হৃদয়ে_লাগিল_দোলা 🫶 #নুসাইবা_জান্নাত_আরহা #পর্ব৩২

0
247

#হৃদয়ে_লাগিল_দোলা 🫶
#নুসাইবা_জান্নাত_আরহা
#পর্ব৩২ [বিবাহ স্পেশাল (২)]

বধু বেশে লজ্জায় রঞ্জিত হওয়া মুখশ্রী নিয়ে বসে আছি আমার সেই কাঙ্খিত মানুষটির পাশে। আমার কোমল হাতটা এখনও তার শক্তপোক্ত পুরুষালি হাতের বাঁধনে আবদ্ধ হয়ে আছে। খানিক সময় বাদেই এই মানুষটার সাথে আজীবনের জন্য পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাব, ভাবতেই একরাশ রোমাঞ্চকর অনুভূতিতে শিউরে উঠছি আমি! কয়েক মুহূর্ত পূর্বে আদ্রিশের করা কর্মকান্ডে আমায় ভীষণ লজ্জায় পতিত হতে হয়েছিল!

..

কিছু মুহুর্তে পূর্বে,,,

আমায় দেখে হুট করে আদ্রিশ বসা থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা চেঁচিয়ে বেশ উচ্ছ্বাসের সহিত বলে উঠল

-‘ মাশাআল্লাহ! আপনার সৌন্দর্য পূর্বের তুলনায় আরও বহুগুণে ঠিকরে পড়ছে যেন! ইশ আপনার দর্শন পাইয়া আমার যে হার্টবিট মিস হইবার উপক্রম হইয়া উঠিয়াছে! কার্ডিওলজিস্ট হয়ে শেষমেশ আমি-ই না আবার হৃদরোগে আক্রান্ত হয়ে যাই!

আদ্রিশের এহেন বাক্যচয়নে উপস্থিত সকলে হো হো করে হেসে ওঠে। বাদ পড়েনি বাড়ির গুরুজনেরাও। সে ওতো ভালো সাধুরীতিতে কথা বলতে পারেনা তবে বউয়ের জন্য তো এতটুকু করাই যায়! আর এদিকে লজ্জায় আমার সর্বাঙ্গ প্রকম্পিত হতে থাকে। চরণ দুখানিও বাঁধ সাধে সামনে এগিয়ে যেতে! স্থির হয়ে তাই দাঁড়িয়ে পড়লাম এবার।

আদ্রিশ এবার বুকের বাঁ পাশটায় হাত ডলতে ডলতে, গেয়ে উঠল

-‘ “|বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়|”

এতটুকু গেয়েই স্টেজের নিচে নেমে এলো আদ্রিশ। হাতে তার তাজা লাল টকটকে গোলাপ ফুলের বুঁকে! আমার একদম কাছাকাছি এসে, আমার একহাত নিজের হাতের বাঁধনে অতি সন্তর্পণে আগলে নেয়। আলতো করে ধরে আমার হাতে নিজের অধরজোড়া ছুঁইয়ে দিয়ে, হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ে। গোলাপের বুঁকেটা আমার সামনে এগিয়ে দিয়ে বলল

-‘ জীবনেও তো কখনো প্রোপোজ করিনি। নিজের মনোভাবও সেভাবে প্রকাশ করিনি। কারণটা তুমি জানো। আমি অলটাইম চাইতাম আমরা দুজনেই ভালো একটা পজিশনে যাওয়ার পর এসব নিয়ে ভাববো। অ্যান্ড নাও আমরা দুজনেই একটা স্টেজে চলে এসেছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ পূর্ণতা পেতে চলেছে আমাদের অন্তর্নিহিত প্রণয়ের! আর নয় অপেক্ষা, আর নয় লুকোচুরি। আজ তবে সবাইকে সাক্ষী রেখে বলেই ফেলি, “আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মাই কুইন!”

শেষোক্ত কথাগুলো উচ্চস্বরে বলে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল আমার পানে আদ্রিশ। হয়তো সে আমার উত্তরের অপেক্ষায় রয়েছে। তবে আমি এ মুহুর্তে উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে নেই! শুধু হাত বাড়িয়ে ফুলের বুঁকেটা সাদরে গ্রহণ করলাম। এতে আদ্রিশ অধরের কোণে লেপ্টে থাকা হাসির রেখা প্রশস্ত হয় আরও। হুট করেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে শুরু করল! আর সাথে সাথেই আমার পুরো কাজিনমহল হাত তালি দিতে দিতে সমস্বরে বলে উঠল

-‘ কংগ্রাচুলেশনস প্রিয় মেহাদ্রিশ! নতুন জীবনে তোমরা অনেক অনেক সুখি হও! শুভকামনা রইল।

এসব কান্ডকারখানা দেখে উপর উপর লজ্জা পেলেও, মনে মনে বেজায় খুশিই হলাম আমি। কেননা আমার স্বপ্নগুলো সব একে একে পূরণ হতে চলেছে যে!

আদ্রিশ এবার তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠল

-‘ “| “ভালোবাসি” বলে দাও আমায়
বলে দাও, “হ্যাঁ, সব কবুল”
তুমি শুধু আমারই হবে
যদি করো মিষ্টি এই ভুল
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙুলে আঙুল
ভালোবাসা বাড়াতে আরও
হৃদয় ভীষণ ব্যাকুল|”

পাশ থেকে আদ্রিশের বন্ধুরা বলে উঠল, ” ভাবি, ‘ভালোবাসি’ কথাটা বলেই দেন না!” আমি এবার সত্যিই ভীষণ লজ্জায় পরে গেলাম। ফলে মাথা নিচু করে নিলাম। আদ্রিশ হয়তো বুঝল আমার ব্যাপারটা তাই আমার কম্পনরত হাতখানা আগলে নিয়ে সবার সামনে দিয়ে এগিয়ে যায় স্টেজের দিকে। আর তখনই আমার গুণধর কাজিনগণ সাথে বন্ধুবান্ধবরাও একই সুরে সুর মিলিয়ে গেয়ে উঠল

-‘ “|সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে|”

এতোটুকু গেয়েই সবাই উচ্চস্বরে হেসে উঠল। এই সবই ক্যামেরাবন্দি করতে একটুও ভুল করেনি ক্যামেরাম্যান।
সবার মধ্য থেকে এবার রিশতা কিছুটা রসিকতা করে বলে উঠল

-‘ চাচাতো ভাইবোন থেকে চাচাতো বর বউ হয়ে যাওয়ার যে ব্যাপারটা!

রিশতার তালে তাল মিলিয়ে অরনীও বলল

-‘ ভাইয়া ক্যান বি ছাইয়া ছাইয়া!

-‘ ওরা নাকি একে অপরকে ভাইবোনের মতো দেখত!

বিদ্রুপ করে উক্ত কথাটি বলে উঠল আমারই এক কাজিন সাবিহা আপু। আদ্রিশ এবার সোফায় বসতে বসতে তার কথার প্রেক্ষিতে জবাব দিল

-‘ প্রথমে চাচাতো বোনের নজরেই দেখতাম! আর এখন বউ!

আমি এবার আদ্রিশের দিকে কিছুটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বললাম

-‘ চাচাতো বোন কথাটা কখনো উল্লেখ করেননি আপনি!

-‘ আপন বোন কথাটাও তো কখনো উচ্চারণ করিনি আমি!

সরু চোখে চেয়ে আমার কথার পিঠে উক্ত কথাটি বলল আদ্রিশ। বুঝলাম যা-ই বলি কেন ভুংভাং বলে চুপ করিয়ে দিবেন, অগত্যা তাই আর কথা বাড়ালাম না আমি। সে এবার আমার আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল গলিয়ে শক্ত করে চেপে ধরে। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই কন্ঠ কিছুটা খাদে নামিয়ে সে বলল

-‘ একবার যখন নিজের সাথে তোমাকে জড়িয়েই ফেলেছি তখন আর আমি হতে এতো সহজে নিস্তার মিলবে না তোমার! তাই হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে লাভ নেই কোনো। ফলাফল ঐ শূন্যই।

এতোক্ষণ যাবত এসবই ভাবছিলাম, হুট করে সবার অগোচরে আদ্রিশ আমার কোমড় জড়িয়ে ধরে আমায় নিজের সাথে মিশিয়ে নেয়। আকস্মিক এহেন ঘটনায় চমকে উঠলাম আমি। তবুও নিজেকে ধাতস্থ করে কপট রাগ দেখিয়ে বললাম

-‘ সবার সামনে কিসব অসভ্যতামি করছেন!

আমার কথার পিঠে দায়সারা ভাব নিয়ে সে বলল

-‘ নিজের বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি!

-‘ ইতর লোক একটা!

-‘ ইতরামির দেখেছো কি, সবে তো শুরু! আর হ্যাঁ, যদি সত্যিই ইতর হতাম তাহলে সবার সামনে কোলে তুলে নিতাম! শুধুমাত্র আমার বউ লজ্জা পাবে বিধায় আর এমন কিছু করিনি আমি।

ইনোসেন্ট ভাব নিয়ে উক্ত কথাগুলো বলে থামল আদ্রিশ। আর আমি হা করে চেয়ে রইলাম। কে বলবে এমন ইনোসেন্ট ফেসের আড়ালে এই লোকটা চরম লেভেলের ইতর!

আমাদের কথার মাঝেই ক্যামেরাম্যান বলে উঠল

-‘ ম্যাম, সুন্দর করে একটা পোজ দিন তো! আপনাদের সুন্দর কয়েকটা কাপল ফটো তুলে দিই।

ক্যামেরাম্যানের কথামতো আমরা ঝগড়া থামিয়ে পোজ দিলাম। একে একে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এসে হাজির হয়। সবার সাথে হাসিমুখে ছবি তুললাম। আমার খালা, মামারাও এসেছেন সবাই। ওদিকে আদ্রিশের একমাত্র মামাও স্বপরিবারে হাজির হয়েছে। হুট মুহুর্তে বিয়ে, এছাড়াও তারা প্রবাসী হওয়ায় আসতে দেরি হয়েছে। আদ্রিশের একটাই মাত্র মামাতো বোন, তার ছ’বছরের একটা ছেলেও রয়েছে। ছেলেটা বেশ দূরন্ত!

সবার সাথে ছবি তোলার পরপরই দলবেঁধে হাজির হয় রিশতা, অরনী, আহির, আলভি ভাইয়া। আদ্রিশের পাশে রিশতা বসতে গেলেই, চোখ গরম করে তাকালাম আমি। এতেই রিশতার যা বোঝার তা বোঝা হয়ে যায়। কোনোরূপ ভনিতা ছাড়াই তাই চুপটি করে আমার পাশে এসে বসল। অন্যদিকে আমার পাশে আহির বসতে যাচ্ছিল এমন সময় আদ্রিশ এমনভাবে তাকিয়েছে যে ওর কলিজার পানি শুকিয়ে যায়। অগত্যা তাই আমার পাশে না বসে আদ্রিশের পাশে গিয়ে বসে পড়ে। ছবি তোলার পর, রিশতা আর আহির কথা বলার এক পর্যায়ে, রিশতা বলে উঠল

-‘ দুইটাই এক গোয়ালের গরু!

যা কর্ণগোচর হয়না আদ্রিশের। গম্ভীর গলায় তাই সুধায়

-‘ আমাদের দেখলে তোর গরু বলে মনে হয়!

হুট করে আদ্রিশের এমন কথায় থতমত খেয়ে যায় রিশতা। পেছন ফিরে তাই মেকি হেসে বলল

-‘ না না ভাইয়া, আপনারা দুজনেই খুব সুইট বেবি!

কথাটা বলেই দৌড়ে চলে যায় রিশতা। আর এদিকে এসব দেখে হেসে ফেললাম আমি। আমায় এমনভাবে হাসতে দেখে আদ্রিশ বলল

-‘ ওরা আমাদের গরু বলে চলে গেল, আর তুই দাঁত কেলিয়ে হাসছিস মেহু!

-‘ আরে ওরা আমায় না, তোমায় গরু বলেছে।

হাসতে হাসতে এতোটুকু বলে থামলাম আমি। আদ্রিশ আর ওসব ব্যপারে পাত্তা না দিয়ে এবার কিছুটা শীতল গলায় বলল

-‘ আমায় আগের মতোই তুমি করে ডাকবি। তুই আমায় আপনি করে ডাকলে, মনে হয় যেন আমি তোর পর কেউ হই। তখন খুব খারাপ লাগে আমার।

তার কথায় হাসি আপনাআপনিই থেমে যায় আমার। আড়াই বছর আগে সে চলে যাওয়ার পর থেকে তাকে আপনি বলেই ডাকি। এই আড়াই বছরে সে আর না হলে শতবার বলেছে এই কথাটা। কিন্তু আমি খোঁচা মারার জন্য ইচ্ছে করে আপনি করে বলতাম। কেন জানিনা এই আদ্রিশ ব্যাটাকে জ্বালাতে, এক অন্যরকম শান্তি অনুভূত হয় আমার!

এরই মাঝেই, কাজী এসে হাজির হন! তিনি এসেই আমাদের বিয়ে পড়িয়ে দেন। কবুল বলার সময়টাতে আদ্রিশ ঝড়ের বেগে কবুল বলেছিল আর আমি কিছুটা সময় নিয়ে থেমে থেমে বলেছিলাম।

অবশেষে তিন কবুলের মাধ্যমে আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম! আজ থেকে আমরা আর চাচাতো ভাইবোন নই, আমাদের মাঝে এক নতুন সম্পর্কের সৃষ্টি হয়েছে যার নাম স্বামী-স্ত্রী! আদ্রিশ এবার শক্ত করে আমার কোমড় জড়িয়ে ধরে বলল

-‘ শত প্রতীক্ষার অবসান ঘটল তবে। এবার তো আর কোনো বাঁধল রইল না।

বলেই আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে টুপ করে আমার গালে চু’মু খেয়ে বসল আদ্রিশ! আচমকা ওর এহেন আচরণে চোখ বড় বড় করে চাইলাম আমি। সে এবার দুষ্ট হেসে ফিসফিস করে বলে ফেলল

-‘ এমন করে তাকিও না জান। তুমি এভাবে তাকালে তো অবাধ্য ইচ্ছেরা মনে আতিপাতি শুরু করে দেয়। আমি জানি তুমিও ভীষণ ব্যাকুল, তবে আর একটু সবুর করো। একেবারে বাসরঘরেই নাহয়..। বাকিটা তুমি সামলে নিতে পারবে তো বউ?🧛🏻‍

শেষোক্ত কথাটা ভ্রু নাচিয়ে বলল আদ্রিশ। ওর এমন কথায় আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। লজ্জায় কান গরম হয়ে যায় আমার। চোখ বুঁজে তাই আদ্রিশের বুকে মাথাটা এলিয়ে দিলাম আমি।

আচমকা নিজের বুকের উপর মেহরুনকে এভাবে ঢুলে পড়তে দেখে বোকা বনে যায় আদ্রিশ। সে ধরেই নিয়েছিল তার বউ নির্ঘাত তার এমন কথা শুনে মূর্ছা গেছে। মেহরুনের মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে বলে উঠল

-‘ যাব্বাবা! এখনো তো তেমন কিছুই হলো না, তাতেই এমন মূর্ছা গেল মেয়েটা?

পূর্বের ন্যায় চোখ বুঁজে রেখে আমি এবার দাঁতে দাঁত পিষে বললাম

-‘ এখনও মূর্ছা যাইনি তবে আপনার এমন অসভ্যমার্কা কথা শুনলে পটল তুলতে আর বেশি সময় লাগবে না আমার!

#চলবে~

গল্প দিয়েছি। এখন আপনারা এট্টু রিশপন্চ করিয়েন নয়তো আমারও পটল তুলতে আর বেশি সময় লাগবে না🥹

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here