কাজের মেয়ে-পর্বঃ4

0
531

#কাজের মেয়ে
#লেখিকা ঃজান্নাত মীম
পর্বঃ০৪
মীম মন খারাপ নিয়েই কাজ করে যায়।কষ্ট প্লাস বিরক্ত ২ টাই লাগে। কিন্তু তার তো উপায় নাই।অন্যের বারিতে আছে সে।এটুকু তো করতেই হবে।রান্না রুবিনা বেগম ই করে।মীম বাকি কাজে সাহায্য করে।
সব কাজ শেষ। এ-র মধ্যে নাদিম ও তার বাবা চলে আসলো। তারা আগে খায়।পরে রুবিনা আর মীম খায়।খাওয়ার সময় এটা ওটা এগিয়ে দিতে হয়।তাই তারা ওখানেই থাকে।শুক্রবার একটু বেশিই আয়োজন করা হয়।খাওয়া শেষে যে যার রুমে যায়।
মীম এ-র বেপারে কিছু ভাবছো?(রুবিনা)
কি ভাববো ও তো নিজেই নিশেদ করছে কিছু করতে।ও নাকি নিজেই খুজে নিবে ওর বারির লোক কে।(আকরাম)
ও এতো ছোট মানুষ কিভাবে খুজবে।(রুবিনা)
তাতো জানি না(আকরাম)
তোমার কিছু করা উচিদ।(রুবিনা)
আচ্ছা আমি পুলিশ কে জানিয়ে রাখবো।(আকরাম)
মীম জালনা ধোরে দারিয়ে আকাশ দেখছে,পাখি দেখছে আর ভাবছে, আমার জীবন টা কেন এমন হলো না?কেন আমি পাখিদের মতো উরে বেরাতে পারলাম না।কেন এমন অবস্থার সম্মুখীন হতে হলো আমার?কেন সবার মতো সাভাবিক জীবন হলো না আমার?কেন কেন??
তোখনি কারও গলা শুনতে পায়,,,,
২ মিনিট এ-র মধ্যে চা যেন ঘরে পাই(নাদিম)
কারও সামনে মীম এ-র সাথে তেমন কথা বলে না।কিন্তু একা পেলে জালিয়ে মারে।
[আবার শুরু হয়ে গেল।একটু কি শান্তি দিবে না উনি আমাকে।শান্তিতে কিছু ভাবতেও পারি না ওনার জালায়।জীবনে কাজের মেয়ে মনে হয় এক আমাকেই দেখেছেন উনি।এ-র আগে আর কাওকে পায় নাই মনে হয়।অসয্য,,,,](মনে মনে মীম)
আসছি বলে চা বানাতে লাগলো। চা টাই ভাল বানাতে পারে মীম।তাই তেমন অসুবিধা হয় না।চা বানিয়ে নাদিম এ-র ঘরে ঢুকতে যাবে তখনই……
চলবে,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here