আমিই
ওকে চিন্তে ভুল করেছি
!
সে যাই হোক
এখন আমাদের সুখে ভরা সংসার
!
আল্লাহর রহমতে
কেনোকিছু অভাব নেই
!
বেগম ও আমার সম্পর্কে কোনো তিক্ততা নেই
!
যা আছে
সবি আমাদের ভালোবাসা
ও একে অপরের প্রতি অটুট বিশ্বাস ও ভরসা
!
……………সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here