হৃদয়_জুড়ে_তার_ছায়া #পর্বঃ১৪

0
147

#হৃদয়_জুড়ে_তার_ছায়া
#পর্বঃ১৪
#আদওয়া_ইবশার

অনাকাঙ্ক্ষিত ভাবে নাহিদের মুখে কথা গুলো শুনে সেই যে দুপুর থেকে পাপড়ির বুকের ভিতর তোলপাড় সৃষ্টি হয়েছে এখন পযর্ন্ত থামার নামগন্ধ নেই। কথা গুলো স্বরণ হতেই বারবার মানষপটে ভেসে উঠছে নাহিদের দুষ্টুমি ভরা হাস্যোজ্জ্বল মুখটা। জীবনে প্রথমবার একটা পুরুষ তার এতোটা কাছাকাছি এসেছে। কানের কাছে মনে হচ্ছে এখনো সেই গরম নিঃশ্বাস টুকু লেপ্টে আছে। হৃদয় জুড়ে চলছে অবাধ্য অনুভূতিদের মিছিল। এতোটা নিখাঁদ অনুভূতির প্রখরতা এর আগে কখনো অনুভব হয় নি তার। কেমন যেন মন- মস্তিষ্ক দুটোই নিজের সাথে বেইমানি করে ঝুঁকে আছে নাহিদের দিকে। ভিতর বাহির সম্পূর্ণটাই বিদ্রোহ ঘোষণা করছে পাপড়ির নিরবতায়। নিজের বিরুদ্ধে গিয়ে আশকারা দিচ্ছে অবাধ্য অনুভূতিদের। ঠেলে দিচ্ছে বারবার নাহিদের দিকেই। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না! তার বিশ বছরের জীবনে সে তো তার জন্য পাগলপ্রায় কম প্রেমিক পুরুষ দেখেনি। স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি সব জায়গায় কত কত সুদর্শন যুবকের প্রেমের প্রস্তাব পেয়েছে। কিন্তু কখনো তো এমন স্বচ্ছ অনুভূতির সাথে পরিচয় হয়নি তার। তাহলে কেন নাহিদের বেলায় এমন হচ্ছে? কেন বারবার ঐ মানুষটার কথা মনে হতেই হৃদয় কাঁপছে? যে মানুষটার কথা শুনে এতোদিন গা জ্বলা অনুভূতি হতো। আজ সেই মানুষটার কথায় হৃদয় জুড়ে কেমন শীতলতা ছুঁয়ে গেছে। সৃষ্টি হয়েছে প্রগাঢ় অনুভূতির তোলপাড়। নিজের এমন পরিবর্তনে ক্ষণে ক্ষণে মনের মাঝে হাজারটা প্রশ্ন উকি দিলেও উত্তর জানা নেই একটারও। নিগূঢ় অন্ধকারের মাঝে এক টুকরো আলো জ্বলে হঠাৎ করেই বিপ বিপ করে কেঁপে ওঠে একটু দূরে মেঝেতে অযত্নে ফেলে রাখা ফোনটা। সাথে কেঁপে ওঠে আপন ভাবনায় মগ্ন থাকা পাপড়ি। নিরবতার জাল ছিঁড়ে হঠাৎ ফোনের অল্প শব্দেও ধরাস করে লাফিয়ে ওঠে বুকের ভিতরটা। একটু এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামান্য স্থির করে হাতে তুলে নেয় ফোনটা। চোখের তারাই ভেসে ওঠে নাহিদের নাম্বার থেকে আসা একটা ম্যাসেজ,

” সকাল হতে আর মাত্র কয়েক ঘন্টা। কিন্তু এখনো আমার জবাব পেলাম না। পোস্টার ছাপানোর কাজ শুরু করে দিব না কি?”

ম্যাসেজটা পড়ে ভ্রু কুঁচকে নেয় পাপড়ি? বোঝার চেষ্টা করে এগুলো আসলে প্রেম নিবেদনের পর্যায় পরে না কি হুমকি! কিছু একটা ভেবে ঝটপট টাইপ করে পাঠিয়ে দেয় ফিরতি বার্তা,

“ফ্লার্ট করার জন্য কি আর কোনো মেয়ে খোঁজে পান নি? শেষমেশ আমাকেই বেছে নিতে হলো?”

সাথে সাথে আবারও নাহিদের থেকে বার্তা আসে,

“আপনার মনে হচ্ছে আমি ফ্লার্ট করছি?”

“তা নয়তো কি?”

“এমন মনে হবার কারণ?”

“মনে হলো তাই বললাম। আর সব কারণ বিশ্লেষণ করা যায়না।”

নাহিদের থেকে আর কোনো ফিরতি বার্তা আসেনি। এক ধ্যানে কতক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকেও যখন আশানরুপ কোনো বার্তা পায়নি তখন অচিরেই পাপড়ির বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এক রাশ শীতল অনুভূতি গুলো হারিয়ে গিয়ে বুকের ভিতর নতুন করে সৃষ্টি হয় বিষাপূর্ণ অনুভূতি। মনে হয় যেন মহামূল্যবান কিছু একটা হারিয়ে ফেলেছে হঠাৎ করে। নিজেই নিজের মনকে বিরবির করে বলে,

” এতোক্ষন খুব তো লাফালাফি করছিলি। এবার হলো তো সব মিথ্যে প্রমাণ! অল্প দিনের পরিচয় হলেও আমার ওকে খুব ভালো করেই চেনা আছে। অসভ্য ছেলে একটা। সবসময় যা ইচ্ছে তা নিয়ে মজা করবে। অপর মানুষটা এতে রাগ হলো না কি কষ্ট পেল কিচ্ছু যায় আসেনা তার এসবে।”

নিজ মনে কথা গুলো বললেও কোথাও একটা যেন আশা ছিল নাহিদ হয়তো তাকে সত্যিই ভালোবাসে। ভেবেছিল তাকে বেয়াক্কল ডেকে মজা করলেও হয়তো নাহিদের চোখে দেখা অনুভূতি মিথ্যে ছিলনা। মুখে যা ইচ্ছে তাই বলা যায়। কিন্তু চোখ কি কখনো মিথ্যে বলতে পারে? হয়তো পারে। যার প্রমাণ নাহিদ করে দিল। নইলে তার চোখের ভাষা কিভাবে মিথ্যে হয়ে যায়? যে চোখ দুটো দুপুরে আভাষ দিয়েছিল অঘাত ভালোবাসার। সেই চোখের মালিকটাই কিভাবে কয়েক ঘন্টার ব্যবধানে তার ভালোবাসাকে ফ্লার্ট বলার পরও কোনো জবাব দেয়না! নিশ্চয়ই তখন ফ্লার্ট করেছিল বলেই কোনো জবাব আসেনি। এই বেয়াদব ছেলেটার কেন বারবার সব বিষয়ে পাপড়িকেই অপদস্থ করতে ইচ্ছে হয়? তাকে ছাড়া কি আর কোনো মেয়েকে চোখে দেখেনা সে? পূণরায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পাপড়ির বুক চিড়ে। এলোমেলো মস্তিষ্কের হাজারটা এলোমেলো ভাবনা নিয়েই অন্ধকার হাতরে রুমে গিয়ে শুয়ে পরে। রাত প্রায় শেষের দিকে। তবুও চোখে ঘুম নেই পাপড়ির। মস্তিষ্ক জুড়ে একটা কথায় ঘুরপাক খাচ্ছে। নাহিদ আবার তাকে বোকা বানিয়েছে। আর এই সুযোগ সে নিজেই করে দিয়েছে ছেলেটাকে। এতো বোকা তো পাপড়ি ছিলনা। তাহলে কিভাবে পারছে একটা ছেলে তাকে এভাবে বারবার বোকা বানিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাতে? দুপুরে কথা গুলো শোনার পর পাপড়ির মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল এটা যদি একবার নাহিদ জেনে যায় তাহলে কিরকম একটা লজ্জাজনক পরিস্থিতির সম্মোখিন হবে সে! নাহিদ’ই বা কেমন ভাববে তাকে? নিশ্চয়ই মনে করবে পাপড়ির কাছে ভালোবাসা খুবই স্বস্থা। স্বস্থা না হলে কি আর এরকম ইঙ্গিতপূর্ণ একটা কথা শুনেই বেহায়া মন নেচে ওঠে! কি বিচ্ছিরি একটা কান্ড! ভাবতেই মেজাজের খ্যায় হারিয়ে ফেলছে পাপড়ি। ইচ্ছে করছে নিজেই নিজের গালে দুই-তিনটা থাপ্পড় বসিয়ে দিতে এমন একটা বোকামি করার অপরাধে।

ঘুটঘুটে অন্ধকার কেটে গিয়ে কোমল রোদের ছটা এসে আলোকিত করে দিয়ে গেছে প্রকৃতিকে। পবন জুড়ে বইছে ঝিরঝিরে মন মাতানো হাওয়া। রোদের তেজ বলতে গেলে একদম নেই। প্রকৃতির এমন কোমল রূপ দেখে যে কারো খিটখিটে মেজাজ’ও ফুরফুরে হতে বাধ্য। মন ভালো করে দেওয়া আবহাওয়াটাকে সঙ্গী করে পাপড়ি এসেছে ভার্সিটিতে। এক টানা তিনটা ক্লাসের পর এখন বিরতি। সুসজ্জিত ক্যান্টিন রেখে প্রকৃতির রূপে নিজেকে উজাড় করতে মাঠের এক কোণে সবুজ ঘাসের মাঝেই উৎফুল্ল মনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে । গতকাল থেকে রাত পযর্ন্ত ঘটে যাওয়া বিষয় গুলো আপাতত মাথা থেকে সরে গেছে তার। তবে ঘুম থেকে ওঠার পর রাতের কথা গুলো মনে হতেই তীব্র লজ্জায় মরিয়া হয়েছিল পাপড়ির আপাদমস্তক। রাতের ভাবা আবেগপূর্ণ ভাবনা গুলো যেন সকাল হতেই কর্পূরের ন্যায় উড়ে গিয়েছিল। কোথাও একটা শুনেছিল পাপড়ি মধ্যরাতে মানুষের মস্তিষ্ক অচল হয়ে যায়। সচল থাকে শুধু হৃদয়। আবেগে ঠাসা হৃদয়টা মস্তিষ্কের অচলাবস্থার সুযোগ নিয়ে হাজারটা অবাঞ্চিত আবেগজড়িত ভাবনা ভেবে বসে। যে ভাবনা গুলো আবার সকাল হলে নিজের কাছেই নিজেকে লজ্জায় ফেলে দেয়। অবচেতন মন ধিক্কার জানায় নিজের ভাবনার প্রতিই। পাপড়ির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। রাতের অন্ধকারে নাহিদের প্রতি এতো দূর্বলতা কাজ করেছিল ভাবতেই আয়নাতে আর নিজের চোখের দিকেও তাকাতে পারেনি। অস্বস্তিতে গাট হয়ে কোনো মতে সকালটা পার করে ছুটেছিল ভার্সিটির উদ্দেশ্যে। ভেবেছিল ক্লাস অথবা বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকলে ঐ চিন্তা গুলো মস্তিষ্ক থেকে সরে যাবে। ঠিক হয়েছেও তাই।পরপর তিনটা ক্লাস করার পরই মস্তিষ্কে আর নাহিদের ভাবনার জায়গা হয়নি। ফুরফুরে মেজাজে অনুভব করতে পারছে বন্ধুদের সান্নিধ্য। যদিও পাপড়ির শিক্ষা জীবনে তেমন কোনো বন্ধু হয়ে উঠেনি। একমাত্র ঐশী নামের মেয়েটার সাথেই তার স্কুল লাইফ থেকে তৈরি হয়েছিল বন্ধুত্বের বন্ধন। এরপর স্বল্প ভাষী হওয়াই সবসময় সহপাঠিদের সাথে হৈ হুল্লোড়ে মেতে থাকতে না পারাই আর কোনো বন্ধু হয়ে ওঠেনি তার। তবে ভার্সিটিতে এসে আরও দুই একজনের সাথে ঐশীর উছিলায় প্রতিদিন টুকটাক কথা হলেও ঠিক বন্ধু বলা যায়না তাদের।

শান্ত মনে নরম ঘাসের গালিচায় বসে ঐশী সহ আরও তিন-চারজন ক্লাসমেটের গল্পগুজব শুনে যাচ্ছিল পাপড়ি নিরব শ্রোতার মতোই। ক্ষণেক্ষণে কিছু একটা নিয়ে হেসে উঠছিলো সকলে একসাথে। পাপড়ির ঠোঁটেও লেগেছিল এক টুকরো স্বচ্ছ হাসি। বন্ধুদের থেকে দৃষ্টি ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতেই হঠাৎ দৃষ্টি যায় গেইট এর দিকে। সাথে সাথে ঠোঁটের কোণে লেগে থাকা নির্মল হাসিটুকু মিলিয়ে যায় পাপড়ির। ভ্রু কুঁচকে কিয়দক্ষণ তাকিয়ে থাকে গেইট এর দিকেই। ভার্সিটির গেইট পেরিয়ে রাস্তার বিপরীত পাশেই দাঁড়িয়ে আছে নাহিদ। প্রথমে দূর থেকে তাকে ঠিক চিনতে না পারলেও পাশে থাকা নাহিদের বন্ধুদের দেখে ঠিকই চিনে নেয় পাপড়ি। উৎফুল্ল মেজাজটা নাহিদের মুখদর্শনেই ভাটা পরে। বিরক্তিতে তেঁতো হয়ে ওঠে মুখের ভিতরটা। কতক্ষণ এদিক ওদিক তাকিয়ে তাদের না দেখার ভান করেআবার বন্ধুদের দিকে ফিরে তাকায় পাপড়ি। বন্ধুরা এখনো জমজমাট আড্ডায় মশগোল। কিন্তু সে আগের মতো আড্ডাতে আর মন দিতে পারছেনা। উশখুশ করছে শুধু। বারবার আড়চোখে গেইটের দিকে তাকাতে চেয়েও তাকানোর সাহস হচ্ছেনা। এমন হাসফাস অবস্থার মাঝেই কেটে যায় চার-পাঁচ মিনিট। এরপর হুট করেই পেছন থেকে ভেসে ওঠে সেই স্বল্প পরিচিত কন্ঠস্বর,

“মিস. . পাপড়ি! আপনার সাথে আমার একটু কথা ছিল। কিছুক্ষনের জন্য যদি বন্ধুদের আড্ডা ছেড়ে এদিকে আসতেন খুবই উপকৃত হতাম।”

নাহিদের কন্ঠ কর্ণগোচর হতেই চোখ দুটো খিঁচে বন্ধ করে নেয় পাপড়ি। ভয়ে বুকের ভিতরটা ধরাস ধরাস শব্দ করে ওঠে। মিস শব্দটা শোনার পরই মনে হচ্ছিলো এই বুঝি অভদ্রটা বন্ধুদের সামনেই তাকে বেয়াক্কল ডেকে আবার না অপদস্থ করতে শুরু করে। কিন্তু সেটা না করে নাহিদ যখন সুর টেনে তার নাম ধরে ডেকে ওঠে সাথে সাথেই চমকে গিয়ে চোখ মেলে পাপড়ি। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে নাহিদের মুখের দিকে। পাপড়ির মনের অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসে নাহিদ। চোখের ইশারায় জানিয়ে দেয়, “সম্মানের সহিত ডেকেছি দেখে এখন যদি আবার ভাব ধরে আমাকে এড়িয়ে যান তাহলে কিন্তু আপনার সম্মান মাটির সাথে মিশিয়ে দিতে এক মুহূর্ত সময় নিবনা।” নাহিদের মনোবল বুঝতে পেরে ঝটপট দাঁড়িয়ে যায় পাপড়ি। শুকনো ঢোক গিলে মেকি হেসে বন্ধুদের দিকে তাকিয়ে বলে,

“তোরা থাক। আমি একটু আসছি।”

আর এক মুহূর্ত দাঁড়ায়না পাপড়ি। এক পলক নাহিদের দিকে তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় মাঠের অপর প্রান্তে বন্ধুদের থেকে একটু আড়ালে। তা দেখে ঠোঁট টিপে হাসে নাহিদ। পাশে দাঁড়িয়ে থাকা লাবিব নাহিদের পিঠ চাপড়ে বলে,

“যাও বন্ধু। আড়ালে গিয়ে তোমার ইম্পোর্টেন্ট কথা সেড়ে আসো। ততক্ষণে আমরা না হয় বিয়ানদের সাথে গল্প করি একটু। ”

ছেলে গুলোর কথার আগামাথা কিছুই বুঝে পায়না ঐশী সহ তার সাথে বসে থাকা বন্যা, প্রীতি। শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে তাদের দিকে। নাহিদ প্রস্থান করতেই এক লাফে নাজিম বসে পরে বন্যা ঐশীর ঠিক মাঝখানে। সাথে সাথেই ছোটখাট এক চিৎকারে পরিবেশ থমথমে করে ফেলে তিন বান্ধবী। হুটহাট এমন চিৎকারে হকচকিয়ে যায় লাবিব নাজিম রাফিন তিনজনেই। নাক ছিটকায় রাফিন। কন্ঠে বিরক্তি ধাঁচ নিয়ে বলে,

” এই মেয়েরা কি ভাই! একটু কিছু হইতেই এরা বাঁশ গলায় চিৎকার শুরু করে দেয়। এদের কি আর কাজ কাম নাই? যত্যসব ন্যাকার দল।”

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here