তুমি_হৃদয়ে_লুকানো_প্রেম #তাহিরাহ্_ইরাজ #পর্ব_৪

0
901

#তুমি_হৃদয়ে_লুকানো_প্রেম
#তাহিরাহ্_ইরাজ
#পর্ব_৪

আদিত্যর কিরণে উজ্জ্বল বসুধা। গোটা বাড়ি ব্যস্ত নিজ নিজ কর্মে। হবু বধূ সিনথিয়াকে ইতিমধ্যে পার্লারে পাঠানো হয়েছে। সাথে গিয়েছে দুয়া’র বড় বোন তানজিনা, নিশি এবং মনিকা। মনিকা হলো তূর্ণ’র বন্ধু। পেশায় একজন ডক্টর। এদিকে পুরো বাড়ির সকলে প্রস্তুত হচ্ছে বিবাহ অনুষ্ঠানের জন্য।

সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে দুয়া। মায়াবী আঁখি যুগল আইলাইনারের ছোঁয়ায় রাঙালো। ওষ্ঠাধর রাঙা হলো লিপস্টিকের কৃত্রিম রঙে। সাজ সম্পন্ন! মিষ্টি হাসি উপহার দিলো মেয়েটা নিজ প্রতিবিম্ব দেখে। অতঃপর দক্ষ হাতে হিজাবে আবৃত করলো দীঘল কালো কেশ। ঠিক সে মুহূর্তে কক্ষে প্রবেশ করলো তৃষা।

” দুয়া! এই দুয়া! তোর সাজগোজ হলো? ”

বলতে বলতে মেয়েটার দৃষ্টি নিবদ্ধ হলো দুয়া’র পানে। বিমোহিত হলো মেয়েটি! দুয়া’র পড়নে ক্রিম কালার মাল্টি লেয়ার্স লেহেঙ্গা। গুলুমুলু দেহে লেহেঙ্গাটি বড্ড মানিয়েছে। বাঁ কাঁধে ছেড়ে রাখা দোপাট্টা। দীঘল কালো কেশ আবৃত মানানসই হিজাবে। মায়াবী আঁখি যুগলে মোটা করে আইলাইনার এর প্রলেপ। ওষ্ঠাধরে লাইট পিঙ্ক লিপস্টিক। ডান হাতে ব্রেসলেট। বাঁ হাতে লেডিস ওয়াচ। ব্যস সাজ সম্পন্ন!

” মাশাআল্লাহ্! বেবি তোকে কি সুন্দর লাগছে! ”

তৃষা চটাপট ছুটে এলো। নজরটিকা লাগিয়ে দিলো মেয়েটির কানের পেছনে। মৃদু হেসে দুয়া শুধালো,

” আরে এসব আবার কি করছিস? ”

” নজরটিকা লাগাচ্ছি বেবি। নজরটিকা। আজ তোকে যা লাগছে না? কত বেডা যে হুঁশ হারাবে আল্লাহ্ মালুম। তাই আগেভাগেই বলে রাখছি আমার আঁচল ধরে ধরে ঘুরবি। আমি তোকে সেফ করবো। বুঝেছিস? ”

না চাইতেও সশব্দে হাসলো দুয়া। তৃষা মুগ্ধ নয়নে অবলোকন করলো সে হাসি! তাড়া দেখিয়ে বললো,

” আচ্ছা অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি চল। ওদিকে সবাই প্রায় রেডি। ”

” হুঁ হুঁ। চল। ”

দুই বোন প্লাস সখি দুরন্ত পায়ে কক্ষ ত্যাগ করলো।

পেলব দু হাতে লেহেঙ্গা সামলিয়ে দুয়া পৌঁছে গেল কাঙ্ক্ষিত কক্ষে। গুটিগুটি পায়ে প্রবেশ করলো। দেখা মিললো প্রিয় মানুষটির। হাসিমুখে এগিয়ে গেল দুয়া। দু হাতে পেছন থেকে আলিঙ্গন করলো। প্রথমে অবাক হলেও নিজেকে সামলিয়ে নিলো সে মানুষটি। মুচকি হেসে পিছু ঘুরে তাকালো। মুখোমুখি দু’জনে দাঁড়িয়ে।

” নানুমনি! ”

বিপরীতে দাঁড়িয়ে আনোয়ারা বেগম। সত্তরোর্ধ্ব মানবীর চামড়ায় ভাঁজ সৃষ্টি হয়েছে। পড়ে গিয়েছে একটি দাঁত। তবুও চেহারায় আকর্ষণীয় রূপের ছটা। গৌর বর্ণের এই নারীকে দেখলেই বোঝা যায় যৌবনে কতটা সুন্দরী ছিলেন। দুয়া আদুরে গলায় বললো,

” আমার সোনা নানুমনি! তুমি রেডি তো? ”

” এই তো নানু। আমি তৈরি। ”

নাতনিকে পূর্ণ দৃষ্টিতে লক্ষ্য করে,

” মাশাআল্লাহ্! আমার নানুকে তো পরীর মতো লাগছে! কারো নজর না লেগে যায়। ”

” তুমিও বলছো নানুমনি? আমার মতো কুমড়োপটাস – কে কিভাবে পরী লাগবে? ”

নাতনির অভিমানী কণ্ঠ শুনে আনোয়ারা বেগম ইষৎ চমকালেন!

” কুমড়োপটাস! এসব কি বলছো নানু? ”

দুয়া জবাব দিলো,

” ঠিকই তো বলছি। তোমার প্রিয় নানাভাই ই তো বলেছে আমি নাকি কুমড়োপটাস! ”

” প্রিয় নানাভাই! কে? ”

সেকেন্ড ভেবে,

” তূর্ণ নানাভাই? ”

মুখ ঘুরিয়ে দাঁড়ালো দুয়া।

” তাছাড়া আর কে হবে? তোমার ওই আদুরে নানাভাই তো চিরকাল ই আমাকে ঈর্ষা করে। দেখলেই উল্টাপাল্টা নামে ডাকবে। ”

নিঃশব্দে হাসলেন আনোয়ারা বেগম। ভারী দেহ নিয়ে বসলেন বিছানায়। হাসি মুখে শুধোলেন,

” সে শুধু ঈর্ষা ই করে? ভালোবাসে না? ”

” ছাই বাসে। ”

আনোয়ারা বেগম হেসে উঠলেন। কিছু বলতে উদ্যত হতেই বাহির থেকে দুয়া’ মা তাহমিদা’র কণ্ঠ শোনা গেল।

” এই রে মা ডাকছে। আমি তো ভুলেই গিয়েছিলাম। ও সোনা নানুমনি! চলো চলো। মা তোমাকে নিয়ে যেতে বলেছে। ”

” আচ্ছা চল। ”

দুয়া যত্ন করে নানুমনির হাত ধরে উঠতে সহায়তা করলো। দু’জনে মিলে আস্তে ধীরে বেরিয়ে গেল কক্ষ হতে।

বাড়ির প্রাঙ্গনে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলো ঝলমলে পরিবেশ। আগত অতিথিদের উপস্থিতিতে মুখরিত চারিপাশ। কনের জন্য নির্ধারিত স্থানে বসে সিনথিয়া। পাশেই রয়েছে ঘনিষ্ঠ আত্মীয়রা। দুয়া ছোট ভাই জাহিনের হাত ধরে হাঁটছে। ঘুরে ঘুরে দেখছে আশপাশ। জাহিনের পড়নে কালো ব্লেজার স্যুট। বেশ লাগছে দেখতে।

দুই ভাই-বোন ঘুরে ঘুরে দেখছে ঠিক সেসময় হঠাৎ সম্মুখে এসে হাজির হলো তূর্ণ। আদ্রিয়ান আয়মান তূর্ণ! হঠাৎ তূর্ণ ভাইয়াকে দেখে হকচকিয়ে গেল দুয়া! কিন্তু স্বাভাবিক জাহিন। তূর্ণ ছোট ছোট চোখ করে দুয়া’র পানে তাকালো। অদ্ভুদ চাহনিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলো,

” এসব কি পড়েছিস? পেঁচানো পেঁচানো? কুমড়ো ড্রেস নাকি? ”

অপমানিত বোধ করলো মেয়েটা। যেখানে আজ সবাই কম-বেশি ওর প্রশংসায় পঞ্চমুখ সেখানে তূর্ণ ভাইয়া কিনা এমন বাজে কথা বলছে? মেয়েটা কড়া কণ্ঠে জবাব দিলো,

” হাঁ। কুমড়ো ড্রেস। আজ ই বাজারে লঞ্চ হয়েছে। আর ফার্স্ট ক্রেতা আমি। হ্যাপি? ”

নাক ছিটকে তূর্ণ বললো,

” ছিঃ! তোর রুচিবোধ কোথায় নেমে গেছে পুতুল? শেষমেষ কুমড়ো ড্রেস! ”

” শোনো আমার রুচি ঠিকই আছে। মাঝখান থেকে তোমার টেস্ট জঘন্য হয়ে যাচ্ছে। নিজে এসব কি পড়েছো? পেঁয়াজের খোসার মতো লাগছে। ইয়াক! ”

ব্লেজার স্যুটকে এমন অপমান! মানা যায়?

” তোর চোখে বোধহয় ছানি পড়েছে। কাকে পেঁয়াজ বলছিস? জানিস এটা ব্র্যান্ডেড? প্রাইস কত? ”

” এটা ব্র্যান্ডেড! ও মা! আমি তো ভাবলাম কাওরানবাজার এর পাইকারি দোকান থেকে পেঁয়াজের সাথে ফ্রি পেয়েছো। ”

মেয়েটার কণ্ঠে বিস্ময়! তূর্ণ দাঁতে দাঁত চেপে যেই না কিছু বলতে উদ্যত হলো ওমনি তার কান মলে দিলো কেউ। চমকালো তূর্ণ! বাম পাশে তাকিয়ে দেখলো নানুমনি দাঁড়িয়ে। ছেলেটা মিথ্যা মিথ্যা কঁকিয়ে উঠলো।

” আহ্! নানুমনি? কি করছো? লাগছে তো। ”

” লাগুক। তোমার সাহস তো কম না তুমি আমার নানুভাইকে কুমড়োপটাস বলো! ”

কান ছাড়িয়ে তূর্ণ বললো,

” ভুল কিছু বলেছি কি? ”

” ভুল মানে মস্ত বড় ভুল বলেছো। ”

নানুমনিকে পেয়ে মেয়েটা আহ্লাদী হলো। গিয়ে দাঁড়ালো নানুমনির পাশ ঘেঁষে। আনোয়ারা বেগম পুনরায় বললেন,

” আমার পরীর মতো দেখতে নানুভাই! তুমি তাকে নিয়ে মজা করছো? খুব খারাপ। ”

তূর্ণ বক্র হেসে বললো,

” পরীর মতো নানুভাই! তা ওনার রাজ মশাই কোথায়?”

চরম আশ্চর্যান্বিত হলো দুয়া! চোখমুখ কুঁচকে কিছু বলতে উদ্যত হতেই আদ্রিয়ান আয়মান তূর্ণ গায়েব! ফটাফট কেটে পড়েছে। দুয়া অভিযোগের গলায় বললো,

” নানুমনি তুমি! তুমি শুনলে? আমাকে পরিমনির সাথে তুলনা করলো? আমি পরিমনি? ”

নানুমনি কিছু বলার পূর্বেই দুয়া বিড়বিড় করে আওড়ালো,

” আস্ত এক খ|বিশ। ”

অতঃপর চোখের সামনে থেকে সরে গেল দুয়া। নানুমনি একাকী নিঃশব্দে হেসে উঠলেন। হঠাৎ উনি লক্ষ্য করলেন জাহিন এখানে নেই! সে আবার গেল কোথায়?

” ওহ্ হো! শান্তিপ্রিয় নানাভাই আমার অশান্তি দেখে সরে পড়েছে। ”

দুয়া, তৃষা এবং নিশি প্রাঙ্গনের এক প্রান্তে দাঁড়িয়ে খুনসুটিতে মেতে উঠেছে। এদিকে লোকজনের কম আনাগোনা বলা চলে। তৃষা লজ্জা মিশ্রিত মুখে বললো,

” তোমরা জানো আজ কি হয়েছে? ”

নিশি জিজ্ঞাসু নয়নে তাকিয়ে শুধালো,

” কি হয়েছে? এত ব্লাশিং ব্লাশিং! কেস কি? ”

দুয়াও সাথ দিলো।

” হাঁ। ব্যাপার কি রে তৃষা? লজ্জায় টমেটো লাল হয়ে যাচ্ছিস কেন? বল। ”

তৃষা লজ্জায় মুখ লুকালো লেহেঙ্গার ওড়নায়। মৃদু স্বরে থেমে থেমে বললো,

” আমি না ক্রাশ খেয়েছি। ”

ব্যস! বলতে না বলতেই পিঠের উপর দুম করে এক ঘু”ষি। মে|রেছে জাহিরাহ্ দুয়া! দাঁতে দাঁত চেপে দুয়া বললো,

” ফা জি ল মাইয়া! তোর কেরোসিনের কেস এমন ঝাকানাকা মশলা মাখিয়ে বললি মনে হচ্ছিল তোর বিয়েটাই হয়ে গেছে। ”

তৃষা ছোট ছোট চোখ করে বললো,

” বিয়া ক্যামনে হইতো? আগে তো তোর সিরিয়াল। দুই মাসের বড় কিনা। ”

” আচ্ছা? আমি সিরিয়ালে আগে না থাকলে তুই করে নিতি? ”

তৎক্ষণাৎ তৃষার জবাব।

” অফকোর্স করতাম।‌ বিবাহ অর্ধেক দ্বীন পূর্ণ করে জানিস না? ”

দুয়া ব্যাঙ্গ করে বললো,

” ইহ্! নামাজ কালামের ঠিক নেই। উনি নাকি আবার অর্ধেক দ্বীন পূর্ণ করবে! ”

হেসে উঠলো নিশি। বললো,

” তৃষা বোন আমার! বিবাহ করিতে বেশ উদগ্রীব হয়ে গেছিস মনে হয়? ”

” হাঁ। অর্ধেক দ্বীন পূর্ণ করতে হবে না? আমি তো সিরিয়ালে পড়েছি এই মাইয়ার জন্য। এটাকে বিদায় করতে পারলেই আমার রাস্তা ঝকঝকে তকতকে পরিষ্কার। ”

দুয়া শুধালো,

” আচ্ছা? সিরিয়ালে শুধু আমিই আছি? আর নিশিপু? সে বুঝি অলরেডি ম্যারিড? ”

আঁতকে উঠলো তৃষা।

” ইন্না লিল্লাহ! এখনো দুইজন। তারপর আমি! আয় হায় রে? তোমরা একটু প্রেম ট্রেম করতে পারো না? তাইলে তো হয়ে যেতো। সোজা কাজি অফিসে গিয়ে বিনে পয়সায় বিবাহ খতম। আর এদিকে আমার রাস্তাও ঝকঝকে তকতকে পরিষ্কার! ”

সশব্দে হেসে উঠলো দুয়া এবং নিশি। সঙ্গী হলো তৃষা নিজেও।

সদ্য বিবাহ সম্পন্ন হলো সিনথিয়া এবং কবির এর। বোনের থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে মিহাদ। অনার্স শেষ বর্ষে পড়ুয়া ছেলেটা আজ বোনের স্মরণীয় দিনে আবেগতাড়িত হয়ে পড়ছে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই। কিন্তু স্নেহের ছোট বোনের বিবাহে কে না আবেগপ্রবণ হয়ে উঠবে? দু’জনের বয়সের পার্থক্য মাত্র দেড় বছর। পিঠাপিঠি ভাই-বোন ছিল দুজনে। অন্য সবার মতো ছিল খুনসুটি, দুষ্টুমি, ভালোবাসা। আজ সেই আদরের বোনের বিয়ে হয়ে গেল। জীবন জুড়ে গেল অন্যের সনে। একপ্রকার পর হয়ে গেল বোনটা। আগের মতো সেই সুসম্পর্ক আর রইবে কি? উঁহু! এখন আর যখন তখন দু’জনের মা*রামারি হবে না, চুল টানাটানি হবে না। বোনটা যখন তখন এটাসেটা বায়না করবে না। ছোট হওয়া স্বত্ত্বেও নাম ধরে ডাকবে না। অনেক কিছুই যে বদলে যাবে। ভাবতেই ছলছল করে উঠলো আঁখি জোড়া। সবার অলক্ষ্যে ছেলেটা সেথা হতে সরে গেল।

আঁধার রাত্রি। বিবাহ অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এখন বিদায় বেলা। মায়ের কাঁধে মুখ লুকিয়ে হুঁ হুঁ করে কেঁদে চলেছে সিনথিয়া। সাথি মেয়েকে জড়িয়ে নিজেও কেঁদে চলেছেন। আবেগঘন এক মুহুর্ত। স্ত্রী কন্যার ক্রন্দনে দিশেহারা বোধ করছেন মাহফুজ সাহেব। ওনার নিজেরও যে খুব কষ্ট হচ্ছে। জ্বলন অনুভূত হচ্ছে হৃদয়ে। তবুও শক্ত থাকতে হবে। উনি ভেঙ্গে পড়লে চলবে কি করে? নিজেকে সামলিয়ে মাহফুজ সাহেব এগিয়ে গেলেন। ক্রন্দনরত কন্যার হাত দু’টো সমর্পণ করলেন নতুন জামাই কবিরের হাতে। কবির মোলায়েম কণ্ঠে শ্বশুরকে আশ্বস্ত করলো। অশ্রুসজল নয়নে সিনথিয়া এদিক ওদিক তাকাচ্ছে। বড় ভাইকে খুঁজছে। কিন্তু ভাইকে আজ কোথাও দেখতে পেল না। বুঝতে বাকি নেই তার ভাইটা এখানে কেন অনুপস্থিত! বুক ফেটে কান্না পাচ্ছে।

কবির যতন করে নববধূকে গাড়িতে বসালো। আটকে দিলো ডোর। অশ্রুসিক্ত নয়নে সিনথিয়া তাকিয়ে রইলো পরিবারের পানে। হাত নেড়ে বিদায় জানালো। দাদী আনোয়ারা বেগমও বিপরীতে হাত নেড়ে নাতনিকে বিদায় জানালেন। দোয়া করলেন হৃদয়ের অন্তঃস্থল হতে। অতঃপর বিদায় নিলো সিনথিয়া। অগ্রসর হতে লাগলো গাড়িটি। একসময় চলে গেল দৃষ্টি সীমার বাহিরে। তূর্ণ দীর্ঘশ্বাস ফেলে মিহাদ’কে খুঁজতে লেগে পড়লো। এসবের ভিড়ে অনুপস্থিত দুয়া। মেয়েটা আবার গেল কোথায়?

ব্যস্ত সড়ক ধরে এগিয়ে চলেছে গাড়িটি। ক্রন্দনে লিপ্ত মেয়েটির কায়া ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে। ডান পাশে বসে নতুন বর কবির।‌ অর্ধাঙ্গিনীর ক্রন্দনে দিশেহারা বোধ করছে মানুষটা। কি করে সে কান্না বন্ধ করবে? মেয়েটা কি বুঝতে পারছে না তার কান্নায় পাশে বসে থাকা মানবের হৃদয়ে ঝড় উঠছে! আস্তে করে মেয়েটার দিকে ধাবিত হলো কবির। বসলো অতি সন্নিকটে। কাঁপা কাঁপা হাতটি রাখলো স্ত্রীর ডান কাঁধে। হঠাৎ কাঁধে হাত রাখায় চমকে উঠলো সিনথিয়া! তাকালো স্বামীর পানে। নয়নে মিলিত হলো নয়ন। মেয়েটির কর্ণ কুহরে পৌঁছালো পুরুষালি কণ্ঠস্বর,

” কেঁদো না সিনু। তোমার প্রতি বিন্দু অশ্রু যে আমার হৃদয়ে ঝড় সৃষ্টি করছে। ”

চমকিত মেয়েটি টেরও পেলো না কিচ্ছুটি। সম্মোহিত এর মতন স্বামীর আলিঙ্গনে আবদ্ধ হলো। মাথা রাখলো কাঁধে। চলতে লাগলো গাড়িটি।

চলবে.

[ আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা। কেমন লাগছে গল্পটি? ভালো লাগছে কি? কাহিনীর সৌন্দর্য রক্ষার্থে এখন থেকে থার্ড পার্সনে দৃশ্যাবলী বর্ণনা হতে চলেছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here