কাব্যের_বিহঙ্গিনী #পর্ব_৪৯ #লেখিকা_আজরিনা_জ্যামি

0
334

#কাব্যের_বিহঙ্গিনী
#পর্ব_৪৯
#লেখিকা_আজরিনা_জ্যামি

মুখরের এমন কথায় মেহবিনের অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হলো না। সে শান্ত স্বরেই বলল,,

“অনুষ্ঠান টা কবে রেখেছে সেটা বলুন? নাকি আলভি ভাইয়ায় বিয়ের দিনই একেবারে?”

মেহবিনের কথায় মুখর অবাক হয়ে বলল,,

“তুমি কি আমার থেকে আগেই সব জানো? দাদি জান কি তোমায় ফোন দিয়েছিল?”

“না তবে আপনার কথা শুনেই বুঝেছি সেরকম কিছু হতে পারে।”

“ওহ আচ্ছা। আলভির বিয়ে তো সাতদিন পর তবে দাদিজান চান আগেই আলাদাভাবে আমাদের সকল আত্মীয় স্বজন ও পরিচিতদেরকে ডেকে তোমার পরিচয় করাতে।”

“নাফিয়া আপুর বিয়ে তো এখনো হয়নি তাহলে?”

“তাতে কি বিয়ে তো ঠিক হয়ে গেছে। তাই হয়তো দাদিজান তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইছে।”

“সবকিছুর পেছনেই কোন না কোন কারন থাকে। তবে এবার শুধু এই কারনটা লাগছে না। যাই হোক অনুষ্ঠানটা কবে রেখেছে?”

“তিনদিন পর। আর হ্যা তোমার বাপের বাড়ির লোকজন ও কিন্তু থাকবে এখানে?”

“ভালো তো !”

মেহবিন দেখলো মাহফুজ শাহরিয়ার ফোন করছে তাই মেহবিন বলল,,

“এখন ফোনটা রাখুন বাবা ফোন করেছে?”

“তোমার বাবা নাকি আমার বাবা?”

“আজাইরা কথা রাখুন তো আপনার বাবা ফোন দিচ্ছে। রাখলাম আল্লাহ হাফেজ।”

বলেই মেহবিন মুখের ফোন কেটে দিল। তারপর মাহফুজ শাহরিয়ার এর ফোনটা রিসিভ করে সালাম দিল,,

“আসসালামু আলাইকুম বাবা! কেমন আছেন?

মাহফুজ শাহরিয়ার জবাব দিলেন,

“ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো তুমি?”

“জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি!”

“কিছু বলার জন্য তোমায় ফোন দিয়েছিলাম?”

“জি বলুন?”

“আমি জানি না মুখর তোমাকে জানিয়েছে কি না তবুও আমি বলছি। মা তিনদিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তোমার জন্য।”

“আপনি কি বাড়িতে বাবা?”

“হ্যা বাড়িতেই?”

“তাহলে আমার জন্য অনুষ্ঠানটা যে রেখেছেন তার কাছেই দিন।”

মাহফুজ শাহরিয়ার হেঁসে আছিয়া খাতুনের হাতে ফোনটা দিল এতোক্ষণ লাউড স্পিকারে ছিল বলে তিনি শুনেছেন তাই তিনি ফোন নিয়ে বললেন,,

“আবার আমারে লাগবো কেন? একজন কইতেছে তাতে কি হইতেছে না।”

মেহবিন মুচকি হেঁসে বলল,,

“না হচ্ছিল না । সে তো আমার ওপর কোন ধারা জারি করেন নি। করেছিলেন তো আপনি তাই সেই ধারা উঠিয়ে নেওয়ার জন্যও আপনি বেশি প্রয়োজনীয় তাই নয় কি?”

“হ মুখে আল্লাহ ভালো বুলি দিছে তাই কইয়া যাইতে পারলা।যাই হোক আসল কথায় আসি। তিনদিন পর তোমার আসতে হইবো আমাগো বাড়ি নতবউ হিসেবে তাই সময় মতো আইয়া পইরো।”

“যদি না আসি তো?”

“তাইলে তোমারে আর বাড়ি উঠামু না। মুখর রে আরাটা বিয়া করামু।’

“হুম মেয়ে তো আপনার আশেপাশেই আছে করায়েন। হুদাই আমার মতো মেয়ের জন্য অপেক্ষা করবেন কেন?”

“ঐ মেহু হুশ কইরা কথা কইস? সামনে পাইলে ঠাস কইরা থাপ্পড় দিতাম তোরে।”

“আচ্ছা এই যে বললেন। কেন যেন মনে হচ্ছে, আপনার সাথে আমার পরের সাক্ষাতে থাপ্পড়ই খেতে হবে।”

মেহবিনের কথায় আছিয়া খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,,

“সন্ধ্যায় অনুষ্ঠান নাতবউ সঠিক সময় আইসো।”

“ইনশাআল্লাহ!”

“খালি ইনশাআল্লাহ না ক ইনশাআল্লাহ আমি যাবো।”

“ইনশাআল্লাহ বললাম তো দাদিজান, মানে কি হলো বলেন তো আল্লাহ যদি চান। এখন এমন কিছু হলো আমি যেতে পারলাম না তখন কি হবে বলেন তো!”

“তুই আসবি মেহু! তোর জন্যই এই অনুষ্ঠান আর তোর অপেক্ষার অবসান।”

মেহবিন দীর্ঘশ্বাস ফেলে বলল,,

“আল্লাহ হাফেজ দাদিজান নিজের খেয়াল রাখবেন।”

বলেই মেহবিন ফোন রেখে দিল। মেহবিনের অদ্ভুত লাগছে সাথে অস্থিরতা । ও দিকে আছিয়া খাতুন ও ভাবছেন মেহবিনের কথায় অন্যকিছু ছিল। মেহবিন বাইরের দিকে নজর দিল প্রকৃতি দেখতে লাগলো। মেহবিন নিজেই জানে না কিসের জন্য ও অপেক্ষা নিতে হয়েছিল আর কিসের জন্য এই অপেক্ষার অবসান হলো‌।

অতীত,,

আছিয়া খাতুন কে যে সাহায্য করেছে তাকে পরের দিন দুপুরে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছে হলো। মেহবিন প্রথমে দাওয়াত রাখতে ইচ্ছে পোষণ না করলেও পরে দাওয়াতটা রাখতেই হলো‌। মেহবিন তাড়াহুড়োয় ওর ব্যাগটা আছিয়া খাতুনের কেবিনে রেখে গিয়েছিল সেটা নিতে আসতেই তাকে দাওয়াত রাখতে হলো। মাহফুজ আর আছলাম শাহরিয়ার বাদে আর সবাই হাসপাতালে এসেছেন আছিয়া খাতুনের জন্য। আছিয়া খাতুন বললেন,,

“দেখো আমি জানি তুমি এইসবের জন্য আমার সাহায্য করো নাই মন থেকেই করছো। কিন্তু আমার ও ইচ্ছা তোমারে আমার বাড়িতে খাওয়ানোর তাই তুমি আর না কারো না।”

মেহবিন হেঁসে বলল,,

“না দাদি তেমন কোন ব্যাপার নেই। আসলে আমি কোথাও যেতে কমফোর্টেবল না।”

“সমস্যা নাই আমার নাতি মুখর তোমারে কাল তোমার বাড়ি থেকে নিয়া যাইবোনে। তোমার বাড়ির ঠিকানা দেও?

“আসলে দাদি আমি হলে থাকি। আর দাওয়াত টা না রাখলেই কি নয়।

কথাটা শুনে মুখর আর আছিয়া খাতুন দু’জনেই মেহবিনের দিকে অদ্ভুত ভাবে তাকালো। আছিয়া খাতুন বললেন,,

” না, না রাখলেই নয়। তুমি কি আমার মতো বুড়ো মানুষের কথা রাখতে পারবা না।”

“না আসলে আমি কারো বাড়িতে তেমন যাই না তো তাই‌।

” যাও না আমার বাড়িতে কাল যাইবা ‌। তোমার নাম্বারটা দেও। কাল মুখর তোমারে নিতে আসবো হলের সামনে আইসা ফোন দিব। ওর ফোন পাইলে তুমি চইলা আইসো নিচে।”

“দাদি,

“আর একখান কথাও না।”

মেহবিনের আর কি অতঃপর নাম্বারটা দিতেই হলো। মুখর নাম্বার সেভ করার জন্য মেহবিনের দিকে তাকিয়ে বলল,,

“আপনার নামটা কি মিস?”

‘মেহবিন মুসকান।”

এইটুকু বলেই মেহবিন বিদায় নিয়ে চলে গেল। এদিকে মুখর ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর নামটাও জানতে চাইলো না। এমনকি ওর দিকে ভালোভাবে তাকায়নি পর্যন্ত মেয়েটা। হুট করে আছিয়া খাতুনের কথায় মুখরের ধ্যান ভাঙল,,

“মেয়েটা খুব ভালো তাইনা নাতি? অমায়িক ব্যবহার।”

মুখর আনমনেই বলে উঠল,,

“অমায়িক এর সাথে অসামাজিক ও আমি ওনার নাম জিজ্ঞেস করলাম অথচ উনি আমার নামটা জিজ্ঞেস করা দূর ঠিক ভাবে তাকালেন ও না।”

“কিছু কইলা নাতি?”

“না কিছু না দাদি জান। মা কাকিমনি চলো বাড়ি যাই। আলভি সব কাগজপত্রের কাজ শেষ করে এসেছে। ”

সবাই বাড়ি চলে গেল। রাতে শাহরিয়ার পরিবার এর সবাই গোল টেবিলে বসলো মেহবিন কে নিয়ে। আছিয়া খাতুন মুখর কে মেহবিনকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে বলল সে কখন আসবে সেই সময় জেনে ওকে আনতে যেতে। মুখর আচ্ছা বলে চলে এলো। নিজের রুমে এসে মুখর ভাবছে কল দেবে কি না আবার ফোন দেওয়াটাও জরুরি। শেষ মেষ নয়টার সময় ফোন দিল। এদিকে মেহবিন পড়ছিল আননোন নাম্বার থেকে কল দেখে প্রথমবার ধরলো না। মুখর দ্বিতীয় বার আবার দিল তাও ধরলো না। মুখর ভাবলো আরেকবার দিয়ে আর দেবে না। সে আবার দিল এবার মেহবিন ধরে সালাম দিল,,

“আসসালামু আলাইকুম!”

মুখর হেঁসে জবাব দিল,,

“ওয়ালাইকুমুস সালাম। যাক অবশেষে ফোনটা ধরলেন?”

“কে?”

“আমি মুখর শাহরিয়ার!”

মেহবিন অবাক হয়ে বলল,,

“মুখর শাহরিয়ার আবার কে?”

“আরে যার দাদিকে আপনি আজ হাসপাতালে নিয়ে গেছিলেন। যাকে আপনাকে কাল আনতে যাওয়ার কথা।

মেহবিন এবার চিনতে পারলো।ও বলল,,

‘ওহ আচ্ছা সাদা পাঞ্জাবি ওয়ালা আপনি।”

মেহবিনের সাদা পাঞ্জাবি ওয়ালা শুনে মুখর অবাক হলো ও তো ভেবেছিল মেহবিন ওকে দেখেই নি। কিন্তু ও কি রঙের পাঞ্জাবি পরেছে এটা শুনে অবাকই হলো। ও বলল,,

“জি আমিই সে।”

“ওহ আচ্ছা তা ফোন দিয়েছেন কেন?”

‘কাল কখন আপনাকে আনতে যাবো এটা জানতে বলল দাদিজান? তাই জানার জন্য ফোন দিলাম।”

“আমাকে আপনাদের বাড়িতে নেওয়ার এতো উৎসাহ কেন বুঝলাম না।”

‘কারন আমরা মানুষের শুকরিয়া আদায় করতে জানি।কাল কখন আসবো বলুন।”

‘কাল আমার তিনটা ক্লাস আছে একটা ইম্পোর্টেন্ট ক্লাস আছে। একটা পনেরো তে শেষ হবে। আপনি না হয় ক্লাস শেষেই আমাকে নিয়ে যায়েন। আমাকে আর ফোন করার দরকার নেই।

“মানে আপনি হলে গিয়ে ফ্রেস হয়ে তৈরি হয়ে তারপর আমাদের বাড়িতে আসবেন না।”

প্রশ্নটা করে মুখর নিজেই আহাম্মক হয়ে গেল। আর যখন বুঝতে পারলো কি বলেছে ও তৎক্ষণাৎ বলল,,

“সরি আসলে,,

“ডোন্ট বি এরকম প্রশ্ন করা স্বাভাবিক যেহেতু আমি কোথাও যাচ্ছি। তাহলে ভালোভাবে তৈরি হয়েই যাওয়া উচিৎ। তবে আমি তো আর কোন বিয়ে বাড়িতে যাচ্ছি না যে সেজেগুজে তৈরি হয়ে যেতে হবে। আর না আমাকে দেখতে আসছে সেখানে এতো সাজগোজের কি দরকার। নরমাল ভাবে আমি যেভাবে ক্যাম্পাসে আসি যেভাবে গেলেও সমস্যা তো দেখছি না।”

মেহবিনের কথা শুনে মুখর মনে মনে বলল,,

“শুধু অসামাজিক না নিরামিষ ও । মেয়ে হয়েছে তাও সাজে এলার্জি মানে কি একটা নিরামিষ।”

মুখে বলল,,

‘ওহ আচ্ছা তাহলে কাল একটা বিশে দেখা হচ্ছে।”

“ইনশাআল্লাহ!”

বলেই মেহবিন ফোন রেখে দিল। এদিকে এভাবে রেখে দেওয়ায় মুখর একটু মনে মনে ক্ষুব্ধ হলো। ও ভাবতে লাগলো মেয়েটা এমন কেন?

সকাল বেলা উঠেই মুখর নিচে এসে দেখলো মেন্যু নিয়ে ডিসকাস হচ্ছে। মুখর কিছুই বললো না। দুপুর হতেই মুখর ধূসর রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পড়ে‌ মেহবিন কে আনতে গেল। মেহবিন ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখলো কয়েকটা মেয়ে গেটের দিকে তাকিয়ে কি যেন বলছে। তা দেখে মেহবিন নিজেও সেদিকে তাকালো। কালকের ছেলেটাকে দেখতে পেল। ও এগিয়ে গেল ওর দিকে যাওয়া দেখে সব মেয়েরা আড় চোখে ওর দিকে তাকালো। মুখর মেহবিনকে দেখলো ধূসর রঙের একটা আবায়া আর হিজাব পরেছে ‌ নিজের দিকে তাকাতেই ও নিজেও অবাক হয়ে গেল। মেহবিন এগুতেই মুখর বলল,,

‘অবশেষে এলেন। আপনি তো বলেছিলেন একটা পনেরো তে ক্লাস শেষ?”

“হুম একজনের থেকে কিছু নোট নেওয়ার ছিল কয়েকদিন পর পরীক্ষা তো। তাই দশ মিনিট লেট হলো সরি।”

“ইটস ওকে তা কেমন আছেন আপনি?”

“জি আলহামদুলিল্লাহ ভালো আপনি?”

“জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাওয়া যাক।”

মেহবিন গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়লো। এদিকে মুখর হতভম্ব হয়ে গেল‌। মেয়েটা কি ওকে ড্রাইভার বানাচ্ছে। ও গাড়িতে গিয়ে বসলো ও কিছু বলবে তার আগে মেহবিনই বলল,,

“দেখুন আমি পেছনে বসেছি বলে ভাববেন না আমি আপনাকে ড্রাইভার বানাচ্ছি। বা আপানাকে অপমান করছি। হয়তো ভাবতেই পারেন আম অসামাজিক। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। তবে আমি আপনার পাশে বসতে ইচ্ছুক নই তাই পেছনে আসা। আর তাছাড়া কোন পূর্ব পরিচিতও নই আমরা যে ধাপ করেই আপনার পাশের সিটে বসে পরবো। আমি মনে করি পাশের সিটে বসতেও কিছু জিনিস থাকা উচিত। আমার বা আপনার মাঝে তেমন কিছুই নেই। ”

মুখর ওকে এইটুকুতেই বুঝে ফেলেছে তাই খুব একটা অবাক এবার হলো না। সে আয়নার মেহবিনের দিকে তাকিয়ে বলল,,

‘ইটস্ ওকে।”

বলেই গাড়ি স্টার্ট করলো। আধ ঘন্টা বাদে পৌঁছে গেল শাহরিয়ার ভিলায়। মেহবিনকে দেখে মিসেস মাহফুজ এগিয়ে এলেন। ওকে নিয়ে বসালেন। মেহবিন আছিয়া খাতুনের কথা জিজ্ঞেস করলেন নাফিয়া ওকে নিয়ে আছিয়া খাতুনের রুমে নিয়ে গেল। আবার নিচে আসলো মুখর সবার সাথে মেহবিনের পরিচয় করিয়ে দিল। মাহফুজ শাহরিয়ার এর মেহবিন কে কেমন চেনা চেনা লাগলো। তাই তিনি বললেন,,

‘আচ্ছা তুমি সেইদিনের মেয়েটা যে আমাকে সাহায্য করেছিল?”

মাহফুজ শাহরিয়ার এর কথায় সবাই মেহবিনের দিকে তাকালো। মেহবিন মুচকি হেঁসে বলল,,

“জি আঙ্কেল আমিই সে।”

‘তুমি হাসপাতাল থেকে কোথায় চলে গিয়েছিলে।”

‘আমার কিছু জরুরী কাজ ছিল তাই গিয়েছিলাম। অবশ্য পরে এসেছিলাম আমি। তখন আপনি চলে গিয়েছিলাম।”

তখন আছলাম শাহরিয়ার বললেন,,

“তোমরা দুজন কিসের কথা বলছো আমাদের কি কেউ কিছু বলবে?

মাহফুজ শাহরিয়ার বললেন,,

“আর বলিশ না একটা তথ্য নেওয়ার জন্য ওদের কলেজের প্রিন্সিপাল স্যার এর সাথে কথা বলতে গিয়েছিলাম। কথা বলে বের হতেই কিছুদূর এগুতেই বুঝতে পারি আমার সুগার ডাউন হচ্ছে। নিজের ব্যালেন্স রাখতে পারছিলাম না পরে যেতে নিলাম তখন কেউ আমাকে ধরলো। আর সেটাই ছিল এই মেহবিন। ও ধরে আমায় একটা জায়গায় বসালো আমি বললাম হয়তো সুগার ডাউন হচ্ছে। ও ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল। চকলেট খেয়ে একটু ভালো লাগলো। ও একজন সিনিয়র ডাক্তারের কাছে নিয়ে গেল। তারপর চলে গেল আমি তাকে আমার সমস্যার কথা বলছিলাম বাইরে বের হয়ে দেখি সে নেই। আমার ও কাজ ছিল তাই বেশি দেরি না করে চলে আসি। আমি ভাবতেই পারি নি ওর সাথে আমার আবার দেখা হবে।”

মিসেস মাহফুজ শাহরিয়ার মেহবিনের হাত ধরে বললেন,,

‘মেহবিন মা আমাদের দুই দুই বার এতো বড় সাহায্য করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে।”

মেহবিন হেঁসে বলল,,

‘মানুষ হয়ে মানুষের সাহায্য করা আমাদের কর্তব্য। এতে ধন্যবাদ এর কি আছে। তাছাড়া আমি একজন মেডিকেল স্কুডেন্ট। আমার আলাদা দায়িত্ব রয়েছে।”

“তবুও সব মানুষ কি আর এরকমভাবে সাহায্য করে।”

তখন মাহফুজ শাহরিয়ার বললেন,,

‘হুম অনেক কথা হলো ক’টা বাজে দেখেছো মেয়েটাকে খেতে দাও।”

সবাই খাবার টেবিলে বসলো আর একসাথে খেল। মেহবিন চলে যাবে বলল সবাই বলল সন্ধ্যে পর্যন্ত থাকতে। আছিয়া খাতুন ও নিজের কাছে নিয়ে ওকে আঁটকে দিলেন। মেহবিন সবার সাথে বিকেল পর্যন্ত কাটালো তারপর এবার বলেই দিল সে এখন বাড়ি ফিরবে এবার আর কেউ মানা করলো না। মুখরকে দিয়ে আসতে বলল। মেহবিন এবারও পেছনের সিটে বসলো। মুখর এবার কিছুই বললো না। গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর মুখর বলল,,

‘আপনি কোন ইয়ারে এখন?”

“এই তো ফাস্ট ইয়ারের কিছুদিন পর পরীক্ষা।”

‘সেকেন্ড ইয়ারে উঠবেন তারমানে?”

“জি!”

“আমি এইবার মাস্টার্সে করছি।”

“ওহ আচ্ছা!”

মুখর আর মেহবিনের মাঝে আর কোন কথা হলো না। মুখর হলের গেটের সামনে গাড়ি থামালো। মেহবিন যেতে নিল তখন মুখর অস্ফুট স্বরে বলল,,

” কেউ নামিয়ে দিলে মানুষ ধন্যবাদ তো দেয়?”

মুখরের কথায় মেহবিন শুনতে পেয়ে থেমে পেছনে তাকালো আর বলল,,

“আপনি যেটা করছেন সেটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এর খাতিরে। তাই অহেতুক ধন্যবাদ দেব কেন?”

বলেই মেহবিন চলে গেল। এদিকে মুখর আহাম্মক এর মতো বসে রইল। কিছুক্ষণ পর বলল,,

“অসামাজিক মেয়ে একটা!”
****
“স্যার আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে।”

কারো কথায় মুখর ছিটকে অতীত থেকে বের হলো। এতোক্ষণ সে পুরোনো কিছু স্মৃতিচারণ করছিল। কনস্টেবল এর কথায় মুখর তার দিকে বলল,,

“কি?”

কনস্টেবল বলল,,

‘স্যার আপনার চা ঠান্ডা হয়ে গেছে।”

“ওহ আচ্ছা!”

“আমি কি আবার চা দেব?”

“না দরকার নেই আপনি যান!”

‘স্যার আপনি কি কিছু ভাবছিলেন?”

‘কেন?”

‘না অনেকক্ষন যাবৎ আপনাকে ডাকছিলাম অথচ আপনার সাড়া পেলাম না।”

“না তেমন কিছু না আপনি যান।”

লোকটা চলে গেল। মুখর চায়ের দিকে তাকিয়ে হেঁসে বলল,,

‘যে মেয়েটাকে অসামাজিক আর নিরামিষ বলে আখ্যায়িত করেছিলাম। মুখর শাহরিয়ার সে এখন তোমার বউ। এবং তুমি তার জন্য পাগল।”

বলতে বলতেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। মুখর দেখলো “কাব্যের বিহঙ্গিনী ‘ পেজ থেকে পোস্ট করা হয়েছে। ও খুশি মনে অপেন করতেই লেখাটা দেখে থমকে গেল,,

‘অসময়ি বিচ্ছেদ আর অসময়ি পূর্নতা দু’টোই এক অদ্ভুত ভয়ঙ্কর যন্ত্রনার।”

লেখাটা দেখে মুখরের চোখ ছলছল করে উঠলো ও বুঝতে পারল না এই রকম পরিস্থিতিতে কি করা উচিৎ। তারমানে তার বিহঙ্গিনী কি এই মুহূর্তে পূর্নতা চায় না। এদিকে মুহুর্তেই কমেন্ট লাইকের বন্যা হচ্ছে সেদিকে ওর খেয়াল নেই। ওর খেয়াল ওর বিহঙ্গিনীকে নিয়ে। সন্ধ্যা হয়ে আসছে এতোক্ষণে মেহবিন ও নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে‌। আজ আর বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে ও কিছু পোস্ট করবে না। ও একটা দীর্ঘশ্বাস ফেললো মুখরের হুট করেই ভিশন অস্থির লাগছে।

এদিকে মেহবিন গাড়ি থেকে নামতেই শুনতে পেল মাগরিবের আজান‌ দিচ্ছে। ও বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে উযু করে মাগরিবের নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে উঠতেই তখন বাইরে থেকে আওয়াজ আসলো ,,

“ডাক্তার তুমি কি বাড়িতে ফিরছো?”

মেহবিন বাইরে বেরিয়ে দেখলো তাজেল আর ওর দাদি। মেহবিন বলল,,

‘হ্যা নেত্রী একটু আগেই এসেছি! কিছু বলবে?

“না দেখবার আইছিলাম তুমি ফিরছো নাকি নাইলে,,

‘তাহলে কি?”

‘আজ আমগো বাড়ি পিঠা বানাইছে তুমি নও রাইতের খাওন খায়া আইসেনে। তাই তোমারে নিতে আইছি।”

“আমার এখন ভালো লাগছে না নেত্রী। তুমি যাও আজ আর কিছু খাবো না।”

এবার তাজেল মেহবিনের কাছে এসে বলল,,

‘নিচু হও দেহি?”

মেহবিন নিচু হলো তখন তাদের মেহবিনের গলায় আর কপালে হাত দিয়ে বলল,,

“জ্বর তো আসে নাই। নাইলে কি হইছে খাইবা না ক্যা? আর তোমার কি হইছে ভালো লাগতেছে না ক্যা।”

‘আমার কিছু খেতে ইচ্ছে করছে না তাই।”

‘ওহ বুঝছি অনেকদূর থেইকা আইছো দেইহা।”

‘হতে পারে!”

‘তাইলে আমি খাওন নিয়া আসি তোমার আমাগো বাড়ি যাওয়া লাগবো না।”

“না নেত্রী লাগবে না।”

‘তুমি চুপ থাহো আর দাদি তুমি আমার সাথে নও।”

বলেই তাজেল চলে গেল। কিছুক্ষণ পর মাংস চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে এলো। তাজেল ওর দাদিকে চলে যেতে বলল আজ সে মেহবিনের সাথেই থাকবে আর খাবে। তাজেলের দাদি চলে গেল। তখন তাজেল বলল,,

‘আমি এনে থাকলে সমস্যা নাই তো ডাক্তার?”

“না কোন সমস্যা নেই।

‘আইচ্ছা এহন কও পুলিশ পাঞ্জাবিওয়ালা তোমারে কি কি খাওয়াইলো আর কোনে কোনে ঘুরাইলো।”

“সে অনেক জায়গায় ঘুরিয়েছে।”

“আইচ্ছা!”

‘তা আজ তোমাদের বাড়িতে কেউ এসেছিল নাকি।”

‘হ আমার বাপের বন্ধু!”

‘ও আচ্ছা!”

ওরা কিছুক্ষণ গল্প গুজব করলো। মেহবিনের মনটা ভালো হয়ে গেল। তাজেলের কথায় ও মুচকি মুচকি হাসছে । অতঃপর তাজেল খাবার আনলো আর তরকারির বাটি রেখে বলল,,

“খবরদার ডাক্তার আমার মুরগির ঠ্যাং এর দিকে একদম নজর দিবা না।”

তাজেলের কথায় মেহবিন থম মেরে একটুপর হেঁসে উঠলো আর বলল,,

“তা মুরগির পা কি তোমার অনেক পছন্দের?”

“আবার জিগায় আমাগো বাড়িতে যতো মুরগি রান্না হইছে সবগুলার একটা পা হইলেও আমি খাইছি।”

‘আগে জানতাম মুরগির রান অনেকের পছন্দের থাকে। আজ জানলাম মুরগির পাও কারো কারো পছন্দ থাকে।”

“কারো কারো না খালি শেখ তাজেলের পছন্দ। আর শেখ তাজেল আর সবাই এক হইলো নাকি।”

মেহবিন হেঁসে বলল,,

‘তা ঠিক সবাই কি আর আমার নেত্রী নাকি।”

“তোমার জন্য একখান রান আনছি আর আমার জন্য ঠ্যাং এহন খাওয়া শুরু করো দেহি।”

“আজ আমি আমার নেত্রীকে খায়িয়ে দিই?”

তাজেল মেহবিনের দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল,,

‘আমার ক্যান জানি মনে হইতেছে তুমিও আমার মতো মুরগির ঠ্যাং পছন্দ করো। আর আমারে খাওয়াই দেওয়ার কথা কইয়া তুমি আমার মুরগির ঠ্যাং খাইবা। তোমারে ক্যান জানি আমার সন্দেহ হইতেছে ডাক্তার।

এবার মেহবিন জোরেই হেঁসে ফেলল আর বলল,,

‘আচ্ছা তোমার মুরগির ঠ্যাং তোমার হাতে নিয়ে খাও তাহলেই তো হয়।”

“ভালো বুদ্ধি দিছো।”

বলেই তাজেল মেহবিনের দিকে তাকালো। এতোক্ষণ সে মেহবিনের মুখে এই হাঁসি ফোটানোর জন্যই এতোকিছু করলো। ওর মনে হচ্ছিল মেহবিন জোর করে হাসছে। এই জন্যই এতকিছু বললো তাছাড়া ওর ডাক্তারের মুরগির পা পছন্দ শুনলে ও নিজে না খেয়েও তাকে দিতো। তাজেল হেঁসে মেহবিনের গালে হাত রেখে বলল,,

“তোমারে হাসলে আমার অনেক ভাল্লাগে ডাক্তার। তুমি সবসময় এমন কইরাই হাসিখুশি থাইহো।”

মেহবিন তাজেলের দিকে তাকিয়ে বলল,,

“আমার নেত্রী যদি আমার সাথে থাকে। তাহলে তার ডাক্তারকে যে হাসিখুশি থাকতেই হবে।”

তাজেল হুট করে মেহবিনের গলা জড়িয়ে ধরে বলল,,

“তুমি আমারে কহনো ধোকা দিওনা ডাক্তার!”

~চলবে,,,

বিঃদ্রঃ রাত নয়টার দিকে বোনাস পার্ট আসবে। আর বোনাস পার্ট এ…… যাই হোক আজকের পর্ব কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here