ক্রাশ যখন বড় আপু-Part 3

0
203

★★★ক্রাশ_যখন_বড়_আপু★★★
#লেখক_আসিফ
~~~পর্ব_৩~~~
.
.
— তুই মারপিট করছিস,,,তুই না বলেছিলি ভালো হয়ে যাবি?(আব্বু চর টা দিয়ে বললো)
— আব্বু,,,এই ছেলেটা নিধির সাথে বেয়াদবি করেছে,,।বাজে কথা বলেছে?(আব্বুকে বললাম)
— বাজে কথা বললে,,,এই ছেলের বাপ,,মা কে বলতি,,,পুলিশকে বলতি,,, বিচার হতো। তাই বলে মারপিট করবি?(আব্বু খুব রেগে আছে)
— আব্বু এই ছেলে শুধু নিধি না এলাকার সব মেয়েদের বিরক্ত করে,,,।এই ছেলের বাপ পুলিশ? তাই যা ইচ্ছা করে বেরায়।।কেউ কিছু বলার সাহস পায় না।
— এই ছেলে যে মেয়েদের বিরক্ত করে তার কোনো প্রমান আছে তোর কাছে,,,এখন যদি পুলিশ নিয়ে আসে???(আব্বু কথাটা বলতে দেরি,,,রাসেল তার বাপকে নিয়ে হাজির)
— আমার ছেলেকে মেরেছে কে?(পুলিশ আংকেল)
— আংকেল আমরা সবাই মেরেছি?(বন্ধুবান্ধব এক বাক্যে জবাব দিলাম)
— কেন,,,মেরেছো?(রাসেল যেমন খারাপ তার আব্বু তেমন ভালো)
এলাকার সবাই জানে আংকেল হলো এলাকার সৎ পুলিশ অফিসার।।কিন্তু নিজের ছেলেটা যে এতো খারাপ হয়ে গেছে নিজেও জানে না।।কারন রাসেলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ কিছু বলেনি।।।।কিন্তু আজ যখন নিধির সাথে করেছে,,,আমি এটার ছাড় কোনো মতেই দিতে পারি না।।
–আংকেল আপনার ছেলে রাস্তায় দাড়িয়ে মেয়েদের বিরক্ত করে,,বাজে কথা বলে?(আমি বললাম)
— না আব্বু আমি এমন করিনি?(রাসেল)
— আংকেল আপনি প্রমান চান তো,,,প্রমান দেখাতে পারি,,।(আমি)
— কি প্রমান?(আংকেল)
— এই যে নিধি আমার চাচাতো বোন, কলেজ থেকে বাসায় ফিরছিল,,,আপনার ছেলে বাজে কথা বলেছে?কিরে নিধি বল?(নিধিকে বলতে বললাম)
বিধি প্রথম থেকে সব খুলে বলছে,,,,আর কয়েকটা মেয়েও এসেছে,,, ওরাও রাসেলের বিরুদ্ধে বলেছে।।
–তুমি আমার ছেলের আসল রুপ ধরিয়ে দিয়েছো)( পুলিশ আংকেল আমার কাধে হাত রেখে বললো,,)
— আংকেল আমিও সরি,,,আমার আসলে আপনাকে প্রথমে জানানো উচিৎ ছিল,,,,(আমি)
— আমার ছেলে বলে বলছি না।।যাকে দেখবা মেয়েদের বিরক্ত করছে,,,সোজা থানায় নিয়ে আসবা।।(আংকেল মানুষ টা আসলেই অনেক ভালো।।।।)
রাসেলকে নিয়ে চলে গেলো,,,,আব্বু কিছু না বলে বাসার ভিতরে ডুকে গেছে।।।যে যার মতো চলে যেতে লাগলো।। আমিও রুমে গিয়ে গা এলিয়ে বসে আছি।।
নিধি রুমে আসলো,,,
— কে বলেছিল মারামারি করতে?(নিধি)
— তোকে বাজে কথা বলছে এমনেই ছেড়ে দিবো নাকি? (আমি)
— পুলিশ আংকেল ভালো দেখেই জামালা বাধে নাই,,,নয়তো তোমাকে জেলে যেতে হতো?(নিধি)
— তর জন্য জেলে যেতেও রাজি আছি?(নিধির দিকে তাকিয়ে বললাম)
–কেন? আমি তোমার কে হই?(নিধি প্রশ্ন ছুড়ে দিল)
— তুই আমারর সসসস,,,,,,,।আমি তর যা তুই ও আমার তাই।(উত্তর সুনে নিধি খুশি হয়নি বুজতে পারছি।।।।
— অ আচ্ছা,,,তুমি ত আমার বড় ভাই,,,?(নিধির মুখে কথা সুনে আমার মন টা খারাপ হয়ে গেলো)
— মোবাইলটা দেখছিস আমার?(নিধিকে উদ্দেশ্য করে বললাম?>
— আমার রুমেই আছে,,,,দিয়ে যেতে মনে ছিল না।।(নিধি)
— আচ্ছা দিয়ে যা??
নিধি মোবাইল নিয়ে আসতে গেছে,,,
— এই নাও,,,(মোবাইলটা হাতে দিয়ে)
আমি মোবাইলটা নিয়ে ভালোবাসার গল্প আইডিতে লগ ইন করলাম।।লগ ইন করে দেখি,,,নতুন আইডি,,,১০০০ এর মতো রিকোস্ট ঝুলে আছে, । আমার আইডিটা গল্পের আইডি,,,যারা গল্প পড়তে ভালোবাসে,,, তাদেরই বন্ধু বানাই।।আর গল্পের জন্য রিকু দিছে কিনা তার জন্য,,সবাইকে নক করার জন্য বলেছি।।নয়ত শুধু শুধু ফ্রেন্ড বাড়িয়ে লাভ নাই।।।।অনেকেই নক করে রাখছে।।তাদেরকে এক্সেপ্ট করলাম।।
,– নিধি একটা কথা বলবি?(মোবাইলটা রেখে বললাম)
— হুম বলো?
— তুই,,,আমার এত খেয়ার রাখিছ কেন?আর এত ভালো কেন বাসিস?
— এটা তো আমার ব্যাপার,,,তোমার ইচ্ছে হলে তুমিও ভালোবাসো,,,।আর ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকেই।।।(আবার মনটা খারাপ হয়ে গেলো)
— আচ্ছা,,,যা আমি ঘুমাবো?..(নিধি কিছু না বলে চলে যেতে লাগলো।।
আমি আবার গল্প লেখা শুরু করে দিছি,,,বড় আপু পর্ব ৩।।আইডি টা সিক্রেট। তাই নিধি যানে না,,এই আইডিতে নিধিকেই নিয়ে গল্প লিখে যাচ্ছি।।।
রাত তখন ৯ টা হবে,,,ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।।হঠাৎ নিধির মেসেজ আমার নতুন আইডিতে।।
— গল্পটা কেমন পরিচিত মনে হচ্ছে?(নিধি)
হেইরে ধরা পরে গেলাম নাতো,,,
— গল্প মানুষের জিবন থেকে নেওয়া,,,মিলে যেতেই পারে?(উত্তরে পাঠালাম)
— না না,,,গল্পের সাথে মেয়েটা আমার চরিত্রের সাথে মিলে যাচ্ছে,,,আবার নামটাও।(নিধি ধরা ত পরে গেছিই)
-(সিন করে রিপ্লে দিচ্ছি না)
— আবার ছেলেটাকেও খুব পরিচিত মনে হচ্ছে,,এটা আসিফের চরিত্র।।(নিধি)
— গল্পটা আমার বন্ধুকে নিয়ে লেখা,,,(রিপ্লে দিলাম।মনে হয় কাজ হইছে।।এবার চিনতে সমস্যা হবে।।।)
— অও….
নিধি আমার রুমে আসার আগে আইডি লগ আউট করে অন্য আইডি লগ ইনন করে ফেলেছি।।
— তোমার মোবাইল টা দেও ত?(নিধি আমারর মোবাইল চাচ্ছে)
— কেন? হঠাৎ।। (যেন কিচ্ছুই জানি না)
— দাও কাজ আছে<<(মোবাইল্টা হাতে নিয়ে কিছুক্ষন দেখে ফিরত দিয়ে দিলো।।।) -- কিরে কি হয়েছে??<(নিধিকে বললাম) -- এই গল্পটা পড়ো ত,,,দেখো তোমাকে আমাকেমাকে নিয়ে কিসব লিখেছে। (আমার আইডি আমাকে দেখালো) -- তাই ত,,,কে এটা তুই চিনিছ।(কিছুক্ষন পড়ে বললাম) -- না?(নিধি) -- অ আচ্ছা কথা বলে দেখ,,পরিচয় পাস কিনা।। নিধি চলে গেলো,,,আমি আর লগ ইনন হয়নি।। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম,,,বাসার সবায় ত অবাক,,,যে ছেলে ১০টার আগে উঠেনা সে ফজর নামাজ পড়তে গেছে।।। আজ দেখি সবাই আমাকে ভালোবাসতে শুরু করছে।।এলাকার মুরিব্বিরাও।।যারা আমাকে ফেল নিয়ে অপমান করতো।।তাদের ছেলেরা এটা করছে অটা করছে,,,আমার সামনে পরলেই বলতো।। সকালে নাস্তা করে,,,বসে বসে ফ্রি ফায়ার খেলছি,,, হঠাৎ নিধির ডাক,,, -- ভাইয়া চলো,,,কিছু কেনাকাটা আছে?(নিধি) -- যাবো না।।।(ভাইয়া ডাক সুনলেই মন খারাপপ হয়ে যায়। . . চলবে.....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here