তুমি_আমি_দুজনে #লেখিকা_হুমাইরা_হাসান পর্ব- ৩

0
1249

#তুমি_আমি_দুজনে
#লেখিকা_হুমাইরা_হাসান
পর্ব- ৩

-তোমার জন্য, শুধু মাত্র তোমার জন্যেই এত ঝামেলা হচ্ছে, তোমায় আমি কিছুতেই ছাড়বো নাহ

তুরার হাত জোরে চে’পে ধরে রাখায় ব্যথায় চোখ মুখ খিচে আছে, চোখ বেয়ে দু ফোটা পানি গড়িয়ে পরলো, তুরার এমন মুখটা দেখে হুট করেই আহানের বুকটা মুচড়ে উঠলো,, তুরার চোখের পানি দেখে নিজেকে কেমন অপরাধী মনে হলো, তুরার হাত টা ঝ’টকা দিয়ে ফেলে দিয়ে দূরে সরে দাঁড়ালো,,ঘাড়ের পেছনে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে ফোস করে একটা নিঃশ্বাস ছাড়লো।
তুরা এখনো ঠাই দাঁড়িয়ে আছে,, নিঃশব্দে নোনাজলে ভিজিয়ে যাচ্ছে কপোল খানা।
আহান বেশ অবাক হয়,মেয়েটা কি কথা বলতে পারে না? আবার পরমুহূর্তেই নিজেকে সামলে নেই,,সে কেনো ভাববে এই মেয়ে কে নিয়ে,, যা খুশি হোক।

-একটা কথা কান খুলে শুনে রাখো,, তোমার আমার বিয়ের সম্পর্ক শুধু ওই কাগজে সই পর্যন্তই সীমাবদ্ধ এর বেশি কিছু কখনও আশা করো না আমার থেকে,, আর রইলো কথা ওই পেপারস এর,,সেটা থেকেও খুব দ্রুতই মুক্ত করে দেবো, তাই স্বামী টাইপ কোনো ব্যবহার আমার থেকে আশা করোনা

বলেই দরজা খুলে গটগট করে চলে গেলো আহান। আর তার যাওয়ার পানে অপলক চেয়ে রইলো তুরা। বিরতিহীনভাবে অশ্রুসিক্ত হলো সারা গাল,,আহানের তিক্ত কথা গুলোতে তুরার ছোট্ট মনটা কেঁপে উঠেছে, মনের গহীনে কাঠের ফ্রেমে জমাট রাখা অনুভূতি গুলোও দগ্ধ হচ্ছে,সে তো জানতো এমন কিছুই হবে তবুও বুকের ভেতর অজানা ব্যথায় ক্রমশ ভেতরটা ফেপে উঠছে,,বাস্তবতা যে তার জীবনে পাথরের মতোই অটুট আর শক্ত তা সে অনেক আগেই মেনে নিয়েছে, তবুও অজানা এক ব্যথায় তপ্ত হচ্ছে হৃদয়, হয়তো লোকটা তার স্বামী বলে!
সে মানুক আর না মানুক তুরা তো তার নামেই কবুল পরেছে,তাই হয়তো আকাশ সমান অসম্ভবতার মধ্যেও একটু আশা খুঁজেছিলো।
সন্তপর্ণে আখিযুগল মুছে নিলো ওড়নাটার আচঁলে, আহান চেপে ধরার তার ফর্সা কবজিতে লাল দাগ হয়ে পাঁচটা আঙুল বসে গেছে। হোক সেটা ঘৃণা করে,স্বামীর স্পর্শ তো,তুরা না হয় এ নিয়েই খুশি থাকলো। মলিন হেসে ওয়াসরুমে ঢুকে বার কয়েক পানির ঝাপটা মুখে দিয়ে বেরিয়ে এলো,, মাথাটা ধরেছে,আপাতত সব ভাবনা ছেড়ে একটু ঘুম দরকার।

~

মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুমটা হালকা হয়ে এলো তুরার,,

-তুরা? এই তুরা?

মেয়েলি কণ্ঠস্বরের ডাকে চোখ খুলে তাকালো তুরা,, মাথার উপর হাস্যজ্বল একটা মিষ্টি চেহারা দেখে উঠে বসলো ধপ করে, এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বললো

-এখন কি বিকেল হয়ে গেছে আপু? আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছি?

তুরাকে এমন অস্থির হতে দেখে রাইমা গাল প্রসারিত করে হেসে বসলো ওর পাশে

-আরে ধুর পাগলি,দুপুর হয়েছে সবেমাত্র। মা গোসলে গেছে,আর দিদুন ঘরে শুয়ে আছে, তুই সেই সকালে ঘুমালি এখনো উঠার নাম নেই, আর আমি একা এতিমের মতো ঘুরছি। দেখি ওঠ তো শিগগির ফ্রেশ হয়ে আই,একসাথে খেতে বসবো দুজনে

রাইমার কথা শুনে তুরা মিষ্টি হেসে বলে,
-তুমি দুই মিনিট বসো আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি।

বলেই চটপট বিছানা থেকে নেমে ওয়াসরুমের দিকে যায়, এই এক দিনের মাঝেই রাইমার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তুরার,রাইমা ও তুরাকে ছোট বোনের মতোই ভালোবাসে,আর তুরা তো ছোট থেকেই চাইতো তার একটা বড় বোন থাক,সেটা পেয়ে যেনো ওর হাজার শুকরিয়া,,এতসব ঝড়ের মাঝেও যে ইনসাফ মাহবুবের মতো বাবার ছায়াতল, আর রাইমার মতো বোনের সঙ্গ পেলো এই বা কম কি!

ফ্রেশ হয়ে রাইমা আর তুরা দুজনে একসাথে নিচে নেমে এলো, ততক্ষণে রুবি খাতুন আর তার শাশুড়ী ও এসে পরেছে ডাইনিং এ,,তুরা গিয়ে এক কোণায় গুটিয়ে দাঁড়াতেই আমেনা খাতুন শক্ত গলায় ডাক দিলো তুরাকে

-এই যে মেয়ে,এদিকে আসো,সারাক্ষণ তো ছোট বাচ্চাদের মতো এক কোণায় জড়সড় হয়েই থাকো দেখছি

শক্ত গলায় তুরা খানিকটা ভড়কে যায়, রুবি খাতুন আর আমেনা খাতুন দুজনেই বেশ গম্ভীর প্রকৃতির বলে মনে হয় তুরার,কারণ এসে থেকে এদের সাথে কথা খুব কমই হয়েছে, রুবি খাতুন গত রাতে তুরাকে কিছু বললেও আমেনা খাতুনের সাথে তার একদম কথা হয়নি।
চুপচাপ গিয়ে আমেনা খাতুনের পাশে দাড়াতেই বৃদ্ধা ইশারা করে পাশের চেয়ারটাই বসতে বললে তুরাও বাধ্য মেয়ের মতো বসে পরে।
রুবি খাতুন সবাইকে খাবার বেরে দিয়ে নিজেও খেতে বসে। খাওয়ার মাঝেই আমেনা খাতুন বলে উঠলো

-শোনো নাতবউ, ছেলে মানুষের মন আষাঢ়ে বেলার মতো, এই ভালো তো এই মেঘে কালো, ওদের কথায় ধরে বসে থাকলে চলবে নাহ, দাদুভাই যতই বলুক মানে না বিয়ে কিন্তু বিয়ে তো হয়েছেই,,আর এটা তো কোনো ছেলেখেলা নয় সে আজ এমন তো কাল ওমন।

বলে কিছুক্ষণ দম নিলো, তুরার মতো রাইমা আর রুবি খাতুন ও নিঃশব্দে শুনছে সবটা, খানিক থেমে আবারও বললো আমেনা খাতুন

-দাদুভাই ছোট থেকেই একটু রাগচটা আর জেদি, ওর উপর জোর করলেই ও আরও বেঁকে বসে। কিন্তু মন থেকে একেবারে খাটি সোনা আমার ভাই,, বাইরে যতই শক্ত হোক ভেতরে তার চেয়েও নরম। এমন হটকারিতায় হওয়া বিয়েতে রাগ দেখালেও একদিন ঠিকই মানবে। আর তার জন্য তোমাকেই সবটা করতে হবে।

আমেনা খাতুনের কথায় তুরা থমকে যায়,খাবার গলায় আটকে হিচঁকি উঠে গেছে।

-আরে আরে আস্তে ধীরে খাও বাবা

বলেই রুবি খাতুন পানির গ্লাস এগিয়ে দিলো। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে জোরে জোরে শ্বাস ফেললো তুরা। দিদুনের কথা শুনে ওর হিচঁকি উঠে গেছে, লোকটার সাথে তিনবার দেখা হলো তিনবারই জল্লা’দপনা করেছে,সে আবার ওই লোকের কি করতে যাবে। দেখলেই কেমন করে তাকায় যেনো গি’লে খাবে তাকে। আরেকবার ঢক গিলে পাশে তাকাতেই তুরা দেখে আমেনা খাতুন জহুরি চোখে তার দিকে তাকিয়ে আছে। আমেনা খাতুনের এমন দৃষ্টি দেখে তুরা শুকনো হাসে।

-হিচঁকি কাশি যা উঠার এখনই উঠিয়ে নাও। আমার দাদুভাইকে কিন্তু তোমারই হাত করতে হবে মেয়ে, আমাদের বংশে ছেলেদের একাধিক বার বিবাহ হয়না। আর এমন টুসটুসে একটা বউ থাকতে অন্য কথা ভাবার তো কোনো মানেই হয়না।

আমেনা খাতুনের কথা শুনে তুরার খাবার গলা পর্যন্তই থেমে গেছে,, সর্বনা’শ,,কি বলছে! রাইমা আর রুবি ঠোঁট টিপে হাসছে, আমেনা খাতুন কে তারে বেশ চেনে,উপর উপর গম্ভীর ভাব ধরে থাকলেও ভেতর ভেতরে বেশ রসিক, আর তুরাকে তার পছন্দ এটা তাদের আগে থেকেই জানা

-থাক না মা,ও ছোট ওকে আর এসব বলে কি লাভ! আপনার গুণধর নাতিকে বোঝালেও তো পারেন

রুবি খাতুন সামান্য কেশে বললেন। রাইমাও তার সাথে বললো
-ঠিকই তো দিদুন, ভাইকেও বলা উচিত। মানছি বিয়েটা অপ্রত্যাশিত ভাবেই হয়েছে কিন্তু তা বলে তুরার তো কোনো দোষ নেই,যা হবার হয়ে গেছে এখন তো ওর ও উচিত কিছুটা মানিয়ে নেওয়া।

রাইমার কথায় ও উত্তর করলেন নাহ আমেনা বেগম৷ তুরার প্লেটে আরেক চামচ ভাত তুলে দিতে গেলেই তুরা মিনমিনিয়ে বললো

-আমি আর খেতে পারবো নাহ,আমাকে আর দিবেন না প্লিজ

-থামো মেয়ে, এইটুকু শরীর খাওয়া দাওয়া বেশি না করলে কিভাবে হবে। আর রাইমা আর আহানের মতো তুমিও আমায় দিদুন বলেই ডাকবে এটা যেনো আরেকবার বলতে না হয়।

তুরা সামান্য ঘাড় নেড়ে সম্মতি দেয়,কিন্তু এতগুলো খাবার কি করে খাবে, অসহায় দৃষ্টিতে রাইমার দিকে তাকাতেই রাইমা চোখ টিপে খেয়ে নিতে ইশারা করে, আর তো কিছু করারা নেই।

খাওয়ার পর্ব চুকিয়ে সকলে বসে বেশ কিছুক্ষণ গল্প করলো, তুরার মনটা বেশ ভালো,, রুবি খাতুন আর আমেনা খাতুনকে যতটা গম্ভীর ভেবেছিলো ততটা নয়। তাদের সাথে কথা বলে বেশ হালকা লাগছে কেমন আপন আপন লাগে তাদের। ইনসাফ আংকেলকে বাবার মৃত্যুর আগে বেশ কয়েকবার দেখলেও এই লোকগুলোর সাথে তার আগে চেনা জানা ছিলো নাহ।
রুবি খাতুনের মুখে শুনলো তার একমাত্র গুণধর জ’ল্লাদ ছেলেটি নাকি বিদেশে ছিলো দীর্ঘ সময় পড়াশোনার খাতিরে, বর্তমানে ভার্সিটির লেকচারার। আসলেই, ওই যে স্কুল কলেজে থাকতো নাহ গম্ভীর চরিত্রের কিছু খা’টাস,, একদম সেই ধাচের লোকটা। এতগুলো ভালো মানুষের মধ্যে ওই একটা মানুষ এমন গোমড়ামুখো কি করে হলো তুরা বুঝে পাই নাহ।

বিকেলের দিকটাই তুরাকে নিয়ে রাইমা বাগানের দিকটাই ঘুরছে, বাগান টা অসম্ভব সুন্দর, একটা বড় কাঠগোলাপের গাছ, মাঝারি আকৃতির একটা কৃষ্ণচূড়াও আছে, রাইমা আপু শখ করে লাগিয়েছিলো গাছ গুলো। বাগানের এক কোনায় কতগুলো সূর্যমুখীর গাছ, বেশ ফুল ফুটেছে। সূর্যমুখী তুরার ভীষণ পছন্দের, ওগুলো দেখেই ছুটে গেলো

-বাহ,কত সুন্দর ফুলগুলো! এগুলোও কি তুমিই লাগিয়েছো আপু?

হাসিহাসি মুখ নিয়ে প্রশ্ন করলো তুরা। রাইমা এতক্ষণ তুরাকেই দেখছিলো। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা যেনো আবারও প্রজ্বলিত হয়ে উঠেছে,, কাল থেকে কেমন মু’ষড়ে ছিলো মেয়েটা, এমন চাঁদ মুখের মেয়েটার মুখে বিষন্নতার ভার একদম মানায় নাহ।

-ও আপু বলো না

তুরার ডাকে হুস ফিরে রাইমার৷ এগিয়ে গিয়ে বলে

-নাহ,এগুলো আহান লাগিয়েছে,ওর সূর্যমুখী ফুল ভীষণ পছন্দ। এগুলো সব ও নিজে হাতে পরিচর্যা করে, বাগানের এদিকটাই কেও আসেনা। ওর ফুল কাওকেই ধরতে দেয়না

আহানের নাম শুনেই তুরার হাসি হাসি মুখ খানা চুপসে গেলো। ফুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিলো,রাইমাকে বলে একটা নিয়ে ঘরে ফুলদানি তে রাখবে ভেবেছিলো,কিন্তু লোকটার নাম শুনে সে ইচ্ছে ঘুচে গেল।
বাগানে আরও কিছুক্ষণ থেকে ভেতর থেকে রুবির ডাক এলো।

-তুরা তোর ইচ্ছে করলে এখানে আরেকটু থাক। মা ডাকছে আমি শুনে আসি কেমন?

রাইমার কথায় কিঞ্চিৎ ঘাড় নাড়িয়ে সম্মতি দিলো তুরা, রাইমা যেতেই এদিক ওদিক ঘুরে সূর্যমুখীর গাছ গুলো দেখতে লাগলো। উচ্চতায় একদম তার মাথার ও উপরে গাছ গুলো। আর কি সুন্দর! বিকেলের নরম আলোতে একদম চিকচিক করছে।
বাম পাশে চোখ যেতেই একটা পানির পাইপ নজরে এলো তুরার। ছুটে গিয়েই পাইপ টা হাতে তুলে নিলো।

-গাছগুলোর গোড়া বেশ শুকিয়ে গেছে, আজকে হয়তো কেও পানি দেয়নি

নিজে নিজেই বলে আশেপাশে তাকিয়ে মটরের সুইচ খুজতেই পেয়ে গেলো, এগিয়ে গিয়ে মটরের সুইচ টা চালু করতে পাইপ থেকে পানি বেরিয়ে চোখে মুখে উপচে পরলো তুরার। গায়ের উপরে কিছুটা ভিজে গেলেও বেশ মজা পেয়েছে। পাইপ টা হাতে ধরে ভীষণ প্রফুল্লচিত্তে এগিয়ে গিয়ে গাছ গুলোতে পানি দিতে লাগলো।

বাড়ির ফটকে এসে ব্রেক করলো গাড়িটা, দরজা খুলে বেরিয়েই দারোয়ানের হাতে চাবিটা ধরিয়ে পার্ক করতে বলে বড় বড় পা ফেলে ভেতরে এগিয়ে গেলো আহান। বাগানের দিকটা পেরোনোর সময় হুট করে বাম পাশে চোখ যেতেই দেখলো তার সূর্যমুখীর বাগানের ভেতর ছোট খাটো কিছু নড়াচড়া করছে,ভ্রু কিঞ্চিৎ কুচকে এগিয়ে গেলো আহান।

-তুমি এখানে কি করছো?

গমগমে গলা শুনে হাত থেকে ভারি পাইপ টা ফসকে যেতে লাগলেই কোনো মতে সামলে ধরলো। পাইপ সহ তুরা ঘুরে দাঁড়ালে পানির ধারা গিয়ে পরলো আহানের উপর, গপগপ করে পানি ছিটে পরতে লাগলো আহানের সারা গায়ে

-হোয়াট রাবি’শশ!!
.
.
.
চলবে ইনশাআল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here