যে_বর্ষণে_প্রেমের_ছোঁয়া #আনিশা_সাবিহা পর্ব ২৫

0
676

#যে_বর্ষণে_প্রেমের_ছোঁয়া
#আনিশা_সাবিহা
পর্ব ২৫

আরিদ্র নিঃশব্দে হেসে সেই বিস্ময়ে টাকা ফেলে দেওয়া লাস্যময়ী রমনীর মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে নিলো। মেয়েটির লম্বা কালো কেশগুচ্ছকে আর খুঁজে পেল না আরিদ্র। অথচ হাঁটু অবধি সুন্দর চুলের বাহার দেখেই মেয়েটিকে একসময় চোখে ধরেছিল আরিদ্রের। আজ তা কোনোরকমে কোমড় ছুঁয়েছে তাও পাতলা ফিনফিনে হয়েছে চুল। মেয়েটির এলোমেলো গায়ের কাপড় দেখে আরিদ্রের বুঝতে বাকি রইল না কিছু আগেই সে নিজেকে বিলিয়ে দিয়ে এসেছে। আরিদ্রকে দেখে থরথর করে কাঁপুনি উঠেছে মেয়েটির। আরিদ্র নির্লিপ্তে বলল,
“ঈশানী যে! কেমন আছো ঈশানী?”

ঈশানী নিজেকে সামাল দিলো। শক্ত করার চেষ্টা করল মন থেকে। যান্ত্রিক স্বরে বলল,
“ঠিক যেমনটা রাখতে চেয়েছিলে তেমনটাই তো আছি। দেখছই তো।”

“হুমম দেখছি। ভালোই ইনকাম হচ্ছে তোমার। অন্তত তোমার এই রূপটাকে কোনো কাজে তো লাগিয়ে দিতে পেরেছি! তোমার কাছে একটা ধন্যবাদ পাওনা আমার।”

ছলছল দৃষ্টিপাত করল ঈশানী আরিদ্রের দিকে। এই লোকটার চোখে মায়া বলতে কিছু দেখতে পেল না সে। অবিশ্বাস্য কণ্ঠে বলল,
“তোমার মাঝে সামান্য অপরাধবোধও নেই আরিদ্র। প্রথম দিনের মতোই অনুতাপহীন তুমি।”

আরিদ্র আগের ন্যায় হাসিমুখে তাচ্ছিল্যের সহিত জবাব দিলো,
“তো তোমার কী ধারণা? আরিদ্র কখনো পাল্টাবে?”

ঈশানী উত্তর করল না৷ চোখ বেয়ে অশ্রু ঝরছে সেই সঙ্গে সামনেই যেন ভাসছে কোনো অভিশপ্ত অতীত। সেই অতীতের দড়ি ধরে ঈশানী আজ এখানে। ঈশানী ঢক গিলে দুয়েক পা করে এগিয়ে আরিদ্রের কাছে এলো। সাহস করে আরিদ্রের মুখের পানে তাকিয়ে বেশ আশা নিয়ে জানতে চাইল,
“তুমি যেভাবে রেখেছ আমি সেভাবে আছি। কখনো কোনোদিন পালানোর চেষ্টা করিনি। করবও না। শুধু আমায় একটা কথা বলো। আমার বাবুটা কই আছে? ওকে তুমি সাথে রেখেছ তো তাই না? ওকে ভালো মতো বড়ো করেছ তো?”

আরিদ্র একেবারেই না জানার ভান করে ভ্রু কুঁচকায় একবার। জিজ্ঞেস করে,
“কোন বাবুর কথা বলছ? মনে আসছে না ঠিক।”

ঈশানীর কান্না পেয়ে গেল। চোখজোড়া থেকে যেন বেরিয়ে আসছে জলন্ত লাভা। সেই লাভায় জ্বলে উঠছে নেত্রপল্লব। চোখমুখ খিঁচে কেঁদে উঠে আরিদ্রের বুকের শার্টের অংশ খামচে ধরল ঈশানী।
“এই তুমি এ ব্যাপারে মজা করো না৷ আমি তো শুধু একটাই আবদার করেছি তোমার কাছে। আমার বাবুটাকে ভালো রাখতে বলেছি। এতটুকু কথা তো তুমি রেখেছ তাই না বলো?”

আরিদ্র প্রচণ্ড বিরক্তি নিয়ে ঈশানীর হাত ঝেড়ে ফেলল দ্রুত। অসহ্য হয়ে বলল,
“তোমার সন্তান আমার কাছে নেই ঈশানী। ওসব উটকো ঝামেলা নিজের ঘাড়ে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। তোমার বাচ্চার কাহিনী সেদিনই শেষ।”

ঈশানী তেড়ে আসতে লাগে আরিদ্রের নিকটে। দুটো হাত ধরে ফেলেন হেনা। চিৎকার করে কেঁদে ওঠে ঈশানী। ছটফট করতে থাকে বিরতিহীনভাবে। এমতাবস্থায় এলোমেলো শাড়ির কুঁচি খুলে পড়ে। দৃশ্যমান হয় ঈশানীর পেট ও খোলা কোমড়। হেনা দ্রুত ডাকেন বাকি মেয়েদেরকে।
“এই কে কোথায় আছিস! এই ছেড়িডারে নিয়া যা এহনি।”

চারজন মেয়ে ছুটে এসে ঈশানীকে ধরে ফেলল। টানতে টানতে বাহিরে নিয়ে গেল। ঈশানীর মুখের কথা থামানো গেল না। যাওয়ার আগে বলে গেল,
“তোরে আমি ছাড়ুম না। আমি ছাড়লেও তোর পাপ তোরে ছাড়বে না। মিলিয়ে নিস।”

একারণেই আসার একেবারে ইচ্ছে ছিল না আরিদ্রের। কিন্তু হেনা ডেকেছিল তাকে। বাধ্য হয়ে আসা। পুরো শরীর রি রি করছে ক্রোধের আগুনে। হয়ত কেউ মাঝখানে না থাকলে ঈশানীর কোনো ব্যবস্থা করেই ক্ষ্যান্ত হতো আরিদ্র। তবে তা হওয়ার নয়।

রাত এগারোটা বাজতে চলল প্রায়। জানালার বাহিরে চেয়ে একমনে অন্তরিক্ষে বিদ্যুৎ চমকানো দেখছে স্বচ্ছ। ঘন কালো আকাশ যখন হঠাৎ হঠাৎ আলো ছড়িয়ে দিচ্ছে তখন তা উপভোগ করছে স্বচ্ছ। এক পর্যায়ে সে মনে মনে কল্পনা করে নিলো ওই বিজলীই যেন মোহ। তা মনে করে বিস্তর হাসি ফুটল মুখে।
“তুমি ঠিক আমার জীবনে ওই বিদ্যুৎ চমকানোর মতো মিস মোহ। ওই বিজলী যেমন হঠাৎ এসে জানান দিচ্ছে আকাশকে তার রশ্মি সম্পর্কে তুমিও হঠাৎ হঠাৎ এসেই আমায় জানান দাও তুমি আমার জীবনে আলো ছড়ানোর জন্য আছো। আবার এক মুহূর্তেই হাওয়ার সাথে গায়েব হয়ে যাও। এমন কেন বলো তো?”

স্বচ্ছ প্রশ্ন করেছে ঠিকই তবে উত্তর দেওয়ার মতো কেউ নেই। কিন্তু স্বচ্ছ কল্পনাজগতে হঠাৎ অনুভূত করে ফেলল কেউ তার কানের একেবারে সংস্পর্শে এসে ফিসফিস করে বলল,
“কারণ আমি এমনই। হঠাৎ আসব। রশ্মি ছড়াব। মোহ ছড়িয়ে দেব আপনার অন্তরে, আপনার ঘোলাটে বর্ণের এই গভীর আঁখি দুটোয়। অতঃপর আবার পালাব।”

স্বচ্ছ আনমনে প্রশ্ন করল,
“পালাবে কেন? রয়ে যেতে পারো না? অনন্তকালের জন্য?”

“না পারিনা। এটা আমার জীবন নিয়ম বহির্ভূত হয়েছে যেন। আপনি মানুষটা নিষিদ্ধ হয়ে পড়েছেন আমার জন্য।”

আকাশের গুড়গুড় ডাকে বালিশে এলিয়ে রাখা মাথা তুলে তাকাল স্বচ্ছ। চোখ কচলাতে কচলাতে ভাবল কিছুক্ষণ আগের কল্পনার কথোপকথনগুলো। কিছু মুহূর্তের জন্য চোখ লেগে এসেছিল তার। চোখ বুঁজে নিজের কল্পনায় ডুব দিয়েছিল সে। বাস্তবে মোহের সঙ্গে আলাপ করার অভিলাষ পূর্ণ না হওয়ায় বুঝি এই কল্পনা এসেছিল মনে। একারণেই হয়ত বলে, মানুষ কল্পনায় সবচেয়ে সুখী!

অজস্র দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফোনটা হাতে নিয়ে কললিস্টের প্রথমে মোহের নম্বরে প্রচণ্ড অস্থিরতা নিয়ে কল করল স্বচ্ছ। বিগত বারের মতোই ওপাশ থেকে ফোন বন্ধের কথা আসতেই দাঁতে দাঁত খিঁচে কানের পাশ থেকে ফোন সরিয়ে নিলো সে। এতবার কল দিয়েও ফোন বন্ধ থাকার বিষয়টা এবার তাকে চিন্তার সাগরে ফেলছে। নইলে তো ফোন বন্ধ থাকার কথা না। সৌমিত্র হাতে ব্যাগ নিয়ে স্বচ্ছের ঘরে প্রবেশ করল। চিন্তায় অতি মগ্ন থাকায় কিছু টেরই পেল না স্বচ্ছ। সৌমিত্র ব্যাগ টি টেবিলে রেখে বলল,
“ভাই, ভাই! তোমার ঔষধগুলো আমার ঘরে ছিল। এখনি বোধহয় কিছু ডোজ আছে খেয়ে নাও।”

আচানক ছোটো ভাইয়ের কণ্ঠে চকিতে পেছনে তাকাল স্বচ্ছ। কম্পিত গলায় বলল,
“হ্যাঁ? কিছু বললি?”

চোখমুখের ভঙ্গি পরিবর্তন হয় সৌমিত্রের। সন্দেহি নজরে তাকায় বড়ো ভাইয়ের দিকে। কাছে এসে উৎসুকভাব নিয়ে জিজ্ঞেস করে,
“ভাই? তোমার কী হয়েছে? কিছু আগে ফারাহ বলল তোমার নাকি কিছু হয়েছে। অন্যমনস্ক লাগছে তোমাকে।”

“আসলে একটা কথা ভাবছি আমি।”

“কী কথা?”

স্বচ্ছ আগের মতোই অন্যমনস্ক ভাব নিয়ে বলতে লাগল,
“মেয়েটা না নিজে খোঁজ নিচ্ছে আর না তার খোঁজ পাওয়া যাচ্ছি। কেমন যেন অশান্ত লাগছে এবার আমার।”

সৌমিত্র বেশ ভালোভাবে বুঝে নিলো স্বচ্ছ মোহের বিষয় নিয়ে কথা বলছে। আজকাল সবসময় মোহ ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে কথা শুনতেই পায় না স্বচ্ছের মুখে। অথচ কিছুদিন আগে মোহ নামটা যেন আগুন ধরানোর ন্যায় কাজ করত। স্বচ্ছের সামনে মোহ নামটা উচ্চারণ করা বারণই ছিল। সৌমিত্র তপ্ত শ্বাস ফেলে বলল,
“মোহের কথা বলছ?”

“আর কোন নারীর পাল্লায় আমি পড়েছি বলতে পারিস? এই প্রথম কোনো রমনী আমাকে এত অস্থির করে নিচ্ছে।”

কথাগুলো রাগের সহিত বলে ফেলল স্বচ্ছ। সৌমিত্র ফিক করে হেসে বলল,
“তো তুমি অস্থির হচ্ছো কেন? শান্ত হয়ে থাকলেই তো হয়।”

কড়া চাহনি দিয়ে এবার সৌমিত্রের জবান বন্ধ করে স্বচ্ছ। সৌমিত্র আমতা আমতা করে বলে,
“আসল কাহিনী কী?”

“কী আবার? মোহের কোনো খোঁজ পাচ্ছি না। বুঝিনা মেয়েরা এত ইরেসপন্সবল কী করে হয়? হাউ? তাকে ফোনে না পেয়ে কোনো মানুষের চিন্তা হতে পারে এটা বুঝতে পারে না? আশ্চর্য!”

“এতই চিন্তা হলে ওর বাড়ি গিয়ে দেখে এসো। এড্রেস তো আছেই তোমার কাছে। তাহলে দেরি কীসের?”

স্বচ্ছের চোখ দুটো সরু হলো এবার। অতঃপর এমন ভাব ধরে উপুড় হয়ে শুয়ে পড়ল যেন সৌমিত্রের কথার তোয়াক্কাই করল না সে। কেমন যেন গা ছাড়া ভাব নিয়ে বলল,
“তোর কী মনে হচ্ছে? আমি ওর জন্য এতটাই পাগল হয়ে গিয়েছি যে এত রাতে, এই আকাশে বিদ্যুৎ চমকানো অবস্থায় বেরিয়ে গিয়ে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকব ও ঠিক আছে কিনা দেখার জন্য? আমাকে কি এতটা ডেস্পারেট মনে হচ্ছে ওর জন্য? ও কেমন আছে তা জানার জন্যও আমি ইন্টারেস্টেড নই। আমি ঘুমাব এখন।’

স্বচ্ছ যে ভাবসাব নিয়ে এমন কথাগুলোই বলবে সেটা সৌমিত্রের অজানা ছিল না। হতাশা নিয়ে উঠে দাঁড়াল সে। যাওয়ার জন্য হাঁটা ধরল। যেতে যেতে বলল,
“ভাগ্যিস ইন্টারেস্টেড নও। ইন্টারেস্টেড না হয়েই তোমার যা অবস্থা! ইন্টারেস্টেড হলে না জানি আরো কেমন অবস্থা হতো।”

স্বচ্ছ তেলেবেগুনে জ্বলে উঠল। তবে কিছু বলার আগেই কেটে পড়ল সৌমিত্র। তাই বিছানা ছেড়ে আর ওঠা হলো না স্বচ্ছের। উপুড় হয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকল সৌমিত্রের কথাগুলো। আচ্ছা, মেয়েটার বাড়ি গিয়ে কি সে দেখে আসবে? কোনো বিপদ হলো কিনা? পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে দায়সারা ভাব নিয়ে বিড়বিড়িয়ে বলল,
“ওকে নিয়ে আমার ভাবার এত সময় আছে নাকি? যে এত রাতে ওর বাড়ি ছুটব? ধুর!”

স্বচ্ছ সোজা হয়ে শুয়ে চোখ বুঁজল। উদ্দেশ্য লম্বা একটা ঘুম দেবে। একবারে সকাল দশটার আগে চোখ খুলবে না।

তালা দেওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে স্বচ্ছ। মাঝে মাঝে বিদ্যুতের রশ্মিতে চকচক করে উঠছে তালা। মোহের বাড়িটা ফাঁকা। জনমানবশূন্য। স্বচ্ছের চিন্তা প্রগাঢ় হলো। ভেতরের অস্থিরতা তাল মিলিয়ে অতিরিক্ত হতে থাকল। গাড়ির চাবি শক্ত করে ধরে বড়ো বড়ো শ্বাস নিয়ে শান্ত করতে থাকল নিজেকে। গলি ছেড়ে বেরিয়ে আসার সময় শুধু মনে হলো, একবার যদি দেখা পেত সেই ছিমছাম গড়নের মেয়েটার! তবে কতই না শান্তি পেত মনটা!

গাড়ির ভেতরে বসে দরজা বন্ধ করে ভেতরের লাইট জ্বালিয়ে স্বচ্ছ বসে রইল অনেকক্ষণ। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মোহ গেল কোথায়? তার কি কোনো বিপদ হয়েছে? ফোনটাও যে বন্ধ!

নানান চিন্তা মাথায় নিয়ে গাড়ি স্টার্ট দিলো সে। তবে বাড়ির দিকে গেল না আর। নিজের মনটাকে হালকা করতে ঘুরতে থাকল দিকবিদিক। একসময় বৃষ্টির ফোঁটা নিজের বাঁধ ভেঙে পড়তে শুরু করল ধরণীতে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় গাড়ির গ্লাস হয়ে এলো অস্পষ্ট। সেটা পরিষ্কার করতে করতে গাড়ি থামাল সে। পাশেই চায়ের সেই দোকানটা। যেখানে স্বচ্ছের প্রথম সাক্ষাৎ হয়েছিল মিস. বিছুটি পাতার সঙ্গে। গাড়ির গ্লাস নামিয়ে দোকানটার দিকে মনোযোগের সহিত তাকায় স্বচ্ছ। তবুও যেন শান্তি হচ্ছে না তার। না পেরে গাড়ি থেকে নেমে সেই দোকানের ছাউনির নিচেই দাঁড়িয়ে শীতলতম বাতাসে নিজেকে হালকা উপলব্ধ করল সে। বৃষ্টির ঝাপটায় চোখমুখে ছিটে এলো পানি। সেসবে ধ্যান নেই স্বচ্ছের। স্মরণ করতে ব্যস্ত মোহের সঙ্গে তার সাক্ষাৎকারের দৃশ্যগুলো। ইশশ…কী জোরেই না থা/প্পড় মে/রেছিল মেয়েটা। ভাবতেই গালে হাত চলে যায় স্বচ্ছের। মৃদু স্বরে বলে,
“তোমার গায়ে ভীষণ জোর মিস মোহ! এতটাই জোর করে এখন আমার গাল থেকে ব্যথাটা অন্তর অবধি চলে গেছে বোধহয়।”

স্বচ্ছ সামনে তাকাল। ওই সামনে গাছটার সামনেই স্বচ্ছ বাইক দিয়ে কাঁদা ছুঁড়েছিল মোহের গায়ে। কী গাঢ় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছিল মোহ তার পানে। আজ আবারও সে ওই দৃষ্টির দেখবার জন্য তড়পাচ্ছে। স্বচ্ছ অনুভব করল, কোনো এক একরোখা রমনীর চিন্তায় সে পাগল হয়ে যাচ্ছে।

সকাল সকাল বড়ো লিভিংরুমে ফুল লাগাতে ব্যতিব্যস্ত শৌভিক। মাঝে মাঝে দাড়ি চুলকে ফুল হাতে নিয়ে এদিক ওদিক করে ভাবছে কোনদিকে কীভাবে ফুল লাগালে তার একমাত্র চাচাতো বোনের পছন্দ হবে। তার এই ভাবনায় পাড়া দিবে কোনো এক মেয়েলি কণ্ঠ দিয়ে উঠল চিৎকার। ফুল ফেলে দিয়ে হকচকিয়ে পেছন ফিরে তাকাল শৌভিক। কাঙ্ক্ষিত মেয়েটিকে দেখেই ঝাড়ি দিয়ে বলল,
“তোদের নারী জাতির সমস্যা কোথায়? গলা আছে বলে যখনতখন চিৎকার ছাড়তে হয় কেন? তেলাপোকা দেখলে এক চিক্কুর, কাঁদতে কাঁদতে চিক্কুর, হাসতে হাসতে চিক্কুর! এত চিৎকার দিস গলা ফেটে যায় না?”

শৌভিকের চাচাতো বোন মীরা ক্রুদ্ধ হয়ে বলল,
“সাধে তো চিৎকার করি না। দেখো তো কোন বেনারসি অর্ডার দিয়েছিলাম আর কোনটা দিয়ে গেছে? অর্ডার দিয়েছিলাম লালটা। আর পেলাম গোলাপী। বিয়েতে কী পরব?”

“এজন্য বারবার বলি চল অনলাইনে এসব হাজার হাজার টাকা খরচ করে অর্ডার না দিয়ে মার্কেটে নিয়ে যাই। মার্কেটের লোকজন আমাকে দেখলে এমনি জিনিসপত্রের দাম অর্ধেক কমিয়ে দেবে। চাচার টাকাও কম যাবে। শুনিস কোথায় আমার কথা?”

মীরা শৌভিকের হাতে তৎক্ষনাৎ শাড়ি ধরিয়ে বলল,
“এতই যখন দাপট তোমরা যাও না, যাও! শাড়িটা চেঞ্জ করে নিয়ে এসো কোম্পানিতে গিয়ে। মনে হচ্ছে শাড়ি অদলবদল হয়েছে আমার শাড়ির সাথে। এখন গিয়ে আমারটা খুঁজে নিয়ে এসো। তারপর বুঝব কত বড়ো সিংহ তুমি।”

“এখন আমাকে বেনারসি নিয়ে কোম্পানিতে ছুটতে হবে? তোর হবু বরকে ধরিয়ে দিতে পারিস না?”

“ওকে ধরিয়ে দেব বিয়ের পর। এখন তুমি যাও।”

শৌভিক বাহানা দেখিয়ে বলল,
“কাজ আছে আমার।”

“এত কাজ করতে হবে না। সাহের কোম্পানিতে যাও। মেইন শোরুমে ঢুকে পড়ো। আর আমার মেইন বেনারসিটা নিয়ে এসো।”

শৌভিক পড়ল বিপাকে। এখন কিনা বেনারসি নিয়ে বাহিরে ছুটতে হবে?

চলবে…

[বি.দ্র. ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here