#প্রনয়
এর ২১ পর্ব রেস্ট্রিকটেড।ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে কর্তৃপক্ষ। ওটাত আবার নতুন করে লেখা সম্ভব নয় তাই আমি ছোট্ট করে বর্ননা করে দিচ্ছি,যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
”রুদ্র সেঁজুতির প্রতি অনুভূতি নিয়ে চিন্তিত অনেক।সে চায়না তার কোনো কিছু অনুভব হোক মেয়েটির প্রতি।কিন্তু অবাধ্য অনুভূতিরা না শোনায় রগচটা রুদ্র নিজের প্রতিই বিরক্ত হয়।রেগে যায়।সেঁজুতিকে ঘুরতে নিয়েও মাঝপথে ফিরে আসে তাই।এমনকি সারা দিনেও সেঁজুতির সামনে যায়নি।হোটেলের রুমবন্দি বসে ছিল।সেঁজুতিতো আর ওসব জানেনা।তার চিন্তা হতে থাকলো।রুদ্রর কিছু একটা হয়েছে ভেবে সিদ্ধান্ত নিল একবার রুমে গিয়ে দেখবে।চিন্তামতো রুদ্রর রুমে এসে দেখলো রুদ্র নেই।তখনি রুদ্র ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো।উদাম গা, তোয়ালে পেঁচানো শুধু।সেঁজুতি লজ্জ্বা পেয়ে মুখ ঘোরাতেই রেগে থাকা রুদ্র আরো রেগে গেল।মুখে যা এলো তাই শোনালো সেঁজুতিকে।সেঁজুতি কষ্ট পেয়ে নিশ্চুপভাবে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্রর তারপর থেকে খুব অনুতাপ বাড়ে।সে নিজের প্রতি ক্ষুব্ধতায় মাত্রাতিরিক্ত মদ্যপান করে। রাতে সেঁজুতির রুমে আসে।
মাতাল রুদ্র সেঁজুতির কোলে শুয়ে বায়না ধরে মাথায় হাত বোলাতে।সাথে সে গল্পও বলবে।সেঁজুতি রুদ্রর সাথে না পেরে রাজি হয়।রুদ্র রাজকুমারের আকারে তার ছেলেবেলার গল্প বলে।
তার মায়ের অবৈধ সম্পর্ক থাকে তার বাবার বন্ধুর সঙ্গে। এক সময় তার বাবা জেনে যায় আর নিজ হাতে দুজনকে খু’ন করে।আর রুদ্র বড় হয় তার দাদা -দাদুর কাছে।কিন্তু রাজকুমারের ছলে বলায় সেঁজুতি বুঝতে পারেনা যে এটা রুদ্রর নিজেরই গল্প।না জেনেই সে কেঁদে ফেলে।
রুদ্রর মাথা কোলে নিয়ে ওভাবেই বসে থাকে।আর রুদ্র ঘুমিয়ে যায় ও ঘরে।
এই হলো ২১ পর্বের কাহিনী 😇