#লেখিকা_ইয়াসমিন_রিমা
#অসম_প্রেম
#পর্ব_১
#ফ্লাসব্যাক,
আজ ঘরের দরজা বন্ধ করে বসে আছি। সত্যি আজ খুব খারাপ লাগছে। সামান্য একটা কারনে আমার সাথে এমন করবে ভাবিনী। শুধু একটা মানুষ কে আমি ভালো বাসি বলে। ছেলে টা গরীব সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে ।আর আমি একজন কোটিপতির মেয়ে। ধনী বলে গরীব কে ভালো বাসা যায় না। শুধু তার জন্য আমাকে তেয্য করে দিল। মেয়ে বলে কি আমার কোনো দাম নেই।
#বর্তমান,
নিজের প্রাইভেট জেট এ বসে ভাবছি। একটা সময় এরজন্য চোখ থেকে পানি বের হত। কিন্তু আজ আর সহজেই চোখ থেকে পানি পরে না।মনটা আজ পাথর হয়ে গেছে।সহজে ভাংয়ার সাধ্য নেই। ভালোয় ভালো খারাপে জঘন্য খারাপ হতে পারি।
কিছুক্ষণ আগে বাবা বলল তার ছোট ভাই তার ফ্যামিলিকে খুঁজে বার করতে হবে। আমি ছোট ছিলাম তখন বাড়ি থেকে চলে গিয়ে ছিল।তার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাইয়ের জন্য খুব ব্যাকুলতা আছে।
তাই বিদেশ থেকে দেশে ফিরতে হচ্ছে। আমি আসছি তা কেউ যানে না।
,,,,,,,
বেশ কিছুদিন হয়ে গেল একটা কোম্পানিতে চাকরি হয়েছে। ছোট একটা কম দামে বাসায় ভারা থাকি।
স্যার কে দেখলেই কেমন জানি সন্দেহ হয়।জানি না কোন জন্মের শোধ তুলছে আমার ওপর।তার পিএর
এসিস্ট্যান্ট আমি।সব কাজ আমাকে দিয়েই করাতে হয়।স্যার এর নজর আমার কাছে খুব একটা সুবিধে মনে হচ্ছে না।
অফিসের ডেস্কএ বসে আছি ।
হঠাৎ আজ এমন একটা প্রস্তাব দিবে ভাবিনি। মনে হয় যেন আকাশ থেকে পড়লাম। ভাবছি যদি রাজি না হয়ই তবে বলেছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে।
এই শালা বজ্জাত এর সমস্যাটা কি। আমি দেখতে তেমন একটা সুন্দর নই। গ্রামের মেয়েদের মত।অত স্মাট নই। গাইয়া খ্যাত।
আমি হলাম প্রেমা চৌধুরী। আমার সম্পর্কে সবার বেসি না জানাই ভালো।তা না হলে সবাই ভিরমি খেয়ে পরে যাবে।
চলবে,,,,,
(সবাই বল কেমন হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে রহস্যময়ী গল্প)
Easmin Rima
সকল আপডেট পেতে পেজটি লাইক করে রাখুন।