#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৪৬
কি বেপার?ভাত খাও না?এটা মানুষ হাটতেছে নাকি ইদুর বুজতেছি না।
আপনার ওটা পা না লম্বা লম্বা বাঁস কে জানে।এক পা বাড়ালেই মনে হয় এক মাইল চলে গেছেন।
কিহ! কি বললা?আমার পা লম্বা লম্বা বাঁস?
নাহ মানে 😥 মুখ ফোসকে বের হয়ে গেছে।
নাদিম রাগি চোখে তাকিয়ে আবার হাটা দিল।বেস্ত রাস্তা সাথে রোদ।অবস্থা খারাপ তাও জায়গায় জায়গায় ঘুরে বেরাচ্ছে তারা।দুপুর প্রায় শেষ হতে চললো।এমন সময় মীম পেট এ হাত দিয়ে দাঁড়িয়ে পরলো।তা দেখে নাদিম জিগ্যেস করে,
কি হলো?কোন সমস্যা? দাঁড়িয়ে পরেছো কেন?
আপনি কি এলিয়েন?(বিরক্তি নিয়ে)
মানে?(চোখ মুখ কুচকে)
মানে আপনার খিদে টিদে পায় না।সেই সকাল থেকে ঘুরিয়ে মারছেন।এখনো খাওয়া দাওয়ার নাম নিলেন না।এতোখন তো লজ্জায় বলতে পারিনি এখন মনে হচ্ছে বেঁচে থাকলে তো লজ্জা।😥কোন লেভেলের মানুষ আপনি😞
মাত্রই বলতাম।১ সেকেন্ডে,আমি তোমাকে ঘুরিয়ে মা*রছি?তোমার মা বাবার খোঁজ না পেয়ে আমি ইন্তায় ম*রছি আর তুমি আছো খিদে নিয়ে।তোমার চিন্তা হচ্ছে না?
ধুর কিসের চিন..
কথা বলতে গিয়ে থেমে গেল মীম।নাদিম এর সাথে সাথে ভ্রু কুচকে গেল।সাথে অবাক হয়ে বললো,
কি বললে?
মীম কি বলবে আবল তাবল হয়ে গিয়ে কথা ঘোরানোর জন্য বলে,
আচ্ছা মা-বাবাকে খুঁজে পেলে তো আমি বাড়ি চলে যাব।তখন আপনাকে একটু পর পর চা দিবে কে?(ভ্রু নাচিয়ে)
কেন তুমি কেন বাড়ি যাবে?কোথাও যাবে না তুমি।তারা গ্রামে থাকবে তুমি আমাদের বাসায়।
হা হা। তারা আমাকে কেন অন্যের বাসায় রাখবে?এখন তো উপায় না পেয়ে আছি। তখন তো আর থাকবো না।
নাদিম অনুভব করলো তার বুকের ভেতর কেমন মোচর দিয়ে উঠলো।কেমন চিন চিন করছে।সে অপলক তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটির দিকে।মনে হচ্ছে কথার দ্বারা তাকে কেও আঘাত করেছে।কেন এমন লাগছে?চলে গেলে যাক তাতে তার কি?অন্য মানুষ রাখা হবে কাজের জন্য।এতে এতো অসাভাবিক হয়ার কি আছে?
কি ভাবছেন?(নাদিম এ-র মুখের সামনে হাত নেরে নেরে)
কিছু না।খাবে চলো।(চোখ সরিয়ে নিয়ে)
আমি ফুসকা খাব ওইজে।(হাত দিয়ে দেখিয়ে)
খালি পেটে এসব খায় না।আর বাইরের খাবার একদম ভালো না।ওইজে দেখ কতো ধুলো বালি।এগুলো মানুষ যে কিভাবে খায়।ছিহ
রাখুন তো আপনার পরিষ্কার।আমি এটাই খাব।
চুপ!একদম কথার ওপর কথা বলবা না।চলো বলছি।(রাগ নিয়ে)
😞
চলবে,,