ফিরে_আসা২ ১২+১৩ লেখা : অতন্দ্রিলা আইচ

0
505

#ফিরে_আসা২
১২+১৩
লেখা : অতন্দ্রিলা আইচ

অন্ধকারমাখা ভোর, সূর্যটা উঠেছে সেই কখন অথচ আলো ছড়ানোর নামগন্ধ নেই। হসপিটালের করিডোরে কথাকে কোলে নিয়ে পায়চারি করছে আরশাদ। হসপিটালের এই অংশটা ভিআইপি এরিয়া। সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই এখানে। তবুও কীভাবে যেন কাল রাতে অন্যান্য রোগীদের মাঝে রটে গেল, আরশাদ হক আছে এই হসপিটালে।

ব্যস! কীসের চিকিৎসা নেওয়া আর কীসের সুস্থ হওয়া! বিপুল মানুষের ভীড় জমে গেল ভিআইপি এরিয়ার সামনে। পছন্দের সুপারস্টারকে এক নজর দেখার আকাঙ্ক্ষা সকলের। সেই ভীড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় আরশাদের বডিগার্ড এবং হসপিটালের সিকিউরিটি গার্ডদের। পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা।

অন্যান্য সময় হলে আরশাদ একবার হলেও দেখা দিতো তার ভক্তদের। তবে কাল সেই পরিস্থিতি ছিল না। মানসিক জোর নেই। মানসিক জোর না থাকলে মানুষ কোনো কাজেই আগ্রহ পেয়ে ওঠে না। হোক সেটা কয়েক মুহূর্তের জন্যে ভক্তদের দেখা দেওয়া।

গতকাল পর পর ঘটে যাওয়া ঘটনাগুলোর ধকল সামলাতে ব্যস্ত আরশাদের অশান্ত মন আর উত্তপ্ত মস্তিষ্ক। এমনিতেই গতকাল সে ব্যস্ততায় দিন কাটাচ্ছিল বিজ্ঞাপনের শুটিংয়ের কারণে। যেকোনো বিজ্ঞাপনের শুটিং হয় তিন থেকে পাঁচ দিন ধরে। গতকাল ছিল শুটিংয়ের শেষ দিন। স্বাভাবিকভাবেই চাপটাও তাই বেশি।

কাজের হাজার ব্যস্ততার মাঝেও আরশাদের চোখ এড়িয়ে যায়নি অরার অস্বাভাবিকতা। অন্যান্য দিন আরশাদ শুটিং থাকলে বেশ কয়েকবার ফোন করে খোঁজখবর নেয় অরা। কাল একবারও ফোন আসেনি। আরশাদ নিজে ফোন করলেও লক্ষ করে অরার গলা কাঁপছে। এতদিন অরাকে বেশ ভালো করেই পড়তে শিখে গেছে আরশাদ। তাই বুঝতে একটুও অসুবিধা হলো না কিছু একটা লুকানো হচ্ছে তার কাছ থেকে।

সময় অপচয় না করে আরশাদ সঙ্গে সঙ্গে ফোন করলো অরার ড্রাইভার রমিজকে। রমিজ আবার আরশাদের ভীষণ অনুগত। ওদিক থেকে এক এক করে তথ্য সেই পাচার করছিল। প্রথমত সে খবর দেয়, অরা না-কি আরেকজন বডিগার্ডকে খবর দিয়ে এনেছে। অরার সঙ্গে সব সময় একজন বডিগার্ড থাকে। আরেকজনের প্রয়োজন কী? আরশাদের সন্দেহ তীব্র হতে থাকে।

তখনই শুটিং প্যাক আপ করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এরপর খবর এলো অরা না-কি কথাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বিলাসবহুল ওই রেস্টুরেন্ট তাদের গন্তব্য। অরা কথাকে নিয়ে ভেতরে চলে যাওয়ার পর আরশাদ রমিজকে নির্দেশ দিয়ে বলল, ওপরে উঠে দেখতে ঘটনা কী!

রমিজের কাছ থেকে ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই রক্ত উঠে গেল আরশাদের মাথায়। রাগের প্রবল স্রোত এলোমেলো করে দিলো তার ভেতরটা। অরার ওপরে এতটাই রাগ হচ্ছিল, যে ওই মুহূর্তে পৃথিবীটা পুড়িয়ে ফেলতে ইচ্ছা হলো। সেই সঙ্গে আবার কাজ করছিল ব্যাপক উদ্বেগ। নওশীন যদি আবারও অরার কোনো ক্ষতি করার চেষ্টা করে? যদি কথাকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে?

উদ্বেগে দিশেহারা হয়ে আরশাদ ফোন করে ওসি সাহেবকে। ওসি সাহেবও তৎক্ষণাৎ ফোর্স নিয়ে পৌঁছে যান ওই রেস্টুরেন্টে। কোনো অফিসিয়াল অভিযোগ ছাড়া পুলিশ এভাবে হাজির হতে পারে কিনা কে জানে। সবটাই সম্ভব হয়েছে ডিআইজি সাহেবের সঙ্গে আরশাদের ভালো সুসম্পর্কের জন্যে।

কালকের দিনটা কেটে গেছে, নতুন সূর্য এসেছে পৃথিবীর বুকে। তবুও কমেনি আরশাদের রাগ। অরার প্রতি রাগ নয়, নিজের প্রতি। কেন যে মেয়েটাকে ওভাবে বকতে গেল সে! আরশাদ জানে অরা অসম্ভব সাহসী একটা মেয়ে। তবুও প্রত্যেকটা সাহসী মানুষের একটা করে উইকনেস থাকে। অরার উইকনেস আরশাদ। পুরো পৃথিবীর সঙ্গে একা হাতে লড়াই করার ক্ষমতা রাখলেও, আরশাদের দেওয়া সামান্য আঘাত ক্ষতি-বিক্ষত করে ফেলে তার ভেতরটা। এই সত্যি জেনেও কেন যে আরশাদ নিজেকে সামলাতে পারলো না! অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে।

অরাকে কাল রাতে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসে আরশাদ। ডাক্তার বললেন, অতিরিক্ত মানসিক চাপের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। এছাড়াও তার ব্লাড প্রেশার কম বলে দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার এর আগেও বলেছিলেন, অরা মানসিক চাপ নেয়। এই মানসিক চাপের কারণেই বাবুর কোনো ক্ষতি না হয়ে যায়!

কথাকে কোলে নিয়েই করিডোরের বিশাল জানালার সামনে এসে দাঁড়ালো আরশাদ। হসপিটালের সামনের ফাঁকা রাস্তার চিত্র পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। গত রাত থেকে এক ফোঁটা ঘুমও নেমে আসেনি আরশাদের দুচোখে। কথার ক্ষেত্রেও তাই। এতটুকু একটা মেয়ে কী করে সারারাত না ঘুমিয়ে পারলো কে জানে!

আরশাদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, “তোর ঘুম পাচ্ছে না বাবা?”

অরা আরশাদের কাঁধে মাথা রেখে দৃঢ় ভঙ্গিতে বলল, “না তো!”

“তাহলে আমাকে একটা কথা বল।”

কথা কাঁধ থেকে মাথা তুলে আরশাদের দিকে তাকিয়ে বলল, “কী কথা?”

আরশাদ সহজ ভঙ্গিতে বলল, “কাল মায়ের সঙ্গে দেখা করেছিলি?”

কথা চমকে উঠে বলল, “তুমি জানলে কীভাবে বাবা?”

আরশাদ কথার চমক দেখে ক্ষীণ হেসে বলল, “বাবা সব আগেভাগে জেনে যাই। তুই মনে মনে একটা নম্বর ভেবে দেখ, গেস করতে পারি কিনা।”

কথা খানিকক্ষণ চিন্তা করে বলল, “ভেবেছি।”

“Eight?”

“হ্যাঁ! তুমি কীভাবে জানলে?”

কথার পছন্দের সংখ্যা আট। তাই স্বাভাবিকভাবেই তাকে কোনো সংখ্যা ভাবতে বলা হলে, আটই ভাববে।

আরশাদ হালকা গলায় বলল, “বললাম না, আমি সব জেনে যাই।”

কথা উৎফুল্ল গলায় বলল, “You’re a genius Baba!”

আরশাদ কৌতূহল নিয়ে বলল, “মায়ের সাথে যে দেখা করেছিস, এই কথাটা আগে বললি না কেন?”

কথা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো গলায় বলল, “অরা বারণ করেছিল, তাই।”

মনে মনে দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। মেয়েটা তার অরার বড় ভক্ত। অরা কিছু বলেছে আর কথা সেটা অমান্য করেছে, এমন দৃষ্টান্ত নেই।

কথা আগ্রহ নিয়ে বলল, “আচ্ছা বাবা, অরা কী জানে না তুমি সব জেনে যাও।”

“জানে তো।”

“তাও আমাকে বারণ করলো কেন?”

“সেটাই তো! আচ্ছা বাদ দে, এখন আমাকে সত্যি করে একটা কথা বলবি?”

“কী?”

“কাল মা তোকে কী কী বলেছিল?”

কথা মায়ের বলা কথাগুলো মনে করতে ব্যস্ত হয়ে পড়লো। নওশীন কথাকে কী বলেছে জানাটা জরুরি। নওশীনকে একবিন্দু ভরসা নেই আরশাদের। সে চাইলেই এমন কিছু বলতে পারে কথাকে যা তার কোমল হৃদয়ে গাঢ় আঁচড় ফেলতে পারে। অথবা এমন কিছু, যা তার মনে আরশাদ বা অরার প্রতি তীব্র বিতৃষ্ণার জন্ম দেবে।

আরশাদ কথাকে সাবধান করে দিয়ে বলল, “কোনো কিছু লুকিয়ে রেখে লাভ হবে না কিন্তু। আমি সব জেনে যাবো।”

“মা তো প্রথমে কতক্ষণ আমাকে কোলে নিয়ে অনেক আদর করলো, আর অনেক কাঁদলো। আচ্ছা বাবা, মা ওভাবে কাঁদলো কেন?”

আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, “সেটা তো বলতে পারছি না সোনা। মা কিছু বলেনি?”

কথা চিন্তা করে বলল, “বলেছে তো। আমার স্কুলের কথা জিজ্ঞেস করেছে। আমার নতুন স্কুলের মিসরা কেমন, ফ্রেন্ডসরা কেমন। এক্সামে আমি কত পাই, আমাকে কে পড়িয়ে দেয় – এইসব।”

“আর কিছু জিজ্ঞেস করেনি?”

“আর বলেছে তোমার আর অরার কথা শুনতে। লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে, কোনো দুষ্টুমি না করতে।”

আরশাদ কিঞ্চিৎ সন্দেহ নিয়ে বলল, “আর কিছুই বলেনি?”

“না তো। আমিই গল্প করেছি, মা শুনেছে।”

“ভালো করে মনে করে দেখ। এমন কিছু বলেনি তো যেটা আবার আমাকে বলতে বারণ করেছে, তাই তুই বলছিস না?”

“না বাবা। এমন কিছুই তো বলেনি।”

প্রায় এক বছর হলো স্থায়ীভাবে দেশে ফিরেছে আশফিয়া। তার মতে, “কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ একা একা বিদেশে পড়ে থাকে না। আমি আগে সুস্থ ছিলাম, এখন পাগল হয়ে গেছি।”
অসুস্থ মন-মস্তিষ্ককে সুস্থ করতেই মূলত দেশে ফিরেছে। কোথায় থাকবে এ নিয়ে বেশ কিছুদিন দ্বিধায় ভুগেছে। দেশে ফিরে প্রথম কয়েক মাস মায়ের কাছে সিলেটে ছিল। একটা সময়ে তার মনে হলো, সিলেটে থেকে কী হবে?

সে ঢাকায় চলে এলো। নিজের ডিজাইনার হাউজ শুরু করলো। আশফিয়া নিজে ডিজাইনিংয়ের কিছু পারে না। কয়েকজন ডিজাইনার নিয়োগ করে একেবারে লাক্সারি জামাকাপড় বানাতে শুরু করেছে। তার বেশিভাগ ক্রেতাই মূলত সিনেমা ইন্ডাস্ট্রির। আরশাদ তার ফেসবুক পেইজে আশফিয়ার ডিজাইনার হাউজ নিয়ে একটা পোস্ট করতেই রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় সে।

আরশাদের জন্যে অবশ্য ভালোই হয়েছে। এই বিশাল শহরে আগে ছিল সে অভিভাবকশূণ্য। এখন তার অভিভাবক হয়েছে। যাকে বিপদের সময়ে আবার আনন্দের সময়ে হাতের কাছে পাওয়া যায়। কাল রাতে অরাকে হসপিটালে ভর্তি করার পরও আশফিয়াকে কিছু জানায়নি আরশাদ। জানালেই সব কাজ ছেড়েছুঁড়ে ছুটে আসবে। জানিয়েছে একটু আগে। আশফিয়া তার স্বভাবমত আরশাদের ফোন রেখেই রওনা দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে।

সিঁড়ির কাছে আশফিয়াকে দেখেই এগিয়ে গেল আরশাদ। আশফিয়ার চোখেমুখে এমন দুশ্চিন্তা দেখা যাচ্ছে, যেন পৃথিবী এই মুহূর্তে ধ্বংসের মুখে।

আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, “আপা! এই সকাল সকাল কষ্ট করে আসতে গেলে কেন?”

আশফিয়া ভ্রু কুঁচকে বলল, “কেন বিরক্ত হয়েছিস?”

“বিরক্ত তো তোমাকে করলাম।”

আশফিয়া ধমকের সুরে বলল, “গাধার মতো কথা বলবি না তো আরশাদ। অরা হসপিটালে অ্যাডমিট, আর আমি ঘরে বসে নাক ডেকে ঘুমাবো?”

আশফিয়াকে দেখে কথা আগ্রহ নিয়ে বলল, “ফুপি জানো! অরা সিক হয়ে গেছে, ডক্টর ওকে এত্ত বড় একটা ইনজেকশন দিয়েছে।”

আশফিয়া কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, “সিক হয় কীভাবে? তুই খেয়াল রাখতে পারলি না তোর অরার?”

কথা চিন্তিত ভঙ্গিতে বলল, “আমি কীভাবে খেয়াল রাখবো? আমি তো এখনো ছোট।”

কথার ছেলেমানুষী কথায় আশফিয়া মিষ্টি হেসে আরশাদের দিকে তাকিয়ে বলল, “কী অবস্থা এখন?”

আরশাদ উদ্বিগ্ন ভঙ্গিতে বলল, “তেমন সিরিয়াস কিছু না। স্ট্রেস যাচ্ছিল অনেক, তাই সেন্সলেস হয়ে পড়েছিল। আজকের দিনটা এখানেই থাকতে হবে।”

আরশাদ তার আপাকে নিয়ে বসলো হসপিটালের ভিআইপি লাউঞ্জে। সোফায় আরশাদের কোলের মাথা রেখে শুয়ে মোবাইলে গেম খেলছে কথা।

আশফিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, “কীসের এত স্ট্রেস? কাজের খুব চাপ?”

আরশাদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, “না।”

পরমুহূর্তেই সংবিৎ ফিরে পেলো আরশাদ। কাজের চাপের কারণে তো অসুস্থ হয়ে পড়েনি অরা, পড়েছে অন্য কারণে।

আরশাদ সঙ্গে সঙ্গে বলল, “হ্যাঁ!”

“আরশাদ?”

“হুঁ?”

আশফিয়া সন্দেহযুক্ত গলায় বলল, “ঝগড়া করেছিস?”

আরশাদ সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করে বলল, “না আপা, তেমন কিছু না।”

আরশাদকে তার আপা চেনে হাড়ে হাড়ে শিরায় শিরায়। আরশাদ আর যাই পারুক, মিথ্যা বলতে একেবারেই পারদর্শী নয়।

আশফিয়া হতবাক ভঙ্গিতে বলল, “মেয়েটা প্রেগন্যান্ট আরশাদ। এই অবস্থায় কী করে ঝগড়াঝাঁটি করতে পারলি!”

আরশাদ দীর্ঘশ্বাস ফেলে অনুতপ্ত স্বরে বলল, “কথাকে নওশীনের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিল। আমি বারণ করেছিলাম, আমার কোনো কথাই শোনেনি। আমার মাথা কাজ করছিল না। নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ওভাররিয়্যাক্ট করেছি।”

অরার এমন কান্ডে অবাক না হয়ে পারলো না আশফিয়া। অরাকে তো বুদ্ধিমতী মেয়ে বলেই জানে সে। সেই বুদ্ধিমতী মেয়েটা এত বড় বোকামি করলো কী করে?

বিস্ময় সামলে আশফিয়া বলল, “ভুল করেছে, অনেক বড় একটা ভুল করেছে। মানলাম। তোর রাগকে তো আমার চেনা আছে। নিশ্চয়ই অনেক রুড বিহেভ করেছিস মেয়েটার সঙ্গে।”

আরশাদ দুর্বল স্বরে বলল, “আপা তোমাকে বললাম তো আমার মাথা কাজ করছিল না। ওই রেস্টুরেন্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমার মনে হচ্ছিল নওশীন ওদের কোনো ক্ষতি করে ফেলবে।”

“ক্ষতি করতে তো আর পারেনি। ভালোয় ভালোয় বাড়ি ফিরেছে তো অরা আর কথা।”

“যদি করতো? আমি একবার অরাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, আরেকবার হারানো আমার পক্ষে সম্ভব নয়।”

“বুঝলাম, রাগটা তোর ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু এখন যে নিজেকে একটু সামলাতে শিখতে হবে ভাই। যখন তখন বকাঝকা করা যাবে না। মেয়েটা এমনিতেই সফটহার্টটেড। তার ওপর আবার এই অবস্থায় স্ট্রেস নেওয়া মোটেও ঠিক নয়। বাবুর ওপর খারাপ প্রভাব পড়বে।”

চুপ করে রইলো আরশাদ। ভুল কোনো কথা তো বলেনি তার আপা। কালকের ঘটনার খারাপ প্রভাব কেবল অরার ওপরে পড়েনি, তার ভেতর লুকিয়ে থাকা ওই ছোট্ট প্রাণটার ওপরেও সমানভাবে পড়েছে। অপরাধবোধ দ্বিগুণ হারে বেড়ে গেল তার মধ্যে।

“আরশাদ?”

“বলো।”

“ম্যাচবক্স ছাড়া দিয়াশলাই কাঠিতে আগুন ধরাতে পারবি?”

আরশাদ না-সূচক মাথা নাড়লো।

“অরা হলো সেই ম্যাচবক্স যা তোকে জ্বলে উঠতে সাহায্য করে। সকলের সামনে উজ্জ্বল করে মেলে ধরে। দুই-তিন বছর আগের পরিস্থতি কল্পনা কর। মানুষ ছিলি তুই? কোনো অনুভূতি কাজ করতো তোর মাঝে? সেই তোকে সুস্থ করে তুলেছে মেয়েটা। নতুন করে বাঁচতে শিখিয়েছে।”

আবারও চুপ করে রইলো আরশাদ।

আশফিয়া ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, “অরাকে কখনো কষ্ট দিস না। তুই নিজেই তাতে কষ্ট পাবি, এই যেমন এখন পাচ্ছিস।”

অরার জ্ঞান ফিরলো সকাল সাতটার দিকে। তবে ক্লান্তির লেশমাত্র যায়নি তার মধ্য থেকে। আবারও ইচ্ছা করছে গভীর ঘুমে তলিয়ে যেতে। মাথার ভেতরে ভারী একটা চাপ অনুভব করছে সে।

ডাক্তার কতক্ষণ চেকআপ করলেন তাকে। খুব বুঝেশুনে ওষুধ দিতে হবে তাকে। অসুস্থ মানুষকে সুস্থ করতে প্রয়োজনীয় ওষুধ দেওয়াই যায়। তবে এই সত্যি অন্তঃসত্বা নারীদের জন্যে প্রযোজ্য নয়। তারা অসুস্থ হলেও সুস্থতার জন্যে প্রয়োজনীয় ওষুধ খেতে পারে না। সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে।

চেকআপ শেষে অরাকে দেখতে এলো আশফিয়া। বেডের পাশে থাকা সোফায় বসে আছে সে। বেশ দূরে দাঁড়িয়ে রয়েছে আরশাদ। অরার সামনে পড়তেও ভেতরে ভেতরে বিচিত্র এক জড়তা কাজ করছে তার।

আশফিয়া কোমল স্বরে বলল, “এখন কেমন লাগছে অরা?”

অরা অস্পষ্ট স্বরে বলল, “ভালো আপা।”

এতটুকু কথা বলতেও যেন বহু কষ্ট হলো তার। শরীরে বিন্দুমাত্র বল নেই।

“থাক। আর মিথ্যা বলতে হবে না। দেখেই তো বুঝতে পারছি কতটা ভালো আছো। রেস্ট নাও অরা। ঠিকমত নিজের যত্ন নিবে।”

অরা কী উত্তর দিবে বুঝতে পারলো না। উত্তর সাজানোর ক্ষমতা এই মুহুর্তে তার মস্তিষ্ক হারিয়ে ফেলেছে।

আশফিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, “আরশাদ শোন! তোকে তো আজ সারাদিন এখানে থাকতে হবে। আমি বরং কথাকে আমার সাথে নিয়ে যাই। বেচারির প্রচুর ঘুম পেয়েছে।”

আরশাদ বলল, “থাকুক না আপা। তোমাকে শুধু শুধু বিরক্ত করবে।”

“কথা বলে আমাকে বিরক্ত করবে! মাঝে মাঝে বিরক্ত হতেই ভালো লাগে। যাই আমরা।”

ফুপির সঙ্গে চলে গেল কথা। হসপিটালে রইলো কেবল আরশাদ এবং অরা। আশফিয়া ভুল কিছু বলেনি। অরাকে কষ্ট দিয়ে তার থেকে হাজারগুণ বেশি কষ্ট আরশাদ পাচ্ছে। মেয়েটাকে অমন নিস্তেজভাবে পড়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কেউ তার বুকের মাঝে অনবরত হাতুড়ি দিয়ে আঘাত করেছে। ইচ্ছা করেছে এই মুহূর্তে অরাকে বুকে টেনে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে। কিন্তু ক্ষমা করার মতো শক্তিও মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই।

কাল রাত থেকে কিছুই খায়নি অরা। যদিও সেলাইন চলেছে সারারাত। তবুও ডাক্তার নির্দেশ দিয়েছেন, হালকা কিছু খাইয়ে সকলের ওষুধগুলো খাওয়াতে। হসপিটালের কিচেন থেকে এক বাটি কর্ন স্যুপ পাঠানো হলো।

আরশাদ বাটি নিয়ে অরার পাশে বসলো। মেয়েটা চোখ বুজে শুয়ে রয়েছে। ঘুমিয়ে পড়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না।

আরশাদ নরম স্বরে বলল, “একটু উঠে বসবে অরা?”

সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো অরা। ঘুমায়নি তার মানে মেয়েটা। অরা দুর্বলভাবে উঠে বসার চেষ্টা করতেই আরশাদ তাকে সাহায্য করতে এগিয়ে গেল। বালিশে হেলান দিয়ে বসলো অরাকে। আধ-ঘুম আধ-জাগরণের পর্যায়ে আছে সে। জেগে আছে, তবুও যেন এই পৃথিবীতে নেই। চারপাশে কী ঘটছে কিছুই অনুভব করতে পারছে না।

আরশাদ চামচে স্যুপ তুলে অরার মুখের কাছে ধরতেই সে যন্ত্রের মতো স্যুপ খেয়ে নিলো। স্যুপ অতিরিক্ত গরম থাকায় কিঞ্চিৎ কেঁপে উঠলো সে।

আরশাদ উদ্বিগ্ন ভঙ্গিতে বলল, “বেশি গরম?”

অরা দুর্বলভাবে হ্যাঁ-সূচক মাথা নাড়ল।

এরপর থেকে প্রত্যেকবার আরশাদ যত্ন নিয়ে স্যুপে ফুঁ দিয়ে তুলে দিলো অরার মুখে। কে বলবে এই একই মানুষ গত রাতে অমন ভয়ানক রাগ দেখিয়েছে অরার ওপরে?

একটা সময়ে অরা ক্ষীণ গলায় বলল, “আর খাবো না।”

“আর একটু?”

“উহুঁ!”

আরশাদ আর জোরাজুরি করলো না। ওষুধগুলো খাইয়ে শুইয়ে দিলো অরাকে। ঘুমের রাজ্যে তলিয়ে যেতে খুব একটা সময় নিলো না অরা।

নিঃশব্দে অনেকটা সময় অরার দিকে তাকিয়ে রইল আরশাদ। এই ঘুমন্ত মানুষটা না-কি তার, একান্তই তার। ভাবতেও অবাক লাগে। কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি আবারও নতুন করে কাউকে ভালোবাসতে পারবে তার মনটা। ভালোবাসা জিনিসটার ওপর থেকে তো বিশ্বাসই উঠে গিয়েছিল তার। এই মেয়েটা তাকে ভালোবাসার এক নতুন রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। অরা না থাকলে আরশাদ যে কবে তলিয়ে যেত অতল গহ্বরে!
অরার দিকে তাকিয়ে থেকে তার হাতটা ধরে আরশাদও যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না।

অরার ঘুম ভাঙলো দুপুরের দিকে। অনেকটাই হালকা লাগছে এখন। মাথার ভেতরে ওই ভারী অনুভূতিটা আর হচ্ছে না। কড়া রোদ জানালা ভেদ করে এসে পড়েছে মুখের ওপরে। অরা ধীরেসুস্থে চোখ মেলে তাকাতেই দেখতে পেলো তার হাতটা শক্ত করে ধরে রেখে বসে বসেই ঘুমিয়ে পড়েছে আরশাদ। অরা সামান্য নড়ে উঠতেই ঘুম ভেঙে গেল আরশাদের।

আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, “অরা! কখন উঠলে তুমি?”

অরা হাই তুলে বলল, “এই তো, এইমাত্র।”

“এখন কেমন লাগছে?”

“ভালো।”

আসলেই ভালো লাগছে অরার। শরীরে ঐ ক্লান্তি ভাবটা আর নেই। ডাক্তার আবারও এলেন অরার চেকআপ করতে। সব ঠিকঠাক থাকলেও অবজারভেশনের জন্যে আজকের দিনটা অরাকে হসপিটালেই কাটাতে হবে।

ডাক্তারের চেকআপ শেষে ফ্রেশ হয়ে এলো অরা। নিজে নিজেই উঠে দাঁড়াতে পারলো। নিজেই চুলও বেঁধে ফেলল। বসে বসে কেবল অরার কর্মকান্ড দেখছে আরশাদ। কিছু বলার সাহস করে উঠতে পারছে না। যে গভীর অপরাধবোধে ডুবে গিয়েছিল সে, তা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি।

একটা পর্যায়ে অবশ্য সাহস করে নীরবতা ভঙ্গ করেই বলল, “অরা?”

“হুঁ?”

আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, “I’m sorry.”

অরা কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল আরশাদের দিকে। সে কী এমন করেছে যার জন্যে সরি বলতে হবে? আরশাদ তো আর শুধু শুধু ধমকাধমকি করেনি অরাকে। অরা বোকার মতো একটা কাজ করে ফেলেছে বলেই করেছে।

অরা শান্ত ভঙ্গিতে আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, “I’m sorry!”

এবার যেন আরশাদের নিঃশ্বাসে প্রাণ এলো। এতটা সময়ে বারবার মনে হচ্ছিল যেন, নিঃশ্বাস নিলেও ফুসফুসের বড় একটা অংশ ফাঁকা রয়ে যাচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না।

আরশাদ অরার চুলে হাত বুলিয়ে দিতে অনুতপ্ত স্বরে বলল, “তুমি তো জানোই আমি কত বড় পাগল। কাল যখন জানতে পারলাম তুমি কথাকে নওশীনের সঙ্গে দেখা করাতে নিয়ে গেছ, তখন মাথাটা আরও খারাপ হয়ে যায়। রাগটা কন্ট্রোল করতে পারিনি, তোমার সাথেও মিসবিহেভ করে ফেলেছি। I’m so sorry Aura.”

অরা আরশাদের বুক থেকে মাথা তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আরশাদের রাগটা তো স্বাভাবিক। বরং অরা যে বড় ধরনের ভুল করেছে তার তুলনায় খুব বেশি একটা রাগ দেখায়নি সে অরার ওপর। তবুও এত অনুতপ্ত হওয়ার কী আছে কে জানে?

“বিশ্বাস করো, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। কিন্তু ওই মুহূর্তে আমার কেবল মনে হচ্ছিল যদি তোমার আর কথার কোনো ক্ষতি হয়ে যেত? কী নিয়ে বাঁচতাম আমি?”

অরা রহস্যের হাসি হেসে বলল, “এত কৈফিয়ত দিচ্ছো? আমি যা করেছি, তাতে তোমার জায়গায় অন্য কেউ হলে তো আরও বেশি রাগ দেখাতো।”

“আমার জায়গায় অন্য কেউ নেই তো। শুধু আমি আছি, আমিই থাকবো।”

অরা কোমল স্বরে বলল, “আসলে তো আমি সরি। অনেক অনেক সরি। তোমাকে না জানিয়ে তোমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়া আমার উচিত হয়নি।”

“আমার মেয়ে আবার কী? রাগের মাথায় উল্টোপাল্টা কথা আমি বলেই ফেলি, তাই বলে সেই কথাগুলো নিয়ে আমাকে খোঁচা দিতে পারবে না।”

অরা হেসে ফেলে বলল, “কাল আমার খুব ভয় করছিল জানো।”

“কেন?”

“যখন পুলিশ রেস্টুরেন্টের ভেতর এলো। আমি তো ভেবেছিলাম এটা আসল পুলিশ নয়। গুন্ডাপান্ডারা পুলিশ সেজে এসেছে আমাকে কিডন্যাপ করতে। তখনই আমার মনে হয়েছিল, বিরাট ভুল হয়ে গেছে। তোমাকে একবার জানানো উচিত ছিল। একবার তোমাকে না জানিয়ে, কী বড় বিপদের মুখে পড়েছিলাম। উনার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে হয়তো কাল আরও বড় বিপদ হতো।”

“তোমাকে নিয়ে আমি এত ভয়ে থাকি কেন জানো?”

“কেন?”

“কারণ এখন তুমি একা নও। সবসময় তোমার সাথে উনি থাকেন।”

আরশাদ পরম যত্নে হাত রাখলো অরার পেটের ওপরে। কার কথা সে বলছে বুঝতে অসুবিধা হলো না অরার।

আরশাদ চিন্তিত ভঙ্গিতে বলল, “তোমার আমার ভালোবাসার প্রথম ফসল উনি। উনার কোনো ক্ষতি হলে সহ্য করবো কীভাবে?”

অরা দৃঢ়ভাবে বলল, “আমি উনার কোনো ক্ষতি হতে দিবো না। প্রমিজ করলাম।”

আরশাদ যত্ন নিয়ে একটা চুমু খেল অরার কপালে। আরশাদের এই মোহনীয় স্পর্শগুলোর কারণেই হয়তো জীবনটাকে এত সুন্দর বলে মনে হয় অরার।

কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ কৌতূহলী ভঙ্গিতে বলল, “আচ্ছা অরা। কাল তুমি কী যেন বলছিলে, কথা মায়ের কথা ভেবে ভেবে ট্রমাটাইজড হয়ে পড়েছে?”

“আমি তো প্রথম দিকে চাইনি কথা ওর মায়ের সঙ্গে দেখা করুক। কিন্তু কিছুদিন আগে ওর বুকশেলফে মায়ের ছবি এঁকেছে। আমি ছবিগুলোর ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম, বলল ওর না-কি মায়ের কথা মনে পড়ে। মাকে মিস করে।”

“এটা তো কথা আমাকে কখনো বলেনি।”

“একপ্রকার ক্লান্ত হয়েই বলেনি। বললেই তুমি ওই এক কথা বলবে, মা বেড়াতে গেছে।
একটা বাচ্চা ভেতরে ভেতরে কতটা ট্রমায় পড়লে এমনটা ভাবতে পারে, একবার চিন্তা করো আরশাদ। আমার মনে হয়েছিল মায়ের সঙ্গে দেখা হলে ওর মনটা অন্তত শান্ত হবে। দেখা করার আগে তোমাকেও জানাইনি, কারণ তুমি শুধু শুধু রাগ করতে। কথাকে যেতে দিতে না।”

আরশাদ কী যেন চিন্তা করে বলল, “অন্যভাবেও তো ট্রমা দূর করা যেত অরা। মেয়েটা একরকম জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যে জীবন মা নেই, মা বেড়াতে গেছে। কাল হঠাৎ করে মায়ের সঙ্গে দেখা হয়ে ওর সাজানো জীবনটা যদি এলোমেলো হয়ে যায়? এখন যদি রোজ রোজ কথার মাকে দেখতে ইচ্ছা করে? দুদিন পর তো নওশীন আবারও জেলে ফিরে যাবে। তখন কীভাবে দেখা করাবে কথার সঙ্গে?”

অরা চিন্তিত ভঙ্গিতে বলল, “এটা তো ভেবে দেখিনি।”

আরশাদ অরাকে আশ্বাস দিয়ে বলল, “থাক! আর ভাবতেও হবে না। যা হবার হয়ে গেছে। ভবিষ্যতে যা হবে, সেটা না হয় আমরা একসঙ্গে সামলে নেবো। পারবো না?”

অরা মুচকি হেসে হ্যাঁ-সূচক মাথা নাড়লো।

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here