#কাজের_মেয়ে
#Jannat_Mim
#পর্বঃ৫৬
রুবিনা বেগম ছেলের মনের অবস্থা বুঝতে পারেন।ওনারো কষ্ট হচ্ছে।তাই কথা না বারিয়ে খাওয়ার তারা দিয়ে চলে গেলেন।
—-
এদিকে মীম ফোনে নাদিম এ-র ছবি নিয়ে তার দিকে তাকিয়ে আছে।[ইসস এতো হ্যান্ডসাম হতে হয় কাওকে।ফর্সা চেহারায় ছোট ছোট চাপ দাড়ি যা আমার বরাবরই খুব পছন্দের।হাইট ও মাসআল্লাহ।উচা লাম্বা সব দিক দিয়েই ফিট।আপনাকে যে কোনো হিন্দি সিনেমার নায়ক এ-র থেকে কম লাগে না তা কি আপনি যানেন?হয়তো যানেন। তাইতো আমাকে পাত্তা দেন না😥।আমি যে প্রথম দিনি আপনাকে দেখে ক্রাস খেয়েছি জানেন?কারণে অকারণে আপনি ডাকতেন আমাকে জ্বালানোর জন্য তাতে আমারি লাভ হতো।মুখে রাগ দেখাতাম ঠিকি কিন্তু আপনার কাছে থাকতে ভালোই লাগতো।এখন আপনার কথা খুব মনে পরছে।দেখতে ইচ্ছা করছে।নিজ হাতে খাবার বানিয়ে দিতে ইচ্ছা করছে।
আচ্ছা আপনার কি আমাকে ইকটুও মনে পরেনি সারাদিন?আজ কতোবার চা খেয়েছেন?চা খোর একটা।এ-র মধ্যে কি অন্য মেয়ে রাখা হয়ে গেছে?😢]
মীম এ-র চোখ বেয়ে পানি গড়িয়ে পরলো।কিভাবে থাকবে যে এতোদিন এ-র অব্ভাস ছাড়া।ফোন থেকে চোখ সরাতে ইচ্ছাই করছে না।[আচ্ছা অন্য মেয়ে নিয়ে এলে কি ওকে ও আমার মতো জ্বালাবেন?বার বার চা খেতে চাইবেন?ঝ*গড়া করবেন আমার সাথে যেমন করেন?]
নাহ আর ভাবতে পারছে না মীম।চোখ দুটো ভিজে আসছে বার বার।
—–
নাদিম খেতে বসেছে।অর্ধেক খাওয়া শেষ।খাওয়ার মাঝে কে যেন আরও ভাত দিচ্ছে। হাতের মালিক এ-র দিকে তাকিয়ে,
মীম কি করলে এটা?দেখছো না প্লেটে ভাত আছে। তোমাকে দিতে বলছি আমি?(রেগে)
নাদিম কি হয়েছে? মীমকে পেলি কোই?
৩ জনেই খেতে বসেছিল।হঠাৎ নাদিম এ-র এমন কথায় আকরাম খান এই কথা বলে ওঠে।রুবিনা অসহায় চোখে নাদিম এ-র দিকে তাকিয়ে আছে। নাদিম নিজের ভুল বুঝতে পেরে জোরে একটা নিঃশ্বাস নিল।তারপর খাবার ছেড়ে উঠে গেল।দুজনে মিলে ডাকলেও কাজ হলো না।নাদিম নিজের রুমে চলে গেল।আকরাম খান রুবিনাকে জিগ্যেস করতে অন্য কিছু বলে এরিয়ে গেল। আগেই তাকে বলা যাবে না। আগে ছেলের মতামত জানতে হবে সে কি চায়।তারপর সব জানাবে।এখন বললে উনি ব্যাপারটা কিভাবে নিবে বা নাদিম কি বলবে কে জানে।পরে না আবার খারাপ কিছু হয়।
—-
পরদিন মীমরা খেতে বসেছে,
তোমার মেয়েকে ভালো করে খাওয়াও কাকিয়া। এতোদিন কি নাকি খেয়েছে কে যানে।(সয়তানি করে বললো রিয়া,কাকাতো বোন)
তোদের থেকে ভালোই খেয়েছি।ও-ই বাড়িকে তোর কম মনে হয়?(মীম মুখ ভেংচি দিয়ে)
আহা ছিলিতো কাজের মেয়ে।
চলবে,,