❤️(50_51)❤️ FF: #মেডিকেল_ক্যাম্প Part:50

0
167

❤️(50_51)❤️

FF: #মেডিকেল_ক্যাম্প
Part:50

এদিকে পিসি রা গ্রাম থেকে এসে হিয়াকে দেখে আবার চলে যায়।হিয়ার ফাইনাল ইয়ার এর একটা সাম্ভাব্য ডেট দিয়ে দেয়।হাতে প্রায় আর ২মাস ২০দিনের মতো মোট আছে।পরীক্ষা নিয়ে হিয়ার থেকে উজানেরই টেনশন যেনো বেশি।হিয়াকে আবার এই আড়াই মাস উজানের টাইট শিডিউল এ থাকতে হয়।ভাগ্যিস হিয়ান এখন ঘুমিয়ে কাটিয়ে দেয় আর সব বাচ্চা দের মতো না হলে উজান কে তো হিয়া হিয়ান দুটো কে সামলাতে হতো…..
…………………………

হিয়া:কি সব পড়তে দিয়ে যায় প্রতিদিন। আমার ভালো লাগে না…..😢😢

বাসবি:হিয়া মা এখনো জেগে আছিস…আমি তো ভাবলাম দুপুরে খেয়ে মা মেয়ে তে ঘুমিয়ে পড়েছিস……একি বই গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেনো রেখেছিস😮😮….কি অবস্থা…

হিয়া:না জেগে উপায় আছে বলো😢😢তুমি তো জানো আমার দুপুরে ঘুমোনোর অভ্যাস আছে তারপরো তোমার ছেলে প্রত্যেক দিন আমার নাকে মুখে পড়া দিয়ে যায়😡😡ভালো লাগে না আমার। কবে পরীক্ষা টা শেষ হবে😢😢😢

বাসবি:সবটা তো তোর ভালোর জন্যই করে রে মা।শুধু তো আর দুটো মাস…আচ্ছা বেশ রাজা এলে ওকে বলবো তোকে একটু বাহিরে ঘুরে নিয়ে আসতে….অবশ্য বাহিরে যে এতো শীত রাজা রাজি নাও হতে পারে বলবে পরীক্ষার আগে হিয়ার ঠান্ডা লাগবে জ্বর আসবে।তোমাকে নিয়ে তো ওর আবার ভাবনারশেষ নেই😂😂😂

হিয়া:এই দেখছো তুমিও এটা নিয়ে আমাকে লেগপুল করছো….😒😒

বাসবি:না না সেই সাধ্যি কি আছে নাকি আমার।রাজার বউ বলে কথা একটু পোজেসিভ তো হবেই তোকে নিয়ে তাই না😊😊

হিয়া:মা…😡😡😡

বাসবি:আচ্ছা আর বলবো না।দেখি আয় মাথায় তেল দিয়ে দেই তখন দিতে চাইলি যে..গরম করে আনলাম আমি…আয় বস এখানে..😊😊

হিয়া:হুম দেও…..😍😍

…..বাসবি হিয়ার মাথায় তেল দিতে থাকে এমন সময় বুলি আসে….

বুলি:কাকিমা আমাকেও দিয়ে দেও না….😊😊

হিয়া:না মা ওকে দিয়ে দিবে না…😡

বুলি:কেনো রে তোর শাশুড়ি মা বলে তুই একা দিয়ে নিবি।আমি নিতে চাইলে দিবি না কি হিংসুটে রে দিদি তুই😏😏

বাসবি:তুই বস না।হিয়ার হয়ে গেলে আমি তোকেও দিয়ে দিচ্ছি😊😊

হিয়া:না মা একদম না।ওর চুল গুলো দেখছো কত্তো বড়ো।তাও যদি দুদিন মাথায় রাখতো তাও হতো কালকেই মাথা ধুয়ে ফেলবে।বেকার শুধু তেল গুলো নষ্ট 😡😡😡

বুলি:এমন করিস কেনো দিদি।তুই এতো কিপটে বল….😊😊

হিয়া:এখানে তো কিপটেমির কিছু নাই।তুই শুধু শুধু জিনিস কেনো নষ্ট করবি বল আমাকে😡😡

বুলি:উজান দা টা না তোর মতো না।হাত খোলা😏😏

হিয়া:আমি না ওর মতো হতেও চাই না।হুহ…😏

…..রাতে উজান এলে বাসবি গেট খুলে দেয়…

বাসবি:রাজা শুন..

উজান:হ্যা মা বলো..

বাসবি:গিয়েই হিয়াকে পড়া নিয়ে কোনো বকাবকি করবি না।মেয়েটা সেই সন্ধ্যে থেকে টেবিলে বসে পড়ছে…😊

উজান:মা আমি ওকে বকি কোথায়।আর না পড়তে বসলে তো ওকে আমি বলবো।আর তুমি মানা করলেও আমি ওকে বলবো😡

বাসবি:হুম।ফ্রেশ হয়ে হিয়াকে নিয়ে আয়।আমি ভাত বাড়ছি
উজান:হিয়া খাইনি এখনো
বাসবি:না।বললো তুই আসবি তারপর তোর সাথে খাবে…
উজান:ঠিক আছে…..😊

…….উজান হিয়ার পড়ার টেবিল টা বিছানার একপাশে গা ঘেসে লাগিয়ে দিয়েছে।যাতে হিয়া কে বারবার পড়া ছেড়ে হিয়ান কে এসে দেখতে না হয়…আর এক পাশ টা দেয়ালের সাথে যাতে হিয়ান পড়ে না গিয়ে থাকে….হিয়া বিছানায় বসে টেবিলে পড়ছে আর হিয়ান কে একটু পর পর খাইয়ে দিচ্ছে আর দেখে রাখছে……

…..উজান এসে ওর ব্যাগ টা রেখে হিয়ার পাশে হালকা শুইয়ে পুচকু কে ঘুম থেকে তুলতে চেষ্টা করে..

হিয়া:(লিখতে লিখতে)তুমি এসেছো…এই এটা আমাকে বুঝিয়ে দেও না।কেমন যেনো গুলিয়ে ফেলছি😢😢
উজান:(উঠে বসে)…দেখি কোনটা..
হিয়া:এই যে এই মার্ক করা লাইন গুলো…😊
উজান:এগুলো না সেদিন বুঝিয়ে দিলাম😒
হিয়া:আবার গোলমাল পাকিয়ে যাচ্ছে😢
উজান:(উজান হিয়ার কাছ থেকে খাতা টা কেড়ে নিয়ে) পেন দেও দেখি…
হিয়া:নেও
উজান:হেড কোথায়😡
হিয়া:হেড ওটাতো খেয়ে ফেলেছি😊😊(ইয়েন ফানি বুম)
উজান:হোয়াট😒😒
হিয়া:ইয়ে মানে ঔ পড়ছিলাম না তখন। তো লাইন গুলো বুঝতে পারি নাই তার জন্য হেড টা পিছনে দিয়ে দাগাচ্ছিলাম আর ঔ
উজান:হেড খাচ্ছিলে😒😒
হিয়া:হুমমম😊😊😊
উজান:ওয়াল্ডের যতো খারাপ তারপর কি বলে হ্যা বদ অভ্যাস গুলো আছে না সব তোমার মধ্যে আছে জানো😡ঔ ভাত এর সাথে লংকা চটকে চটকে খাওয়া তারপর এই হেড কামড়ানো।ডিসগাস্টিং😡😡
হিয়া:এই শুনো তুমি কি বুঝাবে না বুঝালে বলো হ্যা। আমি না হয় কাল ঝিনুক কে ডেকে বুঝিয়ে নিবো😏😏
উজান:ঝিনুক এর যেনো এখন খুব সময়।তোমার ও এক্সাম ওর ও এক্সাম….দেখি এদিকে মন দেও..
হিয়া:হুম…😊😊
…….উজান হিয়াকে বুঝিয়ে দিয়ে ওয়াশরুম চলে যায়।হিয়া এখন উজানের বলা কথা গুলো মন দিয়ে ভাবছে আর কাথায় নোট করছে।উজান ফ্রেশ হয়ে এসে…
উজান:হলো তোমার…
হিয়া:এই একটু😢
উজান:আর পড়তে হবে না এসো খাবে চলো।
হিয়া:না এটা শেষ করি না হলে আবার তুমি এসে বকা দিবে।যে সারাদিন কি করলাম এ কটা পড়া শেষ কেনো করতে পারি নাই।কেনো হলো না।এটা ওটা…
উজান:সবসময় বেশি কথা😡😡(মা মা)
বাসবি:হ্যা বল….
উজান:তুমি হিয়ান এর কাছে বসো।আমি আর হিয়া খেয়ে আসি….
বাসবি:হ্যা আমি সব টেবিলে বেড়ে দিছি তোরা গিয়ে খেয়ে নে আগে…
উজান:আসুন
হিয়া:😏😏😏😏😏😏
খাবার টেবিল….
দুজনে খাচ্ছে
উজান:কি হলো এভাবে না খেয়ে হাত ঘুরাচ্ছো কেনো😒

হিয়া:একটু আচার হলে খুব জমতো তাই না😍😍

উজান:শুনেছিলাম বাবু পেটে আসলে তখন নাকি মেয়েদের আচার খেতে মন চায় তোমার তো দেখি উল্টো……অবশ্য তোমার তো সব কিছুই সারাজীবন উল্টো ছিলো😊😊

হিয়া:এই হিয়ানের বাবা দেখো খেতে বসে একদম আমাকে রাগাবে না😡😠

উজান:আমি আবার রাগালাম কোথায় যেটা সত্যি সেটা মুখের উপর বললাম তোমার😒

হিয়া:তাই না।এসব না বলে একটু মিষ্টি করে তো এভাবেও বলতে পারতে এ যে হিয়া আজ এভাবেই খাও আমি কালকে তোমার জন্য অনেক গুলো আচার এর বোয়ম কিনে আনবো😍😍তা নয় খালি😏😏😏😏উল্টো কথা আমার না বুঝলে উল্টো কথা তোমার😡😡😡

উজান:ঠিক আছে কাল এনে দিবো।এখন খাও…

হিয়া:সত্যি এনে দিবে😊😊

উজান:আস্তে।এতে লাফানোর কি আছে অদ্ভুত😒

হিয়া:এই তোমাকে এই ফুলকপির তরকারি টা দিবো আর একটু😊😊
উজান:না..
হিয়া:কেনো ভালো হয়নি।নেও না আর একটু।আজ না এটা আমি বানিয়েছি জানো😊😊😊

উজান:তাই বলি।লবন কেনো এতো লাগছে😂😂😂…(ইয়েন ফানি বুম)

হিয়া:কি কি কি।কি বললে তুমি…
উজান:যে রকম খেতে হয়েছে সে রকমি বললাম..😊😊
হিয়া:সবাই খেলো কেউ কিছু বললো না।তোমারি মুখে লবন লাগলো😡😡😡
উজান:হ্যা তোমার মন খারাপ হবে ঔ জন্য বলেনি।কেনো তুমি খাচ্ছো তোমার মনে হচ্ছে না…

হিয়া:একটু তো হয় না..
উজান:😂😂😂😂
হিয়া:হাসছো কেনো
উজান:না।পড়াশুনার পাশাপাশি একটু রান্না করা টাও শিখো বুঝলা কাজে দিবে😍

হিয়া:কেনো তুমি তো পাও।আর যখন আমাকে আর পুচকু কে ছেড়ে ইউ এস তে গেলে তখন তো একাই একাই নাকি রান্না করে খেয়েছিলে তার বেলা😏😋😋
উজান:তুমি সবসময় আমার ইউ এস যাওয়ার কথা কেনো টেনে আনো😡😡😡
হিয়া:কেনো আনবো না।ছেড়ে যাওয়ার সময় মনে ছিলো না।এর পর থেকে তো কিছু হলেই আমি এটা বলবো।হুম😡

উজান:আমি যদি জানতাম না যে পুচকু তখন ছিলো আমি কখনো ইউ এস কেনো এই কলকাতা ছেড়েও কোথাও যেতাম না😏😏😏

হিয়া:আচ্ছা ওসব বাদ।রান্না করে আমায় খাওয়াবে কি না সেটা বলো😍😍
উজান:বিয়ে করেছি কি বউ কে রান্না করে খাওয়ার জন্য নাকি😏😏😏
হিয়া:😡😡😡😡
বাসবি:(হিয়া হিয়া)
হিয়া:হ্যা মা😊
বাসবি:খাওয়া হলো তোর।পুচকু কাদছেঁ।ওকে খাওয়াবি আয় তাড়াতাড়ি….

হিয়া:দেখলে তোমার মেয়ে উঠে গেলো😊

উজান:এটা শেষ করে যাও।মা তো আছে😊

হিয়া:না না।সময় নেই।অনেকক্ষণ হলো খেয়েছে…

…..হিয়া উঠে হিয়ান কে খাওয়াতে চলে যায়।উজান খেয়ে সব গুছিয়ে হিয়ার কাছে যায়…

হিয়া:কে মা এটা বাবা…কে বাবা…😊😊
উজান:আমাকে দেও😍😍
…..উজান হিয়ান কে কোলে নিয়ে বারান্দায় হাটাহাটি শুরু করে।বাসবি গিয়ে সব গুছিয়ে বুলির কাছে শুয়ে পড়ে।এদিকে হিয়া ওর বই খাতা বিছানা সব গুছিয়ে পুচকুর জন্য বিছানা তৈরি করতে থাকে……
হিয়া:উজান উজান
উজান:হুম শুনছি
হিয়া:কি করছো ব্যালকুনিতে।কি শীত না বাহিরে।হিয়ানের ঠান্ডা লেগে যাবে তো।ভিতরে আসো।বাতাস আসছে…..
…….হিয়া বিছানা করে ওয়াশরুম গিয়ে একবারে ফ্রেশ হয়ে আসে…
হিয়া:কি পানি ঠান্ডা।ইসস হাত পা গুলো জমে বরফ হয়ে গেলো😖😖

উজান:হিয়া(আস্তে)
হিয়া:হুম
উজান:ঘুমিয়ে গেছে 😊😊😊
হিয়া:ঘুমিয়ে গেলো তোমার কোলে….দেও দেখি শুইয়ে দেই আমি😍😍
উজান:হুম…(উজান হিয়ানের কপালে একটা চুমু খেয়ে হিয়ান কে দিয়ে দেয়)
হিয়া:বারান্দায় গেট টা লাগায় দেও না খুব বাতাস আসছে….
উজান:দিচ্ছি😊
…….হিয়া হিয়ান কে দেয়ালের পাশে শুইয়ে দিয়ে।মাঝবরাবর শুইয়ে পড়ে..উজান সব কিছু গুছিয়ে এসে বিছানায় উঠে হিয়াকে পেছন দিয়ে জরিয়ে ধরে…..
হিয়া:(উজানের হাত ছিটকে দিয়ে)আআআআ কি ঠান্ডাআআআ হাত😡😡😡😡

উজান:আরে😡😡😡

হিয়া:ঠান্ডা তো😢😢😢

উজান:😏😏😏😏

…..(উজান হিয়ার চুলে মুখ গুজে দেয়)…..

উজান:তোমাকে বলছি না মাথায় এসব তেল টেল দিবা না😡

হিয়া:মাথা ব্যাথা করছিলো তাই মার কাছে তেল দিয়ে নিলাম😊এখন মাথা ব্যাথা করলে আমার দোষ😏

উজান:তো মাথা টা পরে ধুয়ে নেওয়া যেতো না……😡😡😡এই তুমি তেল দেও আর আমার মুখে সব উঠে আসে আর দুদিন পর আমার পিমপেল হয় মুখ ভরে😡😡

হিয়া:হলো না হয় দুটো তিনটে বরুন কি হয়েছে তাতে😏😏কে দেখবে তোমাকে শুনি আমি ছাড়া😏😏

উজান:তুমিই তো ওগুলো নিয়ে নাড়াচাড়া করে😊

হিয়া:হ্যা তো ওগুলো ফুটে দিতে হবে না😊😊…..আর তোমার যদি এতো সমস্যা হয় পিছন ঘুরো তুমি।পিছন ঘুরে ঘুমোও

উজান:পিছন ঘুরলে কি সব কাজ হবে নাকি
😊😊😊😊
হিয়া:ছিঃ কিচ্ছু আটকায় না মুখে😡😡

উজান:এতো দিন পরেও যদি কিছু মুখে আটকায় তাহলেই তো প্রবলেম মিসেস চ্যাটার্জী(হিয়ার নাক টা টান দিয়ে)😊😊😊😍😍😍

হিয়া:তাই না।এমনি তে প্রতিদিন সকাল সকাল ডাকো😢😢ডেকে পড়তে বসাও আমার মাথা কিন্তু গরম হয়ে যায়😢😢তার উপর পুচকু কে রাতে উঠে উঠে খাওয়াতে হয়😢😢….এখন আমাকে ছাড়ো আমি ঘুমোবো😡

উজান:আরে তা বললে কি হয় নাকি😊😊

হিয়া:না উজান একদম না😊😊

উজান:কি না😊😊

হিয়া:উজাজাজাজান……হিয়ান কিন্তু সব দেখছে হ্যা….😊😊

উজান:কোথায় আমার মা টা তো ঘুমোচ্ছে😊😊
আর দেখলেও বা কি আমি তার মাম্মাম কে কতোটা ভালোবাসি আদর করি ওহ দেখবে না।ওকেও তো বুঝতে হবে😍😍

হিয়া:তাই না😊😊😊

……উজান হিয়ার ঠোটেঁ ঠোটঁ ডুবিয়ে দেয় হিয়াকে ভালোবাসে প্রান ভরে….

FF: #মেডিকেল_ক্যাম্প
Part:51

পরের দিন সকাল ৫টা।এলার্মের শব্দে উজান উঠে যায়…..হিয়া কে ডাকতে যাবে কিন্তু হিয়া হিয়ান কে নিয়ে পুরো বাচ্চা দের মতো গভীর ঘুম দিচ্ছিলো তাই আর হিয়াকে ডাকে না…..উজান ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ ওয়ার্ক আউট করে তারপর হিয়াকে গিয়ে ডাকে…

উজান:হিয়া….হিয়া…(আস্তে)
হিয়া:হুম…
উজান:৬:৩০বাজে উঠো
হিয়া:৫মিনিট😴😴

উজান:না কোনো ৫মিনিট না।আমি তোমাকে পড়িয়ে টিউলিপ চলে যাই তারপর আবার ঘুমিয়ো উঠো উঠো…😡😡

হিয়া:হুম….(হিয়া চোখ খুলে)

উজান:খুব কষ্ট হয় উঠতে।রাগ হয় আমার উপর খুব তাই না😢😢

হিয়া:না😊😊(হিয়া হালকা উঠে বসে)….উঠতে ইচ্ছে করছে না এখানেই কম্বলের নিচে শুয়ে শুয়ে পড়ি😊😊
উজান:ব্রাশ টা তো করে আসো😊
হিয়া:পানি ঠান্ডা😫
উজান:আচ্ছা উঠতে হবে না।খাবে না কিছু😊
হিয়া:না….
উজান:ঠিক আছে আমি বই নিয়ে আসছি😊😊
হিয়া:হুম…
……উজান বই আনতে গেলে হিয়া পেছন ফিরে হিয়ানের সাথে গল্প শুরু করে…

হিয়া:মা টা আমার।কি ঠান্ডা।দেখি দেখি কান গুলে ঢেকে দেই তো…..ইসস হাত গুলো ঠান্ডা হয়ে আছে আমার মেয়ে টার…আম্মু….😘😘😘

……….উজান এসে বালিশে হেলান দিয়ে কম্বল জরিয়ে নেয়…হিয়া পিছন হয়ে ওর পিঠ উজানের বুকে দিয়ে হেলান দেয়…উজান হিয়ার গলা পর্যন্ত কম্বল দিয়ে ওর দুটো হাত দিয়ে বই ধরে হিয়ার মুখের সামনে ধরে…

উজান:দেখি এখানে চোখ দেও.😡
হিয়া:চোখ আছে আমার।তুমি পড়াও😒
উজান:এই 44no question টার Answer বলো তো😡
হিয়া:এভাবে বলা যায় নাকি।লিখতে দেও আমি লিখে দিচ্ছি😊
উজান:মুখে বলো আমি তাতেই বুঝবো তুমি কি পারবে লিখতে কি পারবে না😒
হিয়া:😏😏😏
উজান:কি হলো বলো….
হিয়া:বলছি।হুম……………………………
প্রায় ২ ৩ ঘন্টা পড়ার পর…..

উজান:এভাবে আমাকে সব পড়া যেভাবে দিচ্ছো পরীক্ষার খাতায় ওভাবে লিখতে পারলে তবেই কাজের কাজ হবে…😒😒

হিয়া:পারবো পারবো সব পারবো😊😊

উজান:এতো কনফিডেন্স কিন্তু ভালো না…

হিয়া:এবার ছাড়ো আমার খিদে পেয়েছে😢

উজান:আর একটু😊😊

হিয়া:আবার কি।আমি আর পড়বো না উজান।আমার খুব খিদে পেয়েছে😡পেট গুড় গুড় ডাকছে😡এর পর খিদের চোটে আমার মাথা খারাপ হয়ে গেলে না আমি সত্যিসত্যি প্রচন্ড রাগ করবো😡😡

উজান:আরে পাচ মিনিট হিয়া😊
হিয়া:কি…😢
উজান:আমারো তো খিদে পায় নাকি
হিয়া:না উজান….ছাড়ো😊😊…আমি ব্রাশ করি নি কিন্তু হ্যা…😊😊
উজান:তাতে কি নিজেরি তো ওয়াইফ😊😊
হিয়া:অসভ্য হয়ে যাচ্ছো তুমি দিনদিন উজান।😒😒
…….উজান হিয়াকে থামিয়ে দিয়ে হিয়া কে ভালোবাসতে শুরু করে….

দুদিন পর…..

বুলি:উজান দা😍😍…..এতো গুলো আচার….আমার তো জিভে জল চলে এলো😊😊

…(হিয়া হিয়ান কে কোলে নিয়ে আসে)
হিয়া:তুমি এনেছো😋

বুলি:এগুলো সব আমার পেটে যাবে😊😊

হিয়া:মোটেই না😏😏ধরো তো…(হিয়া হিয়ান কে উজানের কোলে দেয়)

বুলি:কি না…😏

হিয়া:এগুলো সব আমার।😡😡

বুলি:তুই এগুলো সব একায় একায় খেয়ে ফেলবি দিদি।প্লিজ এমন করিস না…দে না দিদি😢😢

হিয়া:শুন আমার আচার খেতে ইচ্ছে করেছিলো আমি তাই ওকে আনতে বলেছি ওহ এনেছে এখন এগুলো সব আমার😊😊😊

উজান:আহা কি হচ্ছে হিয়া।এতো গুলো তুমি একায় খাবে নাকি।আমি বুলির জন্যেও এনেছি।তোমার দুটো ওর দুটো😊😊

বুলি:দেখলি উজান দা টা কতোভালো।দে দেখি আমার দুটো😏😏😏

…..বুলি ওর দুটো নিয়ে ঘরে চলে যায়…

হিয়া:এটা কি হলো😡😡

উজান:কি আবার😊

হিয়া:আমার জন্য এনে বুলি কে কেনো দিতে বললে।তুমি জানো ওহ পাবলোর সাথে বাহিরে কতো কি খেয়ে বের হয়😡😡😡

উজান:তোমারি তো বোন।এমন করছো যেনো ওহ তোমার কাছ থেকে বিরাট কিছু যেনো নিয়ে গেলো😏😏

হিয়া:আমি না ছোট থেকে আমার আচারে কাউকে ভাগ দেই না বুঝলে😡😡

উজান:(উজান হিয়াকে নিয়ে একটু মজা করবে ভাবে)……….এতো খেয়ে কি হবে হ্যা।শরীর টা দেখো একবার আয়নায় গিয়ে।সারাদিন ঘুম আর খাওয়া….কোনো ধারনা আছে এখন ওয়েটের ব্যাপারে তোমার।😏😏😏😏

হিয়া:কি বলতে চাইছো আমি মোটা।আমি মোটা হয়ে যাচ্ছি😡😡😡😡😡😡😡😡

উজান:তা নয়তো কি।এখন তো তোমাকে বুকে নিয়েও বেশিক্ষণ থাকতে পারি না আমি।ভার কতো লাগে তোমার জানো…😒😒

হিয়া:তাই না।(হিয়া ন্যাকা কান্না শুরু করে)এখন তো আমি পুরোতন হয়ে গেছি না😢এখন তো আমাকে মোটা লাগবে কুৎসিত লাগবে😭😭সব বুঝি তো আমি😢😢নিশ্চয় ফাস্ট ইয়ার এ নতুন কারো পাল্লায় পড়েছো তুমি এজন্য আমাকে এখন তোমার ভালো লাগে না..😭😭😭

উজান:আরে আমি তো মজা করছিলাম😊😊হিয়া…হিয়া কাঁদছো কেনো…আরে।আই এম জাস্ট কিডিং হিয়া….😊😊

হিয়া:সব বুঝি তো আমি😭😭মা আসুক সব বলে দিবো আজ আমি।ঠাম্মি কে ফোন দিয়ে বলবো তোমার নাতির আর এখন আমাকে ভালো লাগে না।এ্যা হ্যা😭😭😭….মা….ঠাম্মি….

উজান:আরে কান্নার কি হলো হিয়া।হিয়া লিসেন্ট টু মি😐😐

হিয়া:হ্যা কোন মেয়ে হ্যা কোন মেয়ে নতুন কোনো ইয়াং ডক্টর জয়েন করেছে টিউলিপে😡😡না না না কোনো ফাস্ট ইয়ার এর কেউ😡😡সত্যি করে বলো উজান…..😭😭😭😭😭

উজান:হিয়া স্টপ😡😡😡

হিয়া:হিয়ান…মা দেখ তোর বাবা…আমাকে মোটা বললো……বুলি….মা….খাবো না আমি আচার নিয়ে যাও তুমি….আমি উপোস করবো আজ থেকে…আমাকে ভালো লাগে না এখন তোমার।সব বুঝি আমি।সব বুঝি….😭😭😭

……হিয়া নাক মুছতে মুছতে ঘরে চলে যায়..

উজান:আমার সোনা মা।কি করলাম আমি এটা😶😶একটুতো মজা করছিলাম তোর মায়ের সাথে এমন করে কান্নার কি হলো আমি তো বুঝলাম না😶😶মজা টাও বুঝে না।কি যে করবো তোর মাম্মাম কে নিয়ে আমি……(একটা বড়ো নিশ্বাস নিয়ে)….দেখি চল গিয়ে ইডিয়ট টার রাগ ভাঙ্গি😊😊
হিয়া:আমি আর কোথাই বলবো না ওর সাথে।আমাকে নিয়ে মজা করা তো😡😡আমি মোটা না।আমি এখন দেখতে খারাপ তো।ঠিক আছে….😡😡

……উজান হিয়ান কে কোলে নিয়ে কোনো রকমে এক হাতে একটা প্রিচ এ আচার ঢেলে এনে বিছানায় এসে বসে…

উজান:মা আমরা কি খাবো এখন।আচার খাবো…আ হা কি টেস্টি😋পুচকু মা তুই বড়ো হো আমি তোকে এই আচার টাই কিনে এনে খাওয়াবো।আহা অমৃত….আগে জানলে আরো দুটো কিনে আনতাম….(একটু জোরে: না খেলে মিস কিন্তু)…আহা না কালকেই আরো দুটো কিনে আনতে হবে মা😘😘😘শেষ হয়ে গেলে😊😊😊

হিয়া:(মনেমনে)…..একে আমি😡😡😡আমাকে দেখিয়ে দেখিয়ে কিভাবে আঙ্গুল চেটে খাচ্ছে….আমার খেতে ইচ্ছে করছে জানে তবুও আমাকে দেখিয়ে দেখিয়ে😭😭😭আমাকে না জ্বালালে তো হয় না ওর😡😡😡আজকে পড়া কোথায় গেলো.আচারের চক্করে সব পড়াশুনো ফুড়ুৎ😏😏😏….দেখ দেখ দেখ কিভাবে খাচ্ছে😢😢
উজান:তোর মা রাগ করে না খেয়ে ভালোই করেছে।সব এখন আমার আর বু্লির পেটে যাবে…😎😎😎
হঠাৎ হিয়ান কেঁদে দেয় খিদে পেয়েছে ওর…

উজান:হিয়া হিয়ান খাবে….

…..হিয়া গিয়ে গেট লাগায় দিয়ে বিছানায় বসে হিয়ান কে উজানের কাছ থেকে এনে খাওয়াতে শুরু করে।

উজান:যাই আমি গিয়ে আর একটু আচার নিয়ে আসি…..ইসস না খেলে যে কি মিস টা করতাম

হিয়া:😡😡😡😏😏😏

….(উজান আরো এক প্রিচ আচার নিয়ে আসে)…

হিয়া:(সব আমাকে জ্বালানোর জন্য করছে তো।😡😡খালি ঘুমোনোর সময় ওসব পাকনামি করতে আসুক আজ.কতো ধানে কতো চাল তখন বুঝবে😏😏😏

উজান:হিয়া খাবে নাকি দিবো😊ওহ তুমি তো আবার আজ থেকে ডায়েট করবে ভুলে গিয়েছিলাম।ইটস ওকে আমি খেয়ে নিচ্ছি।😊😊

হিয়া:😡😡😡😡
……
হিয়ান খেতে খেতে ঘুমিয়ে পড়লে হিয়া ওকে ঠিক করে শুইয়ে দেয়…

উজান:আ হা কি স্বাদ।জাস্ট ওয়াও….আগে মা কতো বলতো আচার খেতে আমি খেতাম না জানো হিয়া।আজ বুঝতে পারছি কি মিস করছি এতোদিন😊😊😊

……হিয়া এবার রেগে গিয়ে উজানের কাছ থেকে প্রিচ টা নিয়ে উজানের পাশে বসে খেতে শুরু করে……..

উজান:আরে😊😊

হিয়া:আর খেতে হবে না পেট খারাপ করবে😏😏

উজান:তো তুমি খাচ্ছো কেনো তুমি না তখন বললে উপোস করবে আচার খাবে না😊😊

হিয়া:শুনো একদম আমাকে রাগাবে না হ্যা😡আমি জানি তুমি এসব আচার খাওয়ার মতো ছেলে না শুধু আমাকে জ্বালানোর জন্য এসব করছো😡😡তাই এখন চুপ চাপ বসে আমাকে খেতে দেও বললাম……..

উজান:ঠিক আছে খাও…😊😊😊

……..হিয়া বাচ্চাদের মতো মুখে ঠোঁটে লাগিয়ে আচার খেতে শুরু করে আর উজান হিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে….

“””তুঝ কো মে রাখলু বাহা”””
“””যাহা পে কাহি হো না মেরা একি”””
“””মে জো তেরা না হুয়া”””
“””কি ছি কা নে হি কিছি কা নেহি””
“””লে জায়ে মুঝে কাহা হাওয়াএ হাওয়াএ””
“””লে জাতি মুঝে কাহা হাওয়াএ হাওয়াএ”””

…(উজান গিয়ে হিয়াকে পেছন থেকে জরিয়ে ধরে)

উজান:রাগ কমলো😊😊
হিয়া:আমি রাগ করি নাই😒😒

উজান:তাই😊
হিয়া:যাহ শেষ হয়ে গেলো। আর নাই😢

উজান:আজ আর না হিয়া।মেডিসিন নিতে হবে।😊
হিয়া:ঠিক আছে আগে প্রমিস করো কাল আরো দুটো এনে দিবে😊

উজান:না আগে এগুলো শেষ হবে তারপর
হিয়া:তারপর তো😒😒
উজান:হুম😊😊

…(হিয়া ওর পুরোভার পিছন দিক দিয়ে উজানের উপর দেয়।আর প্রিচে লেগে থাকা আচার গুলো খেতে থাকে)..

হিয়া:ইউ এস এ তে তো অনেক শুকনো শুকনো মেয়ে ছিলো তুমি তো চাইলে ওদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে নিলে পারতে😒😒

উজান:আবার ইউ এস এর কথা😡😡

হিয়া:আমি তো শুধু উদাহরণ দিচ্ছি না।রাগ করছো কেনো।দেখো আমি তো ওদের মতো ওতো আধুনিক না ওসব শর্ট শর্ট ড্রেস পড়ি না।তুমি তো চাইলেই পারতে😊😊

উজান:এখন না মাঝেমাঝে তাই মনে হয় জানো।কেনো যে লন্ডান ছেড়ে এই টিউলিপে এলাম…ওখানে কতো স্টাইলিশ হট মেয়ে ছিলো।খুব ভুল করেছিলাম জানো😊😊😊

হিয়া:উজান…😡😡😡

উজান:কি।তুমি তো বললে😊😊😊

হিয়া:আমি না😏😏😏…..তোমার না যা মন চায় করো গিয়ে দিন শেষে তো এই হিয়া মিএ এর কাছেই আসতে হবে😎😎😎

উজান:হুম।সবই কপাল….দেখি ঘুরো তো।😊

হিয়া:না এভাবে তোমার বুকে হেলান দিয়ে থাকতে ভালো লাগছে😊

উজান:না উঠো পড়া আছে😑
হিয়া:আমি পড়বো না এখন😢

উজান:কি করবে তা হলে শুনি😑
হিয়া:জানি না।কিন্তু পড়বো না।😢😢
উজান:তাই দেখি এদিকে ঘুরো।
হিয়া:কি…😡
উজান:আচার লেগে আছে ঠোঁটের সাইডে
হিয়া:ওহ আমি মুছে আসছি তুমি বসো😊😊

উজান:(হিয়া উঠতে ধরলে হিয়ার হাত ধরে টেনে ওর মুখের কাছে এনে)

হিয়া:কি হলো😑
উজান:আমি মুছে দিচ্ছি😊
হিয়া:তুমি মুছে দিলে তোমার হাতে ভরবে না তখন তো তোমাকে আবার উঠতে হবে মোছার জন্য….

উজান:আরে আমি হাত দিয়ে মুছবো নাকি…😊😊

…….উজান হিয়াকে টেনে হিয়ার ঠোঁটে ওর ঠোটঁ ডুবিয়ে দেয়…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here