কাজের মেয়ে – পর্বঃ47

0
339

#কাজের_মেয়ে
#Jannat_Jahan
#পর্বঃ৪৭
খেয়ে দেয়ে ওরা বাড়ি চলে আসে।কেন যেন নাদিম এ-র আর খুজতে মন চাইছে না।খাওয়ার সময় নাদিম মীমকে খেয়াল করছিল ওর মধ্যে কোন অসস্তি খুজে পায়নি।মনে হইছে যে এরকম রেস্টুরেন্টে ওর আসা যাওয়া আছে।আবার বাসার মানুষকে খোঁজায়ও আগ্রহ কম।কিছু তো গন্ডগোল লাগছে।
বিকেলে তারা বাড়ি ফিরে আসে।দরজার বাইরে দারিয়ে ছিল।কলিং বেল চাপতেই একটা ছেলে দরজা খুলে দিল।তাকে দেখে নাদিম হাসি মুখে জোরিয়ে ধরে বলে,
রাফি!কেমন আছিস দোস্ত?(জোরানো অবস্থায়)
ছেলেটির মুখে কথা নাই।সে নাদিম এ-র পিছনে থাকা মেয়েটিকে দেখতে বেস্ত।এটা সেদিন এ-র সেই ছেলেটা যাকে দেখে মীম লুকিয়ে ছিল।মীম যখন দেখতে পেল রাফিকে তখন তার হাওয়া টাইট হয়ে গেছে।এই বুঝি সব শেষ!দুজনে দুজনের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইলো।
নাদিম রাফিকে ছেরে দিল।রাফির মুখের দিকে তাকিয়ে দেখতে পেল মীম এ-র দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে।মীমও তাই।তাই বলে উটলো,
চিনিস ওকে?
নাহ!আমাকে কিভাবে চিনবে?আমি থাকতাম সেই কতো দূর।ওনাকে তো আমি জীবনেও দেখি নাই।
রাফি কিছু বলে ওঠার আগেই মীম তারাতাড়ি বলে দিল।রাফি এতে আরও হা হয়ে গেল।নাদিম মীমকে থামিয়ে দিয়ে বলে উটলো,
তুমি চুপ করো।তোমাকে আস্ক করি নাই।
রাফি চিনিস?
না আগে দেখি নাই।
তো এভাবে খা করে তাকিয়ে আছিস কেন?(ফিসফিস করে)
অনেক কিউট তো তাই।চোখ ফেরানো যায় না।(মুসকি হাসি দিয়ে,কানে কানে)
সালা আয় তুই।
রাগ দেখিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে বেরিয়ে যেতে নিলে মীম বলে ওঠে,
আরে মাত্র আসলেন এখন আবার বাইরে যাওয়ার দরকার কি।রুমেই গল্প করেন।আমি নাস্তা বানিয়ে দেই।তাছারা ভাইয়াটা..
তুমি রুমে যাও(দাত কিটমিট করে)
যাব্ বাবা
__
একটু দূরে একটা মাঠে এসে দুজয়ে ঘাসে বসে পরলো।
এবার আসল কাহিনি বল।মিথ্যা কেন বলছিস?(নাদিম)
কি মিথ্যা বললাম?(রাফি)
মীমকে সত্যি চিনিস না?
না রে বাবা।
সত্যি করে বল।অন লাইন রিলেশন অথবা..
আরে কি বলছিস তুই?থাম,সেরকম কিছু না।শুধু শুধু কিসব ভাবছিস।
আচ্ছা তুই কি ওর বেপারে সিরিয়াস?আই মিন কে ও?গফ ছিল? লুকিয়ে বিয়ে করেছিস কি?নাকি এখনো করিসনি পরে করবি?আমি কাওকে বলবো না আই প্রমিস।
আরে কি বলিস?ও আমাদের বাসার কাজের মেয়ে।
কিহ!!!!!(জোরে শব্দ করে)
আই মিন একটু পব্লেম এ পরেছে তাই আব্বু এখানে এনেছে।টুক টাক সাহায্য করে আর আমাদের সাথে থাকে।অন্য কাজের মেয়েদের মতো না।বুঝতে পারছিস কি বলছি?
আর তুই এভাবে রিএক্ট..
চ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here