# কাজের মেয়ে
#জান্নাত মীম
# পর্বঃ ১
এই মেয়ে এতো attitude কাকে দেখাইতেছ?তোমাকে দেখে মনে হয় তুমি আমাদের বারিতে না আমরা তোমাদের বারিতে থাকি।এতো ভাব কিসের??
[কিছুটা রাগ নিয়ে বলল নাদিম]
“আরে আমি কি কিছু বলছি নাকি?চা চাইছেন পেলেই তো হয়। ”
[ কিছুটা সাভাবিক হয়ে বলল মীম]
তো চোখ মুখ এমন করছো কেন?মনে হয় না যেন কতো বরো অপরাদ করে ফেলছি।(নাদিম)
আমার মুখ আমি যেমন মন চায় তেমন করবো আপনার দেখতে হবে কেন।যা চান পেলেই তো হল।(মীম)
না পারবা না যেমন খুশি করতে। attitude তোমার জন্য না।ভাব ওয়ালি মেয়ে আমার একদম পছন্দ না।মাথায় থাকব??(রেগে বলল নাদিম)
[এখানে থাকতে গেলে কিছুটা মানিয়ে নিতে হবে মীম।তাই নিজেকে সামলা। বারাবারি যেন না হয় ]মনে মনে (মীম)
আমার মুখই এমন। আমি কি করবো? আচ্ছা ঠিক আছে আমি চেস্টা করবো।
বলেই রান্না ঘরে গেল মীম।[আমার মুখ কিভাবে করে রাখব তাও ওনাকে বলে দিতে হবে।আসছে,,জমিদার।আর কোন কাজ পায় না আমার ওপর জমিদারি দেখাইতে আসে।হুহ,,,, ]
ওদিকে নাদিম গেল তার বাবার রুমে। তার বাবা আকরাম হোসাইন খাটে বসে পেপার পরছিল।নাদিম গিয়ে বলল,,
বাবা এই মেয়েকে কই পাইছো বলোতো। দেখে তো কাজের মেয়ে মনে হয় না।কেমন যেন হাব ভাব।ভাল করে বলতো ওকে চিনো কে ও বা কই থাকে??(নাদিম)
কে মীম এ-র কথা বলছিস?(আকরাম)
হুম (নাদিম)
ওকে তো রাস্তায় পেয়েছিলাম। রাতের বেলা রাস্তায় বসে ছিল।আমার একটু অসাভাবিক লাগলো একা একটা মেয়ে বসে আছে তাই ওর কাছে দিয়ে বললাম,,
এই মেয়ে তুমি রাস্তায় কি করো এই রাতের বেলা তাও একা?দেখে তো মনে হচ্ছে ভয় পেয়ে আছো। বাসা কই??বাসায় যাবে না??(আকরাম)
আমি বুজতেছি না আমি কি করবো। বন্যায় আমাদের বারি ভেসে গেছে।কাওকে খুজে পাই নাই তাই এদিক এ এসে পরছি।এখন কি করব বুজতেছি না।(মীম কান্না করতে করতে বলল)
আমার মায়া হলো। ভাবলাম একা একটা মেয়েকে রেখে যাব? তাই নিয়ে আসছি।তোর মার কাজে হাতে হাতে সাহায্য করবে আর এখানেই থাকবে যত দিন না কাওকে খুজে পায়।(আকরাম)
তাই বলে অচেনা একটা মেয়েকে হুট করে নিয়ে আসলে। যদি ও মিথ্যা বলে বুজবে কিভাবে?(নাদিম)
মিথ্যা বলে ওর কি লাভ?নিজের বারি থাকতে কেও অন্যের বাড়িতে কেন থাকবে? তুই এতো ভাবিস না। এই টুকু মেয়ের দ্বারা কনো ক্ষতি হবে না।(আকরাম)
ভাবছি কি আর সাধে। এই মেয়ের হাব ভাব দেখে মনে হয় না ও নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে।(নাদিম মনে মনে)
কিরে কি ভাবছিস( আকরাম)
না কিছু না।
চলবে,,,