প্রেমের_রঙ #পর্ব_১৫

0
496

#প্রেমের_রঙ
#পর্ব_১৫
#মোহনা_হক

‘পদ্ম ইজহানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেনো ইজহানের মনেই নেই। বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির উপর যুদ্ধ বয়ে গিয়েছিলো। পদ্মের খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ইজহানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার তাই পদ্মের হাসি ইজহান দেখছে না।’

‘পদ্ম কথা বলছে না দেখে ইজহান পদ্মকে ছেড়ে দিয়ে বললো-‘

“কথা বলছো না কেনো?”

‘পদ্ম হেসে হেসে বললো-‘
“কি বলবো?”

“ওয়েট ওয়েট তুমি কি হাসছো?”

‘পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেলো।সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেলো তার।’

“কোথায়, কখন না তো আমি একটুও হাসি নি।”

“তাই হাসো নি?”

“না। ”

“তাহলে লাইট অন করে দেখি?”

“আরে তার দরকার নেই হ্যাঁ আমি একটু হেসেছিলাম।”

“দেখেছো ইজহান তোমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারে।”

‘পদ্ম এসব কথা না শোনার জন্য বললো-‘
“আচ্ছা আপনি কেনো ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্য কি?”

‘ইজহান গম্ভীর কণ্ঠে বললো-‘
“জ্বী। সেজন্যই করবো না।”

“আচ্ছা আমি বলি কি আপনি ওই হসপিটালের চাকরিটা করুন। এভাবে তো হয় না।”

‘ইজহান পদ্মকে পুরো কথা শেষ করতে দিলো না, তার আগেই চুপ করিয়ে দিলো।’

“তোমার কোনো রকম কথা এ বিষয়ে শুনতে চাই না। যখন তুমি আমার জীবনে ছিলে না আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে।”

‘পদ্ম একেবারে চুপসে গেলো। এতো ত্যাড়া সে কখনো দেখেনি। ইজহান অন্য দিকে ফিরে শুয়ে পড়লো। পদ্ম পিছন থেকে জড়িয়ে ধরেছে। ইজহান নিজেও ধরলো আবার কিছু বললো না।’

‘সকাল ৯টা।’
‘ইজহানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেলো না সে ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয় নিচে মুনিরা শেখ আর হায়াৎ শেখের কাছে গিয়েছে। ইজহান উঠে ফ্রেশ হতে গেলো। তারপর চশমা পড়ে ফিটফাট হয়ে নিচে নেমেছে।’

‘পদ্ম মুনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে। আর ইজহান তার ফুপ্পির সাথে কথা বলছে বসে বসে। মুনিরা শেখ পদ্মকে বলেছে ইজহানের জন্য নাস্তাটা নিয়ে যেতে পদ্ম তাই করলো। ইজহানের নাস্তাটা টেবিলে রেখে আসলো।’

“খেতে আসুন।”

‘ইজহান উঠে নাস্তা করতে গেলো। পদ্ম সাথে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের হাত ধরে বললো-‘

“তুমি নাস্তা করেছো।”

‘পদ্ম মাথা নাড়িয়ে বললো-‘
“হ্যাঁ করেছি।”

‘ইজহান পরোটা মুখে দিয়ে বললো-‘
“আমাকে ছাড়াই খেয়ে নিলে?”

‘পদ্ম ইজহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো-‘

“মা আর ফুপ্পি জোর করেছিলো।”

“আচ্ছা সমস্যা নেই।”

‘ইজহান নাস্তা শেষ করে উঠে চলে গেলো উপরে। পদ্ম রান্নাঘরে মুনিরা শেখ আর হায়াৎ শেখের কাছে দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি। নিচেই তাদের সাথে দাঁড়িয়ে ছিলো।’
‘ঘড়িতে ১২টা বাজে। ইজহান তাকালো ঘড়িতে। পদ্ম এখনো পর্যন্ত রুমে আসেনি। ইজহানের খুব রাগ হলো, পদ্ম একবারও রুমে আসলো না।’
‘অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো। ইজহান ফোনে কথা বলছে। পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো। একেবারে গোসল করে বের হলো। ইজহান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেনো দেখে মনেহচ্ছে কতো কষ্টে আছে। পদ্ম পিছন থেকে ইজহানকে দেখছে। গালের সেই দাড়ি আর চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।’

‘রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে দিলো। ইজহান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ইজহানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে।’

‘ইজহান পদ্মের ভিজা চুলে হাত দিয়ে বললো-‘
“এতো তাড়াতাড়ি গোসল করেছো কেনো?”

“এমনি করে ফেলেছি।”

“রুমে আসোনি কেনো একবারও?”

‘পদ্ম ইজহানের দিকে তাকিয়ে বললো-‘
“আসলে কি হতো?”

‘ইজহান মজা নিতে বললো-‘
“আদর দিতাম।”

“সারাদিন এগুলোই ভাবেন তাই না!”

“না। তোমাকে যখন দেখি তখনই ভাবি বুঝেছো সুন্দরী?”

“একবার ম্যাডাম, একবার পদ্মফুল, আরেকবার সুন্দরী। এতো নামে ডাকেন কেনো?”

“ভালোবেসে ডাকি। তুমি তো ছোট মানুষ তাই বুঝো না আমার ভালোবাসা।”

‘ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিলো।’
“তাই কতটুকু ভালোবাসেন?

” ভালোবাসা পরিমাপ করা যায় না। আমি চাইও না পরিমাপ করতে। ”

‘পদ্ম হেসে দিলো।’

“পদ্ম তোমার ভেজা চুলে একটা চুমু দিই?”

‘পদ্ম মনে মনে বললো ‘সবই তো করে আমার অনুমতি ও নেয়।’ পদ্ম কিছু বলছে না। পদ্ম বুঝে উঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিলো।’

“এখন তো অনুমতি নিচ্ছি পরে এটাও নিবো না।”

‘পদ্ম দৌড়ে নিচে আসলো। ইশ লোকটার সামনে এক মিনিট ও থাকা যায় না। কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইজহান। দিন দিন বয়স হচ্ছে আর নির্লজ্জ হচ্ছে।’

‘বিকেল ৫টা।’
‘ইজহানের হসপিটালের সিআই রাসেদুল ইসলাম এসেছে শেখ ভিলায়। তিনি বসে চা খাচ্ছেন। কিন্তু ইজহান এখনো আসছে না। হুমায়ুন শেখ তার পাশের সোফায় বসেছেন। যখন থেকে রাসেদুল ইসলাম জেনেছে ইজহান কাউকে কিছু না বলে তার স্ত্রী কে নিয়ে সাজেক থেকে চলে এসেছে তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ইজহানের সাথে সরাসরি কথা বলবে। কখনো ইজহান এমনটা করেনি। তিনি ভাবতেই পারছেন না যে ইজহান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। মূলত তিনি ইজহানকে খুব ভালো জানেন দেখেই আজ শেখ ভিলায় এসেছেন। হয়তো কোনো ঝামেলা হয়েছে। হসপিটালের তিনজন ডাক্তার কে দিয়ে রাসেদুল ইসলাম কল দিয়েছিলো ইজহানকে, কিন্তু সে ধরেনি। বুঝেছে কিছু একটা হয়েছে কারণ ইজহান কখনো এমনটা করেনি। যতোবার হসপিটাল থেকে ঘুরতে যেতো সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাসেদুল ইসলাম কে জানাতো। ইজহানের এমন কান্ডে রাসেদুল ইসলাম অবাক প্রায়।’

‘মুনিরা শেখ পদ্মকে উপরে পাঠিয়েছেন ইজহান কে নিচে নিয়ে আসার জন্য। যেহেতু ইজহান ঘুমাচ্ছে তাই পদ্ম ইজহানকে ডাকতে গিয়েছে।’

‘পদ্ম ইজহানের হাত নাড়িয়ে বললো-‘
“শুনছেন?”

‘ইজহানের দিক থেকে কোনো সাড়াশব্দ নেই। পদ্ম আবারও ডাকলো ইজহান কে। ইজহান হকচকিয়ে উঠে বসে পড়েছে।’

“আসলে আপনার হসপিটালের সিআই এসেছেন।”

‘ইজহান চুলে হাত দিলো।’
“আমার চশমা দাও।”

‘পদ্ম তড়িঘড়ি করে চশমা দিলো ইজহানের। ইজহান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলছে।’

“ওনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন। নাহলে আমি কিন্তু গ্রামে চলে যাবো হুহ।”

‘ইজহান চোখমুখ শক্ত করে বললো-‘
“এর উত্তর আমি পরে এসে দিবো।”

‘ইজহান নিচে এসে বসে আছে। রাসেদুল ইসলাম ইজহান কে এই পর্যন্ত তিন বার জিগ্যেস করেছে কেনো সে কাউকে কিছু না বলে চলে এসেছে, তিনি ইজহানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসে ছিলো কিন্তু প্রতিবারই ফলাফল শুণ্য এসেছে। ইজহান কিছু বলছে না।’
‘ইজহানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন। তার বাবার সামনে এই কথা কোনোমতেই বলা যাবে না।’

‘রাসেদুল ইসলাম আবারও বললো-‘
“দেখো ইজহান আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি। সবকিছুতেই তোমাকে গুরুত্ব দেই বেশি। এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিগ্যেস করেছি কেনো এভাবে না বলে চলে এসেছো কিন্তু তুমি কোনো কিছুই বলছো না। এসব তোমার থেকে আশা করতে পারছি না ইজহান।”

‘ইজহান উঠে দাড়ালো।’
“স্যার আমি আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই। আমার রুমে আসলে ভালো হয়।”

‘রাসেদুল ইসলাম ইজহানের সাথে তার রুমে গেলো।’

“স্যার আপনার হসপিটালের সিনিয়র ডক্টর শানায়া শাহরিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত।’

‘রাসেদুল ইসলাম অবাক হলেন কারণ ওনার জানামতে ইজহান আর শানায়ার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিলো।’

” মানে বুঝছিনা ইজহান। খুলে বলো সব।”

“আসলে স্যার শানায়া ম্যাম আমাকে পছন্দ করতো। তার পছন্দের আকার ভিন্ন ছিলো।আশাকরি বুঝবেন কিসের কথা বলছি। আমার বিয়ে হয়েছে ওনি সেটা জানেন তার পরেও তিনি মেনে নিতে পারছেন না। আমি মিথ্যে বলবো না আমি ওনাকে অপমান করেছি। প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে আমি বিবাহিত। হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এসব কথাই বলতেন। একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কি নজরে দেখি সেটা আপনি ভালো জানেন স্যার। ওনি আমার স্ত্রী’র সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছেন। কাঁচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করে।শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে। এটা মেনে নিতে পারেননি বলেই এতো বাজে ভাবে পদ্ম কে আঘাত করে। একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারেন? হয়তো ভবিষ্যতে দেখা যাবে ওনি আপনার হসপিটালের কোনো পেশেন্ট কে মেরে ফেলেছেন। এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে। চাইলে অনেক কিছুই করতে পারতাম তবে আমার মান সম্মান আছে। আমি মেয়েদের সম্মান করি বলেই। আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যাথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিৎ। আমার মনেহয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বায় বায় করে চলে গিয়েছে৷ ওনার তো প্রাপ্ত বয়স হয়েছে ওনাকে এসব কাজকর্মে মানায় না। স্যার এখন যদি আপনার মনেহয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে এই আবদার করতে পারবেন না যে আমিও ওইখানে থাকবো আবার শানায়া ম্যাম ও ওইখানে থাকবে এটা হলে আমি আগেই দুঃখিত।

‘রাসেদুল ইসলামের যেনো শানায়ার প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে। তিনি ভাবতেও পারেন নি যে শানায়া এমন একটা কাজ করবে। এরকম ডক্টর থাকার থেকে না থাকা ভালো।’

“আমি বরাবরের মতো চাই তুমিই থাকো আমার হসপিটালে আশাকরি না করবে না।”

‘ইজহান রাসেদুল ইসলামের দিকে তাকিয়ে বললো-‘
“তাহলে শানায়া ম্যাম?”

“ওর মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মান সম্মানই যাবে। কাল থেকে যেনো তোমাকে আমি হসপিটালে দেখি।”

‘ইজহান হেসে বললো-‘
“জ্বী স্যার।”

‘রাসেদুল ইসলাম চলে গেলেন। পদ্মের এতোক্ষণ মন উশখুশ করছিলো কখন রুমে যাবে আর ইজহানের থেকে শুনবে কি হয়েছে। রাসেদুল ইসলাম যাওয়ার পর পরই ইজহান রুমে এসেছে তার পিছন পিছন পদ্মও দৌড়ে চলে এসেছে।’

‘পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে।’

‘ইজহান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বললো-‘
“কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এভাবে হাঁপাচ্ছো কেনো।”

‘পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ইজহানের হাত ধরে বললো-‘
“ওনি যে এসেছেন কি বলেছে?”

“কাল থেকে ওই হসপিটালেই যাবো। কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেনো?”

“আরে ওই যে দৌড়ে এসেছি সেজন্য।”

‘ইজহান পদ্মের দু’টো হাত পিছন দিকে থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বললো-‘
“তখন কি বলেছো?”

“কখন কি বলেছি?”

‘ইজহান সন্দিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বললো-‘
“তুমি বলোনি গ্রামে চলে যাবে।”

‘পদ্ম ঘাবড়ে গেলো। অপ্রত্যাশিত হাসি দিয়ে বললো-‘
“আমি তো মজা করেছিলাম।”

“এবার মজা করার দাম দাও। যতোবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে।”
‘ইজহান পদ্মকে টেনে সম্পুর্ণ তার সাথে মিশিয়ে নিলো একেবারে । পদ্মের ওষ্ঠে গভীর ভাবে তার ওষ্ঠ মিলিয়ে দিলো।’

#চলবে…

[আসসালামু আলাইকুম। সবাই চায় আমি একটু রোমাঞ্চকর কিছু লিখি কিন্তু কথা হচ্ছে এর চেয়ে বেশি আমি লিখতে পারি না। যাই হোক আমার ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শব্দসংখা ১৫০০]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here