ভালবেসে রাখব কাছে – Part 16

0
228

#ভালবেসে রাখব কাছে
#লেখিকাঃ সাদিয়া সিদ্দিক মিম
#পর্বঃ১৬
কাব্য তার বারান্দায় বসে চোখের জল বিসর্জন দিচ্ছে।কাব্য খুব ভেঙ্গে পড়েছে শীলা আর মেঘের বিয়ে ভেঙ্গে যাওয়াতে।তার মা,বোন,ভাই তাকে দায়ী করছে বিয়ে ভাঙ্গার জন্য।তার জন্য প্রতিনিয়ত তারা কাব্যকে এড়িয়ে চলছে,বাড়িতে কারো মুখে কোন হাসি নেই।কাব্য এখন অপরাধ বোধে ভুগছে,সেদিন তার মায়ের বলা কথাগুলো আর মেঘের বিয়ে ভাঙ্গায় কাব্যর মনে ভালোই দাগ কেটেছে।যার ফল কাব্য এখন অপরাধ বোধে ভুগছে,কাব্য নিরবে চোখের পানি ফেলছে আকাশের দিকে তাকিয়ে।তখনই কাব্যর রুমে প্রবেশ করে তার বাবা।উনি কাব্যকে ঘরে দেখতে না পেয়ে বারান্দায় আসে আর দেখে কাব্যর চোখে জল।উনি সেটা দেখে কাব্যর কাঁধে হাত রাখে,কাব্য কারো ছোঁয়া পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে তাকায়।আর দেখে তার বাবা দাঁড়িয়ে আছে,সেটা দেখে কাব্য হাসার চেষ্টা করে বলে উঠল,,,
“বাবা কিছু বলবে!”
“এভাবে আর কত নিজেকে কষ্ট দিবি!হসপিটাল থেকে ফিরেছিস আজ চার দিন,আর এসেই নিজেকে আবারও ঘর বন্ধি করে রেখেছিস।তুই এভাবে থাকলে কী আমাদের ভালো লাগে!”
“বাবা আমি ত ঠিকই আছি,আর শরীরটা ভালো লাগছে না তাই ঘর থেকে বের হচ্ছি না।তোমরা প্লিজ আমাকে নিয়ে চিন্তা করো না।”
“আমাকে মিথ্যা বলিস না কাব্য,আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা।যেভাবে তোর মা,হিয়া আর মেঘ তকে এড়িয়ে চলছে তাতে করে তোর মন খারাপ হওয়ারই কথা।”
“বাবা তাদের কী এমনটা করা স্বাভাবিক নয়?”
“মানেহ?”
“মানে কিছু না,তুমি যাও এখান থেকে আমি একা থাকতে চাই।”
“কাব্য তুই কী কোন ভাবে তোর মা,হিয়া আর মেঘের মত নিজেকে দায়ী করছিস মেঘ আর শীলার বিয়ে ভাঙ্গার জন্য!”
“বাবা এটা ভাবার কী আছে!এটাই ত সত্যি আমার জন্যই ত ফুপা ভাইয়ার বিয়েটা ভেঙ্গে দিয়েছে।ভাইয়া আর শীলা ত একে অপরকে খুব ভালবাসে আর তাদের ভালবাসাকে পূর্নতা দেয়ার জন্যই ত বিয়েটা ঠিক হয়েছিল।কিন্তু আমার কৃতকর্মের জন্য তারা আজ আলাদা।আমি জানি ভালবাসার মানুষটাকে হারালে ঠিক কতটা কষ্ট হয়।আর ভাইও যে কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি,আমার কর্ম ফল আমার ভাই পাচ্ছে।আমি যদি সাবিহার সাথে অমানুষের মত আচরনগুলো না করতাম তবে আজ এসব হত না।”
“কাব্য তুই যা বলছিস সেটা পুরোপুরি সত্যি নয়,তুই সাবিহাকে আঘাত করেছিা সেটা অন্যায় তার জন্য মেঘের সাথে বিয়ে ভাঙ্গার কোন সম্পর্ক দেখছি না আমি।”
“বাবা প্লিজ যাও এখান থেকে,এত সম্পর্ক খুজতে আমার ভালো লাগছে না।যাও এখান থেকে নয়ত আমি বেরিয়ে যাব।”
কাব্যর কথাশুনে তার বাবা চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়,আর কাব্য তার ঘরে এসে ফোনটা হাতে নিয়ে নিশানকে ফোন লাগায়।কিন্তু ফোন বিজি বলছে,কাব্য বুঝতে পারছে নিশান তাকে ব্লক করেছে তাই বিজি বলছে।কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার থেকে নতুন একটা সিম কানেক্ট করে,আবারও ফোন লাগায় নিশানকে।কয়েকবার রিং হওয়ার পরই নিশান ফোনটা ধরে সালাম দিয়ে বলে উঠে,,,
“হ্যালো,,,আসসালামু আলাইকুম।কে বলছেন?”
“ওয়ালাইকুম সালাম,,,দোস্ত আমি কাব্য।”
নিশান কাব্যর কথাশুনে রেগে যায় আর বলে উঠে,,,
“তকে না করেছি না আমার সাথে যোগাযোগ না করতে,তুই আবার আমাকে ফোন দিয়েছিস কোন সাহসে!”
“দোস্ত প্লিজ শান্ত হ,আর ফোনটা কাটিস না প্লিজ।আমার তোর সাথে অনেক কথা আছে,আমি খুব পেরায় আছি দোস্ত একটু সাহায্য কর আমাকে।”
অনুরোধ করে নরম গলায় বলে উঠে কাব্য,কাব্যর এভাবে বলার কারনে নিশানের কিছুটা খারাপ লাগে।তাই নিশান নিজেকে শান্ত করে নরম গলায় বলে উঠে,,,
“কী হয়েছে তোর?”
তারপর কাব্য নিশানকে সবটা বলে যা যা করেছে সাবিহার সাথে আর মেঘের বিয়ে ভাঙ্গার কথাও বলে।সবটা শুনে নিশান খুব রেগে যায় আর বলে উঠে,,,
“ছিঃ কাব্য তুই খারাপ এটা জানতাম কিন্তু তুই যে এতটা খারাপ সেটা জানতাম না।তোর কী লজ্জা করছে না!এমন একটা কাজ কীভাবে করতে পারলি তুই?”
“দোস্ত আমি অন্যায় করেছি,খুব বড় অন্যায় করে ফেলেছি দোস্ত।আমি এখন প্রতিটা মুহূর্তে অপরাধ বোধে ভুগি,আমি কী করব কিছুই বুঝতে পারছি না।দোস্ত বল না আমার কী করা উচিত?আমি সিদ্ধান্ত নিতে পারছি না কীভাবে সবটা ঠিক করব!”
“তুই যা করেছিস তাতে করে সবটা ঠিক করা সম্ভবও নয়,তুই মানুষের কাতারেই পড়িস না।তুই ফোন রাখ আমাকে আর কল করবি না।”
“দোস্ত প্লিজ সাহায্য কর,বিপদে বন্ধুই ত বন্ধুকে সাহায্য করে,সঠিক পথ দেখায়।এখন তুই এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কী করব?”
“এতদিনে বুঝতে পারলি বন্ধুরা সঠিক পথ দেখায়!আরে আগে যখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতাম ইশা ভালো মেয়ে নয়,ইশার সাথে রিলেশন জড়াস না কিন্তু শুনেছিলি তখন আমাদের কথা?”
“দোস্ত প্লিজ আর অপরাধ বোধ বাড়াস না আমার,আমি পারছি না এভাবে অপরাধ বোধে ভুগতে।”
“তুই যা করেছিস তাতে করে তোর এটাই প্রাপ্য আর তকে সাহায্য করার কোন রাস্তা দেখছি না।কিন্তু বন্ধু হিসেবে একটা কথাই বলব তুই যার সাথে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চা।”
কথাটা বলেই নিশান ফোনটা কেটে দেয়,আর কাব্য ফোনটা রাখার পর তার গাল বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে।আর কাব্য সিদ্ধান্ত নেয় সে সাবিহার বাড়িতে যাবে,গিয়ে সাবিহার কাছে মন থেকে ক্ষমা চাইবে।আর মেঘ আর শীলার বিয়েটা দেয়ার জন্য অনুরোধ করবে,তার জন্য তাকে যদি অপমানিত হতেও হয় তাই হবে।এমন একটা সিদ্ধান্ত নিয়ে কাব্য বেরিয়ে গেলো।
______________________________________
শীলা আর মেঘকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে,আর তাদের সামনেই কালো হুডি পড়ে বসে আছে সাবিহা।শীলা আর মেঘের মুখও বাঁধা যার জন্য তারা কোন কথা বলতে পারছে না।শীলা রেগে সাবিহার দিকে তাকিয়ে আছে আর সাবিহা সেদিকে না তাকিয়ে মনযোগ দিয়ে ফোন টিপছে।এভাবে কিছুক্ষন কাটার পরও যখন কাজি আর আসে না তখন সাবিহা কাউকে ফোন দেয় আর ধমকে বলে উঠে,,,
“কাজিকে নিয়ে আসতে এতক্ষণ লাগে!এদিকে ত দুজনে ছোটার জন্য ছটফট করছে।তাড়াতাড়ি কাজি নিয়ে আয় আর বিয়েটা দিয়ে শান্ত করি দুজনকে,আর আমরা দুই বান্ধবীও শান্ত হই।”
সাবিহা কথাটা বলে অপর পাশের উওর পেয়ে মুচকি হেঁসে ফোনটা কেটে দেয়।আর মেঘ আর শীলার দিকে তাকিয়ে দেখে তারা দুজনে অবাক চোখে তাকে দেখছে।সাবিহা সেটা দেখে বলে উঠে,,,
“আমি কথা বলতে পারছি এটা দেখে তোমরা খুব অবাক হয়েছো তাই ত!”
শীলা মাথা নেড়ে না বুঝায় যার অর্থ এর জন্য নয়,সাবিহা আবারও বলে উঠে,,,
“তবে কীসের জন্য এভাবে চোখ বড়বড় করে তাকিয়ে আছো আমার দিকে!”
মেঘ এবার সাবিহাকে ইশারা করে বলে মুখের বাঁধন খুলে দিতে সেটা দেখে সাবিহা বলে উঠে,,,
“মুখ খুলব তবে চিৎকার করা যাবে না,চিৎকার করলে তোমার বউয়ের উপর তেলাপোকা ছেড়ে দিব কিন্তু!”
মেঘ মাথা নেড়ে না বুঝায় যার অর্থ সে চিৎকার করবে না।সাবিহা তার উওর পেয়ে মেঘের মুখের বাঁধন খুলে দেয় আর মেঘ বলে উঠে,,,
“তোর সাথে কী হিয়াও যুক্ত আমাদের কিডন্যাপ করার পিছনে!”
“ইয়েস জিজু একদম,আমরা দুই বান্ধবী মিলেই তোমাদের বিয়ে দিব।তোমাদের ত ভালো করে বুঝাইলাম কিন্তু তোমরা ত বুঝলে না।পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে না তোমরা তাই এই পদ্ধতি।আমরা দুই বোন+বান্ধবী থাকতে একজোড়া চড়ুই আলাদা হয়ে যাবে সেটা ত হবে না।তাই এই পদ্ধতি,এখন বলো ত আমাদের সারপ্রাইজটা তোমাদের কেমন লেগেছে?”
“হাতের বাঁধনটা খুলে দে তারপর দেখাচ্ছি কেমন লাগছে?”
“দিব ত,হাতের বাঁধন অবশ্যই খুলে দিব।কিন্তু এখন নয় যখন কাজি আসবে আর তোমরা রেজিষ্ট্রি পেপারে সই করবে তখন।ততক্ষণ এভাবেই বসে থাকো এবং আপু আর তুমি দুজনে মিলে চোখে চোখে কথা বলো।”
কথাটা বলে সাবিহা মেঘের মুখ বাঁধতে গেলে মেঘ বলে উঠে,,,
“এক মিনিট,এক মিনিট দাঁড়া আমার আর একটা প্রশ্ন আছে।”
“আবার কীসের প্রশ্ন?”
“তুই কথা বলতে পারছিস কীভাবে?”
“মানুষ কথা বলে কীভাবে সেটাও জানো না তুমি!আপু দেখ তোর জামাই ডাক্তার হয়েও জানে না মানুষ কীভাবে কথা বলে!অবশ্যই ঠোঁট,জিহ্ব,,
” কথা না ঘুরিয়ে বল,নয়ত মাইর খাবি আমার হাতে।”
“আরে এত চাপ নিওনা আমার কথা বলা নিয়ে,আমি ত স্ট্রং গার্ল তাই নিজেকে সুস্থ নিজেই করেছি।কথা না বলাটা কতটা কষ্টের সেটা আমি হাড়েহাড়ে টের পেয়েছি এতদিন।তাই প্রতি সকাল,বিকাল,রাতে সবার আড়ালে কথা বলার চেষ্টা করতাম।আর সফলও হই গতরাতে,আর দেখো আমি এখন কথা বলতে পারছি।”
“কিন্তু এভাবে জোরপূর্বক কথা বলানোতে কিন্তু গলায় সমস্যা হতে পারে!”
“আহ্ জিজু এখন এত সমস্যা সমস্যা করো না ত,আমি কথা বলতে পারছি সেটা এনজয় করতে দাও।আর নিজেদের বিয়েটাও এনজয় করো বুঝতে পেরেছো।”
কথাটা বলেই সাবিহা মেঘের মুখটা আবারও বেঁধে দেয়,আর অপেক্ষা করতে থাকে কখন হিয়া আসবে কাজি নিয়ে।সাবিহার অপেক্ষার অবসান ঘটিয়ে হিয়া কাজিকে নিয়ে পৌঁছায়।হিয়াকে দেখে সাবিহা জড়িয়ে ধরে,হিয়াও জড়িয়ে ধরে সাবিহাকে আর বলে উঠে,,,
“বইন অবশেষে আমার বিয়াইন হব উফফ ভাবতেই কী যে মজা লাগছে আমার।”
“হুম বইনা আমদের সম্পর্ক আরো মজবুত হবে এবার,বোন+বান্ধবী+বিয়াইন।মন চাইতাছে এই খুশিতে লুঙ্গি ডান্স দিতে কিন্তু আপাতত এই ইচ্ছেটা ধমিয়ে রেখে তেনাদের বিয়ের কাজটা সারি চল।”
কথাটা বলে সাবিহা আর হিয়া,মেঘ আর শীলার সামনে যায়।শীলা মুখ ঘুরিয়ে নেয় সেটা দেখে সাবিহা বলে উঠে,,,
“আপু চুপচাপ বিয়েটা করে নে নয়ত জোড় করে তদের বিয়েটা দিব,যেভাবে জোড় করে কিডন্যাপ করে তুলে এনেছি তদের।”
তারপরও শীলা তাকায় না,সেটা দেখে সাবিহা মেঘের দিকে তাকায় আর বলে উঠে,,,
“জিজু তোমার বউকে বলো চুপচাপ বিয়েটা করতে নয়ত এখানে এই মুহুর্তে আমি আর হিয়া তোমাদের সামনে নিজেদের আঘাত করব।”
কথাটা শুনে হিয়া,শীলা আর মেঘ চোখ বড়বড় করে তাকায় সাবিহার দিকে।হিয়া সাবিহার কানে কানে বলে উঠে,,,
“বইন এইটা কী কছ?এটা ত কথা ছিল না।”
“চুপ কর আর দেখ কী হয়?”
হিয়া চুপ করে যায়,আর সাবিহা নিজের পকেট থেকে একটা ব্লেড বের করে সেটা দুইভাগ করে।একটা নিজের হাতে নেয় আরেকটা হিয়ার হাতে দেয়।হিয়া অনিচ্ছা স্বত্বেও ভয়ে ভয়ে ব্লেডটা হাতে নেয়,আর সাবিহা নিজের হাতের রগে ব্লেডটা সেট করে শীলা আর মেঘকে বলে উঠে,,,
“বিয়েটা করবে নাকি আঘাত করব?”
শীলা সাবিহার হাতের দিকে একবার তাকিয়ে মেঘের দিকে তাকায় আর তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে উওর দেয় সে বিয়ে করবে।আর মেঘও একই পদ্ধতি অবলম্বন করে জানায় তারা বিয়ে করবে।সাবিহা বাঁকা হেসে কাজিকে বিয়ে পড়াতে বলে শীলা আর মেঘের হাতের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরে।তারপর মেঘ আর শীলার বিয়েটা সম্পন্ন হয় খুব ভালো করেই।
#চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here