দেওয়ানা_(আমার ভালোবাসা) #লিখিকাঃ_রিক্তা ইসলাল মায়া #পর্বঃ_১৬

0
338

#দেওয়ানা_(আমার ভালোবাসা)
#লিখিকাঃ_রিক্তা ইসলাল মায়া
#পর্বঃ_১৬

🍂
হৈ হুল্লোড়, আর প্রচন্ড আনন্দ সাথে নিহার আপুর আর ফয়সাল ভাইয়া রিং বদল হল সবেমাত্র,,, আমি আনন্দে সাথে হেসে করাতালি দিচ্ছি আপুদের দিকে তাকিয়ে,,, আমার সাথে রয়েছে ফিহা আর দাদী,,,
তারাও আমার সাথে হাতের করতালিতে মেতে উঠেছেন,,, ফিহা সিটি বাজাতে বাজাতে স্টেজের দিকে চলে যায়,,,,

আপু আর ফয়সাল ভাইয়া দুজনেই মিল রেখে সাদা মধ্যে পরেছে,,, আপু সাদা ডিজাইনার গাউন পরেছে,, আর ফয়সাল ভাইয়া সাদা শেওরানি,,, স্টেজের সাদা আর নীল ফুলের সাথে গোল্ডেন লাইটিং এ পরিবেশটা মূহরিত হয়ে উঠেছে,,, আর এ মূহরিত পরিবেশটাকে রং লাগাতে আমি আবারও ঘাড় ঘুরিয়ে উনাকে খুঁজতে লাগলাম,,, সামনে তাকাতেই চোখে পড়ে উনাকে (রিদ),
তিনটা জেন্টেলম্যান উনাকে কিছু বলছেন,,, আর উনি সামনে স্টেজের দিকে তাকিয়ে শুনে যাচ্ছেন চুপ করে,,,

আমি বেশ কিছুক্ষন তাকিয়ে তাকার পর উনিও চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায় সাথে সাথে দুজনেই চোখাচোখি হলেও, আমার কোনো ভাবান্তর হল না,,, আর না হল উনার,,, দুজনই তাকিয়ে আছি একে অপরের দিকে,,, আমি কিছু বুঝতে পারছি না, কেন আমি এমন করছি, আর কেনই বা শুধু উনাকে দেখতে চাইছি,,,

উনি আমার দিকে তাকিয়ে থেকে হাতে ইশারায় লোকগুলোকে চলে যেতে বলে ধীর পায়ে আমার দিকে এগোতে লাগলেন স্থির দৃষ্টি রেখে, আমিও তাই,,,

উনি আমার পাশে এসে দাঁড়াতেই আমার শ্বাস নামক যন্ত্রটি মূহুর্তে থেমে থেমে কাজ করে চলছে উনাকে দেখে,,, উনিও দাড়িয়ে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে আমার পাশে সাদা সোফায় বসে পরে,, কিন্তুু আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে,,, আমিও আর উনার এমন দৃষ্টি অপেক্ষা করতে পারিনি,,, দাদীর পাশ থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম উনার পাশে বসার জন্য,,, কিছুটা এগুতেই,, স্টেইজ থেকে আয়ান ভাইয়ার গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকায় আমি,,, উনি হাসি মুখে স্টেজ মাইক নিয়ে দাড়িয়ে আছে,,, আর সবাই চিল্লিয়ে চিল্লিয়ে উনাকে গান শুরু করতে বলছেন,,,,

উনি হেসে একহাতে গিটার নিয়ে, গিটার টাকে একবার দেখে সবাইকে উদ্দেশ্য বলে উঠে,,,

—” স্পেশাল কারো জন্য আমার এ গানটা,,, তবে গানের কথা গুলো আমার,,, অনুভূতিটা ও আমার,,, ফিলিংসটা ও আমার,,, কিন্তুু ভালোবাসাটা নতুন, আর এ ভালোবাসার মানুষটাকে আমার রং এ রাঙ্গাতে আজকে থাকে নিয়ে আমার এ গানটা,,,, আশা করি তার কাছে আমার এ গানটা ভালো লাগবে,,, (পাশ থেকে সবাই হয় হুল্লোড় চিৎকার করছে)

আমি টায় দাঁড়িয়ে আছি জায়গায়,,, আর সামনে আয়ন ভাইয়া দিকে তাকিয়ে আছি,,, তখনি উনি মিষ্টি হেসে গিটারে টুন বাজিয়ে গান শুরু করে,,,

🎵 অ…. হো….. হো…. অ….অ….হো….অ

—“সারা রাত ভররররর,,, চোখের ভেতরররর,,, সপ্নে তোমার আনা গুনা,,,, নেমে আসে ভোর অঅঅ,,, তাকে তবু ঘোর অঅঅ,,, হাওয়ায় হাওয়ায় জানা শুনা আআআ,,,

(মাথা তুলে এদিকে ওদিকে কাউকে খুঁজতে খুঁজতে)

—” তুমি দেখা দিলে তাই,,, মনে জাগে প্রেম প্রেম কল্পনা,,, আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না,,,,

(আমার দিকে তাকিয়ে থেকে গিটার হাতে নিয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসছে)

—” আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না,,,,

(আমার সামনে এসে মিষ্টি হেসে হালকা ঝুকে আমাকে ইশারা করে লাইনটা গাওয়া)

🎵 অ… অ… হো… হো…. অ

—” ছুঁয়েচ হৃদয় আমার প্রেমেরি আবির মেখে,,, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে (২)

(এক হাত বুকে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে)

—-” তুমি আছ ভাবনাতে,,, পুড়টা একটু গল্প না,,,,
আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না,,,,

( বুকে হাত দিয়ে পিছিয়ে যেতে যেতে আর মাথা দিয়ে আমাকে ইশারা করে,,, আর আমি আয়ন ভাইয়া থেকে নজর সরিয়ে,,, আমার পিছন ফিরে উনার (রিদ) দিকে তাকায়,,, দেখি উনি (রিদ) তখনও আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে,,, সোফায় আরাম করে বসে এক পার ওপর অন্য পা তুলে,,, একহাত সোফায় রাখা তাতে রয়েছে ওয়াইন এ গ্লাস, আর অন্য হাত পায়ের ওপর )

—-” অ অ পুড়িয়ে যাকনা সময় তোমাকে দেখে দেখে,,,
আবেগী হকনা জীবন সুখেরি গল্প লেখে,,,
শুধু তোমায় নিয়ে আমি সাজায় এ মনের সব চল্পনা

(আয়ন ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে,,, পরে আমার হাত ধরে আমাকে উনার দিকে ফিরায়,,, আর আমি চুপ করে উনার দিকে তাকিয়ে আছি,,, তখনি ফিহাও নাচতে নাচতে আমার পাশে এসে দাঁড়ায়,,,)

—“আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না,,,,

(আয়ন ভাইয়া হেসে ফিহার দিকে ঝুকে মাথা বাঁকা করে আমার দিকে তাকিয়ে লাইনটা গায়,,, আর আমি আবারও পিছন ফিরে তাকায় উনার (রিদ) দিকে,,,)

সবার করতালিতে আমার ধ্যান ভাঙতে ফিহা আমাকে ওর সাথে টেনে নিয়ে যায়,,, আর আয়ন ভাইয়া আমার দিকে তাকিয়ে নিজের গিটারটা একটা গার্ড এ কাছে তুলে দেয় হাসি মুখে,,,,

🍂

সবার সাথে দাঁড়িয়ে আছি আমি, ক্ষিধায় আমার চোখ বুজে আসছে, ঠিক মতো দাঁড়াতে পারছি না আমি,,, তার ওপর সারাদিন না খেয়ে আছি তাই,,, আর সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে আছি বলে আমার শরীলে শক্তি সঞ্চয় করতে পারছি না আমি,,,, তাই দাড়িয়ে দাঁড়িয়ে আমি ঝিমাচ্ছিলাম,,,, পাশ থেকে কারো কন্ঠ শুনে অসহায় দৃষ্টিতে তাকায় আমি তার দিকে তখনি চোখে পরে আশিককে (আমার বডিগার্ড) ওহ বললো,,,

—” ম্যাম, আপনার খাবার বস পাঠিয়েছেন, খেয়ে নিতে বলেছে,,, আমার সাথে চলুন,,,

দাদাজান আমার জন্য খাবার পাঠিয়েছেন ভেবে আর কোনো কথা না বাড়িয়ে আশিক এর পিছু পিছু চললাম,,, আমার প্রচন্ড ক্ষিদা থাকায়,, কোনো কথা মুখ দিয়ে বেড় হচ্ছে না,,,, তাই চুপচাপ চলছি,,,

🍂
আশিক আমাকে পুল সাইডে নিয়ে আসে এক কর্ণার এ,,, যেখানে রয়েছে খাবার টেবিল আর তাতে রয়েছে খুব সুন্দর করে খাবার সাজানো,,,, আমি খাবার দেখে আশিককে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পরি আর গাপ গাপ খেতে থাকি,,, এ মূহুর্তে আমার খাবার প্রয়োজন, অন্য কিছু চিন্তা করার সময় আমার নেই,,, তাই নিজের মতো করে খেয়ে চলছি,,, তখনি আমার পাশের চেয়ারটায় কেউ টেনে বসে পড়ে,,,

আর আমি আশিক ভেবে তাকানো প্রয়োজন বোধ মনে করিনি তাই নিজের মত করে খাচ্ছি,,,, কিন্তুু আমার অতি স্বাদে খাবার এ ব্যাঘাত ঘটায় হিচকি উঠে,,, মানে খাবার আমার গলায় আটকে যাওয়াতে আমি বার বার হিচকি তুলছি,,,, তখনি পাশ থেকে একটা হাত আমাকে পানির গ্লাস এগিয়ে দেয়,,, আমি পানি গ্লাসটি হাতে নিতে নিতে হিচকি তুলতে তুলতে পাশ ফিরে তাকায়,,, সাথে সাথে আমার হিচকি একধাপ বাড়ে যায় কোনো থামা থামি নাই,,, কারণ উনি (রিদ) আমার পাশে বসে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিচ্ছেন,,,

আমি পানিটা খেয়ে চুপচাপ খাবার খেতে লাগলাম উনার দিকে তাকিয়ে থেকে,,,, উনিও তাই ছিল,,,

প্রচন্ড অস্থিরতার সাথে খাবার খেতে উঠে যেতে লাগলাম,,, কয়েক কদম এগুতেই পিছন থেকে একটা হাত আমার হাত চেপে ধরেন আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে পড়লাম,,,, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আর না বুঝতে চাইছি,,,,

উনি চেয়ারে বসা অবস্থায় আমার দিকে না তাকিয়ে, আমার হাত হেচকা টান দিয়ে উনার সামনে নিয়ে এসে আমার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়,,, তারপর মাতাল করা দৃষ্টি দিয়ে এক পা এক পা করে আমার কাছে আসতে থাকে,,,, আর আমি ভয়ে এক পা এক পা করে পিছাতে থাকি,,, পিছিয়ে যেতে যেতে পুলের এক সাইডে দেয়াল এ আমার পিট টেকে যায়,,, তখনো উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে,,, পরে আমার খুব কাছে এসে হালকা ঝুকে একহাত দেয়ালে রাখে,,, আর অন্য হাত পকেটে গুঁজানো দৃষ্টি তার আমার চোখে মুখে,,, আমি অসহায় এ মতো একবার উনার দিকে তাকিয়ে আবার চারপাশে চোখ বুলাই,,,,

আমার সামনে উনি (রিদ),,, আর উনার পিছনে সুইমিং পুল,,, আমার ডানপাশে উনার বামহাত রাখা দেয়ালে,,,
আর আমার বামপাশে দু’হাত দূরে কারুকাজে বড় আয়না রয়েছে যাতে খুব সুন্দর করে ফুল আর লাইটিং করা আছে,,, এবং আয়নাতে আমাদের দুজনেরি প্রতিছবি দৃশ্য মান রয়েছে,,,,

আমি স্তব্ধ ও অসহায় দৃষ্টিতে আবারও উনার দিকে তাকিয়ে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলি,,,,

—-” আপনি,,,,,

সাথে সাথে উনি আমার আরও কাছে এসে বলে,,,,

—-” শিশশশইইই

চলবে,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here