তুমিময়_প্রাপ্তি🍁 #পর্ব_১০ #মেহরিন_রিম

0
440

#তুমিময়_প্রাপ্তি🍁
#পর্ব_১০
#মেহরিন_রিম
একদৃষ্টিতে পূর্নর দিকে তাকিয়ে আছে ফাইজা। এতগুলো দিন পড়ে যে আবারো পূর্নর সাথে দেখা হয়ে যাবে এটা কখনো ভাবতেও পারেনি সে, আগে জানলে হয়তো এখানে আসতোই না। সবকিছু থেকে তো দূড়ে সরে গিয়েছিল ফাইজা, ভুলতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করেছে পূর্নকে ভুলে থাকার।

চোখে অশ্রুরা এসে ভিড় জমাতে লাগলো,তবে ফাইজা সেটা কাউকে বুঝতে দিতে চাইলো না। অন্যদিকে ঘুড়ে কাপাকাপা গলায় বলল,
_ই ইশা তুই আয়,আমি যাচ্ছি।

কথাটা বলেই সেখান থেকে পালিয়ে গেলো ফাইজা। এমন আকষ্মিক ঘটনার ঘটনার জন্য পূর্নও প্রস্তুত ছিলোনা। এখানে আসার জন্য মনে মনে নিজেকেই দুষতে লাগলো সে, তবে পূর্নই বা কি করে জানবে এখানে ফাইজার সঙ্গে দেখা হয়ে যাবে।

পূর্ন একনজর আদৃতের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যেতে নেবে তখন ই সেখানে সায়ান উপস্থিত হয়। আদৃত আর পূর্নকে দেখে বলে,
_তোরা দাঁড়িয়ে আছিস কেন এখানে? ভিতরে চল।

আদৃত ইশার দিকে একবার তাকিয়ে আবার সায়ান এর দিকে তাকিয়ে বলল,
_হ হ্যা আসছি আমি,তোরা যা।

_আচ্ছা আয়, পূর্ন তুইতো চল।

পূর্ন আমতা আমতা করে বলল,
_না আসলে আমার কিছু কাজ…

_কাজ পড়ে করবি এখন চলতো।

কথাটা বলেই পূর্নকে নিয়ে ভিতরে চলে যায় সায়ান।

_ডাকলেন কেন আমাকে? কিছু বলবেন? দেখুন আমার অনেক কাজ আছে যা বলার তাড়াতাড়ি বলুন।

ইশার ডাকে ধ্যান ভাঙলো আদৃত এর। আসলে যে কেন ইশাকে ডেকেছিল তা সে নিজেই জানে না। আদৃত কে চুপ থাকতে দেখে ইশা বিরক্ত হয়ে বলল,
_কিছু না বলার হলে আমি গেলাম।

কথাটা বলেই সেখান থেকে চলে যেতে নেয় ইশা। আদৃত তখনি পিছন থেকে ডাক দিয়ে বলে,
_এই মেয়ে দাড়াও..

ইশা কোমড়ে হাত দিয়ে পিছনে তাকিয়ে বিরক্তির সুরে বললো,
_আবার কি হলো? আর শুনুন,আমার একটা সুইট নাম আছে।

_আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা কথা বলতো, একটু আগে যেই মেয়েটা তোমার সাথে ছিল ও তোমার কি হয়?

_ওহ ফাইজা আপু? আমার চাচাতো বোন হয়। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন?

আদৃত কিছুটা আমতা আমতা করে বলে,
_তেমন কিছুনা, আচ্ছা তুই যাও।

ইশা ভেংচি কেটে চলে গেলো সেখান থেকে। ফাইজা আদৃত কে না চিনলেও আদৃত ফাইজা কে খুব ভালো করেই চেনে। এভাবে হুট করে ফাইজা কে দেখে আদৃত নিজেও বেশ অবাক হয়েছে।

_আদৃত,তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? অনুষ্ঠান একটু পড়েই শুরু হয়ে যাবে,তুমি ভিতরে চলো।

স্যার এর ডাকে নিজের চিন্তা থেকে বেড়িয়ে আসে আদৃত। সামান্য হেসে স্যার এর সাথে ভিতরে যায় সে। মনে মনে ভাবে,
_প্রোগ্রাম শুরু হওয়ার আগে পূর্নর সাথে একবার কথা বলতেই হবে।

____
_আপু,কিছু হয়েছে? তুমি এভাবে চলে এলে যে।

ইশার ডাকে চমকে ওঠে ফাইজা। হাত দিয়ে চোখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে সে। ইশার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে,
_আরে না,আমার আবার কি হবে।

_কিন্তু তোমার চোখমুখ এমন লাগছে কেন? কেমন লাল হয়ে আছে চোখদুটো।

_কোথায়? আমিতো ঠিক ই আছি। তুইতো জানিস ই আমার কেমন এলার্জির প্রবলেন,তাই হয়তো এমন লাগছে। বাদ দে এসব,তোর না দেড়ি হয়ে যাচ্ছে? আয় তোকে সাজিয়ে দেই।

ফাইজা কথাবার্তা অন্যরকম মনে হলেও ইশা তার কথাই বিশ্বাস করে নিলো। এমনিতেও অনেক দেড়ি হয়ে গেছে, তাই ভদ্র মেয়ের মতো বসে পড়লো ইশা। আর ফাইজাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ইশাকে সাজিয়ে দিতে লাগলো।

___
_এমন কাজ করলি কেন যার জন্য এখন পালিয়ে যেতে হচ্ছে?

স্টেজ এর পাশে এসে টিচার দের সাথে দেখা করেই কলেজ থেকে বেরিয়ে যেতে নিয়েছিল পূর্ন। ঠিক সেই মুহূর্তেই আদৃত তাকে আটকে দিয়ে এমন প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে। পূর্ন দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
_আমি পালিয়ে যাচ্ছিনা আদি। আমি শুধু একটা অস্বস্তিকর সিচুয়েশন এ পড়তে চাইছিনা। ফাইজার সামনে আসাটা আমার এবং ওর দুজনের জন্যই অস্বস্তিজনক। আর আমি কি করেছি আর কেন করেছি সবটা তুই খুব ভালো করেই জানিস। তারপর ও…

_হ্যা আমি জানি,কিন্তু এই বিষয়ে আমি কখনই তোকে সাপোর্ট করিনি আর করবো ও না। যেই ব্যাবহার টা তুই ফাইজার সাথে করেছিস,এটা ও কোনোভাবেই ডিজার্ভ করেনা।

_দেখ আদি, যা হয়ে গেছে সবটাই পাস্ট। ওর লাইফ ও এতদিনে অনেকটা বদলে গেছে নিশ্চই।

_বাট আই থিংক, তোর ওকে অন্তত একবার সরি বলা উচিৎ।

_আদি তুই কি দাঁড়িয়েই থাকবি নাকি স্টেজ এও যাবি? সবাই ওয়েট করছে তোর জন্য।

পূর্ন কিছু বলতে যাবে তার আগেই সায়ান এসে পড়ায় আর কিছু বলতে পারেনা সে। আদৃত যেতে যেতে আরো একবার পূর্নর কাছে এসে বলে,
_ইটস মাই ওপিনিয়ন, বাকিটা তোর ইচ্ছে।

পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আদৃত এর কথাগুলো। আদৃত ভুল কথা বলেনি, ফাইজার সাথে করা ব্যাবহারের জন্য পূর্ন নিজেও অনুতপ্ত। তবে এছাড়া যে ফাইজার থেকে দূড়ে সরে যাওয়ার আর কোনো উপায় ছিলোনা তার কাছে। সত্যি ই একবার সরি বলা উচিৎ?

____
_ভারি মিষ্টি লাগছে আমার বোনটাকে,কারোর নজর না লাগে যেন।

ইশার সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কথাটা বলল ফাইজা। ইশা কিছু বলবে তখন ই আরেকজন মেয়ে এসে বলে,
_আর কতক্ষন লাগবে তোর ইশা?

_এইতো এক্ষুনি আসছি তুই যা।
ইশা তাড়াতাড়ি যেতে নেবে তখন ই ফাইজা বলে ওঠে,
_শোন ইশা,আমার না শরীরটা ভালো লাগছে না। আমি বরং বাসায় চলে যাই,তুই প্রোগ্রাম শেষ করে আসিস।

_ওমা এ কেমন কথা,আমি পারফর্ম করবো আর তুমি বলছো আগেই চলে যাবে! একদম না।

ফাইজা বুঝতে পারলো ইশাকে বলে কোনো লাভ নেই। তাই বাধ্য হয়ে মুচকি হেসে বলল,
_আচ্ছা ঠিক আছে। তোর না দেড়ি হয়ে যাচ্ছে, তুই যা জলদি। আমি আসছি।

_ওকে..
কথাটা বলেই স্টেজ এর পিছনের দিকে যেতে লাগলো ইশা। ফাইজা দীর্ঘশ্বাস ছেড়ে চোখেমুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুম এর দিকে চলে গেলো।

____
গান গাওয়া শেষে স্টেজ থেকে নামার পড়েই অনেকজন মিলে ঘিরে ধরেছিল আদৃত কে। বহু কষ্টে তাদের মাঝ থেকে বেড়িয়েছে আদৃত।
এখানে থাকার আর কোনো ইচ্ছেও নেই আদৃত এর। তাই বড়বড় পা ফেলে চলে যাওয়ার জন্য অগ্রসর হলো আদৃত। তবে হঠাৎ করেই পা দুটো থেমে গেলো আদৃতের। কানে বাজতে লাগলো মেয়ের কণ্ঠে গান,

“আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল
সকলই আমার মতো

তারা কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যত”

এতক্ষনে সেই কণ্ঠের খোজ করতে স্টেজ এর সামনে চলে এসেছে আদৃত। তবে সেখানে ইশাকে গান গাইতে দেখে আরো বেশি অবাক হয় সে।

_আরে আদৃত তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে।

নিজের অজান্তেই চেয়ারে বসলো আদৃত। এই কণ্ঠ যেন তাকে আটকে রাখছে। কেন হচ্ছে এমন? নিজেকে প্রশ্ন করতে চাইলো আদৃত, তবে আপাতত সেই উত্তর খুজতে ব্যাস্ত হয়ে পড়লোনা । একদৃষ্টিতে ইশার কাজল কলো চোখের দিকে তাকিয়ে রইলো সে।

#চলবে

[দশটি পর্বের পড় আপনাদের মতামত জানতে চাই। গল্পটি কেমন লাগছে আপনাদের?]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here