কাজের মেয়ে-পর্বঃ6

0
458

#কাজের মেয়ে
#লেখিকা ঃজান্নাত মীম
#পর্বঃ০৬
চা টা ঠান্ডা হয়ে গেছে গরম কোরে এনে দাও(নাদিম)


কিছুটা রাগ আর কষ্ট মাখা মুখ করে মীম নাদিম এ-র দিকে তাকালো। নাদিম মুচকি হাসলো। অতঃপর আবার করতে হলো। এভাবেই নাদিম বাসায় থাকলে মীমকে জালায়।মীম এ-র অ সহ্য করতে হয়।নাদিম এইবার অনার্স ৩য় বর্ষে পরে।সে এখন ভার্সিটিতে। তার বাবা অফিস এ।মা বাইরে গেছে।বাসায় কেও নাই এখন। মীম কি করবে বুজেছে না।তার যে ভালই লাগতেছে না।এদিক ওদিক ঘুরতে লাগলো। হঠাৎ নাদিম এ-র কম্পিউটারে চোখ পরলো।সে একটু হেসে কম্পিউটার এ-র কাছে গেল।

কেও তো বাসায় নাই। আমি বরং কম্পিউটার টা ঘেটে দেখি।দেখি তো কি কি আছে।কি কি করে বেরায় বেয়াদব টা।

এই বলে সব কিছু দেখতে লাগলো।নাদিম এ-র পুরনো ছবি থেকে সুরু করে ফেসবুক, মেসেঞ্জার, ইমো সব কিছু ঘাটতে লাগলো।এ-র মধ্যে নাদিম এ-র মা এসে গেছে।মীম বুজতে পেরে তারাতাড়ি কম্পিউটার অফ করে চলে আসল।


একটু পানি দেতো। (রুবিনা)

হুম এই নিন।(মীম)

কি কিরছিলি এতোখন। ভয় টয় পাস নাতো কেও না থাকলে?

আরে না।আমার কোনো সমস্যা হয় না।আমি ঠিক আছি।

আচ্ছা।(হাসি দিয়ে)


কর্নিং বেলের শব্দ পেয়ে রুবিনা বেগম দরজা খুলে দিল। নাদিম আসছে।


মা তুমি কেন।মিম,,,,(নাদিম)


মাকে কথা টা বলে মীমকে দাক দিল।মীম ও আসলো।


কেন আমি খুললে কি সমস্যা? (রুবিনা)

বারিতে কাজের মেয়ে থাকতে তুমি কেন কষ্ট করবে।এই মেয়ে এতো কাজে ফাকি দাও কেন তুমি?আর যেন বাসায় এসে মাকে দরজা খুলতে না দেখি।(মীম এর দিকে তাকিয়ে)

নাদিম এভাবে কেও কথা বলে।তুমি তো এমন ছিলা না।(রুবিনা রেগে)

সরি মা।(নাদিম)

নাদিম এ-র এমন খোচা মারা কথা মীম এ-র একদম সহ্য হয় না।কিছু বলতেও পারে না।কিন্তু রুবিনা বেগম এ-র বকা দেয়াতে মনে মনে খুশি হয়।রুবিনা চলে যায়।নাদিম বলে ওঠে,,


মাকে সরি বলছি টার মানে এই নয় যে আমার কথা ঘুরিয়ে নিয়েছি।যা বললাম মনে থাকে যেন।


মীম আর কিছু বললো না।নাদিম রুমে গিয়ে ফ্রেশ হলে নিল।তারপর কম্পিউটার এ-র সামনে বসলো।কম্পিউটার খুলে তো পুরাই অবাক।

কে হাত দিয়েছিল আমার কম্পিউটারে? মা তো কম্পিউটার তেমন বুঝেই না।বাবাও তো ধরে না।তাছাড়া উনি তো সেই সকালেই অফিস এ গেছে।তাহলে কে হতে পারে। কে কে কে,,, মীম নাতো। কিন্তু ও কিভাবে কম্পিউটার এ-র কিছু বুজবে।ওর তো কম্পিউটার চিনারি কথা না যেমন জায়গা থেকে এসেছে।তাহলে,,,একবার জিগ্যেস কিরেই দেখি।

মীম….
চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here