মিশেছো_আলো_ছায়াতে #Writer_Sintiha_Eva #part : 11

0
338

#মিশেছো_আলো_ছায়াতে
#Writer_Sintiha_Eva
#part : 11

🍁🍁🍁🍁

মেহের : আমি এতোদিন সিউর ছিলাম না সিমথি আর ভাইয়ার সম্পর্কের ব্যাপারে। আজ ডায়েরি টা পড়ে মনে হচ্ছে আমার ধারনাই সঠিক।

মেহেরের কথায় সবাই অবাক হয়ে মেহেরের দিকে তাকায়।

শাওন : তুমি জানতে ওদের ব্যাপারে।

মেহের : কয়েক মাস আগে জেনেছি। তবে সিউর ছিলাম না।

আয়াশ : ভাবী তুমি কিভাবে জানতে। আদি বলেছিলো।

মেহের : নাহ।

আদিবা : তাহলে?

মেহের : যেদিন তিন্নিকে হসপিটাল থেকে ডিসটার্জ করা হয়ে ছিলো। সেদিনই আমি সিমথির কেবিনে যাচ্ছিলাম। তখনই কেবিনের বাইরে থেকে কাঁচের আড়ালে ওদের একসাথে দেখেছিলাম। ওদের কিছু কথা কানে এসেছিলো আবছা আবছা। তবে সিমথির কথাটা অনেকটাই শোন গিয়েছিলো। সিমথি ভাইয়াকে বলছিলো ভাইয়া ওকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, অপমান করে অদ্ভুত রকমের তৃপ্তি পায়। তারপরই সিমথি কেবিন থেকে বেরিয়ে গিয়েছিলো। সেদিনই আমার খটকা লেগেছিলো। তারপর তিন্নির বাহানায় বার বার সিমথির কাছে যাওয়া এটা ও বেশ খটকা লেগেছিলো। আর এখন তো সবটা ক্লিয়ার।

আদিবা : সিমথিপু কে নিয়ে আমরা ভাইয়ার সাথে জাস্ট মজা করতাম। কিন্তু নিজেদের অজান্তেই মাঝেমধ্যে ভাইয়াকে আমরা হার্ট করতাম।

রিক : সায়নের বিয়ের সময় সেদিন ছাদে সিমথি একজনকে ভালোবাসতো শুনে আমরা অবাক হয়েছিলাম।

আয়াশ : আমি মেঘাকে অনেকবারই জিজ্ঞেস করেছি। কিন্তু মেঘা প্রতিবারই কথাটা এড়িয়ে গিয়েছিলো।

তুহা : বাট ওদের ভুল বুঝাবুঝির কারণ টা কি?

ইশান : আদি ব্রো কে জিজ্ঞেস করতে হবে।

সবার মাঝেই নীরবতা নেমে আসে। হঠাৎ বাইরে গাড়ির শব্দ হতেই ধীরে ধীরে সবাই নিচে নেমে আসে সুরসুর করে। আয়াশ আর রিক ভদ্রলোকের মতো সবার সাথে আড্ডায় যোগ হয়।

আদি ড্রয়িংরুমের সোফায় আয়াশ আর রিক কে দেখে অবাক হয়। সচরাচর আদি না থাকলে আয়াশ আর রিক ওদের বাড়িতে আসে না। আদিকে দেখে রিক আর আয়াশ এগিয়ে যায়।

আদি : কি ব্যাপার তোরা হঠাৎ না জানিয়ে।

আয়াশ : কেনো আসতে মানা আছে।

আদি : তা কখন বললাম। আচ্ছা তোরা বস। আমি ফ্রেশ হয়ে আসছি।

আদি নিজের রুমে চলে যায়। আদি যেতেই সবাই হাফ ছেড়ে বাঁচে। মেহের, শাওন, আদিবা, তুহা, ইশান, আয়াশ, রিক সাত মাথা একজোট হয়ে কিছুক্ষণ ফুসুরফাসুর করে।

আদির মা : কি রে তোরা সাতজন কি গোল মিটিং করছিস?

আদির মায়ের কথায় সাতজন সাত দিকে ছিটকে পড়ে। অতঃপর একসাথে দাঁত কেলিয়ে দেয়।

মেহের : ক কিছু না মে মেঝো মা।

ইশানের মা : হোয়াট করছিস ইউ রা?

ইশানের মায়ের বাংলিশ শুনে সবাই ফোঁস করে শ্বাস ছাড়ে। ইশানের মায়ের বাংলিশ কথায় সবাই অভ্যস্ত। বেচারীর ইংরেজি তে কথা বলার প্রচুর ইচ্ছে কিন্তু উনার দ্বারা ইংরেজি হয় না।

ইশান : মা প্লিজ যাও তো।

ইশানের মা : নাস্তা ফাস্ট করতে আয় কুইক।

মেহের : এখন আমরা কেউ খাবো না।

শাওনের মা : কেনো এখন খাবি না কেনো তোরা।

শাওন : আমাদের ইম্পর্ট্যান্ট কাজ আছে। তোমরা খেয়ে নাও। ওই চল তোরা তাড়াতাড়ি।

মুহুর্তের মধ্যে সবাই পগারপার।

আদি নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে শাওনদর সবাই কে বেডে বসে থাকতে দেখে চমকায়।

আদি : এভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেনো।

শাওন : ইচ্ছে হয়েছে তাই।

আদি : তোর অফিস নেই আজ। আদিবা আর তুহা ভার্সিটি যাবি না। ইশান তোর কাজ নেই। আর আয়াশ, রিক তোদের ডিউটি আর অফিস নেই।

মেহের : তোমাকে এতো কিছু ভাবতে হবে না।

আদি : কি আশ্চর্য। সবাই এভাবে আমার রুমে এসে গাপটি মেরে আছো কেনো।

আদিবা : আমরা আজ অনশন করবো।

আদি : ওয়াট ( চেঁচিয়ে + অবাক হয়ে)

সবাই : ইয়েসসসসস ( চেঁচিয়ে)

সবার চেঁচানো তে আদি কান চেপে ধরে।

আদি : স্টপ। ষাঁ/ড়ে/র মতো চেচাস কেনো?

আদিবা : কিছু প্রশ্ন করবো ডিরেক্ট এন্সার দিবি। ওকে!

আদি : দেখ আমি খুব ক্লান্ত এখন। যা তোরা। পরে আসিস।

তুহা : নাহ। তুমি যাকে ভালোবাসো তার নাম কি?

আদি : এটা বের করা তোদের কাজ আমার না। যা ফুট।

আদি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চুরুনি লাগায়।

আয়াশ : মেয়ে টা কি সায়নের বোন সিমথি।

আয়াশের কথা শুনে আদির হাত থেকে চিরুনি পড়ে যায়। হতবাক হয়ে সবার দিকে তাকায়। সবাই প্রশ্নের উত্তরের জন্য আদির দিকে তাকিয়ে আছে। আদির গলা শুকিয়ে আসছে। হাত-পা কাঁপতে শুরু করে। হঠাৎ চোখ বুঁজে একটা দীর্ঘশ্বাস ছাড়ে।

আদি : ডায়েরি টা পড়েছিস পুরোটা।

আয়াশ : আমাদের একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না।

রিক : এই আমাদের বেস্টফ্রেন্ডের বন্ডিং।

আদি একটা তাচ্ছিল্যের হাসি দেয়। আদির হাসির অর্থ বুঝতে না পেরে সবাই প্রশ্নাক্ত দৃষ্টি তাক করে।

আদি : কিছু সত্যি না জানায় ভালো।

শাওন : কি হয়েছিলো তোদের মধ্যে।

আদি : কিছুই হয়নি। হঠাৎ করেই সিমথির মনে হলো ওর অনুভূতি ভুল তাই দূরে সরে গেছে।

আদিবা : তুই বলতে চাইছিস সব দোষ সিমথিপুর।

আদি : নাহ। সব দোষ আমার। সেই অন্যায়ের শাস্তিস্বরূপ পেয়েছি সিমথি অবহেলা, ঘৃণা মিশ্রিত একটা নতুন অনুভূতি। তাই দূরে সরে এসেছি। ওর অবহেলা আমি নিতে পারি না কষ্ট হয় ভীষণ। নিজের করা অবহেলা গুলোর কথা মনে পড়ে যায়।

মেহের : তুমি কি বলছো বুঝতে পারছো।

আদি : হুমম।

তুহা : ভাইয়া এমন তো হতেই পারে সিমথিপু এখনো তোকে ভালোবাসে।

তুহার কথায় আদি শব্দ করে হাসে।

আদি : সিমথি এখন আর আমাকে ভালোবাসে না। ও আমাকে সরাসরি বলেছে।

ইশান : কি হয়েছিলো বলবি ক্লিয়ারলি।

ইশানের কথায় আদি স্মিত হাসে। ডুব দেয় অতীতে।

____ফ্লাশব্যাক____

তখন সিমথি ক্লান টেনে পড়তো। আদিরা তখন অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলো। ছোট থেকেই সিমথি ভীষণ দুষ্টু ছিলো। তবে রাগ-জেদ এগুলো ছিলো বড়দের মতোই। সেদিন সিমথি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলো। হঠাৎ করেই কয়েকজন ছেলের ভয়েজে সামনে তাকায়। সায়ন সিমথির মাথায় হালকা চাটি মারে। সিমথি গাল ফুলিয়ে সায়নের দিকে তাকায়।

সায়ন : কি? এভাবে গাল ফুলালি কেনো?

সিমথি : মারলি কেনো হা/রা/মি।

সায়ন : সারাক্ষণ বইয়ে এভাবে মুখ গুঁজে থাকলে চশমার উপর চশমা পড়তে হবে। বুঝলি চাশমিশ।

সিমথি হাত দিয়ে চোখের চশমা ঠিক করে সায়নের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সিমথির তাকানো দেখে সায়ন হালকা কেশে বলে,,

সায়ন : এরা হলো আমার বেস্টফ্রেন্ড। মিম, আয়াশ, রিক আর ও হচ্ছে আদি।

সিমথি সবার দিকে তাকিয়ে মিষ্টি হেসে সালাম দেয়। প্রত্যুত্তরে সবাই সালামের জবাব দেয়।

সায়ন : তরী কোথায়?

সিমথি : আমাকে কেনো জিজ্ঞেস করছিস। আমি কি ওর বডিগার্ড নাকি। তোর দাদিকে জিজ্ঞেস কর গিয়ে।

সায়ন : রেগে যাচ্ছিস কেনো।

সিমথি : রাগার মতো কথা বলছিস তাই রেগে যাচ্ছি।

সায়ন ফুস করে একটা শ্বাস ছেড়ে আয়াশদের নিয়ে নিজের রুমে যায়। আদির ফোন আসায় আদি একটু সাইডে দাঁড়িয়ে সায়নদের যেতে বলে। সিমথি সবার দিকে একপলক তাকিয়ে পুনরায় বইয়ে মুখ গুঁজে। কথা বলার একপর্যায়ে আদি হেসে উঠে। সিমথি ভ্রু কুঁচকে আদির দিকে তাকায়। মুহুর্তের মধ্যে একরাশ মুগ্ধতা এসে সিমথিকে গ্রাস করে। কারো হাসি বুঝি এতোটা সুন্দর হয়। হঠাৎ সিমথি অনুভব করলো ওর হৃদযন্ত্রের ক্রিয়া বেসামাল হয়ে যাচ্ছে। আদি কথার ফাঁকে ফাঁকে প্যান্টের পকেট থেকে হাত বের করে মাথার চুলগুলো হাত দিয়ে নাড়ছে। কখনো হাত নেড়ে নেড়ে কথা বলছে। সিমথি চোখ বুঁজে নেয়। বুকের বা পাশে হাত দিয়ে হাঁপাতে থাকে।

সিমথি : কন্ট্রোল ইউর স্লেফ সিমথি। ( বিড়বিড় করে)

আদি ফোন কেটে উপরের দিকে যেতে নিলে সিমথির দিকে একপলক তাকায়। সিমথি ধপ করে উঠে দাঁড়ায়। আদি ভ্রু কুঁচকে সিমথির দিকে তাকায়।

আদি : এভাবে উঠলি কেনো?

আদির মুখে প্রথমেই তুই ডাক শুনে আদির দিকে তাকায়। আদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,,,

আদি : তুই আমার থেকে বয়সে অনেক ছোটো তাই তুই বললাম। মাইন্ড করিসনি তো আবার৷

সিমথি দ্রুত মাথা নেড়ে না জানায়। আদি মুচকি হেসে সিমথির মাথায় হাত রেখে হেসে দেয়।

আদি : পিচ্চি একটা।

আদি উপরে চলে যায়। এই ছোঁয়ায় যথেষ্ট ছিলো সিমথি মন উলোটপালোট করার জন্য। সিমথি ধপ করে আবার সোফায় বসে পড়ে। হাঁপানির রুগির মতো হাঁপাতে থাকে। অনুভব হলো কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে।

এরপর থেকে প্রায় দুইদিন পরপরই আদিদের আসা যাওয়া লেগে থাকতো। এভাবে আদিকে নিয়ে সিমথির মনে সফট কর্ণার তৈরি হয়ে যায়। সিমথির এসএসসি পরীক্ষা শেষ হয়। রেজাল্ট ও পাবলিশ হয়ে যায়। অতঃপর কলেজে ভর্তি হয়। সেই এখনই কলেজে সায়নরা থার্ড ইয়ারের স্টুডেন্ট। সিমথি তখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। হঠাৎ ই একদিন সিমথি আদিকে নিজের অনুভূতির কথা জানায়। সেদিন আদি সিমথি কে অনেক বকাবকি করে।

সিমথি : আদি ভাইয়া আমি সত্যি ই তোমাকে ভালোবাসি।

আদি : শাটআপ সিয়া। আমি তোকে কখনো সেই নজরে দেখিনি। আবারো এসব বলে বিরক্ত করলে সোজা সায়ন কে বলবো। কলেজে পড়ালেখা করতে আসিস নাকি এসব করতে আসিস। বয়স কতো তোর। এই বয়সেই এসব। ছিহ। তোর থেকে আমি অনেক বড়

সিমথি : ভালোবাসা বুঝি বয়স দেখে হয়। আর তুমি ততটা বড় ও নও। কেবল মাত্র পাঁচ বছরের বড়। র ভাইয়াকে বললে তো আমারই লাভ। তাই না আদিইইই।

আচমকা আদি সিমথির গালে থাপ্পড় বসিয়ে দেয়। সিমথি গালে হাত দিয়ে আদির দিকে তাকায়। চোখ পানি ভরে উঠেছে। ভালোবাসা কি অন্যায় নাকি প্রকাশ করা অন্যায়। সিমথি হাসে। এই নিয়ে দ্বিতীয় থাপ্পড় খেলো আদির হাতে।

সিমথি : তোমার থাপ্পড় গুলো ও কিন্তু অনেক কিউট। একদম তোমারই মতো। বেশী করে খাও শরীরে তো শক্তিই নেই।

আদি : তোর কি লজ্জা নেই। কতবার বলবো ভালোবাসি না তোকে। নিজেকে এমন ভাবে আমার সামনে তুলছিস মনে হচ্ছে কোনো রাস্তার মেয়ে দাঁড়িয়ে আছে। ঘৃণা হয় তোকে দেখলে। শুধু আমিই প্রথম। নাকি আগে আরো ছেলের সাথে এসব করেছিস। তোকে আমার সামান্যতম বিশ্বাস নেই। যেই মেয়ে ভাইয়ের বন্ধু কে অন্য নজরে দেখে তার কাছে সব সম্ভব

আদি বিরক্তিতে অতিষ্ঠ হয়ে নিজের ক্লাসের দিকে পা বাড়ায়। মনে মনে ঠিক করলো পরের বার আবারো যদি আসে তাহলে সায়নকে বলবে তার বোনের কীর্তি।

সিমথি ঠায় দাঁড়িয়ে থাকে। আদির কথাগুলো এখনো তীরের মতো বুকে বিধছে। তবুও ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলে,,,

সিমথি : তুমি ও আমায় ভালোবাসবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস আদি। তবে সেটা বেশি দেরী না হয়ে যায়।

সিমথির কথায় সই হলো। আদি যতদিনে সিমথি র ভালোবাসা বুঝলো ততদিনে সিমথি নিজেকে গুটিয়ে নিয়েছিলো। তবে এই গুটিয়ে নেওয়ার পেছনে ও ছিলো একটা জঘন্য রাতের বিষাক্ত কাহিনী।

সেদিন সিমথি কোচিং থেকে বাড়ি ফিরছিলো। মেঘাদের বাড়ি উল্টো সাইডে হওয়ায় তারা ওদিকে চলে যায়। সিমথি হাঁটতে শুরু করে। আজ গাড়ি ও আসেনি। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কয়েকজোড়া পা দেখে থেমে যায়। মাথা তুলে উপরে তাকাতেই হৃদপিণ্ড কেঁপে ওঠে। ছেলেগুলোকে দেখেই বুঝা যাচ্ছে নেশাগ্রস্ত। সিমথি ভয়ে কাঁধের ব্যাগ শক্ত করে ধরে।

ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠে,,,

_ কি গো সুন্দরী এতো রাতে কার কাছে যাও।

সিমথি ভয়ে চোখ মুখ খিঁচে নেয়।

ওদের মধ্যে একজন গান গেয়ে উঠে,,,

_ চুমকি চলেছে একলা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে

_ আরে কি যে বলিস না ওর নাম চুমকি হবে কেনো। দেখিস না কি সুন্দরী।

_ তা ঠিকই। তাহলে তো গান টা হওয়া দরকার ” সুন্দরী চলেছে একা পথে আমরা সঙ্গ হলে দোষ কি তাতে ”

ছেলেগুলো সবাই হেঁসে উঠে। সিমথি ভয়ের ছোটে কেঁদে দেয়।

সিমথি : প্ল প্লিজ আ আমার প পথ ছা ছাড়ুন।

_ কি যে বলো আজ তুমি আমাদের সাথে যাবে।

_ ঠিক বলেছিস। ছাড়ার জন্য তো পথ আটকায়নি সোনা।

বলেই ছেলেগুলো আগাতে থাকে সিমথি ভয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। পেছন পেছন ছেলেগুলোও দৌড়ে আসতে থাকে। অনেকটা দৌড়ানোর পর আচমকা সিমথি কারোর সাথে ধাক্কা খায়। সিমথি মুখ তুলে আদিকে দেখে ভয়ে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়।

সিমথি : আ আদি প্ল প্লিজ বা বাচাও। ও ওই লো লোক গুলো আসছে।

আদি চোখ তুলে পেছনে তাকায় কয়েকজন বখাটে কে দেখে ভ্রু কুঁচকে সিমথির দিকে তাকায়। তখনই ওদের মধ্যে একজন বলে উঠে,,,

_ কি মামা আমাদের ও একটু সুযোগ দাও। তুমি একাই সুযোগ নিচ্ছো কেনো।

ছেলেটার কথায় তাল মিলিয়ে পাশের একজন ছেলে সিমথিকে উদ্দেশ্য করে বলে,,,

_ ও ফুলটুসি একটু আমাদের কাছেও আসো। আমরা তোমায় একটু কষ্ট ও দেবো না

সিমথি ভয়ে আদিকে আরো জোরে জড়িয়ে ধরে।

_ ও মামু এবার তো ওকে ছাড়ো। একটা রাত আমাদের সাথে ও একটু এনজয় করুক।

ছেলেটার কথায় আদি অদ্ভুত হেসে বলে,,,

আদি : তো নিয়ে যাও। আমি মানা করলাম কখন।

আদির মুখে এমন কথা শুনে সিমথি চমকায়। আদির বুক থেকে মাথা তুলে অবাক চোখে আদির দিকে তাকায়। চোখের পানি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। নিজের কানকে সিমথি বিশ্বাস করতে পারছে না। আদি ওকে ওই ছেলেগুলোর হাতে তুলে দিচ্ছে। সিমথি বোবা দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে থাকে।

চলবে,,,৷

( কিছু বলবা। ওকে বলেন। ধন্যবাদ ❤️)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here