মনের_উঠোন_জুড়ে #পর্ব_০৭

0
220

#মনের_উঠোন_জুড়ে

#পর্ব_০৭

#লেখনীতে_নূন_মাহবুব

-” তুই দিগন্ত আগার‌ওয়াল হোস বা আগারবা’ ল হোস , বাট আই ডোন্ট কেয়ার।তোকে ভয় পাবার কোনো প্রশ্ন‌ই আসে না। খুব তো বলছিলি আমার কলিজা কে’টে কু’কু’র কে খাওয়াবি।তো এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর সাহস দেখা?কাম অন দিগন্ত আগারবা’ল।”

-“দিগন্ত এক দৃষ্টিতে শিক্ষার দিকে তাকিয়ে রয়েছে। শিক্ষা দিগন্তের থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারো বললো, কিছুক্ষণ আগে তুই কি জানি বললি? ওহ্ হ্যাঁ মনে পড়েছে।একটা মেয়ে হয়ে আমি অন্য একটা মেয়েকে প্রোটেক্ট করতে এসেছি বলো হো হো করে ব’দ’মা’শ’দের মতো হেসেছিলি তুই।তোর তো দেখছি মেয়েদের ক্ষমতা সম্পর্কে কোন ধারনায় নেই।মেয়েরা চায়লে অনেক কিছু করতে পারে। একটা কথা কান খুলে শুনে রাখ‌‌ দিগন্ত আগারবা’ ল। মেয়েদের কে কখনো দূর্বল ভেবে ভুল করবি না। মেয়েরা যেমন পুরুষের পা টিপতে জানে, তেমনি সেই পা ভেঙ্গে গুড়িয়ে দিতে ও জানে। আজকের পর থেকে তোকে যদি আবৃত্তি আপুর দিকে চোখ তুলে বাজে নজরে তাকাতে দেখি , উফ্ সরি শুধু আবৃত্তি আপু নয় , কোনো মেয়ের দিকে যদি মা ,বোনের নজরে ছাড়া অন্য নজরে দেখিস, তোর চোখ তুলে আমি রাস্তার কু’কু’র কে দিয়ে খাওয়াবো।মাইন্ড ইট মিস্টার দিগন্ত আগারবা’ল ?”( লেখিকা নূন মাহবুব )

-” ও মাই গড! এ দেখি মেঘ না চাইতেই‌ বৃষ্টি। চারিদিকে শুধু মিষ্টির ছড়াছড়ি।এতো মিষ্টির সংস্পর্শে এবার নিশ্চয় আমি ডায়াবেটিসের রোগী হয়ে যাবো। তুমি কি জানি বললে? ও হ্যাঁ আমি যেন অন্য কোনো মেয়ের দিকে চোখ না তুলে তাকায়। তুমি একদম টেনশন করো না সুইটহার্ট।আমি এক নারী তে আসক্ত পুরুষ।এখন থেকে আমি শুধু মাত্র তোমার দিকে তাকিয়ে থাকবো। বিশ্বাস করো ভুলে ও অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না।আর যদি তাকাতে যাই , তুমি আমার চোখ উপ্রে দিও কেমন। বাই দ্যা ওয়ে মে আই নো এবাউট ইউ সুন্দরী?”

-” ভুলে ও শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করবি না।এর ফলাফল খুব একটা ভালো হবে না ।”

-” শিক্ষার কথা শুনে আবৃত্তি এসে শিক্ষা কে এক সাইডে নিয়ে গিয়ে বললো, মা’রা’মা’রি করার জন্য একবার তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলো। তুই কি চাচ্ছিস এই ভার্সিটি থেকে ও তোকে তাড়িয়ে দিক? কাকে কি বলছিস সেই সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে তোর?ও একটা ব’দ’মা’শ সাইকো। ওর বাবার অনেক ক্ষমতা।বাবার টাকা আর ক্ষমতার জোরে এ পর্যন্ত কতো মেয়ের জীবন নষ্ট করেছে তার ঠিক নেই। মেয়েরা ওর কাছে টিশার্ট এর মতো।যা ও ক্ষণে ক্ষণে চেন্জ করে।আর তুই ওর মতো একটা সাইকো কে থা’প্প’ড় দিলি?ঘুমন্ত বাঘকে জাগ্ৰত করে দিলি?”

-“ঐ আগারবা’ল আপনাকে টিজ করছিলো,আর আপনি কিছু না বলে চুপ করে মুখ বুজে সহ্য করেছিলেন। এমনকি আপনার ওড়না ধরে টান দিয়েছে। আপনি আমাকে ভালোবাসেন বা নাই বাসেন আমি আপনাকে অনেক ভালোবাসি।আপনাকে যথেষ্ট সম্মান করি।আর আমার সামনে আপনার সম্মান নষ্ট করতে দিতে পারি না আমি। আমি তো আপনার জন্য….

-” আমার টা আমি বুঝে নিতাম। তুই এর মধ্যে নাক গলাতে গেলি কেন?এখন চল এইখান থেকে বলে শিক্ষার হাতে ধরে নিয়ে যাওয়ার আগেই দিগন্ত এসে তাদের সামনে দাঁড়িয়ে বললো, তুমি চায়লে একটা না আরো হাজার টা থা’প্প’ড় মারতে পারো সুন্দরী। আমি ভালোবেসে সেটা গ্ৰহন করে নিবো। তোমার ঐ নরম হাতের থা’প্প’ড় খেয়ে আমি হাসতে হাসতে ম’রে যেতে পারবো।”

-” দেখো দিগন্ত, ও বাচ্চা একটা মেয়ে ভুল করে ফেলেছে। ওর আজকে ভার্সিটির প্রথম দিন। তুমি প্লিজ ওকে যেতে দাও। আমি প্রমিজ করছি ও আর কখনো এমন ভুল করবে না।”

-” দিগন্ত শিক্ষার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বললো, ইউ আর লুকিং সো প্রিটি।আ’ম সো ইমপ্রেসড টু সি ইউ। এতো দিন তুমি কোথায় ছিলে সুন্দরী? তুমি এসে আমার মনে তুফানের সৃষ্টি করে দিয়েছো।এখন আমি কি করবো বলো তো সুন্দরী?আই কান্ট কন্ট্রোল মাইসেল্ফ।”

-” শিক্ষা কিছু বলার আগেই আবৃত্তি শিক্ষার হাত ধরে ক্যাম্পাসে ভেতরে নিয়ে এলো।”

-” শিক্ষার যাওয়ার পানে তাকিয়ে দিগন্ত বললো, আই লাইক ইউর এটিটিউট । এই দিগন্ত আগার‌ওয়ালের চোখে একবার যাকে ভালো লাগে সে এতো সহজে নিস্তার পায় না সুন্দরী।আই নিউ ইউ ইভেন ফর ওয়ান নাইট। কিন্তু এই সুন্দরীর যে ঝাঁঝ মনে হয় না এতো সহজে আমার খাঁচায় বন্দী হবে। কিন্তু আমার তো তোমাকে চাই বেবি এট এনি কস্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব ? ইয়েস আইডিয়া। কথায় বলে কান টানলে মাথা আসে।আমাকে ও কান টানতে হবে।তাহলে শিকার নিজেই বাঘের খাঁচায় ধরা দিবে।হা হা হা।”

__________________________________

-” আবৃত্তি শিক্ষা কে হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টে নিয়ে গেল।আজ যেহেতু ফাস্ট ইয়ারের ভার্সিটি তে প্রথম দিন,তাই তাদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়েছে। অনেক মেয়েরা শাড়ি চুড়ি পরে সাজগোজ করে এসেছে। আবৃত্তি শিক্ষা কে ডিপার্টমেন্টের সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে প্রিয়ার কাছে গিয়ে বসলো।প্রিয়া আবৃত্তির মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবৃত্তি ?”

-” কিছু না রে। এমনিতেই ভালো লাগছে না।”

-“দেখ যা হবার হয়েছে শুধু শুধু মন খারাপ করে কি হবে? দিগন্ত আগে শুধু তোকে বিরক্ত করতো।আর এখন ওর নজর তোদের দুজনের উপর পড়েছে।”

-” আমি আমার কথা ভাবছি না।আমি ভাবছি শিক্ষার কথা। মেয়েটা কে উপরে উপরে যতটা শক্ত মনের দেখা যায়, ভেতরে ঠিক ততটাই নরম মনের।আমি ওকে সবসময় অপমান করি । তবু ও মেয়েটা কখনো আমার মুখের উপর কথা বলে না। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কিউট ছিলো। চেহারার মধ্যে মায়া মায়া ভাব লুকিয়ে ছিলো। দেখলে মনে মতো কাছে নিয়ে আদর করি। কিন্তু আমার ইগো আমাকে ওর কাছে যেতে বাধা দিতো।পাপা সবসময় ওকে বেশি আদর করতো। ছোটবেলা থেকেই ওর অনেক লম্বা চুল ছিলো।পাপা কে দেখতাম ওর চুলে তেল দিয়ে দিতো,চুলে বেনি করে দিতো।যা আমার সহ্য হতো না।আমি এক রাতে রাগের বশে চুল বেঁধে দেওয়ার নাম করে বাচ্চা মেয়েটার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো কে ‘টে দিয়েছিলাম। যখন বুঝতে পারে আমি তার চুল কে’টে দিয়েছি, সে কি কান্না করেছিলো মেয়েটা। তবু ও পাপা কে আমার কথা বলেছিলো না যে আমি ওর চুল কে’টে দিয়েছিলাম। মেয়েটা কে কতো ভাবে অপমান করেছি তার ঠিক নেই। কিন্তু সেই মেয়েটা আজ আমার সম্মান রক্ষা করলো।”

-” আমি একটা বিষয় বুঝতে পারি না। তুই সবার সাথে এতো ভালো ব্যবহার করিস। বড়লোক বাবার মেয়ে হয়েও শুধুমাত্র আমার জন্য এমন একটা ভার্সিটি তে ভর্তি হয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো চলাফেরা করিস। নিজেকে সবসময় সাধারণ মনে করিস। কিন্তু শিক্ষার প্রতি এতো রাগ, ক্ষোভ , অপমান , অবহেলা কেন?”

-“তোর ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসে তখন তোর কেমন লাগবে প্রিয়া? তুই পারবি চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ কে অন্য কারো হতে দিতে? নিজের ভালোবাসার মানুষের #মনের_উঠোন_জুড়ে অন্য কেউ বিরাজ করুক এটা সহ্য করতে? নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারো প্রতি ভালোবাসা দেখতে?”

-” মানে?”

-” মানে আমার ভালোবাসার মানুষ ওকে ভালোবাসে।”

চলবে ইনশাআল্লাহ।।।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here