কাজের মেয়ে – পর্বঃ48

0
574

#কাজের_মেয়ে
#Jannat_Jahan
#পর্বঃ৪৮
আর তুই এভাবে রিএক্ট করলি কেন?কাজের মেয়ে হলেই প্রব্লেম কি তোর?
নাহ আমার আর কি প্রব্লেম?এমনি।আচ্ছা ওর ফোন নাম্বার পাওয়া যাবে।
কেন?(সন্দেহের চোখে)
নাহ!একটু ট্রায় করটাম কিউটি তো।😀
যাহ বাসায় যা।(বিরক্তি নিয়ে)
আরে যে কথা বলতে আসছিলাম সেটা শুনবি তো।
আজ টাইয়াড মুড নাই কাল দেখা করি।

ভালোই কেটে যাচ্ছে দিন গুলি।ভার্সিটি, বন্ধু বান্ধব আর মীমকে জালানো নিয়ে বেস আছে নাদিম।সময়টা ভালোই কাটছে।মীম আছে বাসার টুকি টাকি কাজ, নাদিম এ-র দেয়া ফোন আর তার এটা ওটা আবদার নিয়ে।
একদিন দুপুরে মীম এ-র রুম থেকে মীম এ-র হই হুল্লার আওয়াজ আসে।রুবিনা বেগম,নাদিম দেখতে গেল বিষয়টা কি।মীম ওদের দেখতে পেয়ে লাফালাফি থামিয়ে দিল কিন্তু মুখে হাসি ছিল।রুবিনা বেগম এগিয়ে গেল,
কি হইছে মীম?
১ মিনিট।
বলে রুম থেকে তারাতাড়ি বের হয়ে গেল।তারাও ওর পিছু পিছু এলো।মীম সোজা নাদিম এ-র রুমে গিয়ে ওর কম্পিউটার ঘাটাঘাটি করতে লাগলো।নাদিম দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বললো,
কি করছো কি?নষ্ট করে ফেলবে তো।আমাকে বলো কি হইছে?
আরে কিছু হবে না আমি কম্পিউটার চালানোতে এক্সপার্ট।
😯তাহলে সেদিন তুমিই আমার কম্পিউটার ঘাটাঘাটি করছো।আর আমাকে মিথ্যা বলছো।কেন?কিসের এতো গোপনীয়তা?তোমার বাসা আসলে কোই?মিথ্যাই বা বলছো কেন?কে তুমি?
সব জানবেন এখুনি। একটু ওয়েট কোরুন।
তার মানে সত্যি মিথ্যা বলছো?😮ও আল্লাহ!
কি বলছিস কি মীম?কি মিথ্যা বলছিস?কে তুই?কোন উদ্দেশ্যে এই বাড়ি আসছিস?(রুবিনা)
এএএএ 😀😀(কম্পিউটার থেকে কিছু দেখে)
কি হইছে কি বলবি তো।
বেস,এই বার বাড়ির মেয়ে বাড়ি ফেরার পালা।
মানে কি?(অবাক চোখে নাদিম)
সেই মুহুর্তে কলিং বেল বেজে উঠলো।দরজা খুলতেই অনেক গুলো মানুষ ভেতরে এসে মীমকে ঘিরে ধরলো।নাদিম আর ওর মা অবাক চোখে দেখতে লাগলো।
সয়তান মেয়ে কোন সাহসে এতো দিন বাড়ির বাইরে ছিলি।(কান মুচরে)
আয়ায়া আম্মু ব্যাথা লাগছে।
আজ তোকে মেরেই ফেলবো সয়তান মেয়ে।(অনেক রেগে)
আব্বু প্লিজ কিছু বলো।
‘তোমার একটু মার খাওয়া দরকার।অনেক বার বেরেছো তুমি।
আব্বু তুমিও আমার অবস্থাটা বুঝলা না।
‘কি বুঝবো?আমারা কি তোমায় ফেলে দিয়েছিলাম?
সরি সরি প্লিজ মাফ করে দাও।যান আমি SSC এক্সাম এ ৪.৮০ পেয়েছি।ভাল হইছে না।
তোমাকে বাসায় নিয়ে দেখছি।অন্যের বাড়িতে তো সিন ক্রিয়েট করা যাবে না।
মিয়াপুউউ (কাজিনরা জোরিয়ে ধরে)
কেমন আছিস তোরা?
তুমি কি করে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here