ক্রাশ যখন বড় আপু-Part 6

0
188

★★★ক্রাশ যখন বড়_আপু★★★
#লেখক_আসিফ
~~~পর্ব_৬~~~.
.
.
–নীলা আপু তুমি এখানে??(মেয়েগুলো নীলা আপুকে দেখে চুপ্সে গেছে)
— তোমরা আমার ভাইকে মারতে এসেছো?<(নীলা আপু মেয়েগুলোর উদ্দেশ্যে বললো) -- আপু,, আমরা ত জানতাম না এটা তোমার ভাই?(মাইশা) -- তাই বলে একটা ছেলেকে এতজন মিলে মারতে হবে,,,?বাসায় চলো? (আপু আমাকে সেখান থেকে নিয়ে গেলো) আপুর রিয়েকশন টা বুজলাম না,,।আমাকে এভাবে মারতে যাচ্ছিলো।।আপু কই পুলিশ ডাকবে? না উল্টা আমাকে নিয়ে খুব শান্ত ভাবেই চলে আসলো!মেয়ে গুলো কি আপুর বান্ধুবি,,,তা ত হতে পারে না।।।কলেজের ছোট বোন। আপু আমাকে একটা রিক্সায় নিয়ে যাচ্ছে। -- আপু মেয়েগুলোকে তুমি কিভাবে চিনো?)(আপুকে প্রশ্ন করলাম) -- আমরা একই মহল্লায় থাকি,,,তাই।(নীলা আপু বললো) -- অহ আচ্ছা,,, তাই মেয়েগুলোকে কিছু বলো নাই? -- রাতে সব কথা সুনে বিচার হবে,,।।আব্বু,,আম্মুকে কিন্তু কিছু বলিস না।(নীলা আপু) -- আচ্ছা ঠিক আছে,,,,,। -- এখন মামার বাসার নিচে আছি,,,,। মামার বাসায় ডুকেই দেখি,,,মামা টিভিতে অধিক উত্তেজনার সাথে খেলা দেখছে।। সাথে সাজিদ বসে আছে। -- আসিফ ভাইয়া,,,কেমন আছো?(সাজিদ আমাকে দেখে দৌরে আসলো) -- এই ত ভালো তুই,,,,(আমি) মামার কাছে গিয়ে,,, -- মামা কেমন আছেন??? -- ভালো আসিফ,,,তুই কেমন আছিস.? <(মামা আমাকে জড়িয়ে ধরে বললো) -- ভালো মামা,,,,মামানি কই? -- তর মামানি তর জন্য মজার মজার রান্না করছে,,,?আচ্ছা বল আসতে কোনো সমস্যা হয়নি ত?(মামা আমার কাদে হাত রেখে বললো) -- হইছে মানে,,,মামা আপনি জানেন একটুর জন্য বেচে আসছি?<(আপু আমার দিকে তাকালো,,,ইশারা দিলো যেন না বলি) -- কি হয়েছে,?(মামা) -- না আব্বু কিছু না? আসিফ আমাদের বাসা ভুলে গেছিল,,,।(নীলা আপু) -- তাই,,,নাকি,, ভুলবেই ত কত দিন পর আসা।।(মামা) মামানিকে খুজতে,,রান্না ঘরে গেলাম? -- মামানি?(মামানি আমাকে অনেক আদর করে,,নিজের ছেলের মতো) -- আমার ছেলেটা এতক্ষনে আইছে,,,আসতে কোনো সমস্যা হইনি ত বাবা।।।(মামানি) -- না,,,মামানি,,আপনি কেমন আছেন? -- ভালো,,,তুমি)। --হুম ভালো? -- এই সাজিদ,,, আসিফ ভাইয়ার রুমটা দেখিয়ে দেতো।।।(মামানি মামাতো ভাইটাকে বলছে) তার পর আমাকে একটা রুমে নিয়ে গেলো।।আগে থেকেই সব ফিটফাট করা।।এখানে যে থাকতে হবে অনেক দিন তাই।। রুমে গিয়ে,,,ফ্রেশ হয়ে আসলাম....নিধিকে ফোন দেওয়ার জন্য মোবাইল খুজে পাচ্ছিলাম না।।একি মোবাইল গেলো কই? মনে করার চেস্টা করলাম।। মাইশার পেছনে থাকা মেয়েটা মোবাইলটা নিয়ে গেছিলো,,,।তখন মনে ছিল না,,মোবাইলের কথা। নীলা আপুকে বলতে হবে,,,নীলা আপুকে খুজতে লাগলাম,,,। --নীলা আপু,,,?একটু সুনেন?(নীলা আপু খাবার টেবিল সাজাচ্ছে) -- আসিফ,,,সব কিছু ঠিকঠাক আছে তো।(নীলা আপু) -- আপু আমার মোবাইল টা,,অই মেয়েগুলো কেড়ে নিয়েছিল? -- তখন বললি না কেন?<(নীলা আপু রাগ দেখিয়ে) -- মনে ছিল না।। -- আচ্ছা ধারা ব্যবস্থা করছি,, (আপু কাকে যেন ফোন করলো,,,দশ মিনিটের মধ্যে মোবাইল হাজির।।) এতক্ষন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে।রুমে গিয়ে সুয়ে আছি,,কখন ঘুমিয়ে গেছি মনে নাই।। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দেখি,,,মোবাইলে ৩৬টা কল,,,নিধির? হায় হায়,,নিধির সাথে ত কথা বলা হয়নি।। তারা তারি করে ফোন দিলাম,,একি মোবাইলেও দেখছি ব্যালেন্স নাই। কি করি সাজিদ কে নিয়ে বাসার নিচে গেলাম,,,ব্যালেন্স নিতে।।।যাওয়ার পথে মাইশার সাথে,,,সিড়ির মাঝখানে দেখা।। মাইশা মানে বাসে যার সাথে ঝামালা হইছিল। মাইশাকে দেখে দুস্টু একটা হাসি দিলাম,,,,মাইশা দেখি খুব রাগি এক্টা লুক নিয়ে উপড়ে উঠে গেছে।।।হয়ত আপমান গুলো এখনো মাইশার কানে বাজে,,।মারতে গিয়েও আমাকে মারতে পারে নাই।।হাহাহা। -- সাজিদ মেয়েটা কি এই খানেই থাকে?(আমি) -- হুম ভাইয়া মাইশা আপুরা আমাদের উপড়ে তলাতে থাকে?<<(সাজিদের কথা সুনে একটু ভয়ই লাগলো,,কারন যেকোনো সময় প্রতিশোধ নিতে পারে।) রিচার্জ করে নিধিকে দিলাম ফোন,,,নিধি রিসিভ করে কথা বলছে না। -- হ্যালো,,,(আমি) -- নিধি কি হলো কথা বল? -- তোমার সাথে কোনো কথা নাই,,,শহরে গিয়েই আমাকে ভুলে গেছো,,,,(নিধি অভিমানের সুরে বললো) -- কি বলছিস নিধি,,,আমি ত এসেই ফোন দিতাম,,,কিন্তু মনে ছিল না।।। -- তাহলে আমি যে এত গুলো কল দিলাম।তখন কোথায় ছিলে? -- খুব ক্লান্ত ছিলাম,,তাই ঘুমিয়ে গেছিলাম।। -- অ আচ্ছা,,বড় আম্মু বড় আব্বু কত টেনশন করছিল,,,,।ভালোভাবে গেছো কিনা।।প্রথমে তোমাকে না পেয়ে,,,মামাকে ফোন দেয়।।।তার পর জানতে পারি তুমি ঘুমিয়ে।।।।(নিধি) -- তাহলে তুই ইচ্ছে করে ফোন দিস নি? -- কি বলো,,,আমিই ত দিলাম?(নিধি) -- আচ্ছা ঠিক আছে,,আম্মুর কাছে দে? আম্মু,,আব্বুর সাথে কথা বলে রেখে দিলাম,,, বাসায় যাওয়ার পর নীলা আপুর ডাক,, --ছাদে চল,,,(নীলা আপু) -- কেন আপু , (অবাক হয়ে) -- চল দেখবি,,, ছাদে গিয়ে দেখি,,,সব গুলো মেয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে।আমি ভয়ে থমকে দাড়াই,,,সবগুলো একসাথে কেন? . . চলবে....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here