প্রেমমানিশা – পর্ব ২৩

0
304

#প্রেমমানিশা(২৩)

‘ এই ঠান্ডায় আপনি আইস্ক্রিম খাবেন কবি সাহেব ? ‘

সানাহ্ অবাক হয়ে বললো কথাটা। এত শীতেও যে কেউ আইস্ক্রিম খেতে চাইতে পারে সেটা তার জানা ছিলনা। এই শীতে আইস্ক্রিম খাওয়া মানে নির্ঘাত সিজনাল ফিভার আর ঠান্ডায় ভোগা। কিন্তু এখন এই কথা ফারহানকে কে বোঝাবে ? সে তো নিজের জন্য আইস্ক্রিম এনেছেই সাথে সানার জন্যও এনেছে।

‘ আইস্ক্রিম খাওয়ার জন্য ঠান্ডা আর গরম মেটার করে নাকি ? আইসক্রিম তো যখন ইচ্ছা তখন খাওয়া যায়। আর শুধু আমি না তুমিও আমার সঙ্গে আইসক্রিম খাবে। আজকে দুজনে মিলে অনেকগুলো আইসক্রিম খাবো। ‘ ফারহান ব্যাগ থেকে দুটো আইস্ক্রিমের কাপ বের করে একটা সানাহ্কে দিল আরেকটা নিজে নিলো।

‘ অবশ্যই আইস্ক্রিম খাওয়ার জন্য ঠান্ডা গরম মেটার করে। এত ঠান্ডায় আইস্ক্রিম খেয়ে ঠান্ডা লাগানোর কোনো মানে হয় না। আইস্ক্রিম খাওয়া হবে না। আমি তো খাবই না আপনিও খাবেন না। এটাই ফাইনাল। ‘ সানাহ্ তেজী গলায় বলল। পাগলামির একটা লিমিট থাকে। কিন্তু ফারহান তো সেই লিমিট ছাড়িয়ে যাচ্ছে।

‘ তুমি না করছো সানাহ্ ? বিয়ের আগেই এভাবে কথা বলছো আমার সঙ্গে ? বিয়ের পরে তাহলে কি করবে ? এরকম করো না.. বরের কথা শুনতে হয়। ‘

ফারহানের কথা শুনে সানাহ্ আকাশ থেকে পড়লো। ফারহানের ব্যবহার ওর স্বাভাবিক লাগছে না। কেমন উদ্ভট ব্যবহার করছে কয়েকদিন ধরে। নাহ্ এই পাগলামিকে প্রশ্রয় দেওয়ার মানেই হয় না। ফারহান পাগলামি করলে যে তাকেও পাগলামি করতে হবে তার কোনো কারণ নেই।

‘ হ্যাঁ আমি না করছি। আর আমি আপনার সঙ্গে এভাবেই কথা বলবো। আজব তো ভুল করলে কি আপনাকে আমি আদর করবো ? আপনি ভুল করলে আলবাত আমি সেটা ধরবো। বিয়ের আগে হোক আর পরে আপনি ভুল করলে আমি সবসময় সেটা শুধরে দিবো। ‘

‘ ওকে ফাইন, আজই লাস্ট। এরপর আর কখনও এরকম করবো না। আমি এখন চাচ্ছি আজকের রাতটা যেন আমরা সুন্দর করে কাটাই। বিয়ের আগে আর কতদিনই বা আছে ? এই কয়টা দিন আমি তোমার সঙ্গে আমার জীবনের সেরা মুহূর্তগুলো কাটাতে চাই। তুমি আমার এইটুকু কথা রাখবে না ? ‘ ফারহান করুন গলায় বললো।

‘ কিন্তু…. ‘ সানাহ্ কিছু বলতে চাচ্ছিল কিন্তু ওদের কথার মাঝে মাঝি ভাই বললেন ‘ সাহেবের কথা শুইনা নেন ম্যাডাম। কত ভালোবাসা নিয়ে আপনারে অনুরোধ করতাছে। হক্কলে এমনে ভালোবাসবার পারে না। আপনি হের কথা শুনেন। হে আপনারে ভালোবাসে বইলাই বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও আপনারে নিয়ে কোনো হোটেলে না উইঠা এইখানে আইসে। আজকাল ছেলে মেয়েগো যা অবস্থা। নিজেগো স্বার্থ সিদ্ধি হলেই ছাইড়া যায়গা। সাহেব আপনারে বহুত ভালবাসে…. হের কথা শুনেন। ‘

মাঝির কথায় সানাহ্ বেশ অসস্তিতেই পড়লো। অসস্তির জেরে খানিকটা চুপ হয়ে গেলো। তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দেখলো ঠিকই তো মানুষটা এত শখ করে তাকে এখানে নিয়ে এসেছে যাতে একসঙ্গে সময় কাটাতে পারে অথচ সে তখন থেকেই না না করে যাচ্ছে। সানাহ্ কবে থেকে কথায় কথায় না না করা শিখল ? আগে তো করতো না।

‘ ঠিকাছে শুধু আজকের জন্য। এরপরে কোনওদিন অসময়ে এসব আনহাইজেনিক খাবার খাবেন না। এমনিতেই সন্ধ্যায় ওসব খেয়ে আমার শরীর বেহাল ‘

শেষের কথাটা খানিকটা বিড়বিড়িয়ে বললো যার কারণে কথাগুলা ফারহানের কানে পৌঁছানোর আগেই বাতাসে মিলিয়ে গেলো। সানার অনুমতি পেয়ে ফারহান খানিকটা এগিয়ে এসে সানার সঙ্গে হেলান দিয়ে বসলো। রাতের খোলা আকাশের নিচে বসে বসে প্রেমিকার সঙ্গে আইস্ক্রিম খাওয়ার মজাই আলাদা। তাও যদি সেটা শীতকাল হয় তাহলে তো কথাই নেই।

নৌকা তার অবস্থান নিয়েছে মাঝ নদীতে। নৌকার এক কোণায় বসে আছে মাঝি। আরেক দিকে নৌকার মেঝেতে শুয়ে আছে ফারহান। ফারহানের পাশেই সানাহ্ও গা এলিয়ে দিয়েছে নৌকার পাটাতনে। দুজনেই হাতে হাত রেখে রাতের আকাশ দেখতে ব্যস্ত। তাদের মাঝে থেমে থেমে চলছে মধুর সংলাপ। ফারহান সানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো ‘ এই যে দেখছো এই রাতটা । জানো এই রাতটা কার ? ‘

‘ কার ? ‘ অবাক হয়ে জিজ্ঞেস করলো সানাহ্। ফারহানের এই অদ্ভুত কথায় অবাক হওয়ার সাথে সাথে হাসিও পাচ্ছে সানার। হুট করে কবি ফারহান এখন প্রেমিক ফারহান হয়ে গেছে। প্রেমে মানুষ যেমন নেশায় ধরা মানুষের মত আবোল তাবোল বকে ফারহানও তাই বকছে। এই রাতটা কার মানে কি ? এটা আবার কেমন প্রশ্ন ?

‘ এই রাত তোমার আমার…. শুধুই আমাদের রাত। তুমি হয়তো খেয়াল করনি আমাদের দেখা হওয়ার দিন থেকে আজ পর্যন্ত আমাদের যতবার কথা হয়েছে ততবারই বেশিরভাগ সময় রাত ছিল। বেশিরভাগ সময়ই আমরা রাতে কথা বলেছি। আমাদের যত সুখের স্মৃতি আছে সব রাতে তৈরি হওয়া, আর যত দুঃখের স্মৃতি আছে সেগুলোও রাতে তৈরি হওয়া। আর শুধু কয়েকটা দিন তারপর থেকে প্রত্যেকটা রাত তোমার আমার হবে। প্রতিটা ক্ষণ তোমার আমার হবে। ‘ ফারহান সানার হাতে আলতো চুমু খেয়ে বললো।

‘ আই উইশ তাই যেন হয় ‘ সানাহ্ও স্নিগ্ধ হেসে ফারহানের পাশে নৌকার পাটাতনে শুয়ে নির্বিঘ্নে কথাটা বলল সানাহ্।

রাতের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে করতে কখন যে সানাহ্ ঘুমিয়ে পড়েছিল সেটা বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো ফারহানের ডাকে। ফারহান সানাহ্কে মৃদু গলায় ডাকছে। আশেপাশে একবার চোখ বুলিয়ে নৌকায় উঠে বসলো। ফারহানকে ডাকাডাকি করতে দেখে হাত ঘড়িতে একবার সময় দেখলো। একি এখনও আটটা বাজেনি অথচ ফারহান তাকে ডেকে তুলেছে।

সানাহ্ ফারহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।
সানার দৃষ্টি দেখে ফারহান সানাহ্কে ইশারা করলো সামনের দিকে তাকাতে। ফারহানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। ফারহানের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই সানার দৃষ্টি স্থবির হয়ে গেলো। কিছু বলার মত ভাষাই খুঁজে পেলো না সে। মাঝ নদী থেকে যে এত সুন্দর সূর্যোদয়ের দৃশ্য দেখতে পারবে সেটা তার জানা ছিল না। কী অপূর্ব সেই দৃশ্য ! মনে হয় রং তুলিতে আঁকা কোনো চিত্র।

‘ এটাই আজকের মূল আকর্ষণ। আমি গেস করেছিলাম এরকম দৃশ্য হয়তো তুমি আগে কখনও দেখনি। তাই অনেক ভেবেচিন্তে তোমাকে এখানে এনেছি। এখন তোমার রিয়াকশন দেখে আমি শিওর আমার আন্দাজ ভুল ছিল না। আমি পেরেছি তোমাকে চমকে দিতে। তুমি চেয়েছিলে হঠাৎ হঠাৎ চিঠি লিখে আমাকে চমকে দিবে কিন্তু এর বদলে আমিই তোমাকে চমকে দিলাম। ‘

সানাহ্ যখন মুগ্ধ হয়ে সূর্যোদয় দেখছে তখনই কথাগুলো ফারহান। সানাহ্ তার কথা শুনে তার দিকে অশ্রু সজল চোখে তাকালো। সানাহ্কে কাদতে দেখে এক মুহূর্তের জন্য ভ্যাবাছ্যাকা খেয়ে গেলো ফারহান। সে বুঝতে পারলো না সানার হুট করে কাদার কারণ কি। সে কি এমন করেছে যে সানাহ্কে কাদতে হলো ?
এবার সানাহ্ ফারহানকে আরও অবাক করে দিয়ে বললো ‘ আমাকে এখনই বাড়ি পৌঁছে দিন…. আমি বাড়ি যেতে চাই। আর এক মুহূর্তও এখানে থাকবো না। ‘

আচমকা সানার বিপরীতমুখী আচরণে ফারহান চমকে গেলো। কী এমন হলো যে সানাহ্ চলে যাওয়ার জন্য এমন মরিয়া হয়ে উঠেছে। ফারহান অবাক হয়ে বললো ‘ হঠাৎ কি হলো তোমার ? মন খারাপ তোমার ? হুট করে যেতে চাইছ কেন ? ‘

‘ আমার কিছু হয়নি। আমি শুধু এখন বাড়ি যেতে চাচ্ছি। আপনি দয়া করে আমাকে পৌঁছে দিন…. আর কোনোদিন নিজের জান্তে হোক আর অজান্তে আমার জন্য কিছু করবেন না। আমার মত মেয়েরা এসব ডিজার্ভ করে না। স্টোন হার্টেড মেয়েরা এসবের যোগ্য না। ‘ ফারহানের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে বললো সানাহ্।

এবার ফারহানেরও রাগের পারদ চড়লো। মেজাজ তার এখন আকাশচুম্বী। ইচ্ছা করছে এক চড় মারতে মেয়েটাকে তবে নিজেকে সামলে নিলো। থমথমে গলায় বললো ‘ এরকম এবনরমাল বিহেভ করার কারণ কি ? কী হয়েছে ? ‘

‘ হুম আমি এবনরমাল বলেই এবনরমাল বিহেভ করছি। আপনি প্লিজ আমাকে পৌঁছে দিন। আমি এখানে থাকতে চাচ্ছি না। আপনি যদি এখন আমাকে পৌঁছে না দেন তাহলে আমি মাঝ নদীতে ঝাঁপ দিবো ফারহান। জিনিসটা কি আপনার জন্য ভালো হবে ? আপনি হয়তো জানেন না কিন্তু আমি সাঁতার জানিনা। ‘ সানাহ্ কান্না ভেজা গলায় বললো।

‘ বাহ্ এত তাড়াতাড়ি কবি সাহেব থেকে ফারহান হয়ে গেলাম ? ওয়েল আমি তোমাকে পৌঁছে দিবো আর সেটা এখনই। কিন্তু আমি অপেক্ষা করবো। অপেক্ষা করবো তোমার আমার কাছে ফিরে আসা পর্যন্ত। আমি যেমন তোমার এবনরমাল বিহেভিয়ার ডিজার্ভ করি তেমনই নরমাল বিহেভিয়ারও ডিজার্ভ করি। আই ডিজার্ভ ইউর ইচ অ্যান্ড এভরিথিং। ‘ কথাগুলো শক্ত গলায় বলেই ফারহান মাঝিকে বললো নৌকা আবার তীরে ফিরিয়ে নিতে।

বাড়ি থেকে যেভাবে বেরিয়েছিল সেভাবেই আবার ফিরে এলো সানাহ্। আজ এখনও কেউ উঠেনি কিন্তু সানার মা মিসেস কায়নাত রান্নাঘরে কাজ করছেন। সকাল সকাল উঠে উনার সানার ঘরে উকি দেওয়া সানার পছন্দ না বলে সানাহ্ ঘরের দরজা বন্ধ করেই ঘুমোয়। এছাড়াও মিসেস কায়নাত নিজেও মেয়েকে বিরক্ত করতে চাননা বলে মেয়ের ঘরে উকি দেননা।

ঘরে ফিরেই বিছানায় গা এলিয়ে দিল সানাহ্। মন তার ভারাক্রান্ত। সে পরিস্কার বুঝতে পারছে এরকম চলতে থাকলে ফারহানের প্রতি তার দূর্বলতা প্রকাশ পেতে দেরি হবে না। কিন্তু সে যে এখনই চায়না তার দূর্বলতা প্রকাশ করতে। সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ের আগে কোনোকিছু করা মানে পরিস্থিতি বদলানোর মত ভয়াবহ কাজ করা। আর সানাহ্ চায়না তার ভবিষ্যৎ পরিস্থিতি বদলাক। সময় যখন আসবে তখন জীবনের গতিপথ জীবন নিজেই ঠিক করে নিবে।

সানাহ্ বিছানা ছেড়ে উঠলো। ঠিক করলো এখন আগে গোসল করবে। গোসলে ঢোকার আগে অতসীকে ম্যাসেজ দিয়ে বললো বিশ মিনিট পর যেন তার রুমে এসে হাজির হয়। সকাল সকাল গোসল করে কলেজ গেলে মাথা এত গরম হবে না। কলেজ যেতে এখনও দেরি আছে কিন্তু সানাহ্ এখনই গোসলটা সেরে নিল। মেয়ে মানুষের চুল শুকাতে যে সময় লাগে এত সময় হয়তো গরু দিয়ে ক্ষেতে হাল চাষ করতেও লাগে না।

ভেজা চুল পিঠের উপর ছেড়ে দিয়ে ডেস্ক টেবিলের চেয়ারে বসলো। একটা সুন্দর সাদা কাগজ বের করলো। কাগজে প্রথম লাইনেই লিখলো ‘ শ্রদ্ধাস্পদেষু কবি সাহেব ‘ । ফারহানকে সে এখন চিঠি লিখবে। কিন্তু মজার ব্যাপার হলো চিঠিটা এখনই দিবে না। আজ থেকে প্রতিদিন একটা করে চিঠি লিখবে। তারপর সবগুলো জমিয়ে ওদের বিয়ের পর এক বিশেষ দিনে দিনে। নাহ্ বাসর রাতে দিবে না। তাদের বিয়ের ছয়মাস পূর্তি হলে দিবে।

স্বার্থের পৃথিবীতে কেউই স্বার্থ ছাড়া জন্মায়নি। সকলেরই কোনো না কোনো স্বার্থ থাকে। তারা নিজেদের স্বার্থেই অন্যকে ভালবাসে, অন্যকে আগলে রাখে। আবার অনেকে নিজ স্বার্থেই অন্যের কাছে আগলে থাকে। সানাহ্ও তাদের ব্যতিক্রম নয়। সেও নিজ স্বার্থেই ফারহানের কাছে থাকতে চেষ্টা করে। তার নিজ স্বার্থেই দরকার ফারহানের মত এক কঠিন, নিরাপদ ছত্রছায়ার।

ফারহানকে চিঠি লিখে উঠলো সানাহ্। চিঠিটা আলমারির ডান দিকের পাল্লা খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারে চাবি দিয়ে দিলো। এখন চিঠিটা সেফ। ওই ড্রয়ারে আরও কিছু চিঠি আছে যেগুলো সিলেট থাকাকালীন লিখেছিলো সানাহ্। এইসব চিঠিই একদিন একসঙ্গে করে ফারহানকে দিবে। সেদিন হবে তাদের জীবনের সবথেকে সুন্দর দিন।

সানাহ্ যখন তার ভাবনায় মশগুল তখনই ওর কানে কারোর দরজায় নক করার শব্দ এলো। সানাহ্ মৃদু গলায় বললো ‘ কাম ইন ‘ । সানার আদেশ মেনে ঘরের দরজা খুলে ঘরে উকি দিলো অতসী। দেখলো সানাহ্ চুল ছেড়ে চলন্ত ফ্যানের নিচে দাড়িয়ে চুল শুকাচ্ছে। গুটিগুটি পায়ে সানার পিছনে গিয়ে দাঁড়ালো অতসী। হাত বাড়িয়ে সানার ভেজা চুলগুলো ঝেড়ে দিতে লাগলো। সানাহ্ বুঝতে পেরেও কিছু বললো না, নিজের হাত দুটো সরিয়ে নিয়ে বোনের সেবা উপভোগ করতে লাগলো।

‘ আপাই তুই ডেকেছিলি ? কোনো দরকার ছিলো ? ‘ সানার চুলের পানি ঝেড়ে দিয়ে সানার ঘরে থাকা বিন ব্যাগে বসে বললো অতসী।

‘ কেন দরকার ছাড়া তোকে ডাকতে পারিনা ? সবসময় দরকার হলেই ডাকতে হবে ? নাকি এটা তোর এথিক্স যে কেউ দরকার ছাড়া ডাকলে আসবি না। ‘ সানাহ্ থমথমে গলায় বলল। তার রাগ হচ্ছে। কেন এ বাড়ির সবাই মনে করে তাকেই সবার প্রয়োজন। সবার কি তাকে প্রয়োজন হতে পারে না ? সে কি কারোর প্রয়োজনের গন্ডিতে পড়ে না ?

‘ নাহ্ অবশ্যই ডাকতে পারিস। আসলে এমন সময় ডাকিস নাতো তাই। ‘ অতসী মিনিমিনিয়ে বললো। তার আপাই যে রেগে যাচ্ছে । তাকে শান্ত করার জন্যই এই চেষ্টা।

‘ প্রয়োজনের কোনো টাইম টেবিল নেই অতসী। প্রয়োজন যখন তখন দেখা দিতে পারে। যাই হোক এই চেকটা নে,ব্যাংকে গিয়ে টাকাটা তুলে জালাল সাহেবের এনজিওতে দিবি। ‘ বলেই সানাহ্ আলমারি থেকে নিজের সই করা একটা চেক নামিয়ে অতসীর সামনে ডেস্কের উপর রাখলো।

সানার কথা শুনে থতমত খেয়ে গেলো অতসী। তোতলাতে তোতলাতে বললো ‘ না..মা…মানে…. আমি এত টাকা দিয়ে কি করবো ? তু..তুই আমাকে এত টাকা দিচ্ছিস কেন ? ‘

‘ কেন দিচ্ছি সেটা তুই ভালো করেই জানিস অতসী। তুই মনে করিস তুই কি করিস সেটা আমি জানিনা ? তুই যে অনেক বছর ধরেই জালাল সাহেবের এনজিওর সঙ্গে যুক্ত আছিস সেটা আমার জানা। তোর প্রত্যেকটা স্টেপের খবর আসে আমার কানে। আর তুই আমার থেকে লুকাচ্ছিস কেন ? আমি কি তোকে কিছু বলেছি না মেরেছি ? এটা কি কোনো খারাপ কাজ যে তোকে এরকম হেড ডাউন করতে হবে। আমি এখনও অতটা বদলে যাইনি যে ভালো কাজকেও খারাপ বলে অভিহিত করবো । টাকাটা নে। ‘

সানার কথা শুনে অতসী চোখ তুলে সানার দিকে তাকালো। ওর আপাই যে ওকে এতটা ভালোবাসে সেটা জানা ছিলনা অতসীর । সানাহ্ বরাবরই অতসীর সামনে এহেন ভাব ধরতো যেন অতসী মরে গেলেও সানার কোনোকিছুই যায় আসেনা অথচ ওর পিছনে লোক লাগিয়ে রেখেছে যাতে ওর প্রত্যেকটা কাজের খবর পায়। সানাহ্ ওকে যতই ভালোবাসুক টাকা কি করে নিবে ও ? অতসী বললো ‘ না মানে আপাই, টাকা লাগবে না। আমি ম্যানেজ করে নিবো। তুই কেন তোর টাকা দিবি ? ‘

‘ টাকা লাগবে কি লাগবে না সেটা ভাবার কাজ তোর না। আমি যখন তোকে টাকা দিচ্ছি তখন তুই টাকাটা নিবি আর এনজিওতেও দিবি। টাকাটা তো আমার একাউন্ট থেকে যাচ্ছে তাই আমার মনে হয় না এতে তোর কোনো প্রবলেম হওয়ার কথা। ব্যাস, আমি আর কথা শুনতে চাচ্ছি না। চেকটা নিয়ে বিদায় হ। ‘

সানার কথা ফেলতে পারল না অতসী। নীরবে চেকটা হাতে তুলে নিল। নিঃশব্দেই বেরিয়ে যাচ্ছিল কিন্তু কিছু একটা মনে করে আবার ফিরে এলো। চট করে সানার গালে একটা চুমু এঁকে দৌড়ে পালিয়ে গেলো। আচমকা এসবে সানাহ্ অবাক হলো না। তার অতসীর স্বভাব জানা আছে। অতসীকে সানাহ্ যখনই তার কাঙ্ক্ষিত কিছু দেয় তখনই এরকম করে টুকুস করে সানার গালে চুমু দিয়ে পালিয়ে যায়। সানার কথাটা মনে পড়তেই মৃদু ঝংকার তুলে হেসে উঠলো।

~ চলবে ইনশাআল্লাহ্…..

ছবিয়াল: গুগল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here