মেডিকেল_ক্যাম্প Part:17

0
164

FF:#মেডিকেল_ক্যাম্প
Part:17
পরের দিন ওটি রুমে__

উজান:কেস টা আজ একটু ক্রিটিক্যাল আপনারা মাথা ঠান্ডা রাখুন সবাই।হিয়া অক্সিজেন সিলিন্ডার টার পেসার আর এটুক বাড়ায় দেও__

ওটি চলতে থাকে।ওটি রুমে হঠাৎ করে হিয়ায় ফোন বেজে ওঠে।হিয়া আজ ফোন সাইলেন্ট ই করেছিলো কিন্তু মৃনালিনী ইচ্ছে করে সময় বুঝে তা রিং মুড করে দেয়___

উজান:what is this.কার ফোন বাজছে

হিয়া:এটা তো আমার রিংটোন।কিন্তু আমি তো ফোন___সরি স্যার আই এম সো সরি।আমি আমি এখুনি ফোন টা ওফ করছি

মৃনালিনী:এ্যাসিস্ট করতে আসলে কিছু নিয়ম মেনে আসতে হয় হিয়া।আর উজান তোমাকেও বলি এসব কাকে না কাকে নিয়ে আসো তোমাকে এ্যাসিস্ট করতে

উজান ওটি রুমে ঝামেলা একদম পছন্দ করে না তাই কথা বেশি বাড়ায় না।

ওটি শেষে…

উজান:হ্যালো মা দেখলাম অনেকবার ফোন দিয়েছো।সব ঠিক আছে তো।বাড়িতে সবাই ঠিক আছে?

বাসবি:আরে সব ঠিক আছে তুই চিন্তা করিস না।আমি যে জন্য তোকে ফোন দিয়েছিলাম হিয়া তো তোর সাথে আছে নাকি এখন। শুনলাম তোর ওটিতে আজ তোকে ও জয়েন করেছে___

উজান:হ্যা উনি টিউলিপেই আছে

বাসবি:ওকে তখন ফোন দিলাম তা ধরলো না।যাই হোক তুই একবার হিয়া কে নিয়ে হিয়াদের বাসায় আসতে পারবি ঘন্টাখানিক এর জন্য।

উজান:পারবো কিন্তু কেনো?

বাসবি:আয় আগে এলেই বুঝতে পারবি

উজান:ঠিক আছে রাখছি
…….
উজান:মিস মিএ

হিয়া:হুম বলুন স্যার

উজান:আপনি কি এখন বাড়ি যাবেন__

হিয়া:হুম যাবো আর একটু পর কেনো

উজান:তাহলে একটু ওয়েট করুন আমিও যাবো আপনার সাথে

হিয়া:আপনি আমার সাথে

উজান:নাহ মা বললো আপনাকে নিয়ে আপনার বাসায় যেতে

হিয়া:ওহ কাকিমা আমাদের বাসায়।আচ্ছা আপনি আসুন আমি আপনার গাড়ির ওখানে ওয়েট করছি।

___গাড়ি চলতে থাকে__

উজান:কি হয়েছে এতো চুপচাপ হয়ে বসে আছেন যে

হিয়া:নাহ কিছু না।এমনি

উজান:মৃনালিনীর কথা আপনার খারাপ লেগেছে?

হিয়া:নাহ খারাপ লাগার কিছু নেই।ভুল টা তো আমারি আমি ফোনটা ওফ করে রাখলে হয়তো এমন টা হতো না

উজান:তাহলে এভাবে চুপচাপ কেনো।আপনি এমন করে থাকলে আমার মোটেই ভালো লাগে না হিয়া।

হিয়া:আচ্ছা কাকিমা আপনাকে কেনো যেতে বললো?

উজান:আমাকে কিছু বলে নাই তেমন।যাচ্ছি তো গিয়ে দেখি।

……….
বাসবি:রাজা এসেছিস আয় বোস।বুলি কোথায় গেলি মা__

হিয়া:বাবা কে দেখছি না বাবা নেই।

বাসবি:নাহ তোমার বাবা আজ একটা কাজে গেছে রাত হবে ফিরতে তাই তো রাজা আর তোমাকে ডেকেছি একসাথে

হিয়া:বুঝলাম না

বাসবি:একটু থামো সব বুঝতে পারবে।তুমি ফ্রেশ হয়ে এসো কেমন

হিয়া:হুম

বুলি:উজান দা এই নেও তোমার স্পেশাল ব্ল্যাক কফি..

উজান:thanks.কফি টা ভালো হয়েছে।

বাসবি:দেখি আয় তো এখানে এসে বোস তুই আর হিয়া

উজান:মা এসব কি?

বাসবি:দেখ রাজা তোদের বিয়ে টা যেভাবে হলো কোনো তো তেমন আয়োজন বা নিয়ম পালন করা হলো না।তাই আমি ভাবছি তোদের ভাত কাপড় এর অনুষ্ঠান টা অন্তত হোক

হিয়া:কাকিমা এসবের আবার কি দরকার ছিলো

বাসবি:দরকার ছিলো।তা এখনো কি আমাকে কাকিমা বলেই ডাকবে মা ডাক কি আমি শুনতে পারবো না তোমার মুখ থেকে__

বুলি:হয়েছে হয়েছে এবার আয় তো।

বাসবি:রাজা এটা হিয়াকে দিয়ে বল আজ থেকে আপনার ভাতঁ কাপড় দুঃখ কষ্ট সব কিছুর দায়িত্ব আমি নিলাম____

উজান:হিয়া আজ থেকে আপনার সব দায়িত্ব আমি নিলাম।কথা দিলাম আপনাকে কখনো কোনো কিছুর বিনিময়ে আমি আপনাকে ছেড়ে যাবো না।সব সময় আপনাকে আগলায় রাখবো।কথা দিলাম____

হিয়া:হুম…..

উজান:মা আমি আজ আসি তাহলে।আমার আজ রাতে ডিউটি আছে।হিয়া আসছি।

পরের দিন লিলি ম্যাম এর কেবিন।উজান মৃনালিনী নিলীমা আর যারা এদেরকে এ্যাসিস্ট করে সবাই উপস্থিত

লিলিম্যাম:আমি আজ তোমাদের একটা বিষয় জানাতে এখানে ডেকেছি।নিঃ সন্দেহে তোমরা যারা সিনিয়র দের এ্যাসিস্ট করছো তারা অনেক মেধাবী,যোগ্য তাই তাদের এ্যাসিস্ট করার সুযোগ পেয়েছো।তো সামনে অনেক বিরাট কেস আছে যেগুলো আমাদের টিউলিপকে দেওয়া হয়েছে।কিন্তু তোমরা সবাই সেখানে নাও থাকতে পারো। লাস্ট কদিন যারা খুব ভালো রিভিউ নিয়ে এ্যাসিস্ট করবে তারাই এটায় অংশ নিতে পারবে।এটা অনেক বড় একটা ব্যাপার তোমাদের জন্য।আই হোপ তোমরা তোমাদের বেষ্ট টা দিবে।এখন তোমরা আসতে পারো____

ঝিনুক:শুনলাম তোমাদের কেস টার কথা।

হিয়া:খুব টেনশন হচ্ছে ঝিনুক

ঝিনুক:টেনশন কিসের তুমি তো বড়াবড়ি উজান স্যার কে ভালো এ্যাসিস্ট করো তাহলে

হিয়া:তা ঠিক কিন্ত সেদিন ওটিতে আমি একটা ভুল করেছি ওরা যদি ওটা মার্ক করে।আর জানো তো লিলি ম্যাম বলেছে এটাতে পার্টিসিপেট করতে পারাটা অনেক ইম্পরট্যান্ট আমাদের জন্য___

ঝিনুক:তুমি এতো ভেবো না হিয়া আমি জানি তুমি পারবে

হিয়া:হুম।চলো লাইব্রেরি যাবে নাকি তুমি

ঝিনুক:হুম চলো…

Next Part:
মৃনালিনী:এটা তো ডেট এক্সপেয়ায় ইনজেকশন। তুমি একবার চেক করার প্রয়োজন ও মনে করো নি হিয়া।
হিয়া:ম্যাম আমি তো দেখেই নিয়ে এসেছিলাম।
মৃনালিনী:তাই।তুমি কিভাবে এতো কেয়ায়লেস হতে পারো।এখানে কি কোনো খেলা হচ্ছে।
হিয়া:ম্যাম বিশ্বাস করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here